• ImgPublished :2024-12-21
  • ImgVacancy: 23
  • ImgLast Date of Apply :2025-01-20

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ২৩টি শূন্যপদ

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ BCSL Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) টেলিকমুনিকেশন ক্যাবলস (কপার ও অপটিক্যাল ফাইবার), এইচডিপিই ডাক্ট এন্ড বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টরস ও ক্যালস প্রস্তুতকারী একটি বৃহৎ সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানী। উৎপাদনমূখী এ শিল্প প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী কাজ করার মানসিকতা সম্পন্ন দক্ষ ও মেধাবী প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত পদসমূহে স্থায়ী নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ১০টি ক্যাটাগরিতে ২৩ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২১ ডিসেম্বর ২০২৪ সমকাল পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৫ইং। নিম্নে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Bangladesh Cable Shilpa Ltd Job Circular 2025

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর কার্যাবলি মূলত কি? 

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Bangladesh Cable Shilpa Ltd Job Circular 2025

এ ছাড়া এর সাথে আপনি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন 

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড
বিজ্ঞপ্তি প্রকাশঃ২১ ডিসেম্বর ২০২৪
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃসমকাল পত্রিকায় ও অফিসিয়াক ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ১০টি
শূন্যপদঃ২৩টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২১ ডিসেম্বর ২০২৪ইং
আবেদনের শেষ তারিখঃ ২১ জানুয়ারী ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর নিয়োগ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে। 

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও  গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে। 

পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এ আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ 


Bangladesh Cable Shilpa Ltd Job Circular 2025

সূত্রঃ দৈনিক সমকাল ও অফিসিয়াক ওয়েবসাইট ২১ ডিসেম্বর ২০২৪

আবেদনের শুরুর তারিখঃ ২১ ডিসেম্বর ২০২৪ইং

আবেদনের শেষ তারিখঃ ২০ জানুয়ারি ২০২৫ইং