• ImgPublished :2024-12-27
  • ImgVacancy: 115
  • ImgLast Date of Apply :2025-01-12

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ১১৫টি শূণ্যপদ

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Department of Livestock Services Job Circular 2025 or dls Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (LDDP) এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার (১৬তম গ্রেডভুক্ত, Contractual Support Staffs) শূন্যপদে নিয়োগ/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইট-এ (www.lddp.portal.gov.bd) নির্ধারিত ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহবান করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০১টি ক্যাটাগরিতে ১১৫ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৭ ডিসেম্বর ২০২৫ইং অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সমকাল পত্রিকায়। আবেদনের  শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২৫ইং। প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। কর্তৃপক্ষের সকল শর্ত অনুযায়ী  অনলাইন এর মাধ্যমে আবেদন করুন। 

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Department of Livestock Services Job Circular 2025

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু গুরুত্বপূর্ণ  কথাঃ

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন যা আপনার চাকরির পরিক্ষায় কাজে লাগতে পারে। যেমন প্রাণিসম্পদ অধিদপ্তর এর সেবা কখন থেকে শুরু হয় । প্রাণিসম্পদ অধিদপ্তর এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত ভাবে জানুন। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

প্রাণিসম্পদ অধিদপ্তর এর ভিশন এবং মিশন কি? প্রাণিসম্পদ অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর এর কার্যালয় কার্যাবলি মূলত কি? 

প্রাণিসম্পদ অধিদপ্তর এর দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জেনে রাখতে পারেন। এতে করে প্রাণিসম্পদ অধিদপ্তর এর চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।  Department of Livestock Services Job Circular 2025

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরণ

প্রতিষ্ঠানের নামঃপ্রাণিসম্পদ অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৭ ডিসেম্বর  ২০২৪
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃদৈনিক সমকাল ও অফিসিয়াক ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ১টি
শূন্যপদঃ১১৫টি
আবেদন করার মাধ্যমঃডাকযোগে
আবেদন শুরু করার তারিখঃআবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখঃ১২ জানুয়ারী ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

১। পদের নামঃ ড্রাইভার

পদ সংখ্যাঃ ১১৫টি (কম বেশি হতে পারে)

বয়সঃ অনূর্ধ্ব ১৮ থেকে ৪৬ বৎসর 

বেতন স্কেলঃ ৩০,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ন্যূ্নতম অষ্টম শ্রেণী পাশ

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ

ক) সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিকনির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে।

(খ) এ ছাড়াও পূর্ণ প্রতিবেদন, সময়সূচি এবং গাড়ির লগবুই পূরণ করার সক্ষমতা থাকতে

হবে।

গ) প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে।

ঘ) প্রার্থীকে যেকোন সরকারি/বেসরকারি/ আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বৃহৎশিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে)। ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয়।

ঙ) উপর্যুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

চ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে | শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে।

ছ) প্রার্থীকে সৎ, পরিশ্রমী, সুঠামদেহী, উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো


Department of Livestock Services Job Circular 2025 

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ও সমকাল পত্রিকা ২৭ ডিসেম্বর ২০২৪

আবেদনের শুরুর তারিখঃ শুরু হয়েছে

আবেদনের শেষ তারিখঃ ১২ জানুয়ারি ২০২৫