AutoCad 2024

AutoCad 2024

টোক্যাড (AutoCAD) হলো একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার। মার্কিন যুক্তরাষ্ট্রের Autodesk Inc নামে একটি কম্পানি ক্যাড সফ্টওয়্যারটি তৈরি করেন। অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডেড ড্রাফটিং/ডিজাইন (Computer Aided Drafting/Design)। যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন। স্কেলিং তথা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে অটোক্যাড এর বিকল্প এখনো তৈরি হয়নি। এছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রডারীর কাজও অটো ক্যাড এর মাধ্যমে করা হয়ে থাকে। অটোক্যাড সফটওয়্যার এর মাধ্যমে আর্কিটেক্ট প্লানার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক ইঞ্জিনিয়ার, এমব্রডায়রি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন। অটোক্যাড মূলতঃ বিভিন্ন জ্যামিতিক বা গ্রাফিক্যাল অবজেক্ট এর সমন্বয়। যেমনঃ রেখা, বৃত্তচাপ, বৃত্ত, টেক্সট বা লেখা। এছাড়াও ব্লক বা গ্রুপ অবজেক্ট আনুষঙ্গিক অবজেক্ট প্রপার্টিজ যেমনঃ কালার, লেয়ার, লাইন টাইপ আ্যাট্রিবিউট ইত্যাদি ব্যবহার করে সাচ্ছন্দে ড্রইং করা যায়। সাধারণ ড্রইং সীটে যে ড্রইং করা হয় এবং অটোক্যাড এডিটরে যে ড্রইং করা তার কার্যপ্রনালী কিছুটা ভিন্ন তবে সুবিধা অনেক বেশি।


অটোক্যাড এর কাজ হলো দ্বিমাত্রিক অবজেক্ট নিয়ে। এখানে টু-ডি ও থ্রি-ডি উভয় ধরনের অবজেক্ট তৈরি করা যায়। তবে টু-ডি অবজেক্ট তৈরি করে পরবর্তীতে একে থ্রিডি তে রূপান্তরিত করা যায়। অটোক্যাড এ তৈরিকৃত ডিজাইনকে থ্রিডিতে রূপান্তর করার 3D Studio Max, Maya ইত্যাদি বিভিন্ন ধরনের থ্রিডি প্রোগ্রাম ব্যবহার করা হয়। আবার অটোক্যাড এ সরাসরি থ্রিডি ডিজাইন তৈরি করা যায়। AutoACAD এ থ্রিডি অপেক্ষা টু-ডিতে কাজ করা সহজ।অটোক্যাড .dwg ফাইল ফরম্যাটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে।


সংস্করণের ইতিহাস(AutoCAD-2007 থেকে)

অফিসিয়াল নাম

সংস্করণ

প্রকাশের তারিখ

অটোক্যাড ২০০৭

১৭.০

মার্চ, ২০০৬

অটোক্যাড ২০০৮

১৭.১

মার্চ, ২০০৭

অটোক্যাড ২০০৯

১৭.২

মার্চ, ২০০৮

অটোক্যাড ২০১০

১৮.০

২৪শে মার্চ, ২০০৯

অটোক্যাড ২০১১

১৮.১

২৫শে মার্চ, ২০১০

অটোক্যাড ২০১২

১৮.২

২২শে মার্চ, ২০১১

অটোক্যাড ২০১৩

১৯.০

২৭শে মার্চ, ২০১২

অটোক্যাড ২০১৪

১৯.১

২৬শে মার্চ, ২০১৩

অটোক্যাড ২০১৫

২০.০

২৭শে মার্চ, ২০১৪

অটোক্যাড ২০১৬

২০.১

২৩শে মার্চ, ২০১৫

অটোক্যাড ২০১৭

২১.০

২১শে মার্চ, ২০১৬

অটোক্যাড ২০১৮

২২.০

২১শে মার্চ, ২০১৭

অটোক্যাড ২০১৯

২৩.০

২৩শে মার্চ, ২০১৮

অটোক্যাড ২০২০

২৩.১

২৭শে মার্চ, ২০১৯

অটোক্যাড ২০২১

২৪.০

২৫শে মার্চ, ২০২০

অটোক্যাড ২০২২

২৪.১

২৩শে মার্চ, ২০২১

অটোক্যাড ২০২৩

২৪.২

২৮শে মার্চ, ২০২২

অটোক্যাড ২০২৪

২৪.৩

২৭শে মার্চ, ২০২৩

অটোক্যাড ২০২৫

২৪.৩

২৬শে মার্চ, ২০২৪


ডাউনলোড করতে ক্লিক করুণ