বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - 2021

  • ১১-০৯-২০২১১১-০৯-২০২১
  • এরোড্রাম ফায়ার লীডারএরোড্রাম ফায়ার লীডার

সময়: ৫০ মিনিট; পূর্ণমান: ৮০

১. একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?

ক. সুবীর সাহা

খ. আব্দুল গাফফার চৌধুরী

গ. আলতাফ মাহমুদ

ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তর: গ

২. 'আগুনের পরশমণি' কার রচনা?

ক. আমজাদ হোসেন

খ. হুমায়ুন আহমেদ

গ. সৈয়দ শামসুল হক

ঘ. শওকত ওসমান

উত্তর: খ

৩. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় কোনটি?

ক. বক্র

খ. গরল

গ. কুটিল

ঘ. সিধা

উত্তর: খ

৪. নিচের কোন শব্দটি শুদ্ধ?

ক. শূণ্য

খ. ত্রিভুজ

গ. ভূবন

ঘ. পূন্য

উত্তর: খ

৫. 'চন্দ্রাবতী' কী?

ক. নাটক

খ. কাব্য

গ. পদাবলি

ঘ. পালাগান

উত্তর: খ

৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

ক. শেষ প্রশ্ন

খ. শেষ কথা

গ. গীতাঞ্জলি

ঘ. শেষের কবিতা

উত্তর: গ

৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. ৯

খ. ৭

গ. ৮

ঘ. ১০

উ. ঘ

৮. 'রবীন্দ্র' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. রবী + ইন্দ্র

খ. রবী + ঈন্দ্র

গ. রবি + ইন্দ্র

ঘ. রবি + ঈন্দ্র

উত্তর: গ

৯. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?

ক. লবণাক্ত

খ. নোনতা

গ. লাবণ্য

ঘ. লালত

উত্তর: ক

১০. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. শেখ হাসিনা

গ. এ কে ফজলুল হক

ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উত্তর: ক

১১.'চঞ্চল' শব্দের স্ত্রীলিঙ্গ-

ক. চঞ্চলা

উত্তর। ক

১২. 'যা বলা হয়নি' এর বাক্য সংকোচন-

ক. অউক্ত

খ. অব্যক্ত

গ. অনুক্ত

ঘ. অবাক্ত

উত্তর। গ

১৩. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?

ক. নিষ্ঠা

খ. সদাচার

গ. সততা

ঘ. সংযম

উত্তর: খ

১৪. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরগ, মানুষেতে সুরাসুর'- এই পঙক্তিটি কার রচনা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. শেখ ফজলল করিম

ঘ. শামসুর রাহমান

উত্তর: গ

১৫. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. রাজশেখর বসু

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. বিহারীলাল চক্রবর্তী।

উত্তর: ঘ

১৬.'রাবণের চিতা'- বাগধারাটির অর্থ-

ক. চির অশান্তি

খ. অরাজক দেশ

গ. অনিষ্ঠ লাভ

ঘ. ঝগড়া বাধানো

উত্তর: ক

১৭. কোনটি তদ্ভব শব্দ?

ক. চাঁদ

খ. গগন

গ. নক্ষত্র

ঘ. সূর্য

উত্তর: ক

১৮. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?

ক. প্রত্যয়

খ. অনুসর্গ

গ. বিভক্তি

ঘ. উপসর্গ

উত্তর: গ

১৯. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?

ক. তিনি এখানে এসেছিলেন

খ. ছেলেটি দ্রুত দৌড়ায়

গ. গতকাল তিনি এসেছেন

ঘ. একটু ঘুরে আসুন না

উত্তর। গ

২০. 'পর্বত' শব্দের বহুবচন কোনটি?

ক. পর্বতকুল

খ. পর্বতমালা

গ. পর্বতসমূহ

ঘ. পর্বতসমেত

উত্তর: খ

২১. This is --- Unique Opportunity.

A. an

B. a

C. the

D. no article

উত্তর: B

২২. ----- oranges are grown in India.

A. A

B. All

C. An

D. None

উত্তর: D

২৩. Which one of the superlative degree?

Worst

B. Better

C. Farther

D. Less

উত্তরঃ A

28. Of the two boys, Latif is. ........ intelligent.

A. most

B. more

C. as

D. far

উত্তর: B

২৫. He is taller than….

A. me

B. myself

C. I

D. am I

উত্তর: C

২৬. This pen is inferior…….your pen.

A. than

B. that

C. to

D. from

উত্তর: C

২৭. He is….. weak to move.

A. very

B. quiet

C. quite

D. too

উত্তর: D

২৮. The word 'hardly' means –

A. always

B. almost never

C. seriously

D. regularly

উত্তর: B

২৯ He has come round from illness. The under lined word is-

A. a preposition

B. an adverb

C. a verb

D. an infinitive

উত্তর: B

৩০. Give me all this pen? 

A. of

B. to

C. but

D. from

উত্তর: C

৩১. What are you so angry-

A. about

B. at

C. with

D. for

উত্তর: A

৩২. I prefer tea....... coffee.

A. from

B. to

C. for

D. than

উত্তর: B

৩৩. I open the door as soon a I....... the bell.

A. have herd

B. was hearing

C. are heard

D. heard

Note: open এর জায়গায় opened হলে উত্তর 'D' হবে।

উত্তর:

৩৪. Her fever is....... to ignore.

A. to much high

B. High to much

C. too high

D. so high

উত্তর: C

৩৫. He speaks…… he were a scientist-

A. as if

B. if

C. likes

D. whether

উত্তর: A

৩৬. Nasima arrived while I….. the dinner.

A. would cook

B. had cooked

C. cook

D. was cooking

উত্তর: D

৩৭. I …..to a foreign country,

A. was never been

B. am never gone.

C. have never been

D. am never been

উত্তর: C

৩৮. Passive form of 'shut the door.

A. The door is no be shut.

B. The door may be shut

C. Let the door be shut

D. Let the door shut

উত্তর: C

৩৯ The pen…. mightier than sword.

A. Shall be

B. has

C. will be

D. is

উত্তর: D

 ৪০. 'Anxiety' means-

A. worry

B. comfort

C. faith

D. None of them

উত্তর: A

৪১. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৪ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?

ক. ৩২

খ. ৩৮

গ. ৪৮

ঘ. ৫২

উত্তর: গ

৪২. আয়ত এর বাহুগুলো পরস্পর সমান হলে কী হয়?

ক. রম্বস

খ. সামান্তরিক

গ. আয়ত

ঘ. বর্গ

উত্তর: ঘ

৪৩. ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫....... এর পরবর্তী সংখ্যা কি?

ক. ৫৫

খ. ৫৬

গ. ৫৭

ঘ. ৫৮

উত্তর: গ

৪৪. এক মাইলে কত শিকল?

ক. ৮০

খ. ৭৫

গ. ৮৮

ঘ. ৯২

উত্তর: গ

ব্যাখ্যা: ১ মাইল = ৮ ফার্লং (৮ × ১০) চেইন ৮০ শিকল (Chain)

৪৫. ২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল?

ক. ১৮০

খ. ১৮৫

গ. ১৯০

ঘ. ২০৭

উত্তর: ক

৪৬. x2+x2y, x2y+xy2 এর ল.সা.গু. কোনটি?

ক. x + y

খ. xy (x + y) 

গ. x2y (x + y)

ঘ. ху

উত্তর: গ

৪৭. কোনো বৃত্তের পরিধি ২৩ সে.মি. হলে। ব্যাসার্ধ কত সে.মি.?

ক. ২.৩৩

খ. ৩.৬৬

গ. ৭.৩২

ঘ. ৭/২২

উত্তর: খ

৪৮. ২৫ মি.লি আয়তনের পানির ওজন কত কেজি?

ক. ২৫০

খ. ২.৫০

গ. ০.২৫

ঘ. ২.৫

উত্তর:-

ব্যাখ্যা: প্রশ্নে ২৫ মি.লি. এর পরিবর্তে ২৫০ মি.লি. হলে উত্তর হবে ০.২৫ কেজি।

৪৯. a2+b2 =? 

ক. (a+b)2-2ab

খ. a2-b2+ab

গ. (a-b)2+2ab

ঘ. কোনোটি নয়

উত্তর: ঘ

৫০. শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ সুদাসলের 15 অংশ হবে- 

ক. ৫%

খ. ১০%

গ. ২০%

ঘ. ২৫%

উত্তর: ক

৫১. কোনটি মৌলিক সংখ্যা নহে?

ক. ২৩

খ. ২১

গ. ১৯

ঘ. ১৭

উত্তর: খ

৫২. কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়?

ক. ১৮

খ. ২৭

গ. ৩৬

ঘ. ৪৫

উত্তর: ক

৫৩. একটি গাড়ীর চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?

ক. ১৮০● 

খ. ২৭০●

গ. ৩৬০●

ঘ. ৫৪০●

উত্তর: ঘ

৫৪. দুইটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি

কত?

ক. ১০

খ. ১৫

গ. ২০

ঘ. ২৫

উত্তর: গ

৫৫. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বয়স কত?

ক. ৬০

খ. ৬৪

গ. ৫৬

ঘ.৫০

উত্তর: ক

৫৬.  x2+7x + 12 এর একটি উৎপাদক (x-3) হলে অপরটি কত?

ক. x+3

খ. x-4

গ. x + 4

ঘ. x-3

উত্তর: খ

৫৭. একটি বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের কত?

ক. সমান

খ. অর্ধেক

গ. দ্বিগুণ

ঘ. তিনগুণ

উত্তর: গ

৫৮.  বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-

ক. ৯০

খ. ১৮০

গ. ৩৬০

ঘ. ২৭০

উত্তর: খ

৫৯. অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৪৪

খ. ৬০

গ. ৯০

ঘ. ১৮০

উত্তর: ঘ

৬০.   এর ২৫% কত?

ক. ০.১

খ. ০.২

গ. ০.৩

ঘ. ০.৪

উত্তর: ক

৬১. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল?

ক. জয় বাংলা

খ. বাংলাদেশ

গ. স্বাধীনতা

ঘ. মুক্তির ডাক

উত্তর: ক

৬২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ

আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদান করেন?

ক. ১৯৭২, কায়রো

খ. ১৯৭৪, নয়াদিল্লী

গ. ১৯৭৫, বেলগ্রেড

ঘ. ১৯৭৩, আলজিয়ার্স

উত্তর: ঘ

৬৩. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা

খ. দ্বৈত শাসন ব্যবস্থা

গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা

ঘ. পুলিশ ব্যবস্থা

উত্তর: ঘ

৬৪. কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেন?

ক. ইরাক

খ. মিশর

গ. কুয়েত

ঘ. জর্ডান

উত্তর: ক

৬৫. আজকে বাংলা সনের কত তারিখ?

ক. ২৫ ভাদ্র, ১৪২৮

খ. ২৭ ভাদ্র, ১৪২৮

গ. ২৫ আশ্বিন, ১৪২৮

ঘ. ২৭ আশ্বিন, ১৪২৮

উত্তর: খ

ব্যাখ্যা: ১১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে বাংলা সনের তারিখ ছিল ২৭ ভাদ্র, ১৪২৮।

৬৬. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?

ক. কার্তিক-ফাল্গুন

খ. চৈত্র-বৈশাখ

গ. ভাদ্র-অগ্রহায়ণ

ঘ. শ্রাবণ-আশ্বিন

উত্তর: ক

৬৭. নবায়নযোগ্য জ্বালানি কোনটি? 

ক. পরমাণু শক্তি

খ. কয়লা

গ. পেট্রোল

ঘ. প্রাকৃতিক গ্যাস

উত্তর: ক

৬৮. জার্মানি ছাড়া আর কোন দেশের নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

ক. সুইজারল্যান্ড

খ. পোল্যান্ড

গ. অস্ট্রিয়া

ঘ. নরওয়ে

উত্তর: গ

৬৯. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

ক. প্রতিফলন

খ. প্রতিধ্বনি

গ প্রতিসরণ

ঘ প্রতিসরাঙ্ক

উত্তর: খ

৭০. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রকাশিত হয়?

ক. ১৮৬০

খ. ১৮৬৫

গ. ১৮৫৯

ঘ. ১৮৬১

উত্তর: ঘ

৭১. আইন প্রণয়নের ক্ষমতা কার?

ক. আইন মন্ত্রণালয়

খ. রাষ্ট্রপতি

গ. স্পীকার

ঘ. জাতীয় সংসদ

উত্তর: ঘ

৭২. ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে?

ক. বিংশ

খ. উনবিংশ

গ. অষ্টাদশ

ঘ. সপ্তদশ

উত্তর: গ

৭৩. গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কোথায়?

ক. লুসাকা

খ. কিনসাসা

গ. লুয়াগা

ঘ. মালবো

উত্তর: খ

৭৪. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

ক. ৫

খ. ৬

গ. ৭

ঘ. ৮

উত্তর: খ

৭৫. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

ক. দিল্লি

খ. আগ্রা

গ. ইয়াঙ্গুন

ঘ. লাহোর

উত্তর: গ

৭৬. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?

ক. ইয়েন

খ. পেসো

গ. ইউয়ান

ঘ. উয়ন

উত্তর: ঘ

৭৭. হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কবে?

ক. ১৯৪৫ সালের ৬ আগস্ট

খ. ১৯৪৫ সালের ৯ আগস্ট

গ. ১৯৪৬ সালের ৬ আগস্ট

ঘ. ১৯৪৬ সালের ৯ আগস্ট

উত্তর: ক

৭৮. নদীবিহীন দেশ কোনটি?

ক. ইরাক

খ. সৌদিআরব

গ. সিরিয়া

ঘ. মিশর

উত্তর: খ

৭৯. অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় নারীরা অংশগ্রহণ করার সুযোগ পান কোন সালে?

ক. ১৯৮৪

খ. ১৯৮৮

গ. ১৯৯২

ঘ. ১৯৯৬

উত্তর:

ব্যাখ্যা: ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকে (সুইডেন) সাঁতার প্রতিযোগিতায় নারীরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

৮০. 'রেইডার' শব্দটি কোন খেলার সম্পৃক্ত?

ক. কাবাডি

খ. রাগবি

গ. ক্রিকেট

ঘ. পোলো

উত্তর: ক