জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।।(13-01-2024)

  • 13-01-202413-01-2024
  • ক্যামেরাম্যানক্যামেরাম্যান

সময়ঃ ৯০ মিনিট; পূর্ণমানঃ ১০০

-ঃবাংলাঃ-


১। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক. মহর্ষি = মহা + ঋষি

খ. শাতীত = শীত + ঋত

গ. ষোড়শ = ষট্ + দশ


২। কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ

ক. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। - করণে ৩য়া

খ. বাবা বাড়ি নেই। - অধিকরণে শূন্য

গ. ফুলের গন্ধে ঘুম আসেনা। - সম্বন্ধে ৬ষ্ঠী


৩। বাগধারা অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক. লেফাফা দুরস্ত = (বাইরের ঠাট)- লোকটি যতই লেফাফা দুরস্ত হোক, আসলে সে কিন্তু গরীব।


খ. অহি-নকুল = (ভীষণ শত্রুতা)- তারেক সাহের এবং সাদেক সাহেব পাশাপাশি বাড়িতে বাস করেন কিন্তু তাদের মধ্যে অহিনকুল-সম্বন্ধ।


গ. বর্ণচোরা = (কপট ব্যক্তি)- আপনি বাপু একটা বর্ণ চোরা আম, বুঝবার যো নেই যে; আপনি তার একটা অনুরক্ত।


৪। এক কথায় প্রকাশ করুনঃ

ক. যিনি প্রথম পথ দেখান = পথিকৃৎ

খ. ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ

গ. দুই নদীর মধ্যবর্তী = দোয়াব


৫। শুদ্ধ বানান লিখুনঃ

ক্রঃ নং

ভূল বানান

শুদ্ধ বানান

ক.

মুমুর্ষ

মুমূর্ষু

খ.

দ্রবিভুত

দ্রবীভূত

গ.

শংশপ্তক

সংশপ্তক


৬। বিপরীত শব্দ লিখুনঃ

ক্রঃ নং

প্রদত্ত শব্দ

বিপরীত শব্দ

ক.

উৎকর্ষ

অপকর্ষ

খ.

দ্রবিভুত

স্মৃতি

গ.

অনুগ্রহ

নিগ্রহ


৭। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ

ক. মায়েঝিয়ে = মায়ে ও ঝিয়ে – দ্বন্দ্ব সমাস

খ. কাজলকালো = কাজলের ন্যায় কালো - উপমান কর্মধারয় মাস

গ. একগুয়ে = এক গুঁয়ে স্বভাব যার – বহুব্রীহি সমাস

৮। বাংলা বাক্যের কয়টি অংশ?

উত্তরঃ বাংলা বাক্যের অংশ ২টি। যথা: উদ্দেশ্য ও বিধেয়।


৯। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?

উত্তরঃ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা রাজা রামমোহন।


১০। বাংলা ভাষায় অক্ষর কত প্রকার?

উত্তরঃ বাংলা ভাষার অক্ষর ২ প্রকার।


১১। অনুচ্ছেদ লিখুন, "বঙ্গবন্ধু ও বাংলাদেশ"

**বঙ্গবন্ধু ও বাংলাদেশ**

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করে এবং বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব ঘটে। বঙ্গবন্ধুর দৃঢ়চেতা নেতৃত্ব এবং অসীম আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তিনি একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে সবাই সমানভাবে সুযোগ পাবে। 


১৯৭০ সালের নির্বাচন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কৌশল এবং দূরদর্শিতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি তৈরি করে। তাঁর "রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব" ঘোষণায় দেশের যুবক-যুবতীদের মধ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম করার সাহস জাগে। 


স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাঁর সৃষ্টিশীল নেতৃত্বে একটি নতুন রাষ্ট্রের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। বঙ্গবন্ধুর অবদান শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও অপরিসীম। 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদান বাংলাদেশের জনগণের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। তাঁর দর্শন এবং নেতৃত্বের আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, যাতে তারা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অঙ্গীকার, যা কখনো ভাঙবে না।

-:English:-

১২। Translate into English:

ক. তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? 

= Have you finished reading the book?


খ. সে কেবল ঘুমাত আর কিছুই করত না। 

= He did nothing but sleep.


গ. সে আমার কাছ থেকে বিদায় নিল। 

= He took leave of me.


ঘ. সে আড়াইটার গাড়িতে গিয়েছিল।

= He went by the 2:30 train


ঙ. আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো

= How will I go to airport from here?


১৩। Fill in the blank:

a) The issue of food adulteration has drawn the attention of general people.


b) Government has directed a mobile court to look into the matter of food adulteration.


c) A true friend is an asset.


d) She looks after her mother.


e) The dog jumped over the fence.


১৪। Write sentence of the following Phrase and Idiom with their meaning

a) Once in a blue moon - কালেভদ্রে - He comes to his village one in a blue moon


b) A piece of cake - যা খুব সহজ - The exam was a piece of cake.


c) Apple of my eye - নয়নের মনি - I am the apple of my mother's eye.


d) Leave no stone unturned - চেষ্টার ত্রুটি না করা - I left no stone unturned to finish this work in time.


১৫। Change sentence according to direction:

a) Corruption is one of the worst evils. (Positive)

= Very few evils are as bad as corruption.


b) People hate a corrupted man. (Passive)

= A corrupted man is hated by people.


c) Who respects him? (Negative)

= Nobody respects him.


১৬। Write a paragraph on "Smart Bangladesh".

**Smart Bangladesh**

"Smart Bangladesh" envisions a technologically advanced and sustainable nation where innovation drives economic growth and enhances quality of life. This initiative focuses on leveraging digital technologies, such as artificial intelligence, big data, and the Internet of Things, to improve public services, streamline governance, and boost education. By fostering a culture of entrepreneurship and collaboration, Smart Bangladesh aims to empower citizens with the skills necessary for a digital economy, while ensuring inclusivity and accessibility. The initiative also prioritizes environmental sustainability, promoting green technologies and smart urban planning to create resilient communities. Ultimately, Smart Bangladesh seeks to position the country as a leader in the global digital landscape, paving the way for a brighter, more connected future.

-ঃগণিতঃ-

১৭। সমাধান করুন: 3x+74 + 5x-47 = x + 3½

সমাধানঃ

বা, 82x+66 = 56x+196

বা, 82x+66 = 56x+196

বা, 82x - 56x = 196 - 66

বা, 26x = 130

বা, x = 130/26

বা, x = 5 (Answer)


১৮। উৎপাদকে বিশ্লেষণ করুন: x4(y2 - z2) + y4(z2-x2) + z4(x2-y2)

সমাধানঃ

= x4(y2 - z2) + y4(z2-x2) + z4(x2-y2)

= x4(y2 - z2) + y4(z2-x2) - z4{(y2 - z2) + (z2-x2)}

= x4(y2 - z2) + y4(z2-x2) - z4 (y2 - z2) - z4 (z2-x2)

= x4(y2 - z2) - z4 (y2 - z2) + y4(z2-x2) - z4 (z2-x2)

= (y2 - z2) (x4- z4) + (z2-x2) (y4- z4)

= (y2 - z2) {(x2)2 + (z2)2} + (z2-x2) {(y2)2 + (z2)2}

= (y2 - z2) (x2+z2) (x2-z2) + (z2-x2) (y2 + z2) (y2 - z2)

= (y2 - z2) (x2+z2) (x2-z2) - (x2-z2) (y2 + z2) (y2 - z2)

= (y2 - z2) (x2-z2) {(x2+z2) - (y2 + z2)}

= (y2 - z2) (x2-z2) (x2+ z2-y2 - z2)

 = (y2 - z2) (x2-z2) ((x2+ -y2) (Answer)


১৯। ৩টি ঝুড়ির ১ম, ২য় ও ৩য় টিতে যথাক্রমে ১৫৯ টি আম, ২২৭টি জাম এবং ৪০১টি লিচু আছে। সর্বাধিক কতজনের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬টি জাম ও ১১টি লিচু অবশিষ্ট থাকবে?

সমাধানঃ যেহেতু অবশিষ্ট যথাক্রমে ৩, ৬ ও ১১টি থাকবে

সুতরাং ১৫৯ - ৩ = ১৫৬, ২২৭ ৬ = ২২১ ও ৪০১ - ১১ = ৩৯০ এর গ.সা.গু-ই হবে নির্ণেয় লোকের সংখ্যা।


2

156


13

221


2

390

2

78



17


3

195

3

39





5

65



13







13

সুতরাংঃ 

২ × ২ × ৩ × ১৩ = ১৫৬

১৩ × ১৭ = ২২১

২ × ৩ × ৫ × ১৩ = ৩৯০


গ. সা গু = ১৩

নির্নেয় লোকের সংখ্যা ১৩ জন।


২০। জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর সুদে আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।

সমাধানঃ

-ঃসাধারণ জ্ঞানঃ-

২১। দেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন হয় কবে?

উত্তরঃ দেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন হয় ২৮ ডিসেম্বর ২০২২।

 

২২। সার্কের বর্তমান চেয়ারপার্সন কে?

উত্তরঃ সার্কের বর্তমান চেয়ারপার্সন  গোলাম সারওয়ার।


২৩। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন।


২৪। বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী?

উত্তরঃ বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী।


২৫। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি?

উত্তরঃ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত।


২৬। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

উত্তরঃ বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় যুক্তরাজ্য।


২৭। দুর্ভিক্ষের উপর "ম্যাডনা-৪৩" ছবিটি কে এঁকেছেন?

উত্তরঃ দুর্ভিক্ষের উর 'ম্যাডনা-৪৩' ছবিটি একেছেন জয়নুল আবেদিন।


২৮। ৬৯ এর গণ অভ্যুথানের প্রত্যক্ষ ফলাফল কি?

উত্তরঃ ৬৯ এর গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল  আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার।


২৯। 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈঘ্য চলচ্চিত্র এর নাম কি?

উত্তরঃ 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এর নাম মুজিব: একটি জাতির রূপকার


৩০। MTBF এর পূর্ণরূপ কি?

উত্তরঃ MTBF এর পূর্ণরূপ Mean Time Between Failure.