সময়ঃ ৬০ মিনিট; পূর্ণমানঃ ৭০
১। 'পদ্মা সেতু' বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন।
উত্তরঃ পদ্মা সেতু বাংলাদেশের একটি স্বপ্নের সেতু। এই সেতুটি বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলকে ঢাকার সাথে যুক্ত করেছে যা বাংলাদেশের একটি ঐতিহাসিক অর্জন। বলা হয়ে থাকে যে, "পদ্মা সেতু নির্মাণের জন্য প্রতি এক টাকা খরচের বিপরীতে দুই টাকা লাভবান হবে বাংলাদেশ।"
৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ এশিয়ার দীর্ঘতম দ্বিতল সেতু পদ্মা সেতু বাঙ্গালি জাতির স্বপ্ন, গৌরব ও অহংকারের প্রতীক। ৪২টি পিলারের উপর দাঁড়িয়ে থাকা দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলাকে যুক্ত করেছে এই সেতু।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়া বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত দেশের সর্ববৃহৎ প্রকল্প এটি। পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুটি মুন্সীগঞ্জ জেলার সাথে শরীয়তপুর জেলাকে যুক্ত করেছে। ২০১৪ সালের ২৬ নভেম্বর মূল পদ্মা সেতুর
নির্মাণ কাজ শুরু হয়। এই সেতু নির্মাণে মোট খরচ করা হয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। বিশ্বব্যাংকের মতে, আগামী ৩১ বছরে যোগাযোগ খাতে পদ্মা সেতু থেকে আয় হবে ১৮.৫ বিলিয়ন ডলার (নির্মাণ খরচের ৫.৫ গুণ)। বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এ সেতুকে কেন্দ্র করে ২০৩০ সালের ভেতর প্রায় ৫ কোটি লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দারিদ্র্যের হার প্রায় ১ শতাংশের বেশি কমবে এবং সামগ্রিক
জিডিপি১.২৩ শতাংশ বাড়বে। পরিশেষে বলা যায় যে, প্রায় দুই যুগের প্রচেষ্টার ফসল পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। সব ষড়যন্ত্র, বাধা-বিপত্তি কাটিয়ে পদ্মা সেতু আজ বাস্তবায়িত। এই সেতু আমাদের গর্ব।
২। শুন্যস্থান পূরণ কর:
a) He is not interested...... cycling.
Answer: in
b) Our family consists five members.
Answer: of
c) The jury were divided. their opinion.
Answer: into
d) I have no ambition........ reaches.
Answer: for
৩। প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: গুজরাটি
খ) শুদ্ধ বানান লিখুন: সমিচীন
উত্তর: সমীচীন
গ) এক কথায় লিখুন: অনেকের মধ্যে একজন
উত্তর: অন্যতম
ঘ) সন্ধি বিচ্ছেদ করুন: বৃহস্পতি
উত্তর: বৃহৎ + প্রতি
ঙ) অর্থ সহ বাক্য গঠন করুন: অরণ্য রোদন
উত্তর: নিষ্ফল আবেদন - কৃপণের কাছে ধন চাওয়া অরণ্যে রোদন মাত্র।
চ) তরঙ্গ শব্দের বহুবচন কি?
উত্তর: তরঙ্গমালা
ছ) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন: কানাকানি
উত্তর: কানে কানে যে কথা - ব্যতিহার বহুব্রীহি
জ) দীনে দয়া কর- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: সম্প্রদানে ৭মী
ঝ) 'অবতরণ' শব্দের বিপরীত শব্দ কি?
উত্তর: উত্তরণ
ঞ) 'চপল' শব্দের বিপরীত শব্দ কি?
উত্তর: গম্ভীর
৪. Write a paragraph on 'Air Pollution'
Answer: Air pollution refers to the unwanted and harmful substances in the air we breathe. These substances are known as pollutants. Air pollution can be caused by natural sources or human activities and can have serious health, environmental, and economic impacts. In recent years, air pollution has become a popular debate topic due to the decreasing quality of air. The atmosphere of Earth comprises 78% of Nitrogen, 21% of Oxygen, and 0.93% of Argon. The causes of air pollution are both natural and man-made. Natural sources of air pollution are volcanic eruptions, wildfires, and dust storms. However, human activities like transportation, industrial activities, agricultural practices, waste management, etc. have more serious and long-term impacts on the air we breathe.
৫। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ কর:
ক) চাঁদ রাতে কিরণ দেয়।
**The moon shines at night.
খ) কিছুক্ষণ অপেক্ষা কর।
**Wait a few minutes.
গ) বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না।
**No one can live without air.
ঘ) তারা সাঁতার কাটতে জানে না।
**They can't know how to swim.
ঙ) আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল।
**The train had left before we reached the station.
৬। ক) ০.০৩ ০ ০.০০৫ × ০.০০৬ = কত?
উত্তর: ০,০০০০০০৯
খ) ০.০৩ ০ ০.০৫ × ০.০০৭ = কত?
উত্তর: ০.০০০০৭০৫
৭। ১০০ জন শিক্ষার্থী গড় নম্বর ৯০. যার মধ্যে ৭৫ জন শিক্ষার্থী গড় নম্বর ৯৫। অবশিষ্ট শিক্ষার্থীর গড় নম্বর কত?
সমাধানঃ সকল শিক্ষার্থীর মোট নম্বর ১০০ × ৯০ = ৯০০০
৭৫ জন শিক্ষার্থীর মোট নম্বর ৯৫ × ৭৫ = ৭১২৫
২২৫ জন শিক্ষার্থীর মোট নম্বর ৯০০০ – ৭১২৫ = ১৮৭৫
অবশিষ্ট শিক্ষার্থীর নম্বরের গড় = ১৮৭৫ ÷ ২৫ = ৭৫
উত্তর: ৭৫
৯। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন?
উত্তর: এম আর আখতার মুকুল
খ) জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে?
উত্তর: ১৯৪৫
গ) UNHCR এর পূর্ণরূপ কী?
উত্তর: United Nations High Commissioner for Refugees
ঘ) মুক্তার দেশ বলা হয় কাকে?
উত্তর: কিউবা
ঙ) হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: খাগড়াছড়ি
চ) রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য
ছ) 'একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা কে?
উত্তর: জাহানারা ইমাম
জ) পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
উত্তর: আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর বৃহত্তম নদী।
(ঝ) কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
উত্তর: ভিটামিন সি
ঞ) LPG, CNG এর পূর্ণরূপ কী?
উত্তর:
LPG এর পূর্ণরূপ হলো: Liquefied Petroleum Gas
CNG এর পূর্ণরূপ হলো: Compressed Natural Gas