সাইবার ট্রাইব্যুনাল,ময়মনসিংহ (জারীকারক)-2024

  • 20-04-202420-04-2024
  • জারীকারকজারীকারক

পূর্ণমান-৪০ সময়- ১ ঘন্টা

বাংলা

১। এক দিনের নৈমিত্তিক ছুটির জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি দরখাস্ত লিখুন।

২২ এপ্রিল ২০২৪

বরাবর,

মহাপরিচালক

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

নশিপুর, দিনাজপুর।


বিষয়ঃ এক দিনের নৈমিত্তিক ছুটিতে কর্মস্থল ত্যাগের আবেদন।


জনাব,

নিবেদন এই যে, আমি আপনার দপ্তরের কর্মরত একজন গার্ড। আমার ব্যক্তিগত কাজের জন্য ঢাকা যাওয়া প্রয়োজন। তাই ২৩-০৪-২০২৪ ইং রোজ মঙ্গলবার এক (০১) দিনের ছুটির প্রয়োজন। এমতাবস্থায় আপনার সদয় সহাভূতি কামনা করছি।

বিধায় প্রার্থনা, উল্লেখিত নৈমিত্তিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করার অনুমতি প্রদানে জনাবের মর্জি হয়।


নিবেদক,

আপনার একান্ত বাধ্যগত

(স্বাক্ষরের)

মোঃ রাইসুল ইসলাম

জারীকারক

নশিপুর, দিনাজপুর।


২। এক কথায় প্রকাশ করুন:-

অল্প কথা বলে যে = অল্পভাষী

দিবসের শেষভাগ = অপরাহ্ন

লাভের ইচ্ছা = লিন্সা

জলে জন্ম যার = জলজ

যে প্রাণী বুকে ভর দিয়ে চলে = উরগ


English

৩। Translate into English: -

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাহীন মানুষ পশুর সমান। নিরক্ষর মানুষ দেশের জন্য বোঝা। শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।

Ans: Education is the backbone of a nation. Uneducated people are like animals. Illiterate people are a burden for the country. No nation can progress without education. The more educated the nation is, the more developed the nation is.


৪। Describe yourself in five sentences.

Ans: I am a hard-working and driven individual who isn't afraid to face a challenge. I'm passionate about my work and I know how to get the job done. I would describe myself as an open and honest person who doesn't believe in misleading other people and tries to be fair in everything I do.


সাধারণ জ্ঞান

৫। সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি?

উত্তরঃ ৮টি।

৬। জাতীয় আইনগত সহায়তা দিবস কবে?

উত্তরঃ ২৮ এপ্রিল।

৭। ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লিখা?

উত্তরঃ শেখ মজিবুর রহমান।

৮। বাংলাদেশের সর্বোচ্চ বিচারাঙ্গন কোনটি? 

উত্তরঃ হাইকোর্ট ।

৯। পদ্মা সেতুর উদ্বোধন হয় কোন সালে?

উত্তরঃ ২০২২ সালে।

১০। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আযোজক কোন দেশ?

উত্তরঃ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

১১। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? 

উত্তরঃ নাজমুন আরা সুলতানা।

১২। ভাসানচর দ্বীপ কোন জেলায়?

উত্তরঃ নোয়াখালী জেলা।

১৩। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?

উত্তরঃ রাঙ্গামাটি।

১৪। বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রামে।


গণিত

১৫। করিম ও রহিমের বেতনের অনুপাত ৭:৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪,০০০ টাকা বেশি। রহিমের বেতন কত?

সমাধানঃ

করিমের বেতন = ৭ক 

রহিমের বেতন = ৫ক

শর্ত মতে

৭ক - ৫ক = ৪০০০

বা, ২ক = ৪০০০

বা, ক = ৪০০০ ÷ ২

বা, ক = ২০০০

রহিমের বেতন = ৫ × ২০০০ = ১০,০০০ টাকা।

উত্তরঃ ১০,০০০ টাকা।