সময় : ৯০ মিনিট; পূর্ণমানঃ ৭০
প্রশ্ন ১. x – y = 2 এবং xy = 24 হলে (x + y)2 এর মান কত?
ক) 90
খ) 22
গ) 100
ঘ) 20
সঠিক উত্তর: গ) 100
সমাধান:
দেওয়া আছে,
x – y = 2
xy = 24
এখন
(x + y)2 = (2)2 + 4 × 24
= 4 + 96
= 100
প্রশ্ন ২. কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
ক) ৬/৫
খ) ১/২
গ) ২/৩
ঘ) ১১/১২
সঠিক উত্তর: ক) ৬/৫
সমাধান:
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৬/৫ = অপ্রকৃত ভগ্নাংশ
১/২ = প্রকৃত ভগ্নাংশ
২/৩ = প্রকৃত ভগ্নাংশ
১১/১২ = প্রকৃত ভগ্নাংশ
প্রশ্ন ৩. কোনটি বড়?
ক) ০.০৫
খ) ০.৫
গ) ০.২৫
ঘ) ০.৫৫
সঠিক উত্তর: ঘ) ০.৫৫
প্রশ্ন ৪. ল.সা.গু এর পূর্ণরূপ কী?
ক) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
খ) লঘিষ্ঠ সাধারণ গুণফল
গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণক
সঠিক উত্তর: গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
ল.সা.গু = এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
গ.সা.গু = এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
প্রশ্ন ৫. বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
ক) জ্যা
খ) ব্যস
গ) পরিধি
ঘ) বৃত্তচাপ
সঠিক উত্তর: গ) পরিধি
ব্যাখ্যা: বৃত্ত সম্পর্কে কিছু তথ্য:
– বৃত্তের দৈর্ঘ্য কে পরিধি বলে।
– একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
– জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
– ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
– বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
– বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি = 2πr
প্রশ্ন ৬. কোনটি বর্গসংখ্যা নয়?
ক) ১
খ) ৪
গ) ৫
ঘ) ৯
সঠিক উত্তর: গ) ৫
প্রশ্ন ৭. দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুটি কত?
ক) ৪ ও ৯
খ) ১ ও ২
গ) ১৬ ও ২৫
ঘ) ৩৬ ও ৪৯
সঠিক উত্তর: খ) ১ ও ২
প্রশ্ন ৮. কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
ক) ১০০০
খ) ১৪০০
গ) ১৮০০
ঘ) ২২০০
সঠিক উত্তর: ক) ১০০০
প্রশ্ন ৯. ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
ক) ৭%
খ) ৯%
গ) ৮%
ঘ) ৬%
সঠিক উত্তর: গ) ৮%
প্রশ্ন ১০. কোন বর্গের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
ক) ৮ মিটার
খ) ১০ মিটার
গ) ১২ মিটার
ঘ) ২ মিটার
সঠিক উত্তর: ক) ৮ মিটার
প্রশ্ন ১১. x = 2, y = 4 হলে 7x – 3y = ?
ক) 2
খ) 4
গ) 7
ঘ) 1
সঠিক উত্তর: ক) 2
প্রশ্ন ১২. কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
ক) ২০%
খ) ১০%
গ) ৫%
ঘ) ৩০%
সঠিক উত্তর: ক) ২০%
প্রশ্ন ১৩. কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরণের ত্রিভুজ?
ক) সমবাহু
খ) সূক্ষ্মকোণী
গ) সমকোণী
ঘ) স্থুলকোণী
সঠিক উত্তর: গ) সমকোণী
প্রশ্ন ১৪. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ-
ক) ৬০°
খ) ৩০°
গ) ৭০°
ঘ) ৮০°
সঠিক উত্তর: ক) ৬০°
প্রশ্ন ১৫. দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?
ক) সম্পূরক কোণ
খ) পূরক কোণ
গ) সরল কোণ
ঘ) স্থুলকোণ
সঠিক উত্তর: খ) পূরক কোণ
প্রশ্ন ১৬. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
ক) ‘আই-সিং
খ) ফ-হিয়েন
গ) হিউয়েন সাং
ঘ) ইবনে বতুতা
সঠিক উত্তর: খ) ফ-হিয়েন
প্রশ্ন ১৭. ইখতিয়ার ঊদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
ক) ১২০০ সালে
খ) ১২০৪ সালে
গ) ১২১২ সালে
ঘ) ১২১১ সালে
সঠিক উত্তর: খ) ১২০৪ সালে
প্রশ্ন ১৮. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
ক) হুমায়ুন
খ) বাবর
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
সঠিক উত্তর: ক) হুমায়ুন
প্রশ্ন ১৯. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় সুবেদার কে ছিলেন?
ক) ইব্রাহীম খান
খ) ইসলাম খান
গ) শায়েস্তা খান
ঘ) মীর জুমলা
সঠিক উত্তর: খ) ইসলাম খান
প্রশ্ন ২০. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১ জুলাই, ২০১৯
খ) ১ জুলাই, ১৯২১
গ) ১ জুলাই, ১৯১৯
ঘ) ১ জুলাই, ১৯২৩
সঠিক উত্তর: খ) ১ জুলাই, ১৯২১
প্রশ্ন ২১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে?
ক) ১৯১৬
খ) ১৯০৫
গ) ১৯২০
ঘ) ১৯১১
সঠিক উত্তর: ঘ) ১৯১১
প্রশ্ন ২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে?
ক) ১৫ বার
খ) ১৬ বার
গ) ১৭ বার
ঘ) ১৮ বার
সঠিক উত্তর: গ) ১৭ বার
প্রশ্ন ২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
ক) ১৫২
খ) ১৫১
গ) ১৪৮
ঘ) ১৫৩
সঠিক উত্তর: ঘ) ১৫৩
প্রশ্ন ২৪. মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
ক) ১০ই এপ্রিল ১৯৭১
খ) ১৪ই এপ্রিল ১৯৭১
গ) ১৭ই এপ্রিল ১৯৭১
ঘ) ১২ই এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর: ক) ১০ই এপ্রিল ১৯৭১
প্রশ্ন ২৫. ‘গ্রীনপিস’ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
ক) সুইজারল্যান্ড
খ) নিউজিল্যান্ড
গ) নেদারল্যান্ড
ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর: গ) নেদারল্যান্ড
প্রশ্ন ২৬. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক) ১৯৩
খ) ১৯১
গ) ১৯৭
ঘ) ১৯২
সঠিক উত্তর: ক) ১৯৩
প্রশ্ন ২৭. A.C.U-এর পূর্ণরূপ কী?
ক) American Cluster Union
খ) Asian Clearing Union
গ) Asian Cluster Union
ঘ) American Clearing Union
সঠিক উত্তর: খ) Asian Clearing Union
প্রশ্ন ২৮. শেখ মুজিবকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল-
ক) দ্যা ইকোনমিষ্ট
খ) দ্যা টাইম
গ) দ্যা গার্ডিয়ান
ঘ) দ্যা নিউজ উইক
সঠিক উত্তর: ঘ) দ্যা নিউজ উইক
প্রশ্ন ২৯. ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
ক) ইউক্রেন
খ) পোল্যান্ড
গ) জার্মান
ঘ) ইতালি
সঠিক উত্তর: ক) ইউক্রেন
প্রশ্ন ৩০. জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
ক) ১৭ই এপ্রিল, ১৯১৮
খ) ১৭ই মার্চ, ১৯১৮
গ) ১৭ই মার্চ, ১৯২০
ঘ) ১৭ই মে, ১৯২০
সঠিক উত্তর: গ) ১৭ই মার্চ, ১৯২০
প্রশ্ন ৩১. ‘দুই বিঘা জমি’ কবিতাটি কার লেখা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) কায়কোবাদ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন ৩২. ছেলেটি দ্রুত দৌঁড়ায়। ‘দ্রত’ কোন পদের উদাহরণ?
ক) বিশেষণ
খ) ক্রিয়া
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) বিশেষ্য
সঠিক উত্তর: গ) ক্রিয়া বিশেষণ
প্রশ্ন ৩৩. মন রূপ মাঝি = মন মাঝি কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) রূপক কর্মধারয়
ঘ) দ্বন্দ্ব
সঠিক উত্তর: গ) রূপক কর্মধারয়
প্রশ্ন ৩৪. শুদ্ধ বানান কোনটি?
ক) মুমুর্ষূ
খ) মুমুর্ষু
গ) মুমূর্ষু
ঘ) মূমূর্ষূ
সঠিক উত্তর: গ) মুমূর্ষু
প্রশ্ন ৩৫. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ণব
খ) অর্ক
গ) প্রসূন
ঘ) পল্লব
সঠিক উত্তর: খ) অর্ক
প্রশ্ন ৩৬. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ১০টি
খ) ৮টি
গ) ৭টি
ঘ) ৬টি
সঠিক উত্তর: ক) ১০টি
প্রশ্ন ৩৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার
খ) ফলা
গ) স্বরলিপি
ঘ) সম্প্রসারণ
সঠিক উত্তর: ক) কার
প্রশ্ন ৩৮. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
ক) বিজ্ঞপ্তি
খ) উপসর্গ
গ) অনুজ্ঞা
ঘ) কারক
সঠিক উত্তর: ঘ) কারক
প্রশ্ন ৩৯. বাংলা উপসর্গ কয়টি?
ক) ২০টি
খ) ২১টি
গ) ১৯টি
ঘ) ১২টি
সঠিক উত্তর: খ) ২১টি
প্রশ্ন ৪০. সংখ্যা গণনার মূল একক-
ক) শূণ্য
খ) এক
গ) ক্রম
ঘ) তারিখ
সঠিক উত্তর: খ) এক
প্রশ্ন ৪১. ‘চোখের বালি’- বাগধারাটির অর্থ কী?
ক) প্রিয় বস্তু
খ) বিরক্তিকর বস্তু
গ) আকর্ষণ
ঘ) চোখের রোগ
সঠিক উত্তর: খ) বিরক্তিকর বস্তু
প্রশ্ন ৪২. ‘উভয় সংকট’ বাগধারাটির অর্থ কী?
ক) দুই দিকে পথ
খ) দুই দিকে বিপদ
গ) আসন্ন সংকট
ঘ) ভুলপথে গমন
সঠিক উত্তর: খ) দুই দিকে বিপদ
প্রশ্ন ৪৩. বাংলা লিপির উৎস কি?
ক) সংস্কৃত লিপি
খ) চীনা লিপি
গ) আরবী লিপি
ঘ) ব্রাহ্মী লিপি
সঠিক উত্তর: ঘ) ব্রাহ্মী লিপি
প্রশ্ন ৪৪. বাংলাদেশের জাতীর কবি কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) জীবনানন্দ দাশ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জসীম উদ্দীন
সঠিক উত্তর: ক) কাজী নজরুল ইসলাম
প্রশ্ন ৪৫. বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক) ১ সেকেন্ড
খ) ১ বলতে যে সময় প্রয়োজন
গ) এক বলার দ্বিগুন
ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর: ক) ১ সেকেন্ড
প্রশ্ন ৪৬. কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে?
ক) রাষ্ট্রপতি
খ) যোদ্ধা
গ) দেবর
ঘ) কেরানী
সঠিক উত্তর: গ) দেবর
প্রশ্ন ৪৭. ‘তারিখ’ কোন ভাষার শব্দ-
ক) আরবী
খ) ফার্সি
গ) তুর্কি
ঘ) পুর্তগিজ
সঠিক উত্তর: ক) আরবী
প্রশ্ন ৪৮. ‘কবর’- কবিতাটি কে লিখেছেন?
ক) কায়কোবাদ
খ) জসীম উদ্দীন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ) জসীম উদ্দীন
প্রশ্ন ৪৯. ’রবীন্দ্র’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) রবী+ইন্দ্র
খ) রবী+ঈন্দ্র
গ) রবি+ইন্দ্র
ঘ) রবি+ঈন্দ্র
সঠিক উত্তর: গ) রবি+ইন্দ্র
প্রশ্ন ৫০. ক্রিয়ার কাল কত প্রকার?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
সঠিক উত্তর: ক) ৩
প্রশ্ন ৫১. He has no appetite ____ food.
ক) to
খ) for
গ) with
ঘ) about
সঠিক উত্তর: খ) for
প্রশ্ন ৫২. His words conform……..his work.
ক) about
খ) into
গ) with
ঘ) for
সঠিক উত্তর: গ) with
প্রশ্ন ৫৩. One of the students ____ failed.
ক) has
খ) have
গ) would
ঘ) will
সঠিক উত্তর: ক) has
প্রশ্ন ৫৪. The thief ran away after he ___ the police.
ক) saw
খ) seen
গ) sean
ঘ) had seen
সঠিক উত্তর: ঘ) had seen
প্রশ্ন ৫৫. Which of the following is plural?
ক) furniture
খ) linguistics
গ) geese
ঘ) news
সঠিক উত্তর: গ) geese
প্রশ্ন ৫৬. He got his house ___ last month.
ক) to paint
খ) painting
গ) paint
ঘ) painted
সঠিক উত্তর: ঘ) painted
প্রশ্ন ৫৭. She made her daughter ___ homework.
ক) do
খ) did
গ) to do
ঘ) done
সঠিক উত্তর: ক) do
প্রশ্ন ৫৮. The man got used to ____ a walk every morning.
ক) take
খ) taken
গ) taking
ঘ) took
সঠিক উত্তর: গ) taking
প্রশ্ন ৫৯. He does not like company. So, he has ___ friends.
ক) a few
খ) few
গ) many
ঘ) fewer
সঠিক উত্তর: খ) few
প্রশ্ন ৬০. There was ___ water in the Jug. She could quench her thirst.
ক) a little
খ) little
গ) less
ঘ) the little
সঠিক উত্তর: ক) a little
প্রশ্ন ৬১. Which of the following is singular?
ক) trousers
খ) jeans
গ) glasses
ঘ) athletics
সঠিক উত্তর: ঘ) athletics
প্রশ্ন ৬২. Truth triumphs ___ falsehood.
ক) on
খ) over
গ) to
ঘ) for
সঠিক উত্তর: খ) over
প্রশ্ন ৬৩. The jury ___ unanimous in giving verdict.
ক) was
খ) were
গ) have
ঘ) has
সঠিক উত্তর: ক) was
প্রশ্ন ৬৪. They were sitting by a swimming pool. Here the underlined word is a –
ক) participle
খ) infinitive
গ) gerund
ঘ) finite verb
সঠিক উত্তর: গ) gerund
প্রশ্ন ৬৫. A stitch in time saves ___
ক) money
খ) nine
গ) time
ঘ) energy
সঠিক উত্তর: খ) nine
প্রশ্ন ৬৬. The child saw a flying bird. Here the underline word is a-
ক) participle
খ) gerund
গ) infinitive
ঘ) finite verb
সঠিক উত্তর: ক) participle
প্রশ্ন ৬৭. It was necessary that she ____ the meeting.
ক) joined
খ) join
গ) joins
ঘ) to join
সঠিক উত্তর: খ) join
প্রশ্ন ৬৮. If he helps me, I ____ the work.
ক) did
খ) will do
গ) would do
ঘ) would have done
সঠিক উত্তর: খ) will do
প্রশ্ন ৬৯. I introduced my friend ___ my parents.
ক) to
খ) with
গ) between
ঘ) among
সঠিক উত্তর: ক) to
প্রশ্ন ৭০. Vice results __ misery.
ক) to
খ) for
গ) with
ঘ) in
সঠিক উত্তর: ঘ) in