বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (নিরাপত্তা প্রহরি)-2022

  • 20222022
  • নিরাপত্তা প্রহরিনিরাপত্তা প্রহরি

পূর্নমানঃ ৭০; সময়ঃ ১ ঘন্টা

১. “আমার প্রিয় শখ” এর উপর পাঁচটি বাক্য লিখুন।

উত্তরঃ আমার প্রিয় শখ লেখা এবং পড়া। এটি আমার মনের একটি বিশেষ অংশকে আলোকিত করে। একটি নতুন বই পড়তে বা লিখতে শুরু করা আমার জন্য একটি আনন্দদায়ক প্রচেষ্টা। বিভিন্ন লেখকের কথা পড়ে আমার দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ হয়। লেখার মাধ্যমে, আমি আমার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে পারি।


২. বিপরীত শব্দ লিখুন 

প্রদত্ত শব্দ

বিপরীত শব্দ

অপচয়

সঞ্চয়

আবশ্যিক

ঐচ্ছিক

ভূত

ভবিষ্যৎ

সরস

নীরস

নৈসর্গিক

কৃত্তিম


৩. সন্ধি বিচ্ছেদ করুন

প্রদত্ত শব্দ

সন্ধি বিচ্ছেদ

পরীক্ষা

পরি + ঈক্ষা

ষড়যন্ত্র

ষট্+যন্ত্র

মতৈক্য

মত + ঐক্য

মনীষা

মনস + ঈষা

যদ্যপি

যদি + অপি


৪. শুদ্ধ করে লিখুন

প্রদত্ত শব্দ

শুদ্ধ শব্দ

জেষ্ঠ

জ্যেষ্ঠ

শসাঙ্ক

শশাঙ্ক

মহিয়ষি

মহীয়সী

ততধিক

ততোধিক

অঞ্জলী

অঞ্জলি


৫. Write the five sentences about ‘My Mother’

My mother is kind, caring, and always there for me. She cooks delicious meals and gives the best hugs. Whenever I'm sad, she knows just how to make me smile. Her love is like a warm blanket on a cold day. I'm grateful for everything she does for our family.


. Fill in the blanks

a. It has been raining for three days.

b. He is accused of theft. 

c. None but × MA will appointed the post. 

d. Shakib is good at cricket. 

e. He divided the money among the children.


৭. Write the opposite number

Given Word

Opposite number

Cow

Bull

Tooth

Teeth

Lady

Lord

Child

Children

Boatman

Boatmen


৮. Translate into English 

ক. ছেলেটি ফুটবল খেলে।

** The boy plays football.

খ. আমার একটা জামা আছে। 

** I have a dress.

গ. এদিকে আসো।

** Come here

ঘ. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।

** The sun sets in the west.

ঙ. আমরা দেশকে ভালবাসি।

** We love the country.


৯. ৮ জন লোক একটি কাজ ১৮ দিনে করতে পারে কাজটি ৬ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। 

উত্তরঃ ১৬ জন।

সমাধানঃ 

১৮ দিনে করতে পারে ৮ জন লোক

১ দিনে করতে পারে ৮×১৮ জন লোক

৬ দিনে করতে পারে (৮×১৮)÷৬ = ২৪ জন লোক

নতুন লোক নিয়োগ করতে হবে = (২৪ - ৮) জন = ১৬ জন।


১০. বার্ষিক ১০% মুনাফায় ৫০০০ টাকার ৬ বছরের মুনাফা কত?

উত্তরঃ ৮৫৭.৮০৫

সমাধানঃ এখানে,

p= ৫০০০


= ৮৮৫৭.৮০৫

চক্রবৃদ্ধি মুনাফা

cI = ৮৮৫৭.৮০৫ – ৫০০০

= ৩৮৫৭.৮০৫

পার্থক্য = cI I

= ৩৮৫৭.৮০৫ – ৩০০০ 

= ৮৫৭.৮০৫


১১. x-y= 10 এবং xy= 30 হলে x3-y3 এর মান কত?

উত্তরঃ 1900

সমাধানঃ এখানে,

x3-y3 = (x-y)3+3xy (x-y)

= 103+3×30×10

=11900


১২. উৎপাদকে বিশ্লেষণ করুন: 3x2+x-10

উত্তরঃ (x + 2) (3x - 5)

সমাধানঃ 

3x2+x−10

= 3x2+6x−5x−10

= 3x (x+2) − 5(x+2) 

= (x+2) (3x−5)


১৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:

ক. স্ট্যাচু অব লিবার্টি কোন দেশে অবস্থিত? 

উত্তরঃ যুক্তরাষ্ট্র।


খ. দাঁত ও হাড় তৈরীর জন্য কোন ভিটামিন প্রয়োজন? 

উত্তরঃ ভিটামিন ডি।


গ. কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? 

উত্তরঃ নরওয়ে।


ঘ. স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা স্তম্ভ, এটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে ।


ঙ. বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? 

উত্তরঃ তিনটি (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি)।


চ. বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? 

উত্তরঃ দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে।


ছ. বরিশালের পূর্ব নাম কি? 

উত্তরঃ চন্দ্রদ্বীপ।


জ. বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কের নাম কি? 

উত্তরঃ সাবিনা খাতুন 


ঝ. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির লেখক এর নাম কি? 

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


ঞ. ‘শেষের কবিতা’ কার লেখা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।