বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ(নিরাপত্তা অফিসার)-2021

  • 23-10-202123-10-2021
  • নিরাপত্তা অফিসারনিরাপত্তা অফিসার

সময় ৫০ মিনিট; পূর্ণমান ৮০

১. খনার বচনের উপজীব্য হচ্ছে-

ক. কৃষি কাজ

খ. শিল্প কাজ

গ. মাটির কাজ

ঘ. লোকাচার জীবনাচরণের কাজ

উত্তর: ক

২. আঁধার যুগের রচনা বলা হয় কোনটিকে?

ক. চর্যাপদ

খ. মনসামঙ্গল

গ. প্রাকৃতপৈঙ্গল

ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

উত্তর: গ

৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক-

ক. বসন্তরঞ্জন

খ. বড়ু চণ্ডীদাস

গ. ত্রৈলোক্য আচার্য

ঘ. ব্রজসুন্দর সান্ন্যাস

উত্তর ক

৪.নিচের কোনটি উপন্যাস নয়?

ক. খোয়াবনামা

খ. বলাকা

গ. জননী

ঘ. শেষের কবিতা

উত্তর: খ

৫ 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা-

ক. হাসান আজিজুল হক

খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ. অদ্বৈত মল্লবর্মণ

উত্তর: ঘ

৬-কোন উপন্যাস অবলম্বনে 'বাঙলা' নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে-

ক. মা

খ. পড়শ্রী খণ্ড

গ. ওঙ্কার

ঘ. অলীক মানুষ

উত্তর: গ

৭. ট্র্যাজেডি, কমেডি ও ফর্সের মূল পার্থক্য-

ক. জীবনানুভূতির গভীরতায়

খ. দৃষ্টিভঙ্গির সুখতায়

গ. ভাষার প্রকার ভেদে

খ. কাহিনীর সরলতা ও জটিলতায়

 উত্তর: ক

৮ 'রক্তাক্ত প্রান্তর' নাটকের মূল পটভূমি ছিল-

ক. মহান মুক্তিযুদ্ধ

খ. ভাষা আন্দোলন

গ. পলাশীর যুদ্ধ

ঘ. পানিপথের ৩য় যুদ্ধ

উত্তর: ঘ

৯. 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?- এ উক্তিটি কার?

ক. কাজী নজরুল ইসলাম

খ. মাইকেল মধুসূদন দত্তের

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

ঘ. কামিনী রায়ের

উত্তর: খ

১০. 'সব্যসাচী লেখক' বলা হয়?

ক. হেলাল হাফিজ

খ.নির্মলেন্দু গুণ

গ. সৈয়দ শামসুল হক

ঘ. শামসুর রাহমান।

উত্তর: গ

১১. শুদ্ধ বাক্য কোনটি?

ক. দৈন্যতা প্রশংসনীয় নয়

খ. দীনতা প্রশংসনীয় নয়

গ. দীনতা নিন্দনীয়

ঘ. দীনত্য অপ্রশংসনীয়

উত্তর: খ

১২. কোনটি পারিভাষিক শব্দ?

ক. লুঙ্গি

খ. কিতাব

গ. আনারস

ঘ. স্নাতকোত্তর

উত্তর: ঘ

১৩. কোন শব্দটি 'নদী' শব্দের প্রতিশব্দ?

ক. নধিনী

খ. তটিনী

গ. নীলিমা

ঘ. তনিমা

উত্তর: খ

১৪, 'মনীষা' শব্দের বিপরীত শব্দ-

ক. নির্বোধ

খ. প্রজ্ঞা

গ. স্থিরতা

ঘ. মনস্বিতা

উত্তর: ক

১৫. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধধ্বনি কয়টি?

ক. ২টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৩টি

উত্তর: ঘ

১৬. কোন দুটি শব্দের মিলিত ধ্বনিতে 'ঐ' সৃষ্টি হয়?

ক. অ+ ই

খ. ও+ই

গ. এ+ ই

ঘ.আ+ই

উত্তর: খ

১৭. 'স্ত্র'- কোন বর্ণগুলো দ্বারা গঠিত?

ক.ক+ষ+ম

খ.ক+খ+ম

গ. খ+ম+ন

ঘ.হ্+ম+ণ

উত্তর: ক

১৮.'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

ক. ইংরেজি

খ. জাপানি

গ. ওলন্দাজ

ঘ. ফরাসি

উত্তর: ঘ

১৯. 'যত গর্জে তত বর্ষে না' বাক্যটিতে 'যত-তত' কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পরিমাণ

খ. বৈপরীত

গ. তুলনা

ঘ. নিশ্চিত

উত্তর: গ

২০. 'সংবাদপত্র' কোন সমাসের উদাহরণ?

ক. মধ্যপদলোপী কর্মধারয়

খ. অব্যয়ীভাব

গ. কর্মধারয়

ঘ. বহুব্রীহি

উত্তর: ক

২১. The professor will be there

. by the moment

. at a moment

. in momentarily

. in a moment

উত্তর:

২২. You should...... swimming.

.start up

. take up

. get up

. get off

উত্তর:

২৩. The..... she tried, the..... she performed.

. harder, worse

. hard, hardest

. hardest, hard

. hardly, harder

উত্তর:

২৪. The tea was ...... to sip.

. too hot much

. hot much

. too hot

. too much hot

উত্তর:

২৫. The word 'boring chore' means -

. wastful effort

. absorbing thought

. tiresome

. uninteresting work

উত্তর:

২৬. 'De facto" means -

. de jure

. two friends

. surely

. in fact

উত্তর:

২৭. Change the voice: 'Let him be told to go."

. Go

. Tell him to go

. Let you go

. you go

উত্তর:

২৮. The right expression for 'Am I not?"

. aren't I?

. am not?

. amn't?

, am not I?

উত্তর:

২৯. 'Kinship' means -

. A bed

. Blood relation

. A telephone box

. Strange

উত্তর:

৩০. The sparrows were ........

. Chattering

. screaming

. chirping

. cooing

উত্তর:

৩১. Synonym of 'nimble' is -

. Agile

. rough

. kind

. fresh

উত্তর:

৩২. What is the antonym of 'postpone"?

. Suspend

. adjourn

. defer

. expedite

উত্তর:

৩৩. The noun of the word 'sure' is -

. Ensure

. assurance

. surety

. sure

উত্তর:

৩৪. What is the last word of the proverb 'Handsome is that handsome......?

. Works

. dose

. thinks

. means

উত্তর:

৩৫. Honey: Hive: wine:

. Tub

. Cask

. Bowl

. Glass

উত্তর:

৩৬. Which is the verb of the word 'danger'?

. Danger

. dangerous

. endanger

. dangerity

উত্তর:

৩৭. Who was the youngest of the Romantic Poets?

. Keats

. Coleridge

. Byron

. Shelly

উত্তর:

৩৮. "Tale of Two Cities' is written by -

. George Eliot

. Jane Austen

. Thomas Hardey

. Charles Dickens

উত্তর:

৩৯. Choose the correct spelling.

. Saparate

. Separate

. Separete

. Seperate

উত্তর:

৪০. This Children Park...... half an hour before sunset.

. Closes

. stops

. opens

. starts

উত্তর:

৪১. 22x+1=128 হলে x=?

.2

.3

.4

. 1

উত্তর:

৪২. 2x4-3x3-3x-2 এর নীচের কোন উৎপাদকটি সংশ্লিষ্ট নহে?

. x-2

. 2x-1

. X2-1

. X2+1

উত্তর:

৪৩. 372 377

. 37

. 7

. 77

. 7

উত্তর। ঘ

৪৪. ২টি বৃত্ত পরস্পরকে বহি: স্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে?

ক. ব্যাসার্ধের দ্বিগুণ

খ. বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান

গ. ব্যাসার্ধের অর্ধেক

ঘ. কোনটি নহে

উত্তর। খ

৪৫. 1/2, 1,2........ ধারাটির কোন পদ 2 হবে?

ক. নবম

খ. দশম

গ. একদশ

ঘ. সপ্তম

উত্তর। ক

৪৬. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল 132 সেমি ও 1386 বর্গ সেমি হলে বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত সেমি?

ক. ৬৬

খ. ৪২

গ. ২১

গ. ২২

উত্তর: খ

৪৭. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 33বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মিটার?

ক.1

খ.2

গ.3

ঘ.4

উত্তর: খ

৪৮. (x-4)2+(y+3)2= 100 বন্ডের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত?

. 0.0

. (4,-3)

. (-4,3)

. (4,3)

উত্তর: খ

৪৯. এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়লো, অতঃপর বর্ধিত মূল্যে থেকে ২৫% কমলো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-

ক. ৪.৫% কম

খ. ৬.২৫% বাড়ানো

গ. ৫% বাড়ানো

ঘ. ৬.২৫% কমানো

উত্তর: ঘ

৫০. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?

ক. ৩০ মিটার

খ. ১৮ মিটার

গ. ১৬ মিটার

ঘ. ২০ মিটার

উত্তর: গ

৫১. ৭ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯। তাদের সমষ্টি কত?

ক. ১৪৬

খ. ১১৭

গ. ১১৬

ঘ. ১১৫

উত্তর: গ

৫২. চালেন মূল্য ১০% কমে যাওয়ায় ৬০০০ টককায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশী পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত টাকা?

ক. ৭৫০

খ. ৭০০

গ. ৭১০

ঘ. ৭২০

উত্তর: ঘ

৫৩. কোন পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যা, ৮১% জীববিদ্যা এবং ৭৬% উভয় বিষয়ে পাশ করেছে। শতকর কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

ক. ৮

খ. ১০

গ. ১১

ঘ. ১২

উত্তর: খ

৫৪. ৩% চিনি মুক্ত ৫০ লিটারের মিশ্রণে কতটুকু পানি বাষ্প করলে মিশ্রণে ৫% চিনি হবে?

ক. ১২

খ. ১৬

গ. ১৫

ঘ. ২০

উত্তর: ঘ

৫৫. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্য বস্তু ভেদ করে। এক ব্যক্তিবন্দুক ছোড়ার ৩ সেকেন্ড পরে লক্ষ্য ভেদের শব্দ মুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?

ক. ২০২৫

খ. ১৯২৫

গ. ১৯৭৫

ঘ. ১৮৭৫

উত্তর: খ

৫৬.  ১০০ লিটার দীর্ঘ ১টি ট্রেন ১৪৪ কিলোমিটার/ঘন্টা গতিবেগে চললে একটি বৈদ্যুতিক খুঁট অতিক্রম করতে কত সময় লাগবে?

ক. ৫ সেকেন্ড

খ. ৪.৫ সেকেন্ড

গ. ২.৫ সেকেন্ড

ঘ. ৩ সেকেন্ড

উত্তর: গ

৫৭ একটি সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে, উহার প্রথম ২৩ পদের সমষ্টি কত?

ক. ১৭৭১

খ. ১১৭৮

গ. ১১৭১

ঘ. ১০৫৬

উত্তর: ক

৫৮. লুডু খেলার দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা ২ টি যোগ করলে যোগফল ১০ হবার সম্ভাবনা কত?

ক.১/৩৬

খ.১/১৮

গ. ১/১২

ঘ.১/৬

উত্তর: গ

৫৯. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের / গুণ। এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার?

ক. ৮০

খ. ৬০

গ. ৪০

ঘ.১০০

উত্তর: ক

৬১.পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দুইটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি ছয়দফার কোন দফাতে ছিল

ক. ২য়

খ. ৩য়

গ. ৪র্থ

ঘ. ৫ম

উত্তর: খ

৬২. ১৯৫২ সনে ভাষা আন্দোলনে প্রথম শহিদ মিনার তৈরি হয় কবে?

ক. ২২ ফেব্রুয়ারি

খ. ২৩ ফেব্রুয়ারি

গ. ২৪ ফেব্রুয়ারি

ঘ. ২৬ ফেব্রুয়ারি

উত্তর: খ

৬৩. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?

ক. হাশেম খান

খ. এ এন সাহা

গ. জয়নুল আবেদীন

ঘ. কামরুল হাসান

উত্তর: খ

৬৪, সংবিধান অনুযায়ী অ্যার্টনি জেনারেল কত দিন স্বপদে বহাল থাকতে পারেন?

ক. কার্যভার গ্রহণ হতে ৫ বছর

খ. ৬৫ বছর পর্যন্ত

গ. ৬৭ বছর পর্যন্ত

ঘ. রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী

উত্তর: ঘ

৬৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন?

ক. বেগম আজিজুন্নেছা

খ. ফজীলাতুন্নেছা

গ. লীনা নাগ

ঘ. হামিদা বেগম

উত্তর: গ

৬৬. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক. ৪র্থ

খ. ৫ম

গ. ৭ম

ঘ. ৮ম

উত্তর: গ

৬৭. অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কোন সালে?

ক. ১৯২১

খ. ১৯২২

গ. ১৯২৩

ঘ. ১৯২৪

উত্তর: খ

৬৮. পায়রা সেতুর উদ্বোধন হবে এই মাসের কত তারিখে?

ক. ২৪ অক্টোবর

খ. ২৫ অক্টোবর

গ. ২৬ অক্টোবর

ঘ. ২৭ অক্টোবর

উত্তর: ক

৬৯. ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নূন্যতম আয়কর কত?

ক. ৩ হাজার টাকা

গ. ৫ হাজার টাকা

খ. ৪ হাজার টাকা

ঘ. ৬ হাজার টাকা

উত্তর: গ

৭০. বর্তমান টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলবে কোন দেশের বিপক্ষে?

ক. অস্ট্রেলিয়া

খ. ইংল্যান্ড

গ. শ্রীলঙ্কা

ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তর: ক

৭১. আজ ২৩ অক্টোবর বাংলা ভাষার কোন অন্যতম প্রধান কবির জন্মদিন?

ক. শামসুর রাহমান

খ. জীবনানন্দ দাশ

গ. আল মাহমুদ

ঘ. শঙ্ক ঘোষ

উত্তর: ক

৭২. নিচের কোনটির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?

ক. বাণিজ্য ঘাটতি

খ. মুদ্রাস্ফীতি

গ. তারল্য সংকট

ঘ. সরকারের বায় সংকোচন

উত্তর: খ

৭৩. পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৬ স্কটল্যান্ডের গ্লাসগোতে কত তারিখ হতে শুরু হবে?

ক. ৩১ অক্টোবর

খ. ৭ নভেম্বর

গ. ১০ নভেম্বর

ঘ. ১২ নভেম্বর

উত্তর: ক

৭৪. বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা কত?

ক. ২.৬ ডিগ্রী সেলসিয়াস

খ. ২.৮ ডিগ্রী সেলসিয়ান

গ. ৩.০ ডিগ্রী সেলসিয়াস

ঘ. ৩.২ ডিগ্রী সেলসিয়াস

উত্তর: ক

৭৫ . জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ব্রেইল

সংস্করণ প্রকাশ করা হয়েছে কোন মন্ত্রণালয় হতে?

ক. সমাজকল্যাণ মন্ত্রণালয়

খ. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

গ. প্রধানমন্ত্রীর কার্যালয়

ঘ. জনপ্রশাসন মন্ত্রণালয়

উত্তর: ক

৭৬. Times Higher Education এর সর্বশেষ বিশ্ববিদ্যালয় ranking- এ প্রথম স্থান অধিকারী বিশ্ববিদ্যালয় কোনটি?

ক. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

খ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

গ. হাভার্ড বিশ্ববিদ্যালয়

ঘ. এমআইটি

উত্তর: খ

৭৭. বাংলাদেশ কয়টি ভৌগলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি পেয়েছে?

ক. ৩

খ. ৫

গ. ৭

ঘ. ৯

উত্তর: ঘ

৭৮. ২০২১ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?

ক. শাদ

খ. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

গ. দক্ষিণ সুদান

ঘ. সোমালিয়া

উত্তর: খ

৭৯. পানির ছোট ফোটা পানির কোন গুণের কারণে গোলাকৃতি হয়?

ক. সাম্প্রতা

খ. স্থিতিস্থাপকতা

গ.প্লবতা

ঘ. পৃষ্ঠটান

উত্তর: ঘ


*৬০ এবং ৮০ অস্পষ্ট