বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(কন্ডাক্টর-ডি)-2024

  • 27-04-202427-04-2024
  • কন্ডাক্টর-ডিকন্ডাক্টর-ডি

সময়: ৬০ মিনিট; পূর্ণমান: ৫০

১. Refine এর অর্থ-

ক. পরিশুদ্ধ

খ. ভালো

গ. সুন্দর

ঘ. সংস্কার

উত্তরঃ ক

২. The antonym of expel is-

ক. Barish

খ. Dismiss

গ. Eject

ঘ. Admit

উত্তরঃ ঘ

৩. United we stand, divided we-

ক. Fall

খ. Stumble

গ. Jump

ঘ. Slide

উত্তরঃ ক

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. Radious

খ. Redious

গ. Radius

ঘ. Refius

উত্তরঃ গ

৫. Which kind of noun is 'cattle'

ক. Proper

খ. Common

গ. Collective

ঘ. Material

উত্তরঃ গ

৬. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

ক. রংপুর

খ. দিনাজপুর

গ. নাটের

ঘ. ঢাকা

উত্তরঃ গ

৭. CIRDAPএর সদর দপ্তর কোথায়?

ক. দিল্লী

খ. ঢাকা

গ. রোম

ঘ. লন্ডন

উত্তরঃ খ

৮. কোনটি নবায়নযোগ্য জ্বালানী নয়?

ক. সৌর শক্তি

খ. বায়ু

গ. পানি

ঘ. ডিজেল

উত্তরঃ ঘ

৯. একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন কোন দেশ?

ক. বাংলাদেশ

খ. ভারত

গ. অস্ট্রোলিয়া

ঘ. ইংল্যান্ড

উত্তরঃ গ

১০. কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত?

ক. তুরস্ক

খ. গ্রিস

ঘ. চীন

গ. মিশর

উত্তরঃ ক,গ

১১. ৩৯, ৫২ এর গ.সা.গু কত?

ক. ১১

খ. ১৩

গ. ১৫

ঘ. ১৭

উত্তরঃখ

১২. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত?

ক. ১০০

খ. ০০১

গ. ১১১

ঘ. ৯৯৯

উত্তরঃ ক

১৩. একটি বৃত্তের ব্যাস ৪ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?

ক. ১ ফুট

খ. ২ ফুট

গ. ৩ ফুট

ঘ. ৪ ফুট

উত্তরঃ খ

১৪. a+b=7, ab = 3 হলে a²-b² = কত? 

ক. ১৭

খ. ১৯

গ. ২১

ঘ. ২৩

উত্তরঃগ

১৫. পাঁচটি ক্লাসের ছাত্র-ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২৭, ৩২, ১৮, ২৩ এবং ২০ হলে গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

ক. ২১

খ. ২২

গ. ২৩

ঘ. ২৪

উত্তরঃ ঘ

১৬. একটি কাজ ১০ জন ৬ দিনে করতে পারে, ৩ জন কতদিনে কাজটি করতে পারবে?

ক. ১৩ 

খ. ১৫

গ. ২০

ঘ. ২৫

উত্তরঃ গ

১৭. ১ কাঠা = ১.৬৫ শতাংশ হলে ২০ কাঠা কত শতাংশ হবে?

ক. ৩০

খ. ৩১

গ. ৩২

ঘ. ৩৩

উত্তরঃ ঘ

১৮. একটি দ্রব্য ১৭০ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. ১৮০

খ. ২০০

গ. ২২০

ঘ. ২৪০

উত্তরঃখ

১৯. পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট, প্রস্থ ২৪ ফুট হলে, পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট?

ক. ৭২২

খ. ৭৭২

গ. ৬২২

ঘ. ৬৭২

উত্তরঃ ঘ

২০. ১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

ক. ৪

খ. ৩

গ. ২

ঘ. ১

উত্তরঃ ক

২১. 'ঘাটিরাম' অর্থ-

ক. অপদার্থ

খ. পরিশ্রমী

গ. অলস

ঘ. চাটুকার

উত্তরঃ ক

২২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

ক. সাহেব

খ. বেয়াই

গ. সঙ্গী

ঘ. কবিরাজ

উত্তরঃ ঘ

২৩. Which is the plural form of mouse?

ক. Mouses

খ. Mices

গ. Mice

ঘ. Mouse

উত্তরঃ গ

২৪. Which one is noun?

ক. Sing

খ. Song

গ. Feed

ঘ. Tell

উত্তরঃখ

২৫. Which one is common gender?

ক. Boy

খ. Girl

গ. Man

ঘ. Baby

উত্তরঃঘ

২৬. Oval is an adjective of-

ক. Eye

গ. Egg

খ. Lip

ঘ. Over

উত্তরঃগ

২৭. Would you mind ... a song.

ক. For

গ. Sing

খ. Singing

ঘ. In

উত্তরঃখ

২৮. He is ... FRCS.

ক. A

খ. An

গ. The

ঘ. Of

উত্তরঃখ

২৯. 'Brief means-

ক. Limmited

খ. Little

গ. Small

ঘ. Short

উত্তরঃ ঘ

৩০. I have ... interest in the matter.

ক. not

গ. no

খ. none

ঘ. never

উত্তরঃগ

৩১. কোনটি দেশি শব্দ?

ক. আনারস

খ. চন্দ্র

গ. কষ্ট

ঘ. কুলা

উত্তরঃ ঘ

৩২. সূর্য এর সমার্থক শব্দ কি?

ক. মিহির

খ. দ্যুলোক 

গ. হিরন

ঘ. ধরিত্রী

উত্তরঃ ক

৩৩. বনে বনে ফুল ফুটেছে। এখানে ফুল শব্দটি-

ক. একবচন

খ. বহুবচন

গ. উভয়

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ খ

৩৪. 'শেষের কবিতা' একটি-

ক. ছড়া

খ. নাটক

গ. উপন্যাস

ঘ. কাব্য

উত্তরঃ গ

৩৫. কখন “ন” হয় না?

ক. ক বর্গের আগে

খ. চ বর্গের আগে

গ. ট বর্গের আগে

ঘ. ত বর্গের আগে

উত্তরঃ গ

৩৬. কোন বানানটি শুদ্ধ?

ক. আশাঢ়

খ. আষাড়

গ. আষাঢ়

ঘ. আসাঢ়

উত্তরঃ গ

৩৭. 'অনেকের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ-

ক. অনন্য

গ. একক

খ. অন্যান্য

ঘ. অন্যতম

উত্তরঃ ঘ

৩৮. 'বিজ্ঞান' এর 'বি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. অভাব

গ. বিশেষ

খ. সাধারণ

ঘ. গতি

উত্তরঃ গ

৩৯. 'আমার যাওয়া হয়নি' এখানে 'আমার'-

ক. কর্তায় ৬ষ্ঠী

গ. কর্মে শূন্য

খ. কর্তায় শূন্য

ঘ. কর্মে ৬ষ্ঠী

উত্তরঃ ক

৪০. ভাষার ক্ষুদ্রতম একক-

ক. বর্ণ

খ. শব্দ

গ. অক্ষর

ঘ. ধ্বনি

উত্তরঃ ঘ

৪১. কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়?

ক. AU

খ. FAO

গ. SAARC

ঘ. ASEAN

উত্তরঃখ

৪২. BRTC কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৬১

খ. ১৯৬২

গ. ১৯৬৩

ঘ. ১৯৬৪

উত্তরঃ ক

৪৩. কোনটি লাতিন আমেরিকার দেশ?

ক. কানাডা

গ. কাতার

খ. কলম্বিয়া

ঘ. জাপান

উত্তরঃখ

৪৪. লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত?

ক. সুলতানি আমল

খ. প্রাচীন আমল

গ. বৃটিশ আমল

ঘ. মোগল আমল

উত্তরঃ ঘ

৪৫. ভাষা আন্দোলন কত সালে হয়?

ক. ১৯৪৭

খ. ১৯৫২

গ. ১৯৬৯

ঘ. ১৯৭১

উত্তরঃ খ

৪৬. বাংলাদেশের সরকার প্রধান কে?

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. স্পীকার

ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ ক

৪৭. জাতির পিতার জন্ম কত সালে?

ক. ১৯২০

খ. ১৯২৫

গ. ১৯৩০

ঘ. ১৯৩৫

উত্তরঃ ক

৪৮. বাংলাদেশের আইনসভার নাম কী?

ক. সুপ্রীম কোর্ট

খ. জাতীয় সংসদ

গ. সচিবালয়

ঘ. গণভবন

উত্তরঃখ

৪৯. ১৬০ এর ৯০% কত?

ক. ১২৪

খ. ১৩৪

গ. ১৪৪

ঘ. ১৫৪

উত্তরঃ গ

৫০. সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি?

ক. ৭০০

খ. ৮০°

গ. ৮৫°

ঘ. ৯০°

উত্তরঃ ঘ