বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-2021

  • ৩০-১০-২০২১৩০-১০-২০২১
  • স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ডস্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ড

সময়: ৫০ মিনিট; পূর্ণমান: ৮০

১. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) উদ+যোগ

খ) উৎ+যোগ

গ) উদ্যো+গ

ঘ) উত+যোগ

উত্তরঃ খ

২. 'সমাস' শব্দের অর্থ?

ক) সংশ্লেষণ

খ) বিশ্লেষণ

গ) সংক্ষেপণ

ঘ সংযোজন

উত্তরঃ গ

৩. ভাষার মৌলিক অংশ কয়টি?

ক) চারটি

খ) পাঁচটি

গ) ছয়টি

ঘ) সাতটি

উত্তরঃ ক

৪. 'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ-

ক) বিশেষভাবে সংযোজন

খ) বিশেষভাবে বিভাজন

গ) বিশেষভাবে বিশ্লেষণ

ঘ) বিশেষভাবে বিয়োজন

উত্তরঃ গ

৫. ইংরেজি ব্যকরণের Adverb কে বাংলা ব্যাকরণ বলে-

ক) নাম বিশেষণ

খ) ভাব বিশেষণ

গ) সমুচ্চয়ি অব্যয়

ঘ) নামপদ

উত্তরঃ খ

৬. 'দেখিয়া' শব্দের চলতি রূপ-

ক) দেখে

গ) দেখিয়াছি

খ) দেখিল

ঘ) দেখাইয়া

উত্তরঃ ক

৭. 'ঠাকুর' শব্দের লিঙ্গান্তর-

ক) ঠাকুরাইন

খ) ঠাকুরানি

গ) ঠাকুরণী

ঘ)  ঠাকুরাণি

উত্তরঃ ক

৮. 'বনে বনে ফুল ফুটেছে'। এখানে 'ফুল'-

ক) একবচন

খ) বহুবচন

গ) একবচন ও বহুবচন

ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ

৯. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন্ অর্থে ব্যবহৃত?

ক) বিকৃত

গ) বিপরীত

খ) অভাব

ঘ) নিকৃষ্ট

উত্তরঃ গ

১০. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?

ক) বিভক্তি

খ) কারক

গ) প্রত্যয়

ঘ) অনুসর্গ

উত্তরঃ খ

১১. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-

ক) প্রত্যয়

খ) কৃৎ

গ) ধাতু

ঘ) বিভক্তি

উত্তরঃ গ

১২. 'দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই।' এখানে 'কথা' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 

ক) গল্প

খ) অসৎভাব

গ) তর্ক

ঘ) পরামর্শা

উত্তরঃ গ

১৩. 'যা চিরস্থায়ী নয়'- এর সংক্ষিপ্ত রূপ-

ক) অস্থায়ী

খ) ক্ষণিক

গ) ক্ষণস্থায়ী

ঘ) নশ্বর

উত্তরঃ ঘ

১৪. 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ-

ক) বন্ধুদের সমাগম

খ) আত্নীয় সমাগম

গ) প্রিয়জন সমাগম

ঘ) গণ্যমান্যদের সমাগম

উত্তরঃ গ

১৫. 'অনুবাদ' এর অর্থ-

ক) অনুসরণ

খ) ভাবান্তর

গ) সমার্থকরণ

ঘ) ভাষান্তরকরণ

উত্তরঃ ঘ

১৬. He is out of এর বঙ্গানুবাদ-

ক) সে ভাগ্য হারিয়েছে

খ) সে ভাগ্যহারা

গ) তাঁর পোড়া কপাল

ঘ) সে ভাগ্যের বাইরে

উত্তরঃ গ

১৭. 'কারাগারের রোজনামচা' একটি-

ক) নাটক

খ) দিনলিপি

গ) উপন্যাস

ঘ) কাব্য

উত্তরঃ খ

১৮. 'কবর' নাটকের রচয়িতা-

ক) মুনীর চৌধুরী

খ) শহীদুল্লাহ কায়সার

গ) জহির রায়হান

ঘ) সুফিয়া কামাল

উত্তরঃ ক

১৯. 'চাচা কাহিনী' এর লেখক-

ক) সৈয়দ শামসুল হক

খ) শওকত ওসমান

গ) সৈয়দ মুজতবা আলী

ঘ) ফররুখ আহমেদ

উত্তরঃ গ

২০. রূপসী বাংলার কবি-

ক) গোলাম মোস্তফা

খ) জসিম উদ্দিন

গ) জীবনানন্দ দাশ

ঘ) বেগম সুফিয়া কামাল

উত্তরঃ গ

21. I don't have spare time these days.

) many

) much

) some

more

উত্তরঃ

22. Which of the following is incorrect?

) Tallest

) Largest

) Biggest

) Hugest

উত্তরঃ

23. Thank you very much' in the sentence 'very' is-

) Noun

) Pronoun

) Adverb

) Adjective

উত্তরঃ

24. Which one is a correct in spelling?

) Profund

) Committee

) Valnerable

) Showt

উত্তরঃ

25. By hook or by crook' means-

) At any cost

) Trying hard

) Heart and soul

) Never say die

উত্তরঃ

26. Which is the noun of the word 'Beautiful'

) Beauty

) Beautify

) Beauteous

) Beautifully

উত্তরঃ

27. Fool-এর Adjective কী?

) Befool

) Foolish

) Fool

) Foolishly

উত্তরঃ

28. কোন শব্দটি দ্বারা 'সেকেলে' বোঝায়?

) Obsolete

) Ancient

) Old

) Ago

উত্তরঃ

29. Which one is correct in spelling?

) Influenja

) Influanza

) Influanja

) Influenza

উত্তরঃ

30. Identify correct Pair.

) Team, player

) Meeting, teacher

) Common, ordinary

) Bird, beast

উত্তরঃ

31. Capital Punishment means-

) Imprisonment

B) Freedom

) Death penalty 

D) Miscry

উত্তরঃ

32. Fill in the blanks: 1 a letter.

) am

) is

) are

) have

উত্তরঃ

33. আমার একটি গাভী ছিল- Translate করুন।

) I have a cow.

) I was a caw

) I had a cow.

) I had been cow

উত্তরঃ

34. The killing

) Matricide

) Regicide

) Suicide

) Genocide

উত্তরঃ

35. The patient will come

) in

) Off

) round

) circle

উত্তরঃ

36. Bad blood' অর্থ?

ক) খারাপ মানুষ

খ) কুলাঙ্গার

গ) মনোমালিন্য

ঘ) দানবীর

উত্তরঃ

37. What is the antonym of 'Famous'?

) obscure

) extra ordinary

) frugal

) careful

উত্তরঃ

38. ইংরেজি করুন: 'তার বাড়ি পাবনা।'

) His house is in Pabna.

) He lives in Pabna.

) He hails from Pabna.

) His house is Pabna.

উত্তরঃ

39. Change the voice: I teach him English.

) English is taught him by me.

) English was taught him by me.

) English is taught me by him.

) He was taught English by him.

উত্তরঃ

40. Change the narration: He say 'The sun rises in the East'-

) He says that the sun rises in the East.

) He says that the sun has risen in the East.

) He says that the sun is rising in the East.

) None

উত্তরঃ

41. x+y=4 হলে x3+y3+12xy=?

) 54

) 64

) 144

) 72

উত্তরঃ

42. x2+3x+2, x²-1 এবং x2+x-2 এর . সা. গু কত?

) (x2+1) (X-2) 

) ( x2+1) (X+2) 

) (x2-1) (X+2) 

) (x2-1) (X-2) 

উত্তরঃ

৪৩. নিচের ২টি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

7?=?943

ক) 7

খ) 77

গ) 343

ঘ) 49

উত্তরঃ ঘ

৪৪. 0,1,2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

ক) 3147

খ) 2287

গ) 2987

ঘ) 2187

উত্তরঃ ঘ

৪৫. ২টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখ্যাটি কত?

ক) ৩৬

খ) ৩৭

গ) ৩৮

ঘ) ৪০

উত্তরঃ ক

৪৬. ১৩% এর সমান কোনটি?

ক) ১১/৮০

খ) ১১/২০

গ) ১/৯

ঘ) ১/৮

উত্তরঃ ক

৪৭. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

ক) ৪৮

খ) ৩৬

গ) ৫৬

ঘ) ৭২

উত্তরঃ খ

৪৮. ১ গজ = কত মিটার?

ক) ০.৯১৪৫

খ) ০.৯২২৫

গ) ০.৯১৪৪

ঘ) ০.৭৫০

উত্তরঃ গ

৪৯. ১ হতে ৫৩ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

ক) ১৪

খ) ১৫

গ) ১৬

ঘ) ১৭

উত্তরঃ গ

৫০. একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যাটি কত?

ক) ২০

খ) ২৫

গ) ১৮

ঘ) ৩০

উত্তরঃ ক

৫১. কতগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সেকেন্ড,১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড এবং ২৫ সেকেন্ড পর পর বাঁচতে লাগলো। উহারা  আবার কতক্ষণ পর একত্রে বাজবে।

ক) ১মিনিট

খ) ১.৫মিনিট

গ) ৫মিনিট

ঘ) ২৫মিনিট

উত্তরঃ গ

৫২. একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত।

ক) ২৫৬

খ) ৩৮৪

গ) ২৫২

ঘ) ২৬৫

উত্তরঃ খ

৫৩. নিচের কোনটি বৃহত্তম?

ক) ১/২

খ) ৪/৫

গ) ৫/৭

ঘ) ৪/৯

উত্তরঃ খ

৫৪. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত।

ক) ০.০২৫

খ) ০.২৫

গ) ২৫

ঘ) ২.৫

উত্তরঃ ঘ

৫৫. এর ÷১ এর সাথে কত যোগ করলে যোগফল ১ হবে?

ক) ১/৩ 

খ) ১/২

গ) ১/৪

ঘ) ২/৩

উত্তরঃ খ

৫৬. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?

ক) ۹

খ) ৯

গ) ১০

ঘ) ১২

উত্তরঃ খ

৫৭. (x+3) (x-3) হতে x2-6 বিয়োগ করলে কত হবে?

ক) 3

খ) -6

গ) 6

ঘ) -3

উত্তরঃ ঘ

৫৮. (-3,4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪থ

উত্তরঃ খ

৫৯. ত্রিভুজ ABC এর A=70°, B=20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?

ক) সমকোণী

খ) সমদ্বিবাহু

গ) সূক্ষ্মকোণী

ঘ) সমবাহুর্

উত্তরঃ ক

৬০. সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?

ক) 20°

খ) 30° 

গ) 40°

ঘ) 50°

৬১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। কবে?

ক) ১৯৬৬

গ) ১৯৭১

খ) ১৯৬৯

ঘ) ১৯৭২

উত্তরঃ খ

৬২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

ক) কালুরঘাট

খ) কোলকাতা

গ) রাঙামাটি

ঘ) চট্টগ্রাম

উত্তরঃ ক

৬৩. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?

ক) সৌদি আরব

খ) যুক্তরাষ্ট্র

গ) সংযুক্ত আরব আমিরাত

ঘ) মালয়েশিয়া

উত্তরঃ ক

৬৪. শালবন বিহার কোথায় অবস্থিত?

ক) কুমিল্লা

খ) মধুপুর

গ) গাজীপুর

ঘ) রাজবাড়ী

উত্তরঃ ক

৬৫. নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?

ক) সুইডেন

খ) ইতালি

গ) ডেনমার্ক

ঘ) নরওয়ে

উত্তরঃ খ

৬৬. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

ক) সচিব

খ) মন্ত্রী

গ) প্রধানমন্ত্রী

ঘ) অতিরিক্ত সচিব

উত্তরঃ ক

৬৭. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

ক) কর্ণফুলী

খ) মেঘনা

গ) ভাগীরথী

ঘ) নাফ

উত্তরঃ ঘ

৬৮. কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?

ক) মেরু অঞ্চলে

খ) নিরক্ষরেখায়

গ) উত্তর গোলার্ধে

ঘ) দক্ষিণ গোলার্ধে

উত্তরঃ খ

৬৯. ভূমিকম্পের সাথে কোনটি ঘটার সম্ভাবনা থাকে?

ক) বন্যা

খ) সুনামি

গ) অগ্ন্যুৎপাত

ঘ) কোনটিই নয়

৭০. বাংলাদেশে অর্থবছর শুরু হয় কোন মাসে?

ক) জানুয়ারি

খ) জুন

গ) জুলাই

ঘ) সেপ্টেম্বর

উত্তরঃ গ

৭১. সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের মধ্যে?

ক) ৫০%

খ) ৫৫%

গ) ৬২%

ঘ) ৬৫%

উত্তরঃ গ

৭২. কোন নগর দুইটি মহাদেশে অবস্থিত?

ক) কায়রো

খ) কাসাব্লাংকা

গ) প্যারিস

ঘ) ইস্তাম্বুল

উত্তরঃ ঘ

৭৩. মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে?

ক) রোজালিন

খ) ডল ম্যাডিসন

গ) কমলা হ্যারিস

ঘ) জিল বাইডেন

উত্তরঃ গ

৭৪. SDG লক্ষ্যমাত্রা কয়টি?

ক) ১৪

খ) ১৫

গ) ১৬

ঘ) ১৭

উত্তরঃ ঘ

৭৫. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?

ক) জসীম উদ্দিন

খ) কাজী নজরুল ইসলাম

গ) সত্যেন্দ্রনাথ দত্ত

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ খ

৭৬. বরেন্দ্র যাদুঘর কোন জেলায় অবস্থিত?

ক) নওগাঁ

খ) রাজশাহী

গ) বগুড়া

ঘ) জয়পুরহাট

উত্তরঃ খ

৭৭. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?

ক) ৪টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ১০টি

উত্তরঃ গ

৭৮. বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি?

ক) চন্দ্রিমা উদ্যান

খ) সোহরাওয়ার্দী উদ্যান

গ) রমনা উদ্যান

ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ

৭৯. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?

ক) সোনালী ব্যাংক

খ) বাংলাদেশ ব্যাংক

গ) রূপালী ব্যাংক

ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ

৮০. 'ব্ল্যাক ফরেস্ট' কোন দেশে অবস্থিত?

ক) জার্মানি

খ) রাশিয়া

গ) স্পেন

ঘ) পর্তুগাল

উত্তরঃ ক