সময়: ৬০ মিনিট | পূর্ণমান: ৮০ | ||||||||||||||||||||||||
১। মধুসুদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কী? | |||||||||||||||||||||||||
ক) রামায়ণ | খ) মহাভারত | গ) ভগবৎ | ঘ) কুমাসম্ভব | ||||||||||||||||||||||
২। 'আষাড়ে' বৃষ্টি নামে। থাকোর নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? | |||||||||||||||||||||||||
ক) কর্তায় ৭মী | খ) কর্মে ৭মী | গ) অপাদানে ৭মী | ঘ) অধিকরণে ৭মী | ||||||||||||||||||||||
৩। 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ? | |||||||||||||||||||||||||
ক) তৎপুরুষ সমাস | খ) কর্মধারয় | গ) বহুব্রীহি | ঘ) অব্যয়ীভাব | ||||||||||||||||||||||
৪। 'হ্ম' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? | |||||||||||||||||||||||||
ক) হ্+ম | খ) ক্ + ষ | গ) ষ্+ম | ঘ) ম্+হ | ||||||||||||||||||||||
৫।'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? | |||||||||||||||||||||||||
ক) একাগ্রতায় | খ) সমান ব্যবহারে | গ) সম ভাবনায় | ঘ) একযোগে | ||||||||||||||||||||||
৬। 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ? | |||||||||||||||||||||||||
ক) সংস্কৃত | খ) হিন্দি | গ) অহমিয়া | ঘ) তুর্কি | ||||||||||||||||||||||
৭।'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? | |||||||||||||||||||||||||
ক) ভ্রমণ কাহিনি | খ) উপন্যাস | গ) নাটক | ঘ) আত্মজীবনী | ||||||||||||||||||||||
৮। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে: | |||||||||||||||||||||||||
ক) বৈকুণ্ঠের খাতা | খ) বিবাহ-বিভ্রাট | গ) হিতে বিপরীত | ঘ) জামাই বারিক | ||||||||||||||||||||||
৯। 'Hand out'-এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে: | |||||||||||||||||||||||||
ক) জ্ঞাপনপত্র | খ) তথ্যপত্র | গ) প্রচারপত্র | ঘ) হস্তপত্র | ||||||||||||||||||||||
১০। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? | |||||||||||||||||||||||||
ক) পদ্মমণি | খ) পদ্মাবতী | গ) পদ্মগোখরা | ঘ) পদ্মরাগ | ||||||||||||||||||||||
১১।জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে? | |||||||||||||||||||||||||
ক) বিষ্ণু দে | খ) বুদ্ধদেব বসু | গ) আমজাদ হোসেন | ঘ) হুমায়ূন আহমেদ | ||||||||||||||||||||||
১২। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? | |||||||||||||||||||||||||
ক) বিশেষণ ও ক্রিয়া | খ) বিশেষ্য ও ক্রিয়া | গ) বিশেষ্য ও বিশেষণ পদে | ঘ) ক্রিয়া ও সর্বনাম | ||||||||||||||||||||||
১৩। A speech full of too many words is - | |||||||||||||||||||||||||
ক) a big speech | খ) maiden speech | গ) a verbose speech | ঘ) important speech | ||||||||||||||||||||||
১৪। What is the adjective form of the word 'people'? | |||||||||||||||||||||||||
ক) populous | খ) popularity | গ) popular | ঘ) popularize | ||||||||||||||||||||||
১৫। The word "to genuflect" means- | |||||||||||||||||||||||||
ক) to be genuine | খ) to reflect | গ) to bend the knee | ঘ) to be flexible | ||||||||||||||||||||||
১৬। Do you have any money ___ you? | |||||||||||||||||||||||||
ক) to | খ) over | গ) in | ঘ) on | ||||||||||||||||||||||
১৭। Fill in the gap: Birds fly _____ in the sky. | |||||||||||||||||||||||||
ক) at large | খ) are long | গ) at a stitch | ঘ) are long | ||||||||||||||||||||||
১৮। Who is the author of ‘Jane Eyге’? | |||||||||||||||||||||||||
ক) Charlotte Bronte | খ) Jane Austen | গ) Emily Bronte | ঘ) Mary Shelley | ||||||||||||||||||||||
১৯। Identify the correct synonym for the word magnanimous. | |||||||||||||||||||||||||
ক) unkind | খ) generous | গ) revengeful | ঘ) friendly | ||||||||||||||||||||||
২০। "She went to New Market ____ | |||||||||||||||||||||||||
ক) on feet | খ) on foot | গ) by walking | ঘ) by foot | ||||||||||||||||||||||
২১। The phrase "sine die" means- | |||||||||||||||||||||||||
ক) half-heartedly | খ) fixed | গ) doubtfully | ঘ) Uncertain | ||||||||||||||||||||||
২২। Identify the word which is spelt incorrectly: | |||||||||||||||||||||||||
ক) fluctuation | খ) remission | গ) ocassion | ঘ) decision | ||||||||||||||||||||||
২৩। Identify the word which is spelt incorrectly: | |||||||||||||||||||||||||
ক) fluctuation | খ) remission | গ) ocassion | ঘ) decision | ||||||||||||||||||||||
২৪। ২.৫ এর কত শতাংশ ৩.৫ হবে? | |||||||||||||||||||||||||
ক) ১২০% | খ) ১৩০% | গ) ১৪০% | ঘ) ১৫০% | ||||||||||||||||||||||
2.5 এর x%=3.5 2.5 এর x/100=3.5 x/40=3.5 x=140(ans) | |||||||||||||||||||||||||
২৫। কোম্পানি যখন নিজের শেয়ার নিজেই ক্রয় করে, তখন তাকে কী বলে? | |||||||||||||||||||||||||
ক) ট্রেজারি স্টক | খ) সাধারণ স্টক | গ) খণ্ডন স্টক | ঘ) কমন স্টক | ||||||||||||||||||||||
২৬। হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিক অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করবে? | |||||||||||||||||||||||||
ক) ডেবিট ব্যালেন্স | খ) ক্রেডিট ব্যালেন্স | গ) সম্পদ | ঘ) দায় | ||||||||||||||||||||||
২৭। অনুপার্জিত আয় একটি- | |||||||||||||||||||||||||
ক) আয় | খ) সম্পদ | গ) ব্যয় | ঘ) দায় | ||||||||||||||||||||||
২৮। মূলধন বাজেটিং একটি- | |||||||||||||||||||||||||
ক) সম্পদ | খ) প্রজেক্ট | গ) দায় | ঘ) মূল্যায়ন প্রক্রিয়া | ||||||||||||||||||||||
২৯। ব্যাংকের জন্যে ঋণ (Loan) হলো একটি- | |||||||||||||||||||||||||
ক) সম্পদ | খ) ব্যয় | গ) দাম | ঘ) আয় | ||||||||||||||||||||||
৩০। নিচের কোনটি চলতি দায় নয়? | |||||||||||||||||||||||||
ক) প্রদেয় মজুরি | খ) প্রদেয় কর | গ) স্বল্পমেয়াদি ঋণ | ঘ) প্রদেয় বন্ড | ||||||||||||||||||||||
৩১। নিচের কোনটি চলতি মূলধনের উপাদান? | |||||||||||||||||||||||||
ক) বাণিজ্যিক পত্র | খ) ট্রেজারি বিল | গ) ডিবেঞ্চার | ঘ) মজুদ পণ্য | ||||||||||||||||||||||
৩২। একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়- | |||||||||||||||||||||||||
ক) নগদ প্রবাহ বিবরণী | খ) উদ্বৃত্তপত্র | গ) মালিকানা স্বত্ত বিবরণী | ঘ) লাভ-লোকসান হিসাব | ||||||||||||||||||||||
৩৩। নিচের কোনটি 4P এর অন্তর্ভুক্ত নয়? | |||||||||||||||||||||||||
ক) Product | খ) Price | গ) People | ঘ) Place | ||||||||||||||||||||||
৩৪। IFRS-৭ নিচের কোনটির সাথে সম্পর্কিত? | |||||||||||||||||||||||||
ক) Revenue | খ) Leases | গ) Financial Instrument | ঘ) Fair Value | ||||||||||||||||||||||
৩৫। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কত? | |||||||||||||||||||||||||
ক) ২ | খ) ২ | গ) ৫ | ঘ) ৭ | ||||||||||||||||||||||
৩৬।কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচ? | |||||||||||||||||||||||||
ক) অবচয় | খ) অবলোপন | গ) প্রাথমিক খরচ | ঘ) অগ্রিম প্রদত্ত ভাড়া | ||||||||||||||||||||||
৩৭। লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত? | |||||||||||||||||||||||||
ক) মুক্তবাজার | খ) সমাজতান্ত্রিক | গ) খেলাধুলা | ঘ) গণতন্ত্র | ||||||||||||||||||||||
৩৮। কোনটি করণিক ভুল নয়? | |||||||||||||||||||||||||
ক) বাদ পড়ার ভুল | খ) নীতিগত ভুল | গ) পূরক ভুল | ঘ) লেখার ভুল | ||||||||||||||||||||||
৩৯। সমন্বয় দাখিলা প্রয়োজন হবে- | |||||||||||||||||||||||||
ক) হিসাব কালের শুরুতে | খ) হিসাব কালের মধ্যবর্তী | গ) হিসাব কালের শেষে | ঘ) সবসময় | ||||||||||||||||||||||
৪০। অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে? | |||||||||||||||||||||||||
ক) চাহিদা | খ) ভোগ | গ) বন্টন | ঘ) উৎপাদন | ||||||||||||||||||||||
৪১। দুতরফা দাখিলার উৎপত্তিকাল কোনটি? | |||||||||||||||||||||||||
ক) ১৪৪৯ খ্রিষ্টাব্দ | খ) ১৪৯৪ খ্রিষ্টাব্দ | গ) ১৯৩২ খ্রিষ্টাব্দ | ঘ) ১৯৯৪ খ্রিষ্টাব্দ | ||||||||||||||||||||||
৪২। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি? | |||||||||||||||||||||||||
ক) একমালিকানা | খ) যৌথমালিকানা | গ) অংশীদারি | ঘ) সমবায় | ||||||||||||||||||||||
৪৩। পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিচের কোনটি নিট মুনাফার সাথে যোগ করতে হয় না? | |||||||||||||||||||||||||
ক) অবচয় | খ) বিনিয়োগ বিক্রয়জনিত মুনাফা | গ) চলতি দায়ের বৃদ্ধি | ঘ) চলতি সম্পদের হ্রাস | ||||||||||||||||||||||
৪৪। কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? | |||||||||||||||||||||||||
ক) অফিস ভাড়া | খ) পরোক্ষ কাঁচামাল | গ) বিজ্ঞাপন ব্যয় | ঘ) কু-ঋণ | ||||||||||||||||||||||
৪৫। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়? | |||||||||||||||||||||||||
ক) ইংল্যান্ড | খ) আমেরিকা | গ) ইতালি | ঘ) যুক্তরাজ্য | ||||||||||||||||||||||
৪৬। ৫ এর কত শতাংশ ৭ হবে? | |||||||||||||||||||||||||
ক) ১২০% | খ) ১৩০% | গ) ১৪০% | ঘ) ১৫০% | ||||||||||||||||||||||
৪৭। মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কীরূপ? | |||||||||||||||||||||||||
ক) সমমুখী | খ) বিপরীতমুখী | গ) নিম্নমুখী | ঘ) উভয়মুখী | ||||||||||||||||||||||
৪৭। ভ্যাট চূড়ান্তভাবে কে পরিশোধ করেন? | |||||||||||||||||||||||||
ক) ক্রতা | খ) ভোক্তা | গ) বিক্রেতা | ঘ) উৎপাদনকারী | ||||||||||||||||||||||
৪৮। ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত ধাকলে, ভ্যাটের পরিমাণ কত টাকা? | |||||||||||||||||||||||||
ক) ১,৫০০ | খ) ১,৩০৪ | গ) ১১,৩০৪ | ঘ) ১৯,৫০০ | ||||||||||||||||||||||
দেয়া আছে, ভ্যাট সহ মূল্য 10000 টাকা ধরি, ভ্যাট ছাড়া মূল্য x 15% ভ্যাট = x এর 15% = 15x/100 ভ্যাট সহ মূল্য = x + 15x/100 প্রশ্নমতে, x + 15x/100=10000 → 115x/100=10000 → x = 10000*100/ 115 = 8696 সুতরাং, ভ্যাট ছাড়া মূল্য 8696 টাকা অতএব, ভ্যাট = 10000-8696 = 1304 টাকা। | |||||||||||||||||||||||||
৫০। মূলধন জাতীয় আয় কোনটি? | |||||||||||||||||||||||||
ক) বিজ্ঞাপন ব্যয় | খ) ঋণের সুদ প্রদান | গ) বিমা প্রিমিয়াম প্রদান | ঘ) জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় | ||||||||||||||||||||||
৫১। কোনটি পরোক্ষ খরচ? | |||||||||||||||||||||||||
ক) আন্তঃপরিবহন | খ) বহিঃ পরিবহন | গ) আমদানি শুল্ক | ঘ) জাহাজ ভাড়া | ||||||||||||||||||||||
৫২। একটি যন্ত্রপাতি ক্রয় করে এই আয়ুষ্কাল ২০ বছর অনুমান করা হলে প্রতি বছরে অবচয়ের হার কত হবে - | |||||||||||||||||||||||||
ক) ১০% | খ) ২০% | গ)৫% | ঘ) ৩% | ||||||||||||||||||||||
৫৩। নিম্নের কোনটিকে দ্বিতীয় পর্যায়ের রেওয়ামিল বলা হয়? | |||||||||||||||||||||||||
ক) খতিয়ান | খ) কার্যপত্র | গ) উদ্বৃত্তপত্র | ঘ) আয় বিবরণী | ||||||||||||||||||||||
৫৪। অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করা যায়? | |||||||||||||||||||||||||
ক) প্রকৃত অর্থ | খ) সুযোগ ব্যয় | গ) মূল্য নির্ধারণ | ঘ) প্রকল্প মূল্যায়ন ব্যয় | ||||||||||||||||||||||
৫৫। রেওয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয় কোনটি? | |||||||||||||||||||||||||
ক) অগ্রিম শিক্ষানবিস সেলামি | খ) শিক্ষানবিস ভাতা | গ) প্রাপ্য কমিশন | ঘ) প্রাপ্য আয় | ||||||||||||||||||||||
৫৬। নিম্নের কোনটি স্থায়ী সম্পত্তি নয়? | |||||||||||||||||||||||||
ক) আসবাবপত্র | খ) অগ্রিম বীমা | গ) সুনাম | ঘ) দালানকোঠা | ||||||||||||||||||||||
৫৭। নিম্নের কোনটি সম্ভাব্য ক্ষতি হিসেবে সমন্বয় করা হয়? | |||||||||||||||||||||||||
ক) সম্পত্তির অবচয় | খ) বকেয়া খরচ | গ) কু-ঋণ | ঘ) কু-ঋণ সঞ্চিতি | ||||||||||||||||||||||
৫৮। আসবাবপত্র পরিবহন খরচ- | |||||||||||||||||||||||||
ক) মূলধন জাতীয় খরচ | খ) মুনাফা জাতীয় খরচ | গ) মূলধন জাতীয় ক্ষতি | ঘ) কোনটিই নয় | ||||||||||||||||||||||
৫৯। বাংলাদেশের সকল উৎপাদিত বিদ্যুতের একক ক্রেতা কোনটি? | |||||||||||||||||||||||||
ক) BREB | খ) BPDB | গ) DPDC | ঘ) DESCO | ||||||||||||||||||||||
৬০। বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান কোনটি? | |||||||||||||||||||||||||
ক) BREB | খ) BPDB | গ) PGCB | ঘ) DESCO | ||||||||||||||||||||||
৬১। বাংলাদেশে কয়টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে? | |||||||||||||||||||||||||
ক) ৭০ | খ) ৮০ | গ) ৭৫ | ঘ) ৮৫ | ||||||||||||||||||||||
৬২। BCG MATRIX এ কোনটি নেই? | |||||||||||||||||||||||||
ক) Dogs | খ) Ducks | গ) Cash Cows | ঘ) Question Mark | ||||||||||||||||||||||
৬৩। লুকা প্যাসিওলি ছিলেন একজন- | |||||||||||||||||||||||||
ক) হিসাববিজ্ঞানী | খ) গণিতবিদ | গ) সমাজবিজ্ঞানী | ঘ) অর্থনীতিবিদ | ||||||||||||||||||||||
৬৪। নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক? | |||||||||||||||||||||||||
ক) ডিবেঞ্চার | খ) বন্ড | গ) সংরক্ষিত মুনাফা | ঘ) সাধারণ শেয়ার | ||||||||||||||||||||||
৬৫। বাংলাদেশের IAS এর কয়টি মানদন্ড অনুসরণ করা হয় না? | |||||||||||||||||||||||||
ক) ১০ | খ) ১১ | গ) ১২ | ঘ) ১৩ | ||||||||||||||||||||||
৬৬। কোন কোম্পানি সর্বপ্রথম ই-বিজনেস শুরু করে? | |||||||||||||||||||||||||
ক) IBM | খ) Apple | গ) Dell | ঘ) Amazon | ||||||||||||||||||||||
৬৭। Income Tax নিচের কোনটির সাথে সম্পর্কিত? | |||||||||||||||||||||||||
ক) IAS-7 | খ) IAS-9 | গ) IAS-12 | ঘ) IAS-13 | ||||||||||||||||||||||
৬৮। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি? | |||||||||||||||||||||||||
ক) সুরমা | খ) হালদা | গ) সাঙ্গু | ঘ) কর্ণফুলী | ||||||||||||||||||||||
৬৯। বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান কয়টি? | |||||||||||||||||||||||||
ক) ৫ | খ) ৭ | গ) ৬ | ঘ) ৮ | ||||||||||||||||||||||
৭০। A=L+E সমীকরণটির L উপাদানটি নির্দেশ করে- | |||||||||||||||||||||||||
ক) সম্পদ | খ) দায় | গ) ক্ষতি | ঘ) মালিকানাস্বত্ত | ||||||||||||||||||||||
৭১। কালান্তিক মজুত পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাবটি থাকবে না? | |||||||||||||||||||||||||
ক) বিক্রীত পণ্যের ব্যয় | খ) ক্রয় পরিবহণ | গ) ক্রয় | ঘ) ক্রয় বাট্টা | ||||||||||||||||||||||
৭২। Cash Flow নিচের কোনটির সাথে সম্পর্কিত? | |||||||||||||||||||||||||
ক) IAS-7 | খ) IAS-9 | গ) IAS-12 | ঘ) IAS-13 | ||||||||||||||||||||||
৭৩। একটি কোম্পানির চলতি সম্পত্তি ৫০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২। ঐ কোম্পানির নিট কার্যকরী মূলধন হলো | |||||||||||||||||||||||||
ক) ৩০,০০০ টাকা | খ) ৪০,০০০ টাকা | গ) ৫০,০০০ টাকা | ঘ) ২০,০০০ টাকা | ||||||||||||||||||||||
৭৪। অনিশ্চিত হিসাব কোন ধরণের হিসাব? | |||||||||||||||||||||||||
ক) মিলকরণ হিসাব | খ) চলতি হিসাব | গ) সাময়িক হিসাব | ঘ) নামিক হিসাব | ||||||||||||||||||||||
৭৫। বাকি অনুপাত নিম্নের কোন শ্রেণির অন্তর্ভুক্ত? | |||||||||||||||||||||||||
ক) মুনাফার্জন অনুপাত | খ) কর্মকাণ্ড অনুপাত্ত | গ) তারল্য অনুপাত | ঘ) সচ্ছলতা অনুপাত | ||||||||||||||||||||||
৭৬। অর্থনীতিতে অদৃশ্য হাতের প্রবক্তা কে? | |||||||||||||||||||||||||
ক) এল রবিন্স | খ) স্যামুয়েলসন | গ) কোটিল্য | ঘ) অ্যাডাম স্মিথ | ||||||||||||||||||||||
৭৭। কিসের ভিত্তিতে পারিবারিক বাজেট তৈরি হয়? | |||||||||||||||||||||||||
ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে | খ) প্রকৃত আয়ের ভিত্তিতে | ||||||||||||||||||||||||
গ) সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে | ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে | ||||||||||||||||||||||||
৭৮। ৫ সে.মি., ৪ সে.মি., ৩ সে.মি., বাহু বিশিষ্ট ত্রিভুজ হবে একটি- | |||||||||||||||||||||||||
ক) সমবাহু | খ) সমদ্বিবাহ | গ) সমকোনী | ঘ) স্থূলকোণী | ||||||||||||||||||||||
৭৯। নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? | |||||||||||||||||||||||||
ক) গ্রিস | খ) ইতালি | গ) ইংল্যান্ড | ঘ) ফ্রান্স | ||||||||||||||||||||||
৮০। শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতাব্দীতে? | |||||||||||||||||||||||||
ক) ষষ্ঠদশ | খ) সপ্তদশ | গ) অষ্টদশ | ঘ) উনবিংশ |
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২৪
- 09-03-2024
- সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-হিসাব/অর্থ-রাজস্ব)