১। সংক্ষেপে উত্তর লিখুনঃ
ক. বাংলাদেশের জাতীয় কবির নাম কি?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
খ. বাংলা সনে মাস কতটি?
উত্তরঃ বাংলা সনে মাস ১২ টি।
গ. শীতকালের দুই মাসের নাম কি?
উত্তরঃ শীতকালের দুইটি মাসের নাম ভাদ্র, আশ্বীন।
ঘ. বাংলা বর্ণ কত প্রকার?
উত্তরঃ ২প্রকার
২। বিপরীত শব্দ লিখুনঃ রাত, বাম, উর্দু
৩। বাংলা অর্থ লিখুনঃ Car, Light, Air
ক. Car = গাড়ি
খ. Light = আলো
গ. Air = বায়ু/বাতাস
৪। জরুরি প্রয়োজনে ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে সহকারী পরিচালক (যানবাহন) এর নিকট একটি আবেদনপত্র লিখুন।
তারিখঃ ১৯-০১-২০২৪
বরাবর,
সহকারী পরিচালক (যানবাহন),
মৎস্য অধিদপ্তর
ঢাকা, বাংলাদেশ।
বিষয়: ০২ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র।
জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত স্থায়ী কর্মচারী। জরুরি প্রয়োজনে আগামী ০২ দিন আমার ছুটি প্রয়োজন। আমার বোনের বিবাহ অনুষ্ঠানে আমাকে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে। তাই আপনার মাধ্যমে আগামী ২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ছুটি প্রার্থণা করছি।
অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত দুই দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।
নিবেদক
মোঃ আলল আলি
গাড়িচালক
পরিচিতি নংঃ ১০০১১১০০০১১
৫। প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে কি কি চেক করতে হয়?
উত্তরঃ প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে যা যা চেক করতে হয় তা নিম্নরূপঃ
১. জ্বালানির পরিমাণ দেখে নেওয়া।
২. পানি চেক করা।
৩. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা।
৪. মবিলের লেবেল দেখা।
৫. ৫. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড ব্রেকঅয়েল পরীক্ষা করতে হবে।
৬. টায়ার কন্ডিশন, হাওয়া, নাট, এলাইমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা ইত্যাদি পরীক্ষা করতে হবে।
পদ সংশ্লিষ্ঠ
৬। সঠিক উত্তর লিখুন:'ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বললে গাড়ি থামানোর প্রস্তুতি অথবা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে হবে' -বক্তব্যটি সঠিক, নাকি সঠিক নয়?
উত্তরঃ বক্তব্যটি সঠিক।
৭। কোনো দূরবর্তী স্থানে যেতে হলে- সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে হবে, নাকি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে?
উত্তরঃ নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে।
৮। লাল আলো জ্বললে গাড়ি চালাতে হবে নাকি থামতে হবে?
উত্তরঃ গাড়ি থামতে হবে।
৯। লাল ত্রিভুজ চিহ্ন কি নির্দেশ করে?
উত্তরঃ লাল ত্রিভূজ চিহ্ন অর্থ আপনাকে সাবধান করা হচ্ছে, একভাবে আদেশ করা হচ্ছে, মানে যদি রাস্তায় অন্য ট্রাফিক নাও থাকে, তাহলেও আপনাকে সেখানে সেই নির্দেশ মানতে হবে। এর অর্থ আপনি অন্যজনকে পথ দিতে তৈরী থাকুন।
১০। হর্ণ বাজানো নিষেধ এমন ২টি জায়গার নাম লিখুন।
উত্তরঃ হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান এর সামনে।
১১। ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা কত ঘন্টা গাড়ি চালাতে পারবে?
উত্তরঃ ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা ৫(পাঁচ) ঘন্টা পড়ি চালাতে পারবে।
১২। রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?
উত্তরঃ রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো ডিম করা উচিত।
English
১৩। Write the plural number: Boy, Vegetables, Ox, Class, Tomato.
a) Boy= Boys
b) Vegetables = Vegetable
c) Ox = Oxen
d) Class = Classes
e) Tomato = Tomatoes
১৪। Write opposite Gender: Uncle, Father, Girl.
a) Uncle = Aunt
b) Father = Mother
c) Girl = Boy
১৫। Translate into English:
ক. আমি আমার দেশকে ভালোবাসি।
= I love my country.
খ. আমি ফুটবল খেলি।
= I play Football.
গণিত
১৬। গাড়ি প্রতি লিটার পেট্রোলে ১০ কি.মি. যায়। সড়কপথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৭০ কি.মি. পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন হবে?
সমাধানঃ
গাড়িটি ১০ কি.মি যায় = ১ লিটার
∴’’ ১৭০ ’’ ’’ = ১৭০ ÷ ১০ লিটার
= ১৭ লিটার।
উত্তরঃ ১৭ লিটার।
১৭। ৫, ১০, ১৫ ও ১০ সংখ্যাগুলোর গড় কত?
সমাধানঃ
গড় = সংখ্যাগুলোর সমষ্টি ÷ পদ সংখ্যা
= (৫ + ১০ + ১৫ + ১০) ÷ ৪
= ৪০ ÷ ৪
= ১০
উত্তরঃ ১০