সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-2024

  • 16-03-202416-03-2024
  • জুনিয়র শিক্ষকজুনিয়র শিক্ষক

সময়ঃ ৬০ মিনিট এবং পূর্ণমানঃ ৬০

বাংলা

প্রশ্নঃ- ০১। 'আমি আছি, ভয় কেন মা করো'? কোন ধরণের উক্তি?

উত্তরঃ প্রত্যক্ষ

প্রশ্নঃ- ০২। 'বাঁশি বাজে ঐ মধুর লগণে'- এটা কোন বাচ্যের উদাহরণ?

উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য

প্রশ্নঃ- ০৩। 'বিশ্বজনের হিতকর'- এক কথায় কী বলে?

উত্তরঃ বিশ্বজনীন

প্রশ্নঃ- ০৪। 'মাথা দেওয়া'- বলতে কি বুঝায়?

উত্তরঃ দায়িত্ব গ্রহণ

প্রশ্নঃ- ০৫। 'আটকপালে' বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ হতভাগ্য

প্রশ্নঃ- ০৬। 'তার বয়স হলেও বুদ্ধি হয়নি'- কোন বাক্য?

উত্তরঃ সরল বাক্য

প্রশ্নঃ- ০৭। অনুসর্গ কি?

উত্তরঃ অব্যয়

প্রশ্নঃ- ০৮। প্রশ্ন জিজ্ঞাসায় কোন ভাব হয়?

উত্তরঃ নির্দেশক ভাব

প্রশ্নঃ- ০৯। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?

উত্তরঃ প্রকৃতি

প্রশ্নঃ- ১০। ট্রেন ঢাকা ছাড়ল' এখানে 'ঢাকা' কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

উত্তরঃ অপাদানে

গণিত

প্রশ্নঃ- ১১। প্রথম ১০টি মৌলিক সংখ্যার যোগফল কত?

উত্তরঃ ১২৯

প্রশ্নঃ- ১২। পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা ২৬০ বেশি। সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

উত্তরঃ ৬১

প্রশ্নঃ- ১৩। যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?

প্রশ্নঃ- ১৪। একটি গাছের উচ্চতা প্রতিবছর ২০% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সে.মি. হয়, তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?

উত্তরঃ ৭৫০ সে.মি.

প্রশ্নঃ- ১৫। বিক্রয় মূল্যের উপর ১০% ক্ষতি ক্রয়মূল্যের শতকরা কত ক্ষতির সমতুল্য?


প্রশ্নঃ- ১৬। P একটি কাজ 25 দিনে করে। Q, P এর চাইতে 25% বেশী কর্মক্ষম। তাহলে Q কাজটি কতদিনে করতে পারবে?

উত্তরঃ ২০ দিন

প্রশ্নঃ- ১৭। একটি ব্যাগে ৪টি সাদা ও ৫টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনাট বল উঠালো তিনটি বলই কালো হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করুন।


প্রশ্নঃ- ১৮। X ইউনিটে খরচ Y = 5x+10. 10 ইউনিটে গড়ে খরচ কত?

উত্তরঃ 60 টাকা

প্রশ্নঃ- ১৯। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সে.মি. হলে, এর উচ্চতা কত সে.মি.?


প্রশ্নঃ- ২০। কোন বৃত্তের অধিচাপে অর্ন্তলিখিত কোন-

উত্তরঃ সূক্ষ্মকোণ

ইংরেজি

প্রশ্নঃ- ২১। Tick the Correct one:

উত্তরঃ The Jury was Unanimous in its Opinion.

প্রশ্নঃ- ২২। Find the compound sentence

উত্তরঃ Read more and you can succeed

প্রশ্নঃ- ২৩। what is the verb form of ability?

উত্তরঃ Enable

প্রশ্নঃ- ২৪। What kind of noun is 'River'?

উত্তরঃ Common

প্রশ্নঃ- ২৫। Identify the right tense: My father ______ before I came?

উত্তরঃ had left

প্রশ্নঃ- ২৬। The synonym for 'Panoramic' is _____

উত্তরঃ scenic

প্রশ্নঃ- ২৭। ______ people can travel abroad.

উত্তরঃ Few

প্রশ্নঃ- ২৮। He did not give me ______

উত্তরঃ Much advice

প্রশ্নঃ- ২৯। The deficite article is-

উত্তরঃ The

প্রশ্নঃ- ৩০। Spouse is a _____ gender.

উত্তরঃ Feminine

সাধারণ জ্ঞান

প্রশ্নঃ- ৩১। বাংলাদেশে কবে প্রথম অফলাইন ই-মেইল চালু হয়?

উত্তরঃ ১৯৯৫

প্রশ্নঃ- ৩২। রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত কোনটি এবং এটি প্রথমে কাদের ব্যবসা কেন্দ্র ছিল?

উত্তরঃ বড়কুঠি ও ডাচদের

প্রশ্নঃ- ৩৩। 'আমার দেখা নয়া চীন' বঙ্গবন্ধুর লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন।

উত্তরঃ ড. ফকরুল আলম

প্রশ্নঃ- ৩৪। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?

উত্তরঃ বাণিজ্য মন্ত্রণালয়

প্রশ্নঃ- ৩৫। ঈদগাঁও উপজেলা কোথায় অবস্থিত ও এর আয়তন কত?

উত্তরঃ কক্সবাজার ও ১১৯.৬৬ (ব.কি.মি.)

প্রশ্নঃ- ৩৬। আগামী ২০২৬ বিশ্বকাপ সূচীতে ১০৪টি ম্যাচ হবে তিন দেশের

উত্তরঃ ১৬টি ভেন্যুতে

প্রশ্নঃ- ৩৭। হুতি মুভমেন্ট প্রথম কখন শুরু হয়?

উত্তরঃ ১৯৯০ সালে উত্তর ইয়েমেন থেকে

প্রশ্নঃ- ৩৮। চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে?

উত্তরঃ জাপান, শিওলি

প্রশ্নঃ- ৩৯। শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস। উক্তিটি করেন

উত্তরঃ গান্ধিজী

প্রশ্নঃ- ৪০। 'মারিও জাগালো' কে ছিলেন?

উত্তরঃ কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার

প্রশ্নঃ- ৪১। একটি তেজস্ক্রিয় মৌলের আয়ু ২০০ বছর হলে মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে?

উত্তরঃ ৪০০

প্রশ্নঃ- ৪২। বিলিরুবিন তৈরি হয় কোনটি থেকে?

উত্তরঃ লোহিত রক্তকনিকা

প্রশ্নঃ- ৪৩। কোন বস্তুর ওজন পৃথিবীতে ১২০ কেজি হলে চাঁদে ঐ বস্তুর ওজন কত হবে?

উত্তরঃ ১০০ কেজি

প্রশ্নঃ- ৪৪। বিজ্ঞানীরা Black Hole এর ছবি প্রথম কত সালে তুলতে সক্ষম হয়?

উত্তরঃ ২০১৯

প্রশ্নঃ- ৪৫। উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা কত?

উত্তরঃ ৩০০ নটিক্যাল মাইল

প্রশ্নঃ- ৪৬। কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়?

উত্তরঃ শর্করা

প্রশ্নঃ- ৪৭। ইঞ্জিনের কোন অংশ জালানীকে বাষ্পে পরিণত করে?

উত্তরঃ কার্বুরেটর

প্রশ্নঃ- ৪৮। কপিরাইট আইন কতসালে প্রণয়ন করা হয়?

উত্তরঃ ১৬৬২

প্রশ্নঃ- ৪৯। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

উত্তরঃ ডেটাবেজ

প্রশ্নঃ- ৫০। ইনসমনিয়া কোন ধরণের অসুখ?

উত্তরঃ নিদ্রহীনতা

প্রশ্নঃ- ৫১। ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ সাউথ সেন্ট্রাল রোড, খুলনা

প্রশ্নঃ- ৫২। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ- 'বিজয় চেতন' কোন সেনানিবাসে অবস্থিত?

উত্তরঃ সাভার

প্রশ্নঃ- ৫৩। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি?

উত্তরঃ ঢাকা

প্রশ্নঃ- ৫৪। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন?

উত্তরঃ ২নং

প্রশ্নঃ- ৫৫। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব 'বীরশ্রেষ্ঠ' আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়?

উত্তরঃ ১৫ ডিসেম্বর, ১৯৭৩

প্রশ্নঃ- ৫৬। কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে?

উত্তরঃ দিল্লী

প্রশ্নঃ- ৫৭। কোন বইটি মুক্তিযুদ্ধভিত্তিক?

উত্তরঃ আমার কিছু কথা

প্রশ্নঃ- ৫৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' বলে আখ্যায়িত করেছিলেন কে?

উত্তরঃ লোবেন জেফিন্স

প্রশ্নঃ- ৫৯। 'আমরা অনশন ভাঙব না' কোন রচনা থেকে উদ্ধৃত্ত হয়েছে?

উত্তরঃ বায়ান্নর দিনগুলো

প্রশ্নঃ- ৬০। জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে 'বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ' উদ্বোধন করা হয়েছে?

উত্তরঃ ESCAP