বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বাংলাদেশ রেলওয়ে)-2024

  • 05-07-202405-07-2024
  • সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার)সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার)

ENGLISH

. He was rather a disagreeable man." The word 'disagreeable in the above sentence is a/an-

. verb

. noun

. Adjective

. adverb

. Choose the correct spelling:

. Repetition

. repetation

. repeatition

. repeatation

. The word 'mean' can be used only as

. a verb

. a verb and a noun

. a verb, a noun and an adjective

. a verb, an adjective and an adverb

. Identify the word which is spelt correctly

. diarrhoea

. tuberkulosis

. dysentry

. neumonia

. Identify the adjective form of the word 'comply":

. compliment

. compliant

. complement

. compliance

. When we alleviate something, we make it

. less severe

. a lot better

. very unpleasant

. more accurate

. A procrastinator is one who-

. settles difficult disputes

. delays or postpones actions

. initiates an artistic movement

. propagates a new idea

. A paleontologist is a person who studies

. the Stone Age

. fossils

. rock formations

. pollen grains in flowers

. What is meant by the word 'ditto'?

. that is

. for example

. as before

. and the others

১০. The German' refers to

. The German society

. The German people

. The German language

. The German territory

১১. A stage on which people stand to make speeches is called a-

. Dais

. dias

. daias

. deis

১২. 'My father is a down to earth man." Here the expression 'down to earth' means-

. angry and insensitive

. undecisive and cruel

. sad and pathetic

. sensible and practical

১৩. Which word has nearly the same meaning as 'grave'?

. Vague

. vicious

. serious

. gloomy

১৪. A synonym for 'vigilant' is

. watchful

. careful

. mindful

. wakeful

১৫. Pick the word that is synonymous with 'modesty

. timidity

. humility

. docility

. simplicity

১৬. Choose 'despicable": the correct antonym

. admirable

. reputable

. tolerable

. formidable

১৭. Which word means the opposite of 'hate'?

. abhor

. admire

. Loathe

. detest

১৮. Which one of the following is in plural form?

. syllabus

. curriculum

. bacteria

. appendix

১৯. 'Neither she nor her brother___present yesterday." Choose the correct word to fill in the blank

. is

. was

. were

. are

২০. Which one of the following is not a common gender noun?

. comrade

. dancer

. spinster

. sibling

২১. Fill in the blank: "He always goes toschool__foot.

. with

. over

. by

. on

২২. 'He has been unwell___last Monday.' Choose the appropriate preposition to fill in the blank:

. from

. over

. on

. since

২৩. Fill in the blank: "Professor Anisuzzaman was a scholar___ repute."

. of

. with

. for

. in

২৪. "Wherever you go, you can always find beauty." The sentence above is a-

. complex sentence

. compound sentence

. simple sentence

. compound-complex sentence

২৫. Change the narration: She asked me, "Are you happy with your life?"

. She asked me if I am happy with my life.

. She asked me if I was happy with my life.

. She asked me if I had been happy with my life

. She asked me if I were happy with my life

২৬. Identify the correct passive form of the sentence: "Who will do the work?"

. Whom the work will be done?

. By whom will the work be done?

. Who the work will be done by?

. By who the work will be done?

২৭. The idiom 'right away' means-

. without delay

. on the far right

. very obviously

. without legal claim

২৮. 'I don't know how she puts up with him." Here 'puts up with' means-

. agrees with

. manages

. argues with

. tolerates

২৯. Fill in the blank: As a professional you must___the latest developments in your field."

. get along with

. put up for

. keep up with

. take up on

৩০. Fill in the blank: Would you mind__the accounts one more time?"

. For checking

. to check

. checking

. check

৩১. Finish the sentence: ‘I look forward to___’

. hear from you soon.

. hearing from you soon.

. have heard you soon.

. see you soon.


৩১. Finish the sentence: ‘I look forward to___’

. hear from you soon.

. hearing from you soon.

. have heard you soon.

. see you soon.


৩২. Fillin the blanks: "Our world is facing a/an__environmental crisis that needs to be___as soon as possible." 

. unprecedented, addressed

. acute, prolonged

. severe, solidified

. major, jeopardized


৩৩. Identify the correct sentence:

. I do not know what is his plan.

. I do not know what his plan is.

. I do not know what is his plan?

. I do not know what plan his is.


৩৪. The poem 'The Solitary Reaper' is written by— 

. William Blake

. William Shakespeare

. William Congreve

. William Wordsworth


৩৫. ‘Jane Eyre' is a novel written by— 

. Jane Austen 

. Emily Bronté

. Charlotte Bronté

. Virginia Woolf


৩৬. In which poem does the following line appear? "If Winter comes, can Spring be far behind?"

. Ode to the West Wind

. To a Skylark Bu.

. Ode to Autumn

. Ode to a Nightingale


৩৭. Who is the author of the novel '1984'?

. H. G. Wells 

. Arthur C. Clarke

. Isaac Asimov 

. George Orwell


৩৮. Which novel is not written by Jane Austen?

. Emma

.  Sense and Sensibility

. Persuasion

. Little Women


৩৯. A rose by any other name would smell as sweet' is a famous phrase from William Shakespeare's
. A Midsummer Night's Dream

.  Romeo and Juliet

.  Antony and Cleopatra

. Twelfth Night


৪০. Which of the following is not a play written by William Shakespeare?

. Macbeth

. Pride and Prejudice

.  King Lear

. The Tempest


বাংলা

৪১. 'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় –

ক. ১৯১০ সালে

খ. ১৯১২ সালে

গ. ১৯১৪ সালে

ঘ. ১৯১৬ সালে


৪২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি?

ক. নৌকাডুবি

খ. চাঁদের অমাবস্যা

গ. বিষবৃক্ষ

ঘ. মৃত্যুক্ষুধা


৪৩. 'কল্লোল' সাহিত্য পত্রিকাটির সম্পাদক -

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. দীনেশ রঞ্জন দাস

গ. প্রমথ চৌধুরী

ঘ. রাজেন্দ্রলাল মিত্র


৪৪. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?

ক. চিত্রা

খ. বিসর্জন

গ. সঞ্চিতা

ঘ. রাজা


৪৫. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ক. ব্যথার দান

খ. মৃত্যুক্ষুধা

গ. রিক্তের বেদন

ঘ. শিউলিমালা


৪৬. 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি কার রচিত?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ. অন্নদাশঙ্কর রায়


৪৭. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক. ক্রীতদাসের হাসি

খ. সারেং বউ

গ. হাঙর নদী গ্রেনেড

ঘ. কাশবনের কন্যা


৪৮. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?

ক. নীলিমা ইব্রাহিম

খ. সৈয়দ ওয়ালিউল্লাহ্

গ. আবু ইসহাক

ঘ. রশীদ করিম


৪৯. শওকত ওসমান রচিত উপন্যাস-

ক. অরণ্য নীলিমা

খ. মুক্তি

গ. অরণ্য গোধূলি

ঘ. জাহান্নাম হতে বিদায়


৫০. কাব্যনাটক কোনটি?

ক. ইবলিশ

খ. এখনও ক্রীতদাস

গ. জন্ডিস ও বিবিধ বেলুন

ঘ. নূরলদীনের সারাজীবন


৫১. 'বন্দী শিবির থেকে' কার লেখা?

ক. নির্মলেন্দু গুণ

খ. শামসুর রাহমান

গ. মহাদেব সাহা

ঘ. সৈয়দ আলী আহসান


৫২. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস -

ক. শেষের কবিতা

খ. রাজর্ষি

গ. চোখের বালি

ঘ. ঘরে বাইরে


৫৩. 'যৈবতী কন্যার মন' কার লেখা?

ক. সৈয়দ শামসুল হক

খ. আব্দুল্লাহ আল মামুন

গ. সেলিম আলদীন

ঘ. রামেন্দু মজুমদার


৫৪. 'খেয়া পারের তরণী' কবিতার কবি কে?

ক. গোলাম মোস্তফা

খ. কাজী নজরুল ইসলাম

গ. কায়কোবাদ

ঘ. ফররুখ আহমেদ


৫৫. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?

ক. সাধুরীতি

খ. চলিতরীতি

গ. কথ্যরীতি

ঘ. বানানরীতি


৫৬. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?

ক. ধ্বনিতত্ত্বে

খ. অর্থতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. রূপতত্ত্বে


৫৭. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. পাঁচটি

খ. ছয়টি

গ. আটটি

ঘ. দশটি


৫৮. কোনটি নাসিক্য ধ্বনি?

ক. ম

খ. জ

গ. ল

ঘ. প


৫৯. 'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

ক. ওলন্দাজ

খ. জাপানি

গ. ফরাসি

ঘ. ইংরাজি


৬০. 'চিরায়ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. সমসাময়িক

খ. কদাচিৎ

গ. অক্ষয়

ঘ. প্রতিদিন


৬১. শুদ্ধ বানান কোনটি?

ক. শ্বাশত

খ. শ্বাশ্বত

গ. শাশত

ঘ. শাশ্বত


৬২. চর্যাপদ আবিষ্কার করেন-

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

খ. দীনেশ চন্দ্র সেন

গ. হরপ্রসাদ শাস্ত্রী

ঘ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়


৬৩. অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন-

ক. শেখ শুভোদয়া

খ. বৈষ্ণব পদাবলী

গ. শ্রীকৃষ্ণ কীর্তন

ঘ. কালকেতু উপাখ্যান


৬৪. ব্রজবুলি একটি -

ক. কাব্য

খ. নাটক

গ. পুঁথি

ঘ. ভাষা


৬৫. বাংলা সাহিত্যে গদ্যের জনক -

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঘ. প্রমথ চৌধুরী


৬৬. ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন?

ক. কৃষ্ণ চন্দ্র

খ. ময়ূর ভট্ট

গ. রাজা গনেশ

ঘ. দ্বিজ বংশীদাশ


৬৭. যুগ সন্ধিক্ষণের কবি কে?

ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

খ. নবীনচন্দ্র সেন

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


৬৮. 'ভোরের পাখি' উপাধিখ্যাত কবি -

ক. সত্যেন্দ্রনাথ দত্ত

খ. কাজী নজরুল ইসলাম

গ. জীবনানন্দ দাস

ঘ. বিহারীলাল চক্রবর্তী


৬৯. 'ইউসুফ-জোলেখা' কাব্যের অনুবাদক-

ক. দৌলত উজির বাহরাম খাঁ

খ. আলাওল

গ. সৈয়দ সুলতান

ঘ. শাহ মুহম্মদ সগীর


৭০. মীর মশাররফ হোসেনের নাটক -

ক. বিষাদ সিন্ধু

খ. জমিদার দর্পণ

গ. কৃষ্ণকুমারী

ঘ. পলাশীর যুদ্ধ


৭১. 'আলালের ঘরের দুলাল' কত সালে প্রকাশিত হয়?

ক. ১৮৫০

খ. ১৮৭০

গ. ১৮৫৮

ঘ. ১৮৯৯


৭২. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ-

ক. পদ্মরাগ

খ. পদ্মাবতী

গ. রাজা

ঘ. আনোয়ারা


৭২. মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন-

ক. ভাই ভাই এইত চাই

খ. বিয়ে পাগলা বুড়ো

গ. সধবার একাদশী

ঘ. একেই বলে সভ্যতা


৭৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস-

ক. আলালের ঘরের দুলাল

খ. দুর্গেশ নন্দিনী

গ. হুতোম প্যাঁচার নকশা

ঘ. ঘরে বাইরে


৭৫. 'হা-ঘরে'-অর্থ?

ক. গৃহহীন

খ. ঘরে থাকে না যে

গ. গৃহে ঐশ্বর্য যার

ঘ. অনেক গৃহের মালিক


৭৬. জসিমউদ্দীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

ক. রঙিলা নায়ের মাঝি

খ. রাখালি

গ. নকশী কাঁথার মাঠ

ঘ. বালুচর


৭৭. কবি সুকান্তের পৈত্রিক নিবাস কোন জেলায়?

ক. মুন্সীগঞ্জ

খ. মানিকগঞ্জ

গ. বাকেরগঞ্জ

ঘ. গোপালগঞ্জ


৭৮. রবীন্দ্রনাথের কোন্ কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে?

ক. সোনার তরী

খ. বলাকা

গ. খেয়া

ঘ. পূরবী


৭৯. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ -

ক. ক্রন্দসী

খ. মাটির দেয়াল

গ. বেলা অবেলা কালবেলা

ঘ. চোরাবালি


৮০. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. অক্ষয়কুমার দত্ত

গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

ঘ. সুধীন দত্ত



সাধারণ জ্ঞান

৮১. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?

ক. অনুচ্ছেদ ২৩

খ. অনুচ্ছেদ ২৪

গ. অনুচ্ছেদ ২১

ঘ. অনুচ্ছেদ ২২


৮২. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়-

ক. স্থলবেষ্টিত রাষ্ট্র

খ. নিরপেক্ষ রাষ্ট্র

গ. বাফার রাষ্ট্র

ঘ. জিরোসাম রাষ্ট্র


৮৩. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?

ক. আই. এল. ও

খ. হু (WHO)

গ. আসিয়ান (ASEAN)

ঘ. উপরের সবগুলো


৮৪. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-

ক. কার্ল মার্কস

খ. ভি. আই. লেনিন

গ. ফ্রেডরিক এঙ্গেলস

ঘ. মাও সেতুং


৮৫. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-

ক. আলফা রেস (Alpha rays)

খ. বিটা রেস (Beta rays)

গ. গামা রেস (Gama rays)

ঘ. এক্স রেস (X-rays)


৮৬. শেখ মুজিবুর রহমান রচনাবলি ১ম খণ্ড সম্পাদনা করেন -

ক. আনোয়ারা সৈয়দ হক

খ. সেলিনা হোসেন

গ. শেখ রেহানা

ঘ. শেখ হাসিনা


৮৭. 'তমদ্দুন মজলিশ' কী ধরনের সংগঠন?

ক. রাজনৈতিক

খ. সামাজিক

গ. সাংস্কৃতিক

ঘ. অর্থনৈতিক


৮৮. বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম-

ক. যশোর

খ. ঢাকা

গ. কুমিল্লা

ঘ. ময়মনসিংহ


৮৯. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক. ১২৭ তম

খ. ১২৮ তম

গ. ১৩২ তম

ঘ. ১৩৬ তম


৯০. 'ম্যাকাও' দ্বীপটি কোথায় অবস্থিত?

ক. আরব সাগর

খ. দক্ষিণ চীন সাগর

গ. পীত সাগর

ঘ. ভূমধ্যসাগর


৯১. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

ক. যুক্তরাজ্য

খ. স্পেন

গ. পূর্ব জার্মানী

ঘ. ইতালি


৯২. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় -

ক. ফার্নেস ওয়েল

খ. কয়লা

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. ডিজেল


৯৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ-

ক. ৩ বছর

খ. ৪ বছর

গ. ৫ বছর

ঘ. ৬ বছর


৯৪. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে 'বাংলা'কে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন-

ক. আবদুল মতিন

খ. মাওলানা ভাসানী

গ. দীরেন্দ্রনাথ দত্ত

ঘ. শেখ মুজিবুর রহমান


৯৫. কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে?

ক. মার্কিন যুক্তরাষ্ট্র

খ. ফ্রান্স

গ. যুক্তরাজ্য

ঘ. জার্মানী


৯৬. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. ঢাকা সেনানিবাস

গ. সোহরাওয়ার্দী উদ্যান

ঘ. চট্টগ্রাম সেনানিবাস


৯৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?

ক. স্যার এ এফ রহমান

খ. ড. রমেশচন্দ্র মজুমদার

গ. ড. মাহমুদ হাসান

ঘ. বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম


৯৮. নিম্নের কোন সংস্থা 'মঙ্গল শোভাযাত্রা' কে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে?

ক. ইউনিসেফ

খ. ইউনেস্কো

গ. বাংলা একাডেমি

ঘ. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট


৯৯. কত সালে 'বঙ্গভঙ্গ' রদ করা হয়?

ক. ১৯০৫

খ. ১৯১১

গ. ১৯১৯

ঘ. ১৯০৬


১০০. 'কান্তজির মন্দির' কোন জেলায় অবস্থিত?

ক. ঢাকা

খ. কুমিল্লা

গ. খুলনা

ঘ. দিনাজপুর


১০১. 'জলঢাকা' কোন জেলায় অবস্থিত?

ক. ঢাকা

খ. ময়মনসিংহ

গ. নীলফামারী

ঘ. জামালপুর


১০২. 'গল্লামারী' কোন জেলায় অবস্থিত?

ক. রংপুর

খ. নাটোর

গ. যশোর

ঘ. খুলনা


১০৩. প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে 'অনুত্তর বঙ্গ' বলা হতো

ক. উত্তর-পশ্চিম অঞ্চলকে

খ. উত্তর-পূর্ব অঞ্চলকে

গ. দক্ষিণ বঙ্গকে

ঘ. দক্ষিণ-পূর্ব অঞ্চলকে


১০৪. বাংলাদেশে মেট্রোরেলের প্রথম চালকের নাম কী?

ক. রহিমা সুলতানা

খ. আব্দুল বাসিত

গ. মরিয়ম আফিজা

ঘ. খায়রুজ্জামান


১০৫. কোন দেশে 'কমলা বিপ্লব' সংঘটিত হয়েছিল?

ক. ফ্রান্স

খ. ইউক্রেন

গ. থাইল্যান্ড

ঘ. যুক্তরাজ্য


১০৬. 'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি'। উক্তিটি করেন-

ক. ফিদেল কাস্ট্রো

খ. নেলসন ম্যান্ডেলা

গ. মার্শাল টিটো

ঘ. ইন্দিরা গান্ধী


১০৭. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৭৫ সালে


১০৮. CEDAW সনদ কোন ধরনের অধিকারের দলিল?

ক. শিক্ষা

খ. শ্রম

গ. শিশু অধিকার

ঘ. নারী অধিকার


১০৯. বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?

ক. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

খ. পূর্বাচল এক্সপ্রেসওয়ে

গ. বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঘ. ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে


১১০. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল?

ক. ফ্রান্স

খ. চীন

গ. সোভিয়েত ইউনিয়ন

ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র


১১১. বিদ্রোহী তাইগ্রেয়ান বাহিনী কোন দেশের?

ক. সোমালিয়া

খ. ইথিওপিয়া

গ. সুদান

ঘ. ঘানা


১১২. বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয়?

ক. ৫ই ডিসেম্বর

খ. ৬ই ডিসেম্বর

গ. ৭ই ডিসেম্বর

ঘ. ৮ই ডিসেম্বর


১১৩. আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?

ক. প্রায় ১০ শতাংশ

খ. প্রায় ৩০ শতাংশ

গ. প্রায় ২০ শতাংশ

ঘ. প্রায় ৪০ শতাংশ


১১৪. 'বলিভার স্কয়ার' কোন দেশে অবস্থিত?

ক. কলম্বিয়া

খ. বলিভিয়া

গ. আর্জেন্টিনা

ঘ. চিলি


১১৫. ২০২০ সালের বুকার পুরস্কার কে পেয়েছেন?

ক. পল মেন্ডিজ

খ. ডগলাস স্টুয়ার্ট

গ. বেথ মরি

ঘ. রবার্ট মোর


১১৬. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে?

ক. ৭ই ডিসেম্বর

খ. ৮ই ডিসেম্বর

গ. ১১ই ডিসেম্বর

ঘ. ১২ই ডিসেম্বর


১১৭. 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন  কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. বিষের বাঁশি

খ. সিন্ধু-হিল্লোল

গ. সাম্যবাদী

ঘ. নতুন চাঁদ


১১৮. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি রচনা করেন-

ক. কাজী নজরুল ইসলাম

খ. সুফিয়া কামাল

গ. জসীমউদ্দীন

ঘ. জীবনানন্দ দাশ


১১৯. হীরালাল সেন কেন বিখ্যাত?

ক. কবি হিসেবে

খ. গল্পকার হিসেবে

গ. নাট্যকার হিসেবে

ঘ. চলচ্চিত্রকার হিসেবে


১২০. 'আদি আবাদ' চিত্রকর্মটির শিল্পী -

ক. শিল্পচার্য জয়নুল আবেদিন

খ. শিল্পী শাহাবুদ্দিন আহমদ

গ. শিল্পী এস এম সুলতান

ঘ. শিল্পী কাইয়ুম চৌধুরী


ডিপার্টমেন্টাল


১২১. PWD এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত?

ক. ১০”×৫”×৩”

খ. ৯.৬”×৪.৫”×২.৭৫”

গ. ৯.৭৫”×৪.৭৫”×২.৭৫”

ঘ. ৯”×৪”×২.৭৫”



১২২. 0°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শক্তি অর্জন করে-

ক. 30%

খ. 40%

গ. 50%

ঘ. 60%


১২৩. Wing wall সাধারণতঃ কত প্রকার?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ২


১২৪. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৫ হলে নমুনার পোরোসিটি কত?

ক. ২৬%

খ. ২৭%

গ. ২৮%

ঘ. ২৯%


১২৫. কোনো বস্তুর উপর 6kg8kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে?

ক. 10 kg

খ. 5 kg

গ. 7 kg

ঘ. 12 kg


১২৬. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?

ক. রাজশাহী

খ. টাঙ্গাইল

গ. গোমতী

ঘ. সিলেট


১২৭. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত?

ক. ৪৫% থেকে ৫০%

গ. ৩০%

ঘ. ৬০%

ঘ. ৫৫%


১২৮. বৃত্তাকার সেকশনের মোমেন্ট অব ইনারশিয়া নির্ণয়ের সূত্র কোনটি?

ক.

πd3


16





খ.

πd4

4




গ.

πd4


64





ঘ.

πd4


8



১২৯. ভঙ্গুর পদার্থের compressive strength, tensile strength হতে -

ক. বেশি

খ. কম

গ. সমান

ঘ. দ্বিগুণ


১৩০. বিয়ারিং কী ধরনের কোণ?

ক. উন্নতি কোণ

খ. অবনতি কোণ

গ. উলম্ব কোণ

ঘ. অনুভূমিক কোণ


১৩১. ঘর্ষণ সহগ মিউ (µ) হবে - 

ক.

R



F






খ.

F

R




গ.

W cosθ


W sinθ





ঘ.

W sinθ


W cosθ



১৩২. অর্ধগোলকের ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব -

ক.

3r

8




খ.

8r


3




গ.

5r


8





ঘ.

8r


5



১৩৩. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?

ক. ৮ HP

খ. ৮.৮৯ HP

গ. ৯ HP

ঘ. ৯.২৫ HP


১৩৪. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?

ক. ৫.২ মিটার

খ. ১১.৫ মিটার

গ. ৩.৬৬ মিটার

ঘ. ১০.৫ মিটার


১৩৫. একটি drawing এর দৈর্ঘ্য 50 mm এবং scale = 1.5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?

ক. 25 mm

খ. 25 cm

গ. 10 cm

ঘ. 10 mm


১৩৬. অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্ল্যান, সম্মুখ এলিভেশন ইত্যাদি দৃশ্য -স্কেলে আঁকা হয়।

ক. ১ : ৬০

খ. ১ : ৬০০

গ. ১ : ১০০

ঘ. ১ : ১০


১৩৭. ড্রইং শিটের লে-আউটে টাইটেল ব্লকের মাপ-

ক. 65 mm ×185 mm

খ. 185 mm × 65 mm

গ. 70 mm × 190 mm

ঘ. 190 mm × 70 mm



১৩৮. ৫ মেট্রিক টন সিমেন্ট = কত ব্যাগ?

ক. ৮০

খ. ৯০

গ. ১০০

ঘ. কোনোটিই নয়


১৩৯. জাতীয় মহাসড়কের নির্মাণ তলের প্রস্থ কত?

ক. ৪০ ফুট

খ. ৫০ ফুট

গ. ৮০ ফুট

ঘ. ৯০ ফুট


১৪০. বাঁকের ব্যাসার্ধ দেয়া থাকলে ডিগ্রি অব কার্ড নিরূপণ করার সূত্র কোনটি?

ক.

D =

1520


R






খ.

D =

1620


R






গ.

D =

1720

R





ঘ.

D =

1820


R



১৪১. পি আর সময়ের ন্যূনমত মান কত?

ক. ১ মিনিট

খ. ২ মিনিট

গ. ৩ মিনিট

ঘ. ৪ মিনিট


১৪২. Electricity is the flow-

ক. current

খ. charge

গ. electric charge carrier

ঘ. voltage


১৪৩. R.F.-এর full form কী?

ক. Reducing Fraction

খ. Representative Fraction

গ. Reduction Factor

ঘ. Representative Factor


১৪৪. TRAP এর Address line কোনটি?

ক. 0023H

খ. 0024H

গ. 0033H

ঘ. 0028H


১৪৫. TV remote এর carrier frequency-র range কত?

ক. < 100 MHz

খ. < 2 GHz

গ. <1 GHz

ঘ. Infra-red range


১৪৬. H.323 Protocol সাধারণতঃ কী কাজে ব্যবহৃত হয়?

ক. File transfer

খ. VOIP

গ. Data security

ঘ. File download


১৪৭. ই-মেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?

ক. POP 3

খ. POP 9

গ. HTML

ঘ. SMTP


১৪৮. EDSAC-computer এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের memory ব্যবহৃত হয়?

ক. RAM

খ. ROM

গ. Resistors

ঘ. Mercury Delay Lines


১৪৯. যদি একটি cascade amplifier এর দুটি stage এর ডেসিবল গেইন 60 এবং 30 হয়, তবে ওভার অল গেইন কত হবে?-

ক. 30 dB

খ. 90 dB

গ. 2 dB

ঘ. 800 dB


১৫০. একটি JFET-এর IDSS = 10V, VGS = 10V হলে Input resistance কত?

ক. 10 mΩ

খ. 100 mΩ

গ. 1000 mΩ

ঘ. 10 ΜΩ


১৫১. তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রানজিস্টরের বেস অ্যামিটর ভোল্টেজের কী ঘটে?

ক. হয়ে যায়

খ. হ্রাস পায়

গ. একই থাকে

ঘ. বৃদ্ধি পায়


১৫২. একটি silicon diode-এর ভিতর দিয়ে 50 mA কারেন্ট প্রবাহিত হলে Power dissipation কত হবে?

ক. 25 mW

খ. 50 W

গ. 35 mW

ঘ. 100 mW


১৫৩. কোনটি সবচেয়ে কমন নেটওয়ার্ক?

ক. LAN

খ. WAN

গ. MAN

ঘ. PAN


১৫৪. শিয়ারফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে?

ক. কেন্দ্রীভূত লোড

খ. সমভাবে বিস্তৃত লোড

গ. ত্রিভুজাকার লোড

ঘ. কাপল


১৫৫. একটি বিমের উপর uniformly distributed load থাকলে তার bending moment diagram কেমন হবে?

ক. Linear

খ. Parabolic

গ. Cubical

ঘ. Circular


১৫৬. অক্সিজেন জারিত অ্যাসফাল্টের বাণিজ্যিক, নাম কোনটি?

ক. Maxphalt R 115/15

খ. Spremax 180/200

গ. Mexphalt 80/100

ঘ. Mexphalt R-95/100


১৫৭. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?

ক. ৬০-৬৫ ভাগ

খ. ৭০-৭৫ ভাগ

গ. ৮০-৮৫ ভাগ

ঘ. ৯০- ৯৫ ভাগ


১৫৮. 100 বর্গমিটার সিমেন্ট কংক্রিট কাজে 1:2:4 অনুপাতে 4 cm পুরুত্বের ফ্লোর এ সিমেন্ট কত প্রয়োজন?

ক. 0.90 m3

খ. 0.94 m3

গ. 0.98 m3

ঘ. 1.00 m3


১৫৯. কোনো বস্তুর ভূমি বৃত্তাকার, কিন্তু দেহ ভূমি হতে ক্রমশঃ সরু হয়ে শীর্ষ একটি বিন্দুতে মিলিত হলে তাকে বলে-

ক. সিলিন্ডার

খ. ছিন্ন শীর্ষ কোণ

গ. ঋজু কোণ

ঘ. গোলক


১৬০. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৮


১৬১. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-

ক. বৃদ্ধি পায়

খ. হ্রাস পায়

গ. স্থির থাকে

ঘ. কোনোটাই নয়


১৬২. কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেক্ট্রন সংখ্যা-

ক. ৯টি

খ. ১৬টি

গ. ১৮টি

ঘ. ৩২টি


১৬৩. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরনের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?

ক. কমন-অ্যামিটার

খ. কমন বেস

গ. কমন কালেক্টর

ঘ. সবকয়টি


১৬৪. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?

ক. পুশ-পুল

খ. ক্লাস-A

গ. ক্লাস-B

ঘ. ক্লাস-AB


১৬৫. ডায়োড কী ধরনের ডিভাইস?

ক. একমুখী

খ. দ্বিমুখী

গ. উভয়ই

ঘ. কোনোটাই নয়


১৬৬. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?

ক. রেডিও'রিসিভার

খ. রেডিও ট্রান্সমিটার

গ টিভি রিসিভার

ঘ. টিভি টান্সমিটার


১৬৭. RC ফেজ শিফট অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?

ক.

1


√RC





খ.

1


2π√RC





গ.

1


√2πRC




ঘ.

1

2π√6RC


১৬৮. Monostable 555 timer এর state কয়টি?

ক. ০

খ. ১

গ. ২

ঘ. ৩


১৬৯. ফ্রি-রানিং মাল্টিভাইব্রেটর কোনটি?

ক. Monostable

খ. Astable

গ. Bistable

ঘ. কোনোটাই নয়


১৭০. নিম্নের কোনটি সেমিকন্ডাক্টর?

ক. আর্গন

খ. কার্বন

গ. মাইকা

ঘ. সিরামিক


১৭১. একটি NPN ট্রানজিস্টরের বেস এ doping concentration কেমন থাকে?

ক. Lightly doped

খ. Moderately doped

গ. Heavily doped

ঘ. Not doped


১৭২. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাংক কত?

ক. ১ MHz

খ. ৫ MHz

গ. ৪ MHz

ঘ. ২ MHz


১৭৩. নিম্নের কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ?

ক. Class-A

খ. Class-B

গ. Class-AB

ঘ. Class-C


১৭৪. ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয়, তা হলো-

ক. ভোল্টেজ

খ. ফ্রিকোয়েন্সি

গ. কারেন্ট

ঘ. ইম্পিড্যান্স


১৭৫. নিম্নের কোন ডিভাইসের ইনপুট ইম্পিড্যান্স সবচেয়ে বেশি?

ক. JFET

খ. MOSFET

গ. Crystal Diode

ঘ. Transistor


১৭৬. FET কোন ধরনের ডিভাইস?

ক. Field Controlled

খ. Current Controlled

গ. Power Controlled

ঘ. Voltage Controlled


১৭৭. ফুল-ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের RMS আউটপুট ভোল্টেজ 20V হলে প্রতি ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ (PIV) কত হবে?

ক. 20V

খ. 28.3V

গ. 40V

ঘ. 56.6V


১৭৮. একটি ট্রানজিস্টরে বেস কারেন্ট 100µA এবং কারেন্ট। গেইন 100 হলে কালেক্টর কারেন্ট কত?

ক. 1A

খ. 10A

গ. 1mA

ঘ. 10mA



১৭৯. Operating system এর কয়টি অংশ?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি


১৮০. Mapping কোথায় করা হয়?

ক. Primary Memory

খ. Secondary Memory

গ. Buffer Memory

ঘ. SRAM


১৮১. C ProgrammingVariable এর মান ০ হতে ১৮০০০ বৃদ্ধি করার জন্য কতক্ষণ সময় লাগে?

ক. 1µs

খ. 1ms

গ. 1s

ঘ. 10s


১৮২. Program' ডেভেলপমেন্ট টুলস হলো - 

ক. এডিটর

খ. ডিভাগার

গ. উভয়টি

ঘ. কোনোটাই নয়


১৮৩. কোনটি Word Processing Software?

ক. Word Perfect

খ. Ward Pad

গ. Ms Wrod

ঘ. উপরের সবগুলো


১৮৪. Simple graph এর যে কোনো Vertex এর সর্বোচ্চ degree কত?

ক. 2n-1

খ. n

গ. n+1

n-1


১৮৫. Pointer কী ধারণ করে?

ক. Value

খ. Address

গ. Array

ঘ. Linked List


১৮৬. Twisted pair এবং Co-axial cable এ ব্যবহৃত হয়-

ক. Copper

খ. Light

গ. Unwired

ঘ. Wireless


১৮৭. Optical fiber এ আলোর বিচ্যুতি ঘটে কোনটির মধ্য দিয়ে?

ক. Metal

খ. Channel

গ. Light

ঘ. Plastic


১৮৮. 8086 এ প্রতিটি Sesment এর সাইজ কত?

ক. 64 kb

খ. 24 kb

গ. 50 kb

ঘ. 16 kb


১৮৯. নিচের কোনটি Octal Number নয়?

ক. 19

খ. 77

গ. 15

ঘ. 101


১৯০. ROM ভিত্তিক Program এর নাম কী?

ক. Malware

খ. Firmware

গ. Virus

ঘ. Lip-lop


১৯১. কোনটি operating system নয়?

ক. C

খ. DOS

গ. LINUX

ঘ. XENIX


১৯২. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক. OMR

খ. COM

গ. Plotter

ঘ. Monitor


১৯৩. Push and Pop নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক. Queue

খ. Stack

গ. Union

ঘ. Array



১৯৪. (1011)2+(0101)2=?

ক. (1100)2

খ. (11000)2

গ. (01100)2

ঘ. কোনোটিই নয়


১৯৫ কোনটি Microsoft-এর প্রথম Program?

ক. Windows XP

খ. Windows 98

গ. MS DOS

ঘ. Windows 7


১৯৬. কোনটি সঠিক নয়?

ক. A+0=A

খ. A.1=A

গ. A+A'=1

ঘ. A.A'=1


১৯৭. HUB OSI model-এর কোন Layer এ কাজ করে?

ক. Session layer

খ. Physical layer

গ. Data link layer

ঘ. Application layer


১৯৮. SIM-এর পূর্ণ নাম কী?

ক. Select interrupt mask

খ. Sorting interrupt mask

গ. Set interrupt mask

ঘ. Softer interrupt mask



১৯৯. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?

ক. লাইম ও অ্যালুমিনা

খ. সিলিকা ও অ্যালুমিনা

গ. লাইম ও সিলিকা

ঘ. লাইম ও আয়রন অক্সাইড


২০০. একটি হাফ-ওয়েভ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে-

ক. 2

খ. 1.21

গ. 2.5

ঘ. 0.48