কর আপীল অঞ্চল-১ ২০২৪

  • 07-02-202407-02-2024
  • উচ্চমান সহকারীউচ্চমান সহকারী

বাংলা

১। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক. ভাস্কর = ভাঃ + কর

খ. সংহার = সম + হার

গ. ষড়যন্ত্র = ষট্‌ + যন্ত্র

ঘ. বৃষ্টি = বৃষ্‌+তি

ঙ. অহরহ = অহঃ + অহ


২। এক কথায় প্রকাশ করুনঃ

ক. যে রব শুনে এসেছে = রবাহুত

খ. যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল

গ. তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী

ঘ. উপকার করতে ইচ্চুক = উপচিকীর্ষু

ঙ. যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা


৩। ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ

ক. চিরুনদাতি = চিরুনির মতো দাঁত যার -  মধ্যপদলোপী বহুব্রীহি

খ. সুহৃদ = সু হৃদয় যার - বহুব্রীহি

গ. ক্ষণজন্মা = ক্ষণে জন্মে যা - তৎপুরুষ

ঘ. তুষারশুভ্র = তুষারের ন্যায় শুভ্র - উপমান কর্মধারয়

ঙ. উচ্ছিন্ন = ছিদ্রকে অতিক্রান্ত - অব্যয়ীভাব


৪। কারক ও বিভক্তি নির্ণয় করুন)

ক. তোমার যাওয়া উচিত। -কর্তায় ৬ষ্ঠী

খ. আমা হতে এ কাজ হবেনা সাধন। - কর্তায় ৫মী

গ. দেশের জন্য প্রাণ দাও। - সম্প্রদানে ৬ষ্ঠী

ঘ. সকলকে মরতে হবে। - কর্তায় ২য়া

ঙ. বুদ্ধি খাটিয়ে কাজ কর। - কর্মে শূন্য


৫। অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক. জগাখিচুড়ি = বিশৃঙ্খল - বাক্সের মধ্যে বই-পত্তর কাগজ সব জগা-খিঁচুড়ি করে রেখেছে।

খ. আঁতে ঘা = মনে আঘাত দেওয়া - এমনিতেই ভালই, কিন্তু টাকা চাইলেই তোমার আঁতে ঘা লাগে।

গ. উড়নচন্ডী = অমিতব্যয়ী - উড়নচণ্ডী ছেলেটাকে নিয়ে বাবা-মা বিপদে পড়েছে।

ঘ. কংস মামা = নির্মম আত্মীয় - ভাইঝিকে বিক্রি করে দেয় যে চাচা, সে আসলেই কংস মামা।

ঙ. ছা-পোষা = অত্যন্ত গরিব - ছা-পোষা লোকটা সংসারের চিন্তায় অকালে প্রাণ হারালো।


৬। নিম্নোক্ত বিষয়ে সংক্ষিপ্ত টাকা লিখুন: 'স্মার্ট বাংলাদেশ'।

স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন।এই স্মার্ট বাংলাদেশ-এর ৪টি মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো:- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে সাড়ে ১২ হাজার ডলার। ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে, চরম দারিদ্র্য হবে শূন্য। মূল্যস্ফীতি থাকবে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে। তখন রাজস্ব ও জিডিপির অনুপাত হবে ২০ শতাংশের ওপরে। বিনিয়োগের হার হবে জিডিপির ৪০ শতাংশ । এ ছাড়া, দেশ শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক হবে।


English

৭। Change The Voice:

a) Do you play cricket?

= Is cricket played by you?


b) They will run a race.

= A race will be run by them.


c) His behavior worried me.

= I was worried at his behavior.


d) Write the letter without any delay.

= Let the letter be written without delay.


e) Honey is sweet.

= Honey is sweet when it is tasted.


৮। অর্থসহ বাক্য লিখুনঃ

a) A vicious circle = দুষ্ট চক্র - This is a vicious circle of modern politics

b) White elephant = অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো - This department is a white elephant of the government

c) Bound for = কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা - The ship is bound for London

d) Conducive to = উপকারী - Early rising is conducive to health.

e) Dark house = অজ্ঞাত পরিচয় - We should not discuss politics with a dark horse.


৯। Fill in the blanks with appropriate preposition:

a) Death is preferable to humiliation.

b) He is zealous for freedom.

c) He was acquitted of the charge of murder.

d) He is too weak to walk.

e) Rahim went home on foot.


১০। Change The Narration:

a) Motin said, "I have lost my watch" 

= Motin said that he had lost his watch.


b) Father said to his son, "May god help you" 

= Father prayed that God might help his son.


c) Lisa said that she would go back soon.

= Lisa said, "I will go back soon."


d) She asked Jony when he would go.

= She said to Jony, "I will go."


e) He cried out in joy that he was a very funny boy.

= He said, "What a funny boy I was!"


১১। Translate into English:

a) রহিম সাঁতার জানেনা।

= Rahim does not know how to swim.


b) আমি গান গাইতে পছন্দ করি।

= I like to sing a song.


c) বাঁচতে হলে তোমাকে খেতে হবে।

= You have to eat to live/survive.


d) সে গরিব হলেও সৎ লোক।

= Though he is poor, he is honest.


e) দৃশ্যটি অতি মনোরম।

= The scenery is very charming.


১২। Write a paragraph on "Elevated Express way"

An elevated expressway is a type of roadway that is built above ground level, typically supported by pillars or columns. This infrastructure is designed to alleviate congestion in urban areas by providing a fast, uninterrupted route for traffic, often above the busy surface streets. Elevated expressways are commonly used in densely populated cities to bypass intersections and reduce traffic bottlenecks, enhancing the flow of both passenger and freight vehicles. They can also help free up valuable land space below for other uses, such as parks or commercial developments. While they offer numerous advantages in terms of speed and efficiency, they can also be costly to construct and may pose environmental or aesthetic challenges, depending on their design and location.


গণিত

১৩। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারী বিক্রেতার ক্রয় মূল্য কত?

সমাধানঃ ধরি, 

20% লাভে, খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা

                   ’’     ’’     ’’      1     ’’   ’’       ’’        টাকা

                    ’’     ’’     ’’   576  ’’   ’’       ’’      টাকা

= 480 টাকা


খুচরা ক্রয়মূল্য, পাইকারী বিক্রয়মূল্যের সমান।


20% লাভে, পাইকারী বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা

                      ’’        ’’     ’’    1     ’’   ’’       ’’        টাকা

                      ’’        ’’     ’’   480  ’’   ’’       ’’      টাকা

= 400 টাকা

উত্তরঃ 400 টাকা।


১৪। সমকোণী আকৃতির একটি রুমের অতিভূজ ২৯ মিটার, ভূমি ১৮ মিটার হলে ঐ রুমের লম্বের দৈর্ঘ্য কত?

সমাধানঃ দেওয়া আছে,

অতিভূজ = ২৯ মিটার

ভূমি = ১৮ মিটার










উত্তরঃ ২২.৭৪ টাকা।






১৫। হলে প্রমাণ করুন যে

সমাধানঃ দেওয়া আছে,



১৬। কোন আসল ৩ বৎসরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বৎসরে সুদে আসলে ৫০০ টাকা হয়, শতকরা সুদের হার নির্ণয় করুন।

সমাধানঃ 

৫ বছরের সুদ আসল ৩ বছরে সুদ আসল = (৫০০ – ৪৬০) = ৪০ টাকা

সুতরাং ২ বছরেরে সুদ = ৪০ টাকা

        ১    ’’     ’’   = (৪০ ÷ ২) = ২০ টাকা।

তাহলে ৩ বছরের সুদ = (২০×৩) = ৬০ টাকা

আসল = (৪৬০ – ৬০) = ৪০০ টাকা

সুদের হার = (সুদ×১০০)/(আসল×সময়)

    = (৬০×১০০)×(৪০০×৩)

    = ৫%

উত্তরঃ ৫% 


সাধারণ জ্ঞান

১৭। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক. তুরস্কের মুদ্রার নাম কি?

উত্তরঃ তুরস্কের মুন্নার নাম লিরা।

খ. দক্ষিন আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া ।


গ. কলসিন্দুর গ্রাম কোন জেলায় অবিস্থত?

উত্তরঃ কলসিন্দুর গ্রাম ময়মনসিংহ জেলায় অবিস্থত।


ঘ. এক সাগরে রক্তের বিনিময়ে' গানটির গীতিকার কে?

উত্তরঃ এক সাগরে রক্তের বিনিময়ে' গানটির গীতিকার গোবিন্দ হালদার।


ঙ. মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।


চ. জাতীয় সংগীত সর্বপ্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয়?

উত্তরঃ জাতীয় সংগীত সর্বপ্রথম জীবন থেকে নেয়া চলচ্চিত্রে ব্যবহার করা হয়।


ছ. রাষ্ট্রের প্রধান আইনজীবীর পদবী কি?

উত্তরঃ রাষ্ট্রের প্রধান আইনজীবীর পদবী অ্যাটর্নি জেনারেল।


জ. বাংলাদেশের প্রথম আইকনিক রেলস্টেশন কোনটি?

উত্তরঃ বাংলাদেশের প্রথম আইকনিক রেলস্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন।


ঝ. মেট্রোরেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন করে হয়েছিল।

উত্তরঃ ৪ই নভেম্বর ২০২৩ শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২টা ২৯ মিনিটে টিকেট সংগ্রহ করেন তিনি। এরপর তিনি সবুজ পতাকা উড়িয়ে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন।


ঞ. দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন।

উত্তরঃ দুইজন নারী বীর প্রতীকের নাম ক্যাপ্টেন ডা, সেতারা বেগম ও তারামন বিবি। ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম ২ নং সেক্টরের যুদ্ধ করেন এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।


ট. ম্প্রতি বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে?

উত্তরঃ সম্প্রতি বাংলাদেশের হরিপুর, সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে।


ঠ. মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার?

উত্তরঃ মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা ২৮৩ কি.মি।


ড. ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?

উত্তরঃ ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট এর নাম লুইজ ইনাসিউ লুলা দা সিলভা।


ঢ. 'পর্ক' প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী।


ণ. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ ৭ জানুয়ারি, ২০২৪ সালে স্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।


ত. আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম রাষ্ট্র কোনটি?

উত্তরঃ আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা (৯৯,৭৬,১৪০ বর্গ কিমি)।


থ. তাসমানিয়া দ্বীপ কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ তাসমানিয়া দ্বীপ অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত।


দ. টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার?

উত্তরঃ টেকনাফ থেকে তেঁতুলিয়ার মোট দূরত্ব ৯১৪- ৯২০ কিলোমিটার।


ধ. মহাকাশে স্যাটেলাইট প্রেরনকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ মহাকাশে স্যাটেলাইট প্রেরনকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান ৫৭তম।


উত্তরঃ ন. ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে?

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার।