সময়ঃ ৯০ মিনিট; পূর্ণমানঃ ৮০
বাংলা
১।সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক. পরীক্ষা = পরি+ঈক্ষা
খ. ইত্যাদি = ইতি+আদি
গ. ষড়যন্ত্র = ঘট্+যন্ত্র
ঘ. শিরশ্ছেদ = শিরঃ+ছেদ
ঙ. প্রত্যূষ = প্রতি+ঊষ
২। ব্যাসবাক্য লিখে সমাস নির্ণয় করুনঃ
ক. বাঁচা-মরা = বাঁচা ও মরা (দ্বন্দ্ব সমাস)
খ. পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় (উপমিত কর্মধারয়)
গ. উপকূল = কূলের সমীপে (অব্যয়ীভাব সমাস)
ঘ. গুরুভক্তি = গুরুকে ভক্তি (চতুর্থী তৎপুরুষ সমাস)
ঙ. হাতাহাতি = হাতে হাতে যে যুদ্ধ (ব্যতিহার বহুব্রীহি)
৩। যুক্তবর্ণটি ভেঙে লিখুনঃ
ক. হ্ম = হ্+ম
খ. জ্ঞ = জ+ঞ
গ. ষ্ণ = ষ+ণ
ঘ. হ্ণ = হ + ণ
ঙ. হ্ন = হ + ন
৪। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন।
ক) বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
উত্তর: চর্যাপদ।
খ) বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
গ) সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
ঘ) 'একেই কি বলে সভ্যতা' প্রহসনের লেখক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
উত্তর: 'বনফুল' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৫। অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন।
ক) ছা-পোষা = অত্যন্ত গরিব
খ) আদায় কাঁচকলায় = শত্রুতা
গ) ইলশেগুঁড়ি =গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ঘ) উনপঞ্চাশ বায়ু = পাগলামি
ঙ) গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ
English
৬। Fill in the blanks with preposition:
(a) I rely___you.
Answer: on/upon
b) Please tell me___your plan.
Answer: about
c) He is busy___other activities.
Answer: with
d) The plane flew___the Mountain.
Answer: over
e) Ali is one___my friends.
Answer: of
৭। Translate into English:
ক) আমার সাথে যোগাযোগ রেখো।
→Stay in touch with me.
খ) আমি কথা দিচ্ছি।
→I promise.
গ) পাখি গান গায়।
→Bird sings song.
ঘ) আমি ক্রিকেট খেলতে ভালবাসি।
→I love to play cricket
ঙ) আমাদের কেউ উপস্থিত ছিল না।
→None of us were present.
৮। Change the Voice:
(a) We made him president.
⇒He was made president by us.
b) Do not tell a lie.
⇒ Let not a lie be told.
c) The cat chased the mouse.
⇒The mouse was chased by the cat.
d) Who wrote the speech?
⇒By whom was the speech written?
e) Compose the letter.
⇒ Let the letter be composed.
৯ | Choose the Right form of verbs:
a) Ice...(float) on water.
Answer: floats
b) I saw him... (run).
Answer: running
c) While walking at the station. I... (meet) him.
Answer: met
d) One of the mangoes.......... (be) rotten.
Answer: was/is
e) You had batter....... (go) to the class.
Answer: go
১০| Write a paragraph about 'Vaccination' (not more than 150 words)
Vaccination is one of the most significant public health achievements of the modern era, responsible for the control and eradication of numerous infectious diseases. By stimulating the immune system to recognize and combat pathogens, vaccines have saved millions of lives worldwide. This essay will explore the benefits of vaccination, address common misconceptions, and highlight the critical role vaccines play in preventing disease outbreaks.
গণিত
১১। সমাধান করুন:
ক) ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?
উত্তর: ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি। যথা: ৩, ৫, ৭,১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ ও ৩১।
খ) দুটি সংখ্যার গুণফল ৪২৩৫ এবং তাদের ল.সা.গু ৩৮৫। সংখ্যা দুটির গ.সা.গু কত?
সমাধানঃ সংখ্যা দুটির গ.সা.গু = (সংখ্যাদ্বয়ের গুনফল÷ ল.সা.গু) = (৪২৩৫÷৩৮৫) = ১১।
গ) একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এত সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
সমাধানঃ অনুপাতটির রাশিদ্বয়ের সমষ্টি = ৩ + ১ = ৪
বা, ১২ + x = ১৬
বা, x = ১২-১৬ = ৪ গ্রাম
উত্তরঃ ৪ গ্রাম।
ঘ) শতকরা বার্ষিক কত হার সুদে ৬০০০০ টাকার ৫ বছরের সুদ ৬০০০ টাকা হবে?
সমাধানঃ
= ২ টাকা
উত্তরঃ ২ টাকা।
ঙ) a3 – b3 = 513 এবং a – b = 3 হলে, ab এর মান নির্ণয় করুন।
সমাধানঃ a3 – b3 = 513
বা, (a – b)3 + 3ab (a – b) = 513
বা, 33 + 3ab×3 = 513
বা, 27+9ab = 513
বা, 9ab = 513-27
বা, 9ab = 486
∴ab = 54 (Answer)
সাধারণ জ্ঞান
১২। সংক্ষেপে উত্তর দিন:
ক) EPI মানে কী?
উত্তর: Expanded Programme on Immunization
খ) বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টীকা দেয়া হয়?
উত্তর: ১০টি।
গ) ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ TT টিকা নিতে হয়?
উত্তর: ৫ ডোজ।
ঘ) ডেঙ্গুবাহী মশার নাম কী?
উত্তর: এডিস ইজিপ্টাই।
ঙ) ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না?
উত্তর: ব্যথানাশক ওষুধ।
(চ) UNICEF এর পূর্ণরূপ কী?
উত্তর: United Nations International Children's Emergency Fund.
ছ) Gen Z কি এবং কারা?
উত্তর: ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারাই Gen Z.
জ) এগারসিন্দুর দুর্গ কার ঘাঁটি ছিল?
উত্তর: ঈশা খাঁ।
ঝ) হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের নাম কি ছিল?
উত্তর: ফরায়েজি আন্দোলন
ঞ) UH & FPO এর পূর্ণরূপ কী?
উত্তর: Upazila Health & Family Planning Officer.
ট) পারস্য মানে বর্তমানে কোন দেশ?
উত্তর: ইরান।
ঠ) জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত?
উত্তর: লোহিত সাগর।
ড) বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে?
উত্তর: ১৭ বার।
ঢ) ইউক্রেনের রাজধানীর নাম কী?
উত্তর: কিয়েভ।
ণ) জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাক্সিনের নাম কী?
উত্তর: এইচপিভি টিকা।