সিভিল সার্জনের কার্যালয়, সাতক্ষীরা ।। 29-03-2024 ।।

  • 29-03-202429-03-2024
  • স্বাস্থ্য সহকারীস্বাস্থ্য সহকারী

১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ


ক) ছায়ানট কোন ধরনের সাহিত্য কর্ম?

উত্তরঃ ছায়ানট কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি বর্মণ পাবলিশিং হাউস, ১৯৩ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলকাতা হতে ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়।


খ) সন্ধি বিচ্ছেদ করুন

১. সংবাদ = সম্ + বাদ

২. দেবর্ষি = দেব + ঋষি


গ) এক কথায় প্রকাশ করুন

১.যা পোঁতা হয়েছে = প্রোথিত

২.যা বলার যোগ্য নয় = অকথ্য


ঘ) অর্থ লিখুন- ননীর পুতুল

উত্তরঃ ননীর পুতুল = শ্রমবিমুখ


ঙ) বিপরীত শব্দ লিখুন

১.অগ্রজ = অনুজ

২.সুন্দর = কুৎসিত/অসুন্দর


চ) কারক ও বিভক্তি নির্ণয় করুন- কুকর্মে বিরত হও

উত্তরঃ কুকর্মে বিরত হও = অপাদানে ৭মী


ছ) সংশপ্তক উপন্যাসের লেখক কে?

উত্তরঃ সংশপ্তক উপন্যাসের লেখক শহীদুল্লাহ কায়সার।


জ) রেস্তোরাঁ, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ রেস্তোরা ফরাসি শব্দ, হরতন-ওলন্দাজ শব্দ। 


ঝ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর

১.নির্জলা = নাই জল যাহাতে -বহুব্রীহি

২.রাষ্ট্রপতি = রাষ্ট্রের পতি - ৬ষ্ঠী তৎপুরুষ


ঞ) শুদ্ধ করে লিখুন- ছেলেটি ভয়ানক মেধাবী।

উত্তরঃ ছেলেটি খুব/অত্যন্ত মেধাবী


২। টীকা লিখুন-পহেলা বৈশাখ

উত্তরঃ পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাস সম্প্রদায়ের হাতে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়।


৩। ভাবসম্প্রসারন করুন-স্বাস্থ্যই সকল সুখের মূল।

উত্তরঃ “স্বাস্থ্যই সকল সুখের মূল”

মূলভাব: সুখময় জীবনযাপনে স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম।

সম্প্রসারিত ভাব: শরীরের সুস্থতার নামই স্বাস্থ্য। ‘Health is the root of all happiness.’ স্বাস্থ্য মানব জীবনের এক অমূল্য সম্পদ। জীবনের সকল প্রকার সুখের মূলে রয়েছে স্বাস্থ্য। সুস্বাস্থ্যের ওপর নির্ভর করে জীবনের সুখ-শান্তি, হাসি-আনন্দ। মূলত সুখী-সুন্দর জীবনযাপনের পূর্বশর্ত হচ্ছে স্বাস্থ্য। সকলেই চায় সুখী সুন্দর জীবন। কিন্তু স্বাস্থ্য ভালো না থাকলে সুখের সন্ধান পাওয়া যায় না। সুখ তখন জীবন থেকে পালিয়ে বেড়ায়। জীবনে নেমে আসে বিপর্যয়ের কালো ছায়া। পৃথিবী অফুরন্ত সম্পদের ভাণ্ডার। কিন্তু মানবজীবনের প্রকৃত সম্পদ হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো না থাকলে অর্থ-বিত্ত, জ্ঞান-বিদ্যা সবকিছুই অর্থহীন বলে মনে হয়। সুখের সামগ্রী তখন বিরক্তির উদ্রেক করে। স্বাস্থ্যহীনতার মতো দুর্ভাগ্যজনক আর কিছু নেই। কথায় বলে— ‘সুস্থ দেহে সুন্দর মন’। স্বাস্থ্যহীন দেহে কখনোই সুন্দর মনের অস্তিত্ব থাকতে পারে না। স্বাস্থ্যহীন জীবন তখন ক্লান্তি, অবসাদ, আলস্য, বিরক্তি, অসহিষ্ণুতা প্রভৃতিতে ভরে ওঠে। জীবনের সাবলীল অগ্রযাত্রা তখন ব্যাহত হয়। সাফল্যের পথ রুদ্ধ হয়ে পড়ে। জীবনের অতুল ঐশ্বর্য তখন স্বাস্থ্যহীনতার কারণে নিষ্ফল বলে মনে হয়। সম্পদশালী স্বাস্থ্যহীন লোকের চেয়ে, সম্পদহীন স্বাস্থ্যবান লোক অনেকাংশে সুখী। সুস্বাস্থ্যের কারণে স্বাস্থ্যবান ব্যক্তি কর্মঠ, উদ্যমী, সহিষ্ণু, অধ্যবসায়ী এবং প্রাণচঞ্চল হয়ে থাকে। পৃথিবীর রূপ, রস, গন্ধ সবকিছুই তার কাছে অফুরন্ত আনন্দের উপকরণ হিসেবে উপভোগ্য বলে মনে হয়। তাই জীবনে সম্পদ আহরণ, আনন্দময় জীবন উপভোগ এবং জ্ঞানের চর্চার জন্যেও প্রয়োজন সুন্দর স্বাস্থ্য। সুতরাং স্বাস্থ্য যে সকল সুখের মূল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্য সংরক্ষণে এবং সুন্দর স্বাস্থ্য গড়ে তুলতে সকলেরই যত্নবান হওয়া উচিত।

মন্তব্য: সুখী-সমৃদ্ধ জীবন গড়ে তুলতে সকলেরই স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন। সুস্বাস্থ্যের অধিকারী না হতে পারলে জীবনে সুখ অনিশ্চিত হয়ে পড়ে।


৪। Translate into English

a) ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

= Smoking is harmful for health.

b) সে হাসতে হাসতে চলে গেল।

= He went away laughing.

c) মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

= Freedom fighters are the best sons of the nation.

d) দশদিন যাবৎ বৃষ্টি হচ্ছে।

= It has been raining for ten days.

e) বারটা বাজতে পনের মিনিট বাকি।

= It is it is quarter to twelve.


৫। Fill in the blanks

a) Don't run ____ the road. (on)

b) He comes ____ a noble family. (of)

c) He is proud _______ his blue blood. (of)

d) Who were you talking ____? (to/about)

e) Don't smile _____ the poor. (at)


৬। Make sentence with the following

a) Blue blood = অভিজাত বংশীয় = He is proud of his blue blood.

b) At sixes and sevens = এলোমেলো = The books are at sixes and sevens on the table. 

c) Burning question = তীব্র বির্তকের বিষয়/ প্রকট সমস্যা = Female education is the burning question now. 

d) White elephant = অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো = This department is a white elephant of the government.

e) By and by = শীঘ্রই = He will come here by and by. 


৭। Make five sentences on EPI.

Answer: The Expanded Programme on Immunization (EPI) is a global initiative aimed at increasing access to life-saving vaccines for children worldwide. It operates in partnership with governments, NGOs, and international organizations to ensure the availability and distribution of essential vaccines. The program targets various infectious diseases such as measles, polio, diphtheria, and tetanus, among others. EPI plays a crucial role in reducing child mortality rates and preventing the spread of preventable diseases. Through its efforts, EPI strives to achieve universal immunization coverage and promote public health on a global scale.


৮। Write a letter to your friend about today's examination.

Dear Raisul,

I hope this letter finds you well. Today was quite an eventful day as we had our examination at the Civil Surgeon's Office here in Satkhira. I wanted to share with you how it went.

To be honest, I was feeling a bit nervous this morning, but once we got started, things seemed to flow smoothly. The examination covered a wide range of topics related to public health, epidemiology, and healthcare management. We were tested on everything from disease prevention strategies to the management of healthcare facilities.

Despite the challenging nature of the exam, I felt prepared thanks to our diligent study sessions and the guidance of our professors. It was truly a test of our knowledge and understanding of the complexities of healthcare delivery in our community.

The experience reinforced my passion for public health and the importance of ensuring access to quality healthcare for all. It's moments like these that remind me why I chose this path and inspire me to work harder towards making a positive impact in our society.


I'll keep you updated on the results as soon as they're out. Meanwhile, let's catch up soon and share our experiences from today.

Take care, and looking forward to hearing from you soon.


Best regards,

Md. Mizanur




১০। একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?




১২। পূর্ণরূপ লিখুন:  WHO, CHCP, LDC

WHO = World Health Organization

CHCP = Certification of Health Care Provider

LDC = Least Developed Countries

SDG = Sustainable Development Goals

MBBS = Bachelor of Medicine, Bachelor of Surgery


১৩। পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ পদ্মাসেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি


১৪। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?

উত্তরঃ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা


১৫। বাংলাদেশের সাদা সোনা কি?

উত্তরঃ বাংলাদেশের সাদা সোনা চিংড়ি


১৬। বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?

উত্তরঃ বাংলাদেশের সমুদ্রবন্দর ৩টি


১৭। রাশিয়ার মুদ্রার নাম কি?

উত্তরঃ রাশিয়ার মুদ্রার নাম রুবল


১৮। তরল পদার্থের ওজনের একক কি?

উত্তরঃ তরল পদার্থের ওজনের একক লিটার


১৯। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি?

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম সুন্দরবন


২০। Wi-Fi এর অর্থ কি?

উত্তরঃ wi-fi এর অর্থ Wireless Fidelity.


২১। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?

উত্তরঃ পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য


২২। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি?

উত্তরঃ বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি