বাণিজ্য মন্ত্রণালয়(ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর)-2024

  • 13-01-202413-01-2024
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

সময়ঃ ৯০ মিনিট; পূর্ণমানঃ ৯০

১. সন্ধি বিচ্ছেদ করুন:

ক. মহর্ষি = মহা+ঋষি

খ. শীতার্ত = শীত-ঋত


২. কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। (করণে শূন্য)

খ. বাবা বাড়ি নেই। (অধিকরণে শূন্য)


৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন:

ক. লেফাফা দুরস্ত = বাইরের ঠাঁট বজায় রাখাঃ রহিম গরীব হলেও চলনে -বলনে লেফাফা দুরস্ত।

খ. অহি-নকুল = ভীষণ শত্রুতাঃ আপন ভাই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অহি-নকুল সম্পর্ক রয়েছে।


৪. এক কথায় প্রকাশ করুন:

ক. যিনি প্রথম পথ দেখান = পথিকৃৎ

খ. ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ


৫. শুদ্ধ বানান লিখুনঃ

ক. মুমুর্ষ = মুমূর্ষু

খ. দ্রবিভূত = দ্রবীভূত


৬. বিপরীত শব্দ লিখুন:

ক. উৎকর্ষ = অপকর্ষ

খ. স্মৃতি = বিস্মৃতি


৭. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক. মায়ে ঝিয়ে = মায়ে ও ঝিয়ে (অলুক দ্বন্দ্ব সমাস)

খ. কাজলকালো = কাজলের ন্যায় কালো (উপমান কর্মধারয় সমাস)


৮. বাংলা বাক্যের অংশ কয়টি?

উত্তরঃ ২টি


৯. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? 

উত্তরঃ রাজা রামমোহন রায়


১০. অনুচ্ছেদ লিখুন: 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'

অনুচ্ছেদ 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এই দুইটি নাম একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং জাতির পিতা। তাঁর অনন্য নেতৃত্ব, আত্মত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচিত হয়েছে।

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। কৈশোর থেকেই তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন পূর্ব পাকিস্তানের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। ১৯৪৭ সালে ভারত বিভাগ ও পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার মানুষ নানা বঞ্চনার শিকার হয়। শেখ মুজিবুর রহমান তখন থেকেই পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করেন।


১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের অবদান বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এই ভাষণ আজও বিশ্বজুড়ে স্বাধীনতার সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ হিসেবে স্বীকৃত।


অবশেষে, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তিনি শুধু একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নন, তিনি একটি জাতির আত্মপরিচয় এবং গর্বের প্রতীক।


১৯৭৫ সালের ১৫ আগস্ট এক ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনা বাংলাদেশকে গভীর শোকে মর্মাহত করে। তবে, তাঁর স্বপ্ন এবং আদর্শ আজও বাংলাদেশের প্রতিটি স্তম্ভে বিরাজমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং ত্যাগের ফলেই বাংলাদেশ আজ স্বাধীন, সার্বভৌম এবং গর্বিত একটি দেশ।


১১. Translate into English:

ক. তুমি কি বইখানা পড়ে শেষ করেছ?

**Have you finished reading the book?

খ. সে কেবল ঘুমাইত আর কিছুই করত না।

** She did nothing but sleep.

গ. দয়া করে বারই জুন সোমবার বিকাল পাঁচটার সময় আসবেন।

** Please come on Monday 12th June at 5pm.

ঘ. সে আড়াইটার গাড়িতে গিয়েছিল।

**He went by the 2.30 bus/train.


১২. Fill in the blanks:

ক. The issue of food adulteration has drawn the attention of general people.

. Government has directed a mobile court to look into the matter of food adulteration.

. A true friend is an asset.

. My son is an apple of my eye.


১৩. Write sentences of the following Phrase and Idioms with their meaning. 

. Once in a blue moon (কদাচিৎ): He comes here once in a blue moon.

. Piece of cake (সহজলভ্য): The exam was a piece of cake.


১৪. Change sentences according to direction.

. Being sick, I went to the doctor. (Compound)

** I was sick and I went to the doctor.

. People hate a corrupted man. (Passive)

**A corrupted man is hated by people.


১৫. Write a paragraph on Smart Bangladesh". 

Smart Bangladesh

Smart Bangladesh is a vision that aims to build an inclusive and digitalized country for the citizens of Bangladesh. It is founded on the 4 pillars of- smart citizens, smart government, smart economy and smart society. This vision is about bridging the digital divide by creating sustainable and innovative digital solutions that can benefit all citizens, regardless to their socioeconomic background and business of all sizes. The first pillar of smart citizens is about empowering individuals with digital literacy skills and access to digital services, enabling them to participate fully in the digital transformation of the country. Smart government, the second pillar uses technology to provide efficient and transparent public services, while ensuring citizens' data privacy. Smart economy, the third pillar, creates a thriving economy powered by digital technology, where businesses of all sizes can participate and complete on a level playing field. Everyone is understanding the concept of Smart Bangladesh is important for the future of the country. It is not just about technology, but about creating a society that is inclusive, innovating and sustainable by embracing the four pillars of smart citizens, smart government, smart economy and smart society, the new generations can contribute to building a better and brighter future for Bangladesh.




১৭. উৎপাদকে বিশ্লেষণ করুন:  x4(y2-z²)+y4(z2-x2)+z4(x²-y2)

সমাধানঃ  x4(y2-z²)+y4(z2-x2)+z4(x²-y2)

= x4 (y2 -z2)+y4 (z2 -x2 )-z4 ({(y2 - z2) + (z2 - x2)} 

= x4(y2 - z2) + y4(z2 - x2) - z4(y2 - z2) - z4(z2 - x2

= x4 (y2 - z2) - z4(y2 - z2) + y4(z2 - x2) - z4(z2 - x2

= (y2 - z2) (x4 – z4) + (z2 - x2) (y4 - z4

= (y2 - z2){(x2)2 - (z2)2} + (z2 - x2) {( y2)2 - (z2)2

= (y2 - z2) (x2+ z2)( x2- z2) + (z2 - x2) (y2 +z2) (y2 - z2

= (y2 - z2) (x2+ z2)( x2- z2) - (z2 - x2) (y2 +z2) (y2 - z2

= (y2 - z2) ( x2- z2) {(x2+ z2)- (y2 +z2)

= (y2 - z2) ( x2- z2) (x2+ z2 - y2 - z2

= (y2 - z2)( x2- z2)(x2 - y2)


১৮. ৩টি ঝুড়ির ১ম, ২য় ও ৩য় টিতে যথাক্রমে ১৫৯টি আম, ২২৭টি জাম এবং ৪০১টি লিচু আছে। সর্বাধিক কতজনের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬টি জাম ও ১১টি লিচু অবশিষ্ট থাকবে?

সমাধান:  এখানে, ১৫৯৩ = ১৫৬

২২৭-৬=২২১

৪০১-১১ = ৩৯০

এখন, ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু ই হবে নির্ণেয় লোকের সংখ্যা।

১৫৬ = ২ ××× ১৩

২২১=১৩ × ১৭

৩৯০ = ২ × ৩×৫×১৩

... গ.সা.গু = ১৩

উত্তর: ১৩ জন


১৯. জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর সুদে আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।



২০. দেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন হয় কবে?

উত্তরঃ প্রথম অংশ: ২৮ ডিসেম্বর, ২০২২; দ্বিতীয় অংশ: ৪ নভেম্বর, ২০২৩


২১. সার্কের বর্তমান চেয়ারপার্সন কে?

উত্তরঃ এসালা রোয়ান ওয়েরাকুন


২২. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ প্রথম: চীন; দ্বিতীয়: বাংলাদেশ


২৩. বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী?

উত্তরঃ সিলেট ও ময়মনসিংহ


২৪. মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি?

উত্তরঃ রাইফেল রোটি আওরাত


২৫. বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

উত্তরঃ লন্ডন, যুক্তরাজ্য 


২৬. দুর্ভিক্ষের উপর 'ম্যাডোনা-৪৩' ছবিটি কে এঁকেছেন?  

উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন 


২৭. ৬৯ এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কি? 

উত্তরঃ 'আগরতলা ষড়যন্ত্র মামলা' প্রত্যাহার। 


২৮. 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এর নাম কি? 

উত্তরঃ চিরঞ্জীব মুজিব


২৯. MTBF এর পূর্ণরূপ কি?

উত্তরঃMTBF: Mean Time Between Failures


৩০. কি-বোর্ডের সেভ (SAVE) বাটন কোনটি?

উত্তরঃ Ctrl+S


৩১. ওয়েবের ঠিকানাকে কি বলে?

উত্তরঃUniform Resource Locator


৩২. WWW এর জনক কে?

উত্তরঃ টিম বার্নাস লি


৩৩. Wifi এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Wifi: Wireless Fidelity


৩৪. LAN এর পূর্ণরূপ কি?

উত্তরঃ LAN: Local Area Network