১। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) ণিজন্ত = ণিচ্ + অন্ত।
খ) সানুনাসিক = সহ + অনুনাসিক।
গ) শুদ্ধোধন = শুদ্ধ ওদন।
২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন :
ক) মুজিববর্ষ = মুজিবকে উৎসর্গীকৃত বর্ষ। (কর্মধারয় সমাস)
খ) প্রাগৈতিহাসিক = ঐতিহাসিকের প্রাক্। (ষষ্ঠী তৎপুরুষ)
গ) পসুরি = পাঁচ সুরের সমাহার। (দ্বিগু কর্মধারয়)
৩। কারক নির্ণয় করুন :
ক) অবনি ঘর পড়ি যায় = অধিকরণ কারক।
খ) কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে = কর্মকারক।
গ) দেশ থেকে পঙ্গপাল চলে গেছে = অপাদান কারক।
৪।বাক্য সংকোচন করুন :
ক) পায়ে হেঁটে গমন করে না যে = পন্নগ।
খ) পদ্য গদ্যময় কাব্য = চম্পুকাব্য।
গ) রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক।
৫। সংক্ষেপে উত্তর দিন
ক) স্বরান্ত অক্ষরকে কী বলে?
উত্তরঃ যে সকল অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে।
খ) বিদ্যাপতি মূলত: কোন ভাষার কবি ছিলেন?
উত্তরঃ বিদ্যাপতি মূলত: মৈথিলি ভাষার কবি ছিলেন।
গ) 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ সোমত্ত' শব্দটির উৎপত্তি সমর্থ শব্দ থেকে।
ঘ) "Referendum" এর বাংলা পরিভাষা কি?
উত্তরঃ "Referendum" এর বাংলা পরিভাষা গণভোট।
ঙ) ১৯৭২ সালে প্রকাশিত তারাশংকর বন্দোপাধ্যায় এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম কী?
উত্তরঃ ১৯৭২ সালে প্রকাশিত তারাশংকর বন্দোপাধ্যায় এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম ১৯৭১।
৬। অনুচ্ছেদ লিখুন: ৪র্থ শিল্প বিপ্লব
উত্তরঃ চতুর্থ শিল্প বিপ্লব (Fourth industrial revolution) হলো তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল শিল্প বিপ্লব। '৪র্থ শিল্পবিপ্লব' শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে শব্দটি সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান Klaus Schwab | এর ফলে সাইবার ফিজিক্যাল সিস্টেম (CPS), ইন্টারনেট অফ থিংস (IoT), স্বয়ংক্রিয় যানবাহন (Autonomous Vehicles), ত্রিমাত্রিক মুদ্রণ (3-D printing), রোবোটিক্স (Robotics), কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ন্যানোপ্রযুক্তি (Nanotechnology), জৈব প্রযুক্তি (Biotechnology), ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ কম্পিউটিং প্রভৃতি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।
৭। Fill in the blank with appropriate preposition:
a) You have offended ___ college discipline. (Answer: against)
b) Distinction between the rich and the poor should be levelled ---. (Answer: up)
c) Sometimes a mother connives ____ her son's fault. (Answer: at)
৮। Transform the following sentence as directed
a) Tell me the truth. (Complex)
Answer: Tell me what the truth is.
b) Besides being rich, he is learned. (Compound)
Answer: Not only he is rich but also he is learned.
c) He kept the promise that he had made. (Simple)
Answer: He kept his promise.
৯। Make Sentence (with meaning) of the following idiom and phrase
a) At one go - (একক প্রচেষ্টায়) She blew out the candles at one go.
b) Set to - (উঠেপড়ে কোনো কিছুতে লাগা) Let us set to and finish the job before dusk.
c) Greek to - (অজানা) She tried to explain how the system works, but it's all Greek to me.
১০। Change the following voice
a) His behavior surprised me
Answer: I was surprised at his behavior.
b) Nobody trusts a traitor.
Answer: A traitor is not trusted by anybody.
c) Who taught you English?
Answer: By whom were you taught English?
১১। Translate into English:
a) ভাসা ভাসা পড়ায় কাজ হবে না।
Answer: Reading by a bird's eye view will not do.
b) আমি কী এটা করেছিলাম?
Answer: What did I do it?
c) আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই।
Answer: I hardly go out after dusk.
১২। Write an essay on "Metro-Rail and its impact on economy"
"Metro-Rail and its impact on economy"
Metro rail systems have a significant impact on the economy, influencing urban development, employment, productivity, and environmental sustainability. They stimulate urban growth by increasing property values and attracting businesses to areas near stations. The construction and operation of metro systems create jobs, both during construction and for ongoing maintenance and operation. By reducing commuting times, metro rails enhance productivity and accessibility, connecting residents to employment centers, education, and healthcare. Moreover, they contribute to environmental sustainability by reducing emissions and mitigating traffic congestion. Cost savings are realized by individuals through cheaper transportation options and by governments through reduced infrastructure expenses. Overall, metro rail systems improve the quality of life by providing a convenient, efficient, and safe mode of transportation, fostering livable urban environments. Investing in and expanding metro networks can yield substantial economic benefits while addressing urban challenges.
১৩। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮: ৩। পিতার বর্তমান বয়স ৪০ বৎসর হলে ৫ বৎসর পূর্বে পুত্রের বয়স কত ছিল?
সমাধানঃ-
১৬। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
১৮. সাধারণ জ্ঞান
ক) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র “দ্য স্পিচ (২০২১)”এর নির্মাতা কে?
উত্তর: ফখরুল আরেফিন।
খ) দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
গ) কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
উত্তর: নিউজিল্যান্ড (১৮৯৩ খ্রি.)।
ঘ) ৭ মার্চ ২০২৩ সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি?
উত্তর: তর্জনী।
ঙ) বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ৪ নভেম্বর, ১৯৭২।
চ) বাংলাদেশের বর্তমান সরকারের আমলে সমাপ্ত দুটি মেগা উন্নয়ন প্রকল্পের নাম লিখুন?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
ছ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রের সময়- ১১ মে, ২০১৮ (বাংলাদেশ সময়- ১২ মে, ২০১৮)
জ) CAG এর পূর্ণরূপ কি?
উত্তর: Comptroller and Auditor General.
ঝ) iBAS এর পূর্ণরূপ কি?
উত্তর: Integrated Budget And Accounting System.
ঞ) আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জুরিখ, সুইজারল্যান্ড।