ভূমি মন্ত্রণালয়(নিরীক্ষক/Auditor)।।2017।।

  • 24-02-201724-02-2017
  • নিরীক্ষক/Auditorনিরীক্ষক/Auditor

সময়: ১ ঘণ্টা; পূর্ণমান: ৭০

১. 'নদী শাসন' বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন।

উত্তর: নদীমাতৃক দেশ বাংলাদেশ। ঐতিহাসিক কাল থেকে সমাজ-সংস্কৃতি-অর্থনীতি-রাজনীতি ও বাংলাদেশের ভৌগোলিক গঠনে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের মাটি ও মানুষের সাথে নদী ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এদেশের ওপর দিয়ে ছোটো-বড়ো প্রায় ৩১০টি নদ-নদী বয়ে গেছে। এসব নদ-নদী থেকে জেলেরা তাদের জীবিকানির্বাহ করে। নদ-নদীর ভাঙনের ফলে মানুষের জীবনে দুঃখের সীমা থাকে না। বাংলাদেশের বেশ কিছু নদী অস্বাভাবিক রকম প্রশস্ত কিন্তু সে তুলনায় নদীর গভীরতা কম। এ কারণে পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদীতেও নাব্য সংকট দেখা যায়। এসব নদীর কোথাও কোথাও প্রশস্ততা ১০-১২ কিলোমিটার হলেও গভীরতা ৮-৯ ফুট। শুষ্ক মৌসুমে নাব্য সংকট ভয়াবহ আকার ধারণ করে। নৌপথে পণ্য পরিবহণ খরচ কম হওয়া সত্ত্বেও নাব্য না থাকায় নৌ পরিবহণের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। এ সমস্যার সমাধানে বড়ো নদীগুলোর তীর ভরাট করে নগরায়ণ ও শিল্পায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নদীগুলোর গভীরতা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। নদীর প্রশস্ততা কমিয়ে নদীর গভীরতা বাড়ালে নাব্য ধরে রাখা যেমন সম্ভব হবে, তেমনি শিল্পায়ন ও নগরায়ণের জন্য প্রয়োজনীয় জমি পাওয়াও সহজলভ্য হবে। অত্যন্ত দুঃখের বিষয়

আমাদের সুজলা-সুফলা কৃষিনির্ভর এদেশের জন্য আশীর্বাদ স্বরূপ শত শত নদ-নদী যা কেবল মাদের অবহেলায়, উদাসীনতায়, অপরিচর্যায় ও প্রয়োজনীয় নদী শাসনের অভাবে তা ক্রমেই শুকিয়ে মৃত খাল ও মরুভূমিতে পরিণত হচ্ছে। বর্তমানে যথাযথ নদী শাসনের অভাবে নদীপথের পানি প্রবাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি নদী ভরাট হয়ে বর্ষাকালে ভয়াবহ নদী ভাঙনের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে। ফলে নদীর দু'ধারের আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে নদীর পাড়ের শত সহস্র জনগণ সহায়-সম্বল হারিয়ে ভূমিহীন হচ্ছে এবং আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এদেশে ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন হতে দেখা যায়। পরিকল্পনা অনুযায়ী নদী শাসন সম্ভব হলে বন্যা ও নদী ভাঙনের হাত থেকে যেমন রক্ষা পাওয়া সম্ভব তেমনি নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিও সম্ভব। সব নদীর চরিত্র বা বৈশিষ্ট্য কিন্তু আবার এক রকম নয়। তাই সেতু নির্মাণের পূর্বে বৈশিষ্ট্য বুঝে নদী শাসন করতে হবে। কোনো নদী বেশি পলি ধারণ করে, আবার কোনোটি কম। কোনোটা আবার বেশি খরস্রোত, কোনোটা আবার সারা বছরই সমান তালে চলে। এককথায় বলতে গেলে দেশের বড়ো নদীগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য হলো পলি ধারণ করা। তাই নদীর বৈশিষ্ট্যকে সমুন্নত রেখে তাকে ব্যবহার উপযোগী করতে হবে। এজন্য নদী শাসন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।


২.এককথায় প্রকাশ করুন:

ক. রাত্রির শেষভাগ = পররাত্র

খ. যা বলা হবে = বক্তব্য

গ. সাপের খোলস = নির্মোক

ঘ. সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন = অসমীক্ষিত

ঙ. পরকে প্রতিপালন করে যে = পরভূৎ (কাক)

 

৩. অর্থসহ বাক্য রচনা করুন:

ক. উনপঞ্চাশ বায়ুঃ পাগলামিঃ পরীক্ষা করতে করতে তার উনপঞ্চাশ বায়ু প্রবল হয়েছে, পরীক্ষা শেষ হলেই সে বাঁচে।

খ. ত্রিশংকু দশাঃ মধ্যাবস্থাঃ দুই অফিস কর্তার দুই বিপরীত আদেশের ফলে আমার এখন ত্রিশংকু দশা।

গ. রাজযোটকঃ সুন্দর মিলঃ যেমন ঠক চাচা, তেমনি টক চাচি, রাজযোটক হয়েছে, ভাই।

ঘ. রাম গরুড়ের ছানঃ গোমড়ামুখো লোকঃ কি ব্যাপার, তখন থেকে রাম গরুড়ের ছানা হয়ে বসে আছো যে?

ঙ. মন না মতিঃ অস্থির মানব মনঃ মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে-'মন না মতি'।


৪. সন্ধি বিচ্ছেদ করুন:

ক. মৃন্ময় = মৃৎ + ময়

খ. তন্বী = তনু + ঈ

গ. বৃষ্টি = বৃষ + তি

ঘ. নদ্যমু = নদী + অম্বু

ঙ. পদ্ধতি = পদ্‌ + হতি


৫. Translate into English:

ক. তুমি আমাকে কথা দিয়েছো।

Ans. You have promised me.

খ. আজ বড়ো দুর্যোগ।

Ans. Today is great disaster.

গ. খবরের কাগজ পড়া আমাদের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। 

Ans. Reading Newspaper is a part and parcel of our education.

ঘ.জ্যোৎস্না রাতে তাজমহল কী চমৎকার দেখায়।

Ans. How charming at the moonlit night the Tajmahal looks! 

৫. দশের লাঠি একের বোঝা।

Ans. Many a penny makes a pound. 


৬. Write a paragraph on 'A Moonlit Night'

Ans: A moonlit night is different from any other night. A moonlit night is a night when the moon shines with full size of the moon and gives a fresh and overwhelming light. In a moonlit night it provides us with a milky white fresh light blanket throughout the world and rouses many thoughts in our mind. After the sunset as the moon starts to creep in the middle sky it starts to make the earth bright and gay. A moonlit night is pleasant to all. People go to wandering in fields. Someone goes for boating. Children make use of the night for their multipurpose activities. They play with their team in the field. They seek flowers and fruits in the light of the moon. As we are fond of beauty we feel happy and do recreation in a moonlit night. We do everything in accordance with our ability and aptitude on that night. More importantly, we forget our animosity with others on a moonlit night. In the tender light of a moonlit night, we do feel fresh and cheerful.


৭. Make sentences with meaning:

(a) A great deal; (b) Criss-cross; (c) Fight shy of; (d) Put a stop to; (e) Run short.

(a) A great deal (প্রচুর): Bangladesh is facing a great deal of problems regarding population, dowry, unemployment etc.

(b) Criss-cross (আঁকাবাঁকা): There was a criss- cross of wires inside the box.

(c) Fight shy of (এড়িয়ে চলা): You should not fight shy of your responsibilities towards your parents.

(d) Put a stop to (কোনোকিছু প্রতিরোধ করা): We should put a stop to crime and addiction from our society.

(e) Run short (ফুরিয়ে যাওয়া): The car, suddenly runs short petrol.


৮.Fill in the gaps:

(a) Why are you so angry--?

(b) My mother is ----60 years.

(c) There is no noise -- the boys.

(d) My father stood--me.

(e) He is-- everything.

Ans. (a) with; (b) above; (c) among; (d) before; (e) against.


৯. একটি ভেড়া ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ভেড়াটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য কত?.

সমাধানঃ ৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০-৮) বা ৯২ টাকা

৮% লাভে বিক্রয়মূল্য = (১০০+৮) বা ১০৮ টাকা

বিক্রয়মূল্য বেশি = (১০৮ – ৯২) বা ১৬ টাকা

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য  ১০০১০০ টাকা

বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = টাকা 

= ৫০০০ টাকা 




১১. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গল্প হলে ক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য কত?

সমাধানঃ ধরি, ভূমির দৈর্ঘ্য x গজ 

আমরা জানি,



১২. সংক্ষেপে উত্তর দিন:

ক. রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয়?

উত্তর: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগ্রাম পরিষদ বা কমিটি প্রথমবারের মতো গঠন করা হয় ১৯৪৭ সালের ১ অক্টোবরে এবং তা দ্বিতীয়বারের মতো গঠন করা হয় ২ মার্চ ১৯৪৮ সালে। তারপর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় ১১ মার্চ ১৯৫০ সালে। সর্বশেষ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় ৩০ জানুয়ারি ১৯৫২ সালে।


খ. মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম লিখুন।

উত্তর: মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক 'ডব্লিউ এ এস ওডারল্যান্ড' (নেদারল্যান্ডসের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক)।


গ. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২)।


ঘ. 'রৌদ্র করোটিতে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: 'রৌদ্র করোটিতে' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান।


ঙ. ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানের নাম কী?

উত্তর: ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম।


চ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 'বিজয়-৭১' ভাস্কর্যের স্থপতি কে?

উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) 'বিজয়-৭১' ভাস্কর্যের স্থপতি শ্যামল চৌধুরী।


ছ. সশস্ত্রবাহিনী দিবস পালিত হয় কোন তারিখে?

উত্তর: সশস্ত্রবাহিনী দিবস পালিত হয় '২১ নভেম্বর'।


জ. ২১ ফেব্রুয়ারিকে কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়?

উত্তর: ২১ ফেব্রুয়ারিকে ১৭ নভেম্বর ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো এবং জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ৫ ডিসেম্বর ২০০৮ সালে।


ঝ. 'বিছানাকান্দি' পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? 

উত্তর: 'বিছানাকান্দি' পর্যটন কেন্দ্রটি সিলেট জেলায় অবস্থিত। এটি সিলেট জেলার সীমান্তবর্তী পানি-পাথরের নতুন ভ্রমণ গন্তব্য। আকাশছোঁয়া পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এ জায়গায় আছে প্রকৃতির অপরূপ রূপের বিছানা পাত।


ঞ. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

উত্তর: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমিয়া গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রাস (দজলা ও ফোরাত) নদীর তীরবর্তী এলাকায়।


ট. কলম্বিয়ার রাজধানীর নাম কী?

উত্তর: কলম্বিয়ার রাজধানী 'বোগোতা'।


ঠ. লিলি ফুলের দেশ কোনটি?

উত্তর: লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। এটি ম্যাপল পাতার দেশ নামেও পরিচিত।


ড. ECNEC-এর ইংরেজি পূর্ণরূপ কী?

উত্তর: ECNEC-এর পূর্ণরূপ Executive Committee for National Economic Council.


ঢ. বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়েছিল?

উত্তর: বার্লিন প্রাচীন ১৯৬১ সালে নির্মাণ করা হয়েছিল।


ণ. কিউবার মুদ্রার নাম কী?

উত্তর: কিউবার মুদ্রা 'পেসো'।