ভূমি মন্ত্রণালয় (নিরীক্ষক_রাজস্ব)।।13-05-2023।।

  • 13-05-202313-05-2023
  • নিরীক্ষক/Auditorনিরীক্ষক/Auditor

সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ৫০


১। কোন রাজা বংশের আমলে ‘চর্যাপদ’ শুরু হয়?

ক) পাল 

খ) সেন 

গ) মুঘল 

ঘ) তুর্কি


২। ‘স্বাধীন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) স + অধিন

খ) শ + অধিন

গ) স্ব + অধিন

ঘ) স্ব + অধীন


৩। ‘সিরাজাম মুনিরা’ কাব্যের রচয়িতা কে?

ক) তালিম হোসেন  

খ) ফররুখ আহমেদ 

গ) গোলাম মোস্তফা 

ঘ) আবুল হোসেন


৪। বাংলা ভাষার মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?

ক) কথোপকথন

খ) চর্যাপদ

গ) মঙ্গলকাব্য

ঘ) আলালের ঘরের দুলাল


৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেওয়া হয়?

ক) ১৮৫১

খ) ১৮৪৭

গ) ১৮৩৯

ঘ) ১৯৪১


৬। কাজী নজরুল ইসলামের প্রথম প্রেমের কাব্য কোনটি?

ক) ফনি-মনসা

খ) বনগীতি

গ) দোলন-চাঁপা

ঘ) গানের মালা


৭। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি?

ক) জসীমউদ্দীন

খ) ফররুখ আহমেদ

গ) আবুল হোসেন 

ঘ) শহীদ কাদরী


৮। ‘উনোকটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ কি?

ক) অপদার্থ 

খ) পাগলামি 

গ) অপব্যয়ী

ঘ) প্রায় সম্পূর্ণ


৯। তপবন কোন সমাস ?

ক) দ্বন্দ্ব 

খ) চতুর্থী তৎপুরুষ

গ) প্রাদি

ঘ) বহুব্রীহি


১০। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?

ক) আই 

খ) আল

গ) আন

ঘ) আও


১১। নিচের কোন শব্দটি অশুদ্ধ?

ক) সুকেশী

খ) সুকেশা

গ) সুকেশীনী

ঘ) সুকেশিনী


১২। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক) ২২

খ) ২১

গ) ২০

ঘ) ১৯


১৩। ‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) উস্ফত

খ) বক্র 

গ) সুষম

ঘ) স্পষ্ট


১৪। পান করার যোগ্য এক কথায় কি হবে?

ক) পানীয় 

খ) পিপাসা 

গ) তৃষ্ণা 

ঘ) পেয় 


১৫। বাবাকে বড্ড ভয় পায় এখানে ‘বাবাকে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি”

ক) কর্মে দ্বিতীয়

খ) অপাদানের দ্বিতীয় 

গ) কর্মে চতুর্থী 

ঘ) অপাদানে পঞ্চমী 


১৬। what is the synonym of word 'pauper'?

a) destitution 

b) fortune 

c) affluence 

d) opulence


১৭। "I water the plants. "The word water" is used as___

a) noun 

b) pronoun

c) verb 

d) adverb


১৮। We need as___people as possible. 

a) many

b) much

c) most

d) enough


১৯। You had better____the offer.

a) than

b) welcome

c) accept

d) acceptry


২০। This could have worked if more far sighted.

a) had

b) might

c) have

d) has


২১। What would be right synonym for 'initiative'?

a) Apathy

b) Enterprise

c) Indolence

d) Try


"Let us begin by looking at the minutes of the meeting___." Here 'minutes' means.

a) time record

b) written record

c) time frame

d) ending time


 ২৩। Which of the following word can be used as a verb?

a) Mister 

b) Mistress

c) Master

d) Mrs.


২৪। Which one is in feminine form?

a) Deer

b) Bee

c) Bull

d) Horse


২৫। Identify the correct word-

a) Incocient) 

b) insocanta

c) insouciant

d) insocanta


২৬। কোন পরিক্ষায় পরিক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

ক) ৮%

খ) ১০% 

গ) ১৫% 

ঘ) ১২%

সমাধানঃ

শধুমাত্র গণিতে পাশ করে = (৮০-৬০) = ২০%

 শধুমাত্র বাংলায় পাশ করে = (৭০-৬০) = ১০%

মোট পাশ করে = (৬০+২০+১০) = ৯০%

উভয় বিষয়ে ফেল করে = (১০০ – ৯০) = ১০%


২৭। এক শ্রেণীতে যত জন ছাত্র-ছাত্রী আছে তাদের প্রত্যেকের তত পয়সা চেয়ে আরো ২৫ পয়সা করে বেশি চাঁদা দেয়ায় মোট ৭৫ টাকা উঠল ওই শ্রেণীতে ছাত্রছাত্রী সংখ্যা কত?

ক) ৭০

খ) ৮৫

গ) ৭৫

ঘ) ১০০

সমাধানঃ মনে করি ঐ শ্রেনীতে ছাত্র-ছাত্রী আছে = ‘ক’ জন

১ জন চাঁদা দেয় = (ক+২৫) পয়সা,

ক জন চাঁদা দেয় = ক×(ক+২৫) পয়সা

শর্তমতে,

ক×(ক+২৫) = ৭৫ × ১০০০

বা, ক2 + ২৫ক = ৭৫০০০

বা, ক2 + ২৫ক – ৭৫০০০ = ০

বা, ক2 + ১০০ক – ৭৫ক + ৭৫০০০ = ০

বা, ক (ক + ১০০) – ৭৫ (ক + ১০০) = ০

বা, (ক + ১০০) (ক -৭৫) = ০

বা, ক = - ১০০       অথবা, ক = ৭৫

ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।

ঐ শ্রেনীতে ছাত্র-ছাত্রী আছে ৭৫ জন।


২৮। দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?

ক) ১০

খ) ১৫

গ) ২৫

ঘ) ২০

সমাধানঃ ধরি ছোট সংখ্যাটি = ৫ক

বড় সংখ্যাটি = ৬ক

যেহেতু তাদের গ.সা.গু ৪

ক = ৪

ছোট সংখ্যাটি = ৫ × ৪ = ২০


২৯। কোন ভগ্নাংশের লব এর সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটি নির্ণয় কর?

ক) ৩/

খ) ৪/

গ) ২/

ঘ) ১/

ধরি, ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে, x+7/y= 2

বা, x = 2y - 7 --------(1)

২য় শর্তমতে x/y-2 = 1

x - y = - 2--------(2)

বা, 2y – 7 – y = -2

বা, y = -2+7

বা, y = -5

y এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই

x = 2×5 – 7

বা, x = 10 – 7 

বা, x = 3 

ভগ্নাংশটি = 3/5