১. 'বাঙ্গালি জাতির ম্যাগনাকার্টা' বলা হয় কোনটিকে?
উত্তরঃ ৬ দফাকে।
২. 'Poet of Politics' বলা হয় কাকে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।
৩. IMO এর পূর্ণরূপ কী?
উত্তরঃ IMO= International Maritime Organization.
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি প্রদান করেন কে?
উত্তরঃ আসম আব্দুর রব।
৫. আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ বিল মোগারিজ।
৬. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তরঃ রম বলে।
৭. ই-মেইল অ্যাড্রেসে @ দ্বারা কী বোঝানো হয়?
উত্তরঃ at sign/at the rate.
৮. ওয়েবসাইটের মূলপাতাকে কী বলা হয়?
উত্তরঃ হোম পেইজ।
৯. কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে?
উত্তরঃ মডেম
১০. SDG এর জলবায়ু সংক্রান্ত গোল নম্বর কত?
উত্তরঃ ১৩
১১. CBD এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Common Bile Duct
১২. চীনের মুদ্রার নাম কী?
উত্তরঃ ইউয়ান
১৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নাম কী?
উত্তরঃ টেড্রস আধানোম
১৪. বিএসসি কবে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৭২; শেখ মুজিবুর রহমান
১৫. নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ ক্রিস হিপকিন্স
১৬. পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
১৭৫৭ সালে।
১৭. হিমছড়ি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
১৮. হোয়াইট গোল্ড (White Gold) কি?
উত্তরঃ চিংড়ি
১৯. PGCB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ PGCB = Power Grid Company of Bangladesh
২০. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
আগারগাঁও, ঢাকা
২১. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
২২. জাতীয় শিশু দিবস কবে?
উত্তরঃ ১৭ মার্চ
২৩. নিশীথ সূর্যের দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে
২৪. ওআইসি (OIC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দা, সৌদি আরব
২৫. বাংলাদেশ নামকরণ করেন কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
২৬. স্মার্ট বাংলাদেশের পিলার কয়টি ও কি কি?
উত্তরঃ ৪টি; স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মা সরকার এবং স্মার্ট সমাজ
২৭. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১
২৮. ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের কোন মাসে ঘোষণা করা হয়?
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে
২৯. ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত টাকা?
উত্তরঃ ৭,৬১,৭৮৫ কোটি টাকা
৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাব সেক্টর কয়টি ছিল?
উত্তরঃ ৬৪টি
৩১. বেঙ্গল ফ্যান কি?
উত্তর: বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান বেঙ্গল ফ্যান যা বঙ্গোপসাগরে অবস্থিত
৩২. ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়?
উত্তরঃ আহসান মঞ্জিলে
৩৩. কোন মাছ ইলেকট্রিক শক্ দেয়?
উত্তরঃ ইল মাছ
৩৪. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে?
উত্তরঃ সানফ্রান্সিসকো
৩৫. বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উত্তরঃ ১১ জুলাই
৩৬. BRICS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BRICS Brazil, Russia, India, China, and South Africa
৩৭. বাংলাদেশ সরকারের ১০টি মেগা প্রজেক্টের নাম লিখুন?
উত্তরঃ পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল নির্মাণ, পায়রা বন্দর
৩৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
উত্তরঃ ফখরুদ্দীন মোবারক শাহ
৩৯. আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি ছিল?
উত্তরঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
৪০. ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত টাকা?
উত্তরঃ ৩,৫০,০০০ টাকা
৪১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ ৮নং
৪২. বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উত্তরঃ ১১ জুলাই
৪৩. ICDDRB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ICDDRB = International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
৪৪. 'The Concert of Bangdesh' কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক
৪৫. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
উত্তরঃ ৫ম তফসিল
৪৬. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন নাম কী?
উত্তরঃ ত্রিপুরা ও সুধারাম/ভুলুয়া
৪৭. e-Tin চালু হয় কত সালে?
উত্তরঃ ২০১৩ সালে
৪৮. হিন্দু বিধবা আইন পাশ হয় কত সালে?
উত্তরঃ ১৮৫৬ সালে
৪৯. ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৪২ সালে
৫০. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
৫১. শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করার যন্ত্রের নাম কী?
উত্তরঃ মাইক্রোফোন
৫২. ডেঙ্গু জ্বর ভাইরাস না-কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
উত্তরঃ ভাইরাস ঘটিত রোগ
৫৩. NATO ভুক্ত দুটি মুসলিম দেশের নাম লিখুন।
উত্তরঃ আলবেনিয়া ও তুরস্ক।
৫৪. UNDP এর পূর্ণরূপ কী?
UNDP = United Nations Development Programme.
৫৫. 'জাহাঙ্গীর নগর' নামে ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে কত সালে?
উত্তরঃ ১৬১০ সালে
৫৬. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ ২ নং সেক্টর
৫৭. 'মুক্তির গান' চলচ্চিত্রের কে পরিচালনা করেছেন?
উত্তরঃ তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ
৫৮. বঙ্গবন্ধু রচিত ০১টি বইয়ের নাম লিখুন।
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী
৫৯.বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তরঃ সিলেট
৬০. কর্কটক্রান্তি রেখা ও ৯০° দ্রাঘিমা রেখা বাংলাদেশের কোন জেলাকে ছেদ করেছে?
উত্তরঃ ফরিদপুর
৬১. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত' সোমপুর বিহার' এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ধর্মপাল
৬২. প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি
৬৩. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু-১
৬৪. 'বাংলাদেশ স্কয়ার' অবস্থিত কোথায়?
উত্তরঃ লাইবেরিয়া
৬৫. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে?
উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে
৬৬. এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি?
উত্তরঃ ইস্তাম্বুল
৬৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং
৬৮. বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত?
উত্তরঃ বেলজিয়ামে
৬৯. জাতিসংঘ দিবস কবে?
উত্তরঃ ২৪ অক্টোবর
৭০. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদ কত সময়ের জন্য?
উত্তরঃ ২ বছর
৭১. সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার পান?
উত্তরঃ মাদাম কুরি
৭২. "The Lady with the Lamp" নামে পরিচিত কে?
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
৭৩. প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
উত্তরঃ উরুগুয়ে
৭৪. জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় কত তারিখে?
উত্তরঃ ২রা এপ্রিল
৭৫. 'গারুদা' কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়ার
৭৬. রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
উত্তরঃ পাবনা
৭৭. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রোরেলের দূরত্ব কত?
উত্তরঃ ২০.১০ কি.মি
৭৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তরঃ মিথেন
৭৯. চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন বি
৮০. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
উত্তরঃ ৪টি
৮১. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তরঃ শূন্য
৮২. যক্ষার জন্য কোন টিকা দেয়া হয়?
উত্তরঃ বিসিজি
৮৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ সালে, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
৮৪. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ
৮৫. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নাটোর
৮৬. আইএমএফ এর সদর কোথায় অবস্থিত?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
৮৭. কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে শরণার্থীদের আগমন ঘটে?
উত্তরঃ ১৯৭৮
৮৮. জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তরঃ ইউনেস্কো
৮৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় কত তারিখে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
৯০. 'কবর' কবিতাটি কার রচনা?
উত্তরঃ জসীমউদ্দীন
৯১. GSP এর পূর্ণরূপ কী?
উত্তরঃ GSP = Generalized System of Preference
৯২. 'দি রিপাবলিক' গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ প্লেটো
৯৩. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ মিথেন
৯৪. বাংলাদেশে ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ মিথেন গ্যাস
৯৫. বাংলাদেশের কোন জেলায় রেশম বেশি উৎপন্ন হয়?
উত্তরঃ রাজশাহী
৯৬. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে
৯৭. ADP এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ADP = Annual Development Programme.
৯৮. 'পাল হারবার' নৌ ঘাঁটিতে কোন দেশ আক্রমণ করে?
উত্তরঃ জাপান
৯৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা দুইটি বইয়ের নাম লিখুন।
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়াচীন
১০০. স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
১০১. বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
১০২. বাংলা সাহিত্যে পল্লী কবি হিসেবে পরিচিত কে?
উত্তরঃ জসীম উদ্দীন
১০৩. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১০৪. ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
উত্তরঃ ৪ দফা
১০৫. জোয়ার ভাটা হয় না কোন নদীতে?
উত্তরঃ গোমতী নদীতে
১০৬. ইন্টারনেট এর মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান প্রযুক্তিকে কী বলে?
উত্তরঃ ই-মেইল
১০৭. ফরাসি বিপ্লবের শ্লোগান কী ছিল?
উত্তরঃ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
১০৮. শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
উত্তরঃ আঠারো শতকে
১০৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১১০. বিশ্বকাপ ফুটবল-২০২২ এ গোল্ডেন গ্লাভস কে পেয়েছেন?
উত্তরঃ এমিলিয়ানো মার্টিনেজ
১১১. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ ১ কক্ষ বিশিষ্ট
১১২. 'বলাকা' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১১৩. বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তরঃ স্পীকার
১১৪. বাংলাদেশ, ভারত, ভুটান এবং শ্রীলংকার মধ্যে শিক্ষার হার কোন দেশে সবচেয়ে বেশি?
উত্তরঃ শ্রীলংকা
১১৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তরঃ ১১টি
১১৬. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
১১৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
১১৮. পূর্ণরূপ লিখুন: WTO
উত্তরঃ World Trade Organizatio
১১৯. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
১২০. পল্লিকবি জসীম উদ্দীনের জন্ম কোন জেলায়?
উত্তরঃ ফরিদপুর
১২১. কোন নারী বীর মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম
১২২. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
১২৩. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
১২৪. 'September on the Jessore Road' এর লেখক কে?
উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ
১২৫. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল?
উত্তরঃ জয় বাংলা
১২৬. বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটি
১২৭. 'Let there be light' বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে?
উত্তরঃ জহির রায়হান
১২৮. ফরাসি বিপ্লবের সময়কাল কত?
উত্তরঃ ১৭৮৯-১৭৯৯
১২৯. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
১৩০. ক্যাম্পডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে সম্পাদিত হয়?
উত্তরঃ মিশর ও ইসরাইল
১৩১. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর কে ছিলেন?
উত্তরঃ এ. এন. এম. হামিদুল্লাহ
১৩২. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে
১৩৩. কোন পত্রিকা বঙ্গবন্ধুকে 'পয়েট অব পলিটিক্স হিসেবে আখ্যায়িত করে?
উত্তরঃ নিউজ উইক
১৩৪. 'নূরলদীনের সারা জীবন' এর লেখকের নাম লিখুন।
উত্তরঃ সৈয়দ শামসুল হক
১৩৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একজন বিদেশী
উত্তরঃ ডব্লিউ এ এস ওডারল্যান্ড
১৩৬. বাংলাদেশে মেট্রোরেলের প্রথম নারী চালক কে?
উত্তরঃ মরিয়ম আফিজা
১৩৭. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ঋষি সুনাক (২০২২ সাল থেকে ২০২৪)
১৩৮. NBR অর্থমন্ত্রণালয়ের কোন বিভাগের অধীনে?
উত্তরঃ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
১৩৯. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি?
উত্তরঃ রাজিয়া বানু
১৪০. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি?
উত্তরঃ স্বাধীনতা পুরস্কার
১৪১. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি তার মৃতে্যুর পরে প্রকাশিত হয়?
উত্তরঃ শেষ লেখা
১৪২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-পথ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তরঃ ১০ নং
১৪৩. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে?
উত্তরঃ ভারত ও চীন
১৪৪. বেনাপোল কাস্টম হাউস কোন উপজেলায় অবস্থিত?
উত্তরঃ যশোরের শার্শা উপজেলায়
১৪৫. IPR এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ IPR = Intellectual Property Rights
১৪৬. বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি?
উত্তরঃ সেন্টমার্টিন
১৪৭. EFD এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ EFD = Electronic Fill Device
১৪৮. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী'র কালচারার একাডেমি কোন জেলায় অবিস্থত?
উত্তরঃ নেত্রকোণা
১৪৯. অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
১৫০. 'অববাহিকা' শব্দের ইংরেজি কি?
উত্তরঃ Basin.
১৫১. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
উত্তরঃ ৪ দফা
১৫২. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের মিছিল' এর পরিচালক কে?
উত্তরঃ কবরী সারওয়ার
১৫৩. মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে কখন যৌথ বাহিনী গঠন করা হয়?
উত্তরঃ ১৯৭১ সালের ২১ নভেম্বর
১৫৪. সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
১৫৫. ২৫ জুলাই, ২০২৩ পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে কোন দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করা হয়?
উত্তরঃ স্পেন
১৫৬. আইকনিক পাখি লোগো প্রতিস্থাপনের পর টুইটারের নতুন লোগো কী?
উত্তরঃ X
১৫৭. ব্রিকস শীর্ষ সম্মেলনে কয়টি দেশকে নতুন সদস্য হিসেবে সুপারিশ করা হয়েছে?
উত্তরঃ ৬টি দেশ (২০২৪)
১৫৮. দেশের ১৭তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কোনটি?
উত্তরঃ নাটোরের কাঁচাগোল্লা
১৫৯. ২০২৩ সালে UNFCCC এর কনফারেন্স অফ দ্যা পার্টিস (COP 28) জলবায়ু সম্মেলনের আয়োজক কোন দেশ?
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত
১৬০. 'বৈশ্বিক শান্তি সূচক-২০২৩' এর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
উত্তরঃ আইসল্যান্ড
১৬১. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এর ৫ম লক্ষ্যমাত্রা কী?
উত্তরঃ লিঙ্গ/জেন্ডার সমতা
১৬২. 'ইউনিট ২৯১৫৫' কোন দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ রাশিয়া
১৬৩. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে?
উত্তরঃ নাজমুল হোসেন শান্ত (২০২৪)
১৬৪. সম্প্রতিক আফ্রিকার কোন দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে?
উত্তরঃ মরক্কো
১৬৫. UNESCO কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যোর অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
উত্তরঃ ১৯৯৭ সালে
১৬৬. ওয়াগনার গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০১৪
১৬৭. 'গিরিকন্যা' কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র?
উত্তরঃ মারমা ভাষায়
১৬৮. BIDA এর পূর্ণরূপ কী?
উত্তরঃ BIDA Bangladesh Investment Development Authority
১৬৯. ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব করেন কে?
উত্তরঃ
১৭০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন
১৭১. বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন বাংলায় কী বলা হতো?
উত্তরঃ সমতট
১৭২. মুক্তিযুদ্ধের অবদানের জন্য কতজন বীরোত্তম খেতাব পান?
উত্তরঃ ৬৮ জন (১৯৭৩ সালের গেজেট অনুসারে)
১৭৩. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মিজোরাম
১৭৪. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
উত্তরঃ তিতুমীর
১৭৫. রবিশষ্য কোন ঋতুতে পাওয়া যায়?
উত্তরঃ শীত
১৭৬. নোয়াখালীর পূর্বনাম কী?
উত্তরঃ ভুলুয়া
১৭৭. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ভারত
১৭৮. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
১৭৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানি
১৮০. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
১৮১. 'স্বাধীনতা স্তম্ভ' কোথায় অবস্থিত?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
১৮২. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা
১৮৩. ২০২৩ এশিয়া কাপের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কে?
উত্তরঃ মোহাম্মদ সিরাজ
১৮৪. ২০২৩ সালের আগস্টে কততম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ১৫তম
১৮৫. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উত্তরঃ পিপীলিকা
১৮৬. থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ স্রেথা থাভিসিন (২০২৪)
১৮৭. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন
১৮৮. দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ FBCCI = Federation of Bangladesh Chambers of Commerce and Industry.
১৮৯. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ২০২২
১৯০. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৭৭৬
১৯১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি'- গানটির রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
১৯২. 'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ যুক্তরাজ্য
১৯৩. আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি
১৯৪. বাংলাদেশের নবীনতম বিভাগ কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ
১৯৫. বাংলাদেশের কোন শহর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত?
উত্তরঃ চট্টগ্রাম
১৯৬. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে?
উত্তরঃ চিফ হুইপ
১৯৭. 'টিসিবি' কি ধরণের প্রতিষ্ঠান? টিসিবি কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; বাণিজ্য মন্ত্রণালয়
১৯৮. স্বপ্নের পদ্মা সেতু কত সালে উদ্বোধন হয় এবং এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৫ জুন ২০২২; দৈর্ঘ্য-৬.১৫ কি.মি
১৯৯. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তরঃ বেনাপোল
২০০. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তরঃ ভুটান
২০১. BRICS- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BRICS = Brazil, Russia, India, China, and South Africa
২০২. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত হয়েছিল? নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ ১১টি; ১০নং
২০৩. ইউক্রেন- এর রাজধানী ও মুদ্রার নাম কি?
উত্তরঃ রাজধানী: কিয়েভ মুদ্রা: রিভনিয়া/হিরভনিয়া
২০৫. বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ পাবনা
২০৬. ই-কমার্স বলতে কি বোঝায়? একটি উদাহরণসহ লিখুন?
উত্তরঃ অনলাইনে সার্ভিস ও পণ্য কেনা-বেচার প্রক্রিয়াকে ই-কমার্স বলে। যেমন, amazon.com
২০৭. ASEAN এর পূর্ণরূপ কি? এর সদস্য কত?
উত্তরঃ ASEAN = Association of Southeast Asian Nations; সদস্য-১০
২০৮. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?
উত্তরঃ ৯৩ হাজার সৈন্য
২০৯. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
২১০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'হাঙ্গর নদী গ্রেনেড' এর লেখক কে?
উত্তরঃ সেলিনা হোসেন
২১১. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দফা কী ছিল?
উত্তরঃ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা
২১২. বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তরঃ ২০২১-২০২৫
২১৩. টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) এর চতুর্থ লক্ষ্যটি কী?
উত্তরঃ মানসম্মত শিক্ষা
২১৪. 'এশিয়া কাপ ২০২৩' এ টুর্নামেন্ট সেরা হয়েছেন কে?
উত্তরঃ কুলদীপ যাদব (ভারত)
২১৫. কোন প্রণালীটি শ্রীলংকা ও ভারতে পৃথক করেছ?
উত্তরঃ পক প্রণালী
২১৬. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর
২১৭. সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ
২১৮. কিবোর্ডে কয়টি 'Arrow keys' পাওয়া যায়?
উত্তরঃ ৪টি
২১৯. BIOS পূর্ণরূপ কী?
উত্তরঃ Basic Input Output System
২২০. Microsoft Corporation- এর CEO কে?
উত্তরঃ সত্য নাদেলা
[স্টিভ বলমারের পরে ২০১৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে তাকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ১৬ জুন তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।]
২২১. এক্সেল ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেন্যুতে?
উত্তরঃ Formulas
২২২. MS PowerPint - Slide Show শুরু থেকে চালানোর জন্য কিবোর্ডেও কোন বোতামটি চাপতে হয়?
উত্তরঃ Ctrl + F5
২২৩. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ পদ্মা
২২৪. বাউল সম্রাট শাহ আব্দুল করিম কোন সালে ২১ শে পদক লাভ করেন?
উত্তরঃ ২০০১ সালে
২২৫. শিমুল বাগান কোন উপজেলায় অবস্থিত?
উত্তরঃ তাহিরপুর
২২৬. স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জ জেলা কত নম্বর অধীন ছিলো?
উত্তরঃ ৫ নং
২২৭. বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন করা হবে?
উত্তরঃ ২৮-১০-২০২৩
২২৮. সুনামগঞ্জ জেলায় কতটি উপজেলা রয়েছে?
উত্তরঃ ১২টি
২২৯. 'স্মার্ট বাংলাদেশ' কোন সারের মধ্যে বাস্তবায়ন করা হবে?
উত্তরঃ ২০৪১
২৩০. ভূমি জরিপে জমি পরিমাপের একক কী?
উত্তরঃ শতাংশ
২৩১. LAN এর পূর্ণরূপ কী?
উত্তরঃ LAN = Local Area Network
২৩২. বঙ্গবন্ধুকে অসমাপ্ত আত্মজীবনী লিখতে উৎসাহ প্রদান করেছিলেন কে?
উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব
২৩৩. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তরঃ সুপ্রীম কোর্ট
২৩৪. 'মুজিব-একটি জাতির রূপকার' এই চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?
উত্তরঃ শ্যাম বেনেগাল
২৩৫. জাতীয় জাদুঘরের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন
২৩৬. IUCN এর পূর্ণরূপ কি?
উত্তরঃ IUCN = International Union for Conservation of Nature
২৩৭. BARD এর পূণরূপ কি?
উত্তরঃ BARD = Bangladesh Academy for Rural Development
২৩৮. মার্বেল কোন ধরণের শিলা?
রূ উত্তরঃ পান্তরিত শিলা
২৩৯. 'মিনস্ক' কোন দেশের রাজধানী?
উত্তরঃ বেলারুশ
২৩৯. নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে কাজ করে কোনটি?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার
২৪০. পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ উদ্বোধন করা হয় কত তারিখ?
উত্তরঃ ১০ অক্টোবর ২০২৩
২৪১. Quick Rental বলতে কী বোঝায়?
উত্তরঃ ভাড়ায় নেওয়া বিদ্যুৎ কেন্দ্র।
২৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে?
উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
২৪৩. জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
উত্তরঃ জাপান
২৪৪. বাংলাদেশকে চীন কবে স্বীকৃতি প্রদান করে?
উত্তরঃ ৩১ আগস্ট, ১৯৭৫
২৪৫. ইরাটম কী?
উত্তরঃ উন্নত জাতের ধান
২৪৬. Fair Fax কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
২৪৭. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯১৯ সালে
২৪৮. মায়ের দুধে গরুর দুধের চেয়ে কোন উপাদান বেশি থাকে?
উত্তরঃ মিনারেল
২৪৯. একজন সাধারণ মানুষের হাড়ে কোন উপাদানের গুরুত্ব বেশি?
উত্তরঃ ক্যালসিয়াম
২৫০. পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ ইস্তাম্বুল
২৫১. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কটি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে?
উত্তরঃ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু করে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মাহসড়কের কুতুবখালী দিয়ে শেষ হয়েছে।
২৫২. বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
২৫৩. 'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তরঃ পরিবাগ, ঢাকা
২৫৪. 'জয়ীতা' সম্পর্কে লিখুন।
উত্তরঃ “জয়িতা” এখানে বিজয়ী নারীর প্রতিকী নাম। জয়িতা উদ্যোগের প্রণেতাগণ বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে নারীর বিজয়ের স্বপ্ন দেখেন। সে বিবেচনায় নারীমুক্তির একটি মহৎ স্বপ্নের নামও জয়িতা।বিগত ২০১১ সালের নভেম্বর মাসে সরকারের অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মহিলা বিষয়ক অধিদপ্তর ‘‘জয়িতা’’ শীর্ষক একটি কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন শুরু করে। কর্মসূচিটির মেয়াদ ছিল তিন বছর।
২৫৫. জাতীয় শিশু দিবস কোন দিন?
উত্তরঃ ১৭ই মার্চ
২৫৬. 'কারাগারের রোজনামচা' কার লেখা?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
২৫৭. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
২৫৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি
২৫৯. ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
২৬০. চট্টগ্রামের পূর্ব নাম কি?
উত্তরঃ ইসলামাবাদ
২৭০. বাংলাদেশ ও মায়ানমারের মাঝে প্রবাহিত নদীর নাম কী?
উত্তরঃ নাফ
২৮০. মনপুরা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ভোলা
২৯০. কম্পিউটারের ২টি ইনপুট ডিভাইসের নাম লিখুন?
উত্তরঃ কীবোর্ড, মাউস
২৯১. RAM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Random Access Memory
২৯২. ১ নটিক্যাল মাইল সমান কত কি.মি.?
উত্তরঃ ১.৮৫২ কি.মি
২৯৩. IUCN এর পূর্ণরূপ কী?
উত্তরঃ IUCN = International Union for Conservation of Nature
২৯৪. শেখ হাসিনা সেনানিবাস কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পটুয়াখালী
২৯৫. জাতীয় পাবলিক সার্ভিস দিবস কবে?
উত্তরঃ ২৩ জুলাই
২৯৬. সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তরঃ ক্রোনা
২৯৭. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ গ্রিনল্যান্ড
২৯৮. বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড কে?
উত্তরঃ রানী হামিদ
২৯৯. কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
উত্তরঃ ভারত ও নেপাল
৩০০. সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় কত সালে?
উত্তরঃ ১৮২৯ সালে
৩০১. 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ শ্যাম বেনেগাল
৩০২. বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ কোনাবাড়ী, গাজীপুর
৩০৩. ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তরঃ ১৩ জন
৩০৪. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি?
উত্তরঃ ইরাক
৩০৫. সম্প্রতি কোন আন্তর্জাতিক ফুটবল তারকা বাংলাদেশে সফরে আসেন?
উত্তরঃ রোনালদিনহো
৩০৬. 'কোয়াড়' এর অন্তর্ভূক্ত দেশসমূহ কারা?
উত্তরঃ ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র
৩০৭. বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের?
উত্তরঃ ইসরাইল
৩০৮. ২০২২ সালে ফিফা বিশ্বকাপে রানারআপ দেশ কোনটি?
উত্তরঃ ফ্রান্স
৩০৯. বাংলাদেশ বেতার এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ রেডিও বাংলাদেশ
৩১০. মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী বই 'A story of my time' এর লেখক কে?
উত্তরঃ মনজুরুল হক
৩১১. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তরঃ ভারত
৩১২. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের প্রশ্ছদ শিল্পী কে?
উত্তরঃ সমর মজুমদার
৩১৩. মুক্তিযুদ্ধের সময় 'চরমপত্র' পাঠ করেন কে?
উত্তরঃ এম আর আখতার মুকুল
৩১৪. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্য চিত্রের নাম কী?
উত্তরঃ Stop Genocide
৩১৫. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
উত্তরঃ বেগম রাজিয়া বানু
৩১৬. 'Veto' এর শব্দের অর্থ কী?
উত্তরঃ আমি মানি না
৩১৭. 'নায়াগ্রা' জলপ্রপাত কোন দুইটি দেশে অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও কানাডা
৩১৮. ৩৮° অক্ষরেখা কোন দুইটি দেশের সীমানা চিহ্নিতকরণ রেখা?
উত্তরঃ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
৩১৯. কম্পিউটারের 'GUI' এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ Graphical User Interface
৩২০. এক কিলোবাইট = কত বাইট?
উত্তরঃ ১০২৪ বাইট
৩২১. প্লটার কী ধরনের ডিভাইস?
উত্তরঃ আউটপুট ডিভাইস
৩২২. BRICS এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ Brazil, Russia, India, China, and South Africa.
৩২৩. 'রাইফেল রোটি আওরাত' বইটি কে লিখেছেন?
উত্তরঃ আনোয়ার পাশা
৩২৪. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বলা হয়েছে?
উত্তরঃ ১১৯ নং অনুচ্ছেদে
৩২৫. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি এবং আয়তন কত?
উত্তরঃ নারায়নগঞ্জ, ৬৮৩.১৪ বর্গ কি.মি
৩২৬. বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
উত্তরঃ ১১ নং সেক্টরে
৩২৭. মুজিব নগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ তানভীর কবির
৩২৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা আছে?
১৫৩টি; ১৮ (ক) নং অনুচ্ছেদ
৩২৯. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?
গাজীপুর; ১৯৭৯ সালে
৩৩০. ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? এর স্তম্ভগুলো কি কি?
উত্তরঃ স্মার্ট বাংলাদেশ; স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট
৩৩১. কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি?
উত্তরঃ ভারত ও মিয়ানমার; ৪১৫৬ কি.মি
৩৩২. বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনা কত বছরের জন্য প্রণীত হয়েছে এবং এর মূল লক্ষ্য কি?
উত্তরঃ ১০০ বছরের জন্য
৩৩৩. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নদীটি কতটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে?
উত্তরঃ নীলনদ; ১১টি দেশ
৩৩৪. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে? গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান; ১৮ জুন ২০১২
৩৩৫. জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত?
উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুরে অবিস্থত
৩৩৬. পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি
৩৩৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে?
উত্তরঃ কর্ণফুলী
৩৩৮. WHO এর পূর্ণরূপ কী?
উত্তরঃ WHO- World Health Organization
৩৩৯. মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তরঃ ১১টি
৩৪০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় কোন স্থানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন?
উত্তরঃ রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান)
৩৪১. 'গ্রীন পিস' কোন ধরনের সংগঠন?
উত্তরঃ পরিবেশবাদী সংগঠন
৩৪২. কত সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
উত্তরঃ ২০৪১ সাল
৩৪৩. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়
৩৪৫. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি?
উত্তরঃ আন্দিজ পর্বতমালা
৩৪৬. SDG (Sustainable Development Goals) এর লক্ষ্যমাত্রা কয়টি?
উত্তরঃ ১৭টি
৩৪৭. AI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Artificial intelligence
৩৪৮. বাংলাদেশ কতসালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে
৩৪৯. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় মাঠ পর্যায়ের ক্ষুদ্রতম ইউনিটের নাম কী?
উত্তরঃ ইউনিয়ন পরিষদ
৩৫০. কোন ভিটামিনের অভাবে 'স্কার্ভি' রোগ হয়?
উত্তরঃ ভিটামিন সি
৩৫১. পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালে
৩৫২. 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ'- সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তরঃ ৭ (১)
৩৫৩. বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ লোবেন জেস্কিন্স/ নিউজ উইক পত্রিকা
৩৫৪. 'জয় বাংলা বাংলার জয়'- গানটির গীতিকার কে?
উত্তরঃ গাজী মাযহারুল আনোয়ার
৩৫৫. স্বাধীনতা যুদ্ধে কতজন বীরউত্তম উপাধিতে ভূষিত হন?
উত্তরঃ ৬৮ জন (১৯৭৩ সালের গেজেট)
৩৫৬. 'জাতীয় প্রবাসী দিবস' কত তারিখ?
উত্তরঃ ৩০ ডিসেম্বর
৩৫৭. 'সাবাস বাংলাদেশ'- ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩৫৮. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন বাহিনীতে চাকরি করতেন?
উত্তরঃ নৌ-বাহিনী
৩৫৯. 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ চিরঞ্জীব মুজিব
৩৬০. বাংলাদেশের কোন এলাকা 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত?
উত্তরঃ সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর
৩৬১. বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়?
উত্তরঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়
৩৬২. 'আমার সোনার বাংলা' গানটি জাতীয় সংগীত হিসাবে কত সালের কত তারিখে গৃহীত হয়?
উত্তরঃ ১৩ জানুয়ারি ১৯৭২
৩৬৩. আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 'টাইম আউট' হওয়া খেলোয়াড়ের নাম কী? তিনি কোন দেশের?
উত্তরঃ অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলংকা
৩৬৪. 'মুজিব-একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পরিচালকের নাম কী? তিনি কোন দেশের অধিবাসী
উত্তরঃ শ্যাম বেনেগাল; ভারত
৩৬৫. 'না প্রেমিক না বিপ্লবী' এবং 'গৌরিপুর জংশন' গ্রন্থ দুইটির রচয়িতাদের নাম লিখুন।
উত্তরঃ নির্মলেন্দু গুণ এবং হুমায়ূন আহমেদ
৩৬৬. বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয় কত সালের কত তারিখ?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১
৩৬৭. আন্তর্জাতিক অর্থ তহবিল কবে থেকে এর কার্যক্রম শুরু করে?
উত্তরঃ ১ মার্চ ১৯৪৭
৩৬৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী? তিনি কোন দেশের নাগরিক?
উত্তরঃ অ্যান্টনিও গুতেরেস; পর্তুগাল
৩৬৯. 'বুকার' কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার? ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?
উত্তরঃ ব্রিটেন; জন ওলাভ ফসে
৩৭০. 'স্ট্যাচু অব লিবার্টি' এবং 'স্ট্যাচু অব পিস' কোন দেশে অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া
৩৭১. পূর্ণরূপ লিখুন: IFAD, ICAO
IFAD = International Fund for Agricultural Development.
ICAO = International Civil Aviation Organization.
৩৭২. বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন কত সালে?
উত্তরঃ ১০ অক্টোবর ১৯৭২
৩৭৩. বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর
৩৭৪. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
উত্তরঃ সংবিধান
৩৭৫. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
৩৭৬. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা
৩৭৭. RAM এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ Random-access memory
৩৭৮. LAN এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ Local area network
৩৭৯. দুইটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ কীবোর্ড, মাউস
৩৮০. দুইটি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ মনিটর, প্রিন্টার
৩৮১. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি
৩৮২. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম লিখুন।
উত্তরঃ ক্যাপ্টেন এম মনসুর আলী
৩৮৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি-গানটির রচয়িতা কে
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
৩৮৪. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এর নাম লিখুন।
উত্তরঃ আব্দুর রউফ তালুকদার
৩৮৫. দুটি ইন্টারনেট ব্রাউজার এর নাম লিখুন।
উত্তরঃ মজিলা ফায়ারফক্স, গুগল ক্রম
৩৮৬. SWIFT এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লা হুল্পে, বেলজিয়াম
৩৮৭. সূর্য থেকে কোন পদ্ধতিত পৃথিবীতে তাপ আসে?
উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে
৩৮৮. কম্পিউটারের তিনটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ মাউস, কী-বোর্ড, স্ক্যানার
৩৮৯. একটি পূর্ণাঙ্গ E-mail Id লিখুন।
উত্তরঃ example @gmail.com
৩৯০. বাংলাদেশের ছয় লেন বিশিষ্ট সেতু কোনটি?
উত্তরঃ মধুমতি সেতু (কালনা সেতু)
৩৯১. চন্দ্রদ্বীপ' কোন জেলার নাম?
উত্তরঃ বরিশাল
৩৯২. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
৩৯৩. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চেও ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ ৫ম
৩৯৪. 'অগ্নিশ্বর' কোন ফসলের উন্নত জাত?
উত্তরঃ কলা
৩৯৫. ওয়ানডেতে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন?
উত্তরঃ তাইজুল ইসলাম
৩৯৬. স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
৩৯৭. লালবাগ কেল্লার আদি নাম কি?
উত্তরঃ আওরঙ্গবাদ দুর্গ
৩৯৮. পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২
৩৯৯. গ্রিসের পূর্ণনাম কি ছিল?
উত্তরঃ হেলাস
৪০০. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৪০১. তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তরঃ ইলা মিত্র
৪০২. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
উত্তরঃ আনোয়ার পারভেজ
৪০৩. জেল হত্যা দিবস কবে?
উত্তরঃ ৩ নভেম্বর
৪০৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কোন স্থান থেকে?
উত্তরঃ ফ্লোরিডা স্পেস, যুক্তরাষ্ট্র
৪০৫. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়?
উত্তরঃ বিজু
৪০৬. জাতীয় সংসদে কাউন্টিং ভোট কী?
উত্তরঃ স্পিকারের ভোট
৪০৭. 'অসমাপ্ত আত্মজীবনীৎ কে লিখেছেন?
শেখ মুজিবুর রহমান
৪০৮. আয়কর কোন ধরণের কর?
উত্তরঃ প্রত্যক্ষ কর
৪০৯. আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
৪১০. ভিয়েতনামের মুদ্রার নাম কী?
উত্তরঃ ডং
৪১১. কোভিড-১৯ সর্বপ্রথম কোন দেশে প্রাদুর্ভাব হয়?
উত্তরঃ চীন
৪১২. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ দৈর্ঘ্য- ৬.১৫কি.মি ও প্রস্থ-১৮.১০ মি
৪১৩. কবে ও কে বাংলা সন প্রবর্তন করেন?
উত্তরঃ ১৫৮৪ খ্রি. সম্রাট আকবর
৪১৪. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উত্তরঃ কামরুল হাসান
৪১৫. আফগানিস্তানের প্রধান ভাষা ও রাজধানী কী?
উত্তরঃ ভাষা- পশতু, রাজধানী-কাবুল
৪১৬. বাংলাদেশে কয়টি বিভাগ আছে এবং সর্বশেষ বিভাগ কোনটি?
উত্তরঃ ৮টি; ময়মনসিংহ
৪১৭. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ও বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি?
উত্তরঃ ১১টি; বীরশ্রেষ্ঠ
৪১৮. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান; তাজউদ্দীন আহমদ
৪১৯. People and Democracy গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ শেখ হাসিনা
৪২০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
৪২১. বাংলার মুক্তির সনদ কি? ও কত সালে উত্থাপিত করা হয়?
উত্তরঃ ৬ দফা; ১৯৬৬ সালে
৪২২. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এবং পথিকৃত কোন দেশ?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি; বাংলাদেশ
৪২৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন কোন দেশ হয়ে স্বাধীন বাংলাদেশে আসেন?
উত্তরঃ ব্রিটেন ও ভারত
৪২৪. বিট্রিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ কে এবং কোন জেলার অধিবাসী?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার; চট্টগ্রাম
৪২৫. বিশ্ব জলবায়ু সম্মেলন (Cop-28) কোন দেশে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৪২৬. বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী
৪২৭. হিসাব চক্র বলতে কি বুঝায়? হিসাব চক্রের ৬টি ধাপের নাম লিখুন।
উত্তরঃ যে ধারাবাহিক ও চক্রাকার পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের কার্যাবলী ধাপে ধাপে সম্পন্ন হয় তাকে হিসাবচক্র বলে।
হিসাব চক্রের ৬টি ধাপের নাম
১। লেনদেন সনাক্তকরণ (Identifying transactions)
২। লিপিবদ্ধকরণ (Recording)
৩। শ্রেণিবদ্ধকরণ (Classifying)
৪। সংক্ষিপ্তকরণ (Summarizing)
৫। সমন্বয় প্রক্রিয়া (Adjustment process)
৬। সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ (Preparing the adjusted trial balance)
৪২৭. অবচয় কি? অবচয় নির্ণয়ের যে কোন ৪টি পদ্ধতির নাম লিখুন।
উত্তরঃ অবচয় বলতে ব্যবহারজনিত কারণে সম্পত্তির মূল্য অবনতিকে বলে।
অবচয় নির্ণয়ের পদ্ধতি গুলো হচ্ছে নির্দিষ্ট
১। শতাংশ পদ্ধতি,
২। সরল রৈখিক পদ্ধতি,
৩। ক্রমহ্রাসমান জের পদ্ধতি,
৪। উৎপাদন ঘণ্টা পদ্ধতি ইত্যাদি।
৪২৮. 'সবকটা জানালা খুলে দাও না'- এ গানের গীতিকার ও সুরকারের নাম লিখুন।
উত্তরঃ গীতিকার-নজরুল ইসলাম বাবু, সুরকার- আহমেদ ইমতিয়াজ বুলবুল
৪২৯. RDA এবং CIRDAP এর পূর্ণরূপ লিখুন।
RDA = Rural Development Academy.
CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
৪৩০. বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের নাম লিখুন।
উত্তরঃ ঝিলং ঝা, কক্সবাজার এবং কলাপাড়া, পটুয়াখালী
৪৩১. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যু কেন্দ্র এবং একমাত্র পানি বিদ্যুৎ কোথায় অবস্থিত?
উত্তরঃ রূপপুর, পাবনা এবং কাপ্তাই, রাঙ্গামাটি
৪৩২. বাংলাদেশের প্রথম ইকো পার্ক এবং প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ সীতাকুণ্ড, চট্টগ্রাম ও ডুলাহাজরা, কক্সবাজার
৪৩৩. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কও কে এবং এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ নিতুন কুণ্ডু; রাজশাহী বিশ্ববিদ্যালয়
৪৩৪. পদ্মাসেতুর মোট স্প্যান কয়টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪১টি; ১৫০ মিটার
৪৩৫. শেখ রাসেল দিবস কবে এবং কোন সাল থেকে পালিত হচ্ছে?
উত্তরঃ ১৮ অক্টোবর; ২০২১ সাল হতে
৪৩৬. সর্বশেষ আইসিসি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কততম বিশ্বকাপ বিজয় ছিল?
উত্তরঃ ভারত; ৬ষ্ঠতম
৪৩৭. ই-নামজারী কী?
উত্তরঃ ভূমির মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে ভূমি অনলাইনে নামজারি করাই ই-নামজারী
৪৩৮. মাইক্রোকম্পিউটারের অপর নাম কি?
উত্তরঃ পার্সোনাল কম্পিউটার
৪৩৯. দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন।
উত্তরঃ ফেসবুক, টুইটার
৪৪০. একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
উত্তরঃ লিনাক্স
৪৪১. URL ও LAN এর পূর্ণরূপ লিখুন।
URL = Uniform Resource Locator .
LAN = Local Area Network.
৪৪২. ব্যান্ডউইথ কী?
উত্তরঃ ডেটা ট্রান্সমিশন এর স্পিডকে ব্যান্ডউইথ বলা হয়
৪৪৩. Piconet কী?
উত্তরঃ স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদান- প্রদানের জন্য তৈরি নেটওয়ার্ককে Piconet পিকোনট। / Bluetooth Network
৪৪৪. দুইটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ মাউস, কীবোর্ড
৪৪৫. দুইটি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ প্রিন্টার, মনিটর
৪৪৬. MS Word এ ফাইল সেইভ করার শর্টকাট কমান্ড লিখুন।
উত্তরঃ Ctrl + S
৪৪৭. দুইটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন।
উত্তরঃ গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স
৪৪৮. BIOS কম্পিউটারের কোথায় সংরক্ষিত থাকে?
উত্তরঃ রম/ROM
৪৪৯. CPU এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ Central processing unit
৪৫০. দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
উত্তরঃ উইন্ডোজ, আইওএস
৪৫১. www, HTML, DVD, ipod ইত্যাদি কোন কম্পিউটার প্রজন্মের উল্লেখযোগ্য আবিষ্কার?
উত্তরঃ ৪র্থ প্রজন্মের
৪৫২. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কী?
উত্তরঃ UNIVAC
৪৫৩. জাতীয় শিশু দিবস কত তারিখ?
উত্তরঃ ১৭ই মার্চ
৪৫৪. 'মুজিব একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ শ্যাম বেনেগাল
৪৫৫. পদ্মা সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
৪৫৬. জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর লিখুন।
উত্তরঃ ৯৯৯
৪৫৭. ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
উত্তরঃ রংপুর
৪৫৮. গাইবান্ধায় সংসদীয় আসন কয়টি?
উত্তরঃ ৫টি
৪৫৯. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
১০:৬
৪৬০. পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়?
উত্তরঃ ইস্ট
৪৬১. সাজেক উপত্যকা কোন জেলায়?
উত্তরঃ রাঙ্গামাটি
৪৬২. বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করে?
উত্তরঃ জুলিও কুরি
৪৬৩. কত সালে পূর্ব পাকিস্থানে গণঅভ্যুাত্থান সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে
৪৬৪. কে কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তরঃ এ কে ফজলুল হক; ২৩ মার্চ ১৯৪০
৪৬৫. বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা ও সুলতানী শাসনের অবসান ঘটে ইংরেজি কত সালে?
উত্তরঃ ১৫২৬ সালে ও ১৫৩৮ সালে
৪৬৬. বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে?
কাজী নজরুল ইসলাম
৪৬৭. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এর মধ্যে নৌ সেক্টর কত নম্বরভুক্ত ছিল?
উত্তরঃ ১১টি; ১০ নং সেক্টর
৪৬৮. মাচুপিচু (Machu Picchu) কোন সভ্যতার নিদর্শন? এটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইনকা সভ্যতা; পেরু
৪৬৯. OIC এর পূর্ণরূপ কি? এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
OIC = Organisation of Islamic Cooperation
সদর দপ্তরঃ জেদ্দা, সৌদি আরব।
৪৭০. বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা ও উপজেলা কোনটি?
উত্তরঃ চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ ।