আন্তর্জাতিক সংস্থা , সংগঠন , সদর দপ্তর ও জোটসমুহ
০১ ) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ ১৯৬১ সালে , বেলগ্রেডে ।
০২ ) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য ? ➫ উগান্ডা ।
০৩ ) ইসলামিক সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষা কয়টি ? ➫ ৩ টি ।
০৪ ) বাংলাদেশ কবে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? ➫ ১৯৭৪ সালে ।
০৫ ) আরবলীগ গঠিত হয় কবে ? ➫ ১৯৪৫ সালের ২২ মার্চ ।
০৬ ) ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত ? ➫ ১২০ ।
০৭ ) বান্দুং কোথায় অবস্থিত ? ➫ ইন্দোনেশিয়ায় ।
০৮ ) বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ? ➫ ৩২ তম ।
০৯ ) কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত ? ➫ ৫২ ।
১০ ) পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি ? ➫ জিসিসি ।
১১ ) বাংলাদেশ কতসালে কমনওয়েলেথের সদস্যপদ লাভ করে ? ➫ ১৯৭২ সালে ।
১২ ) ইসলামি সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় ? ➫ জেদ্দা ।
১৩ ) ইসলামি সম্মেলন সংস্থার বর্তমান নাম কি ? ➫ অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ।
১৪ ) আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কত ? ➫ ৫৫ টি ।
১৫ ) ন্যাম এর সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ কারাকাস , ভেনিজুয়েলা ।
১৬ ) কমনওয়েলথভুক্ত কোন দেশ বৃটিশ শাসনের অধীনে ছিল না ? ➫ মোজাম্বিক ।
১৭ ) কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাষ্ট্রের রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে ? ➫ অস্টেলিয়া ।
১৮ ) আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ? ➫ আদ্দিস আবাবা ।
১৯ ) ২০১৭ সালে ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কোথায় অনুষ্ষ্ঠিত হয় ? ➫ আবিদজম ।
২০ ) কমনওয়েলথভুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ ? ➫ কানাডা ।
২১ ) কোন সম্মেলনের উপর ভিত্তি করে ন্যাম সম্মেলন প্রতিষ্ঠিত হয় ? ➫ বান্দুং সম্মেলন ।
২২ ) ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ? ➫ ২৯ টি ।
২৩ ) ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি ? ➫ মন্টিনিগো ।
২৪ ) ন্যাটো চুক্তি স্বাক্ষরিত হয় কখন ? ➫ ৪ এপ্রিল , ১৯৪৯ ।
২৫ ) ন্যাটোর সদর দপ্তর কোথায় ? ➫ বেলজিয়াম ।
২৬ ) কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য ? ➫ তুরস্ক ।
২৭ ) ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ? ➫ ব্রাসেলস ।
২৮ ) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ? ➫ WTO .
২৯ ) সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৮৫ সালে ।
৩০ ) সার্কের সদর দপ্তর / সচিবালয় কোথায় ? ➫ কাঠমুন্ডু ।
৩১ ) ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ থিম্পু ।
৩২ ) ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা কবে চালু হয় ? ➫ ১ জানুয়ারি ১৯৯৯ ।
৩৩ ) BIMSTEC এর সচিবালয় কোথায় অবস্থিত ? ➫ বাংলাদেশে ।
৩৪ ) সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ? ➫ ৮ টি ।
৩৫ ) শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশের বনভুমির পরিমাণ সবচেয়ে বেশি ? ➫ শ্রীলঙ্কা ।
৩৬ ) সার্কের সর্বশেষ সদস্য কোনটি ? ➫ আফগানিস্তান ।
৩৭ ) সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ? ➫ নয়াদিল্লী ।
৩৮ ) সার্কভূক্ত দেশে গুলোর মধ্যে শিক্ষিত লোকের হার সবচেয়ে বেশি কোন দেশে ? ➫ মালদ্বীপ ।
৩৯ ) সার্ক ফোয়ারার ভাস্কর কে ? ➫ নিতুন কুন্ড ।
৪০ ) সার্কভূক্ত দেশেগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি ? ➫ মালদ্বীপ ।
৪১ ) ওপেকভূক্ত অআরবীয় দেশ কোনটি ? ➫ ইরান ।
৪২ ) WTO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৪৩ ) BIMSTIC কোন ধরনের সংস্থা ? ➫ অর্থনৈতিক ।
৪৪ ) CIRDAP এর সদর দপ্তর কোথায় ? ➫ ঢাকা ।
৪৫ ) OPEC এর সর্বশেষ সদস্য কোন দেশ ? ➫ ইকুয়েটোরিয়াল গায়েনা ।
৪৬ ) OPEC এর বর্তমান সদস্য কয়টি ? ➫ ১৪ টি ।
৪৭ ) BRICS এর সদর দপ্তর কোথায় ? ➫ সাংহাই ।
৪৮ ) G -7 এর একমাত্র এশীয় দেশ কোনটি ? ➫ জাপান ।
৪৯ ) AU কোন মহাদেশের সংগঠন ? ➫ আফ্রিকা ।
৫০ ) টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ( SDG ) অর্জনের লক্ষমাত্রা কত ? ➫ ২০১৬ - ২০৩০ সাল ।
৫১ ) ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত ? ➫ ২৮ ।
৫২ ) ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ইউরো গ্রহণ করেনি ? ➫ ইংল্যান্ড ।
৫৩ ) আসিয়ানের সদর দপ্তর কোথায় ? ➫ জার্কাতা ।
৫৪ ) WTO এর ১৪৬ তম সদস্য দেশ কোনটি ? ➫ আফগানিস্তান ।
৫৫ ) কোন সালে উত্তর আমেরিকায় নাফটা চুক্তি স্বাক্ষরিত হয় ? ➫ ১৯৯৩ সালে ।
৫৬ ) BIMSTIC এর সদস্য কসংখ্যা কত ? ➫ ৭ ।
৫৭ ) ইকো এর সদর দপ্তর কোথায় ? ➫ তেহেরান ।
৫৮ ) ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত ? ➫ স্ট্রান্সবার্গ ।
৫৯ ) বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে ? ➫ ভেনেজুয়েলা ।
৬০ ) আন্তর্জাতিক ধান গবেষণা কোথায় অবস্থিত ? ➫ ফিলিপিন্স ।
৬১ ) ইউরোপের কতটি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে ? ➫ ১৯ টি ।
৬২ ) গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা ? ➫ নেদারল্যান্ড ।
৬৩ ) অক্সফার্ম এর সদর দপ্তর কোথায় ? ➫ লন্ডন ।
৬৪ ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় ? ➫ লন্ডন ।
৬৫ ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সাথে যুক্ত ? ➫ মানবাধিকার সংরক্ষণ ।
৬৬ ) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে ? ➫ হেনরি ডুরান্ড ।
৬৭ ) রেডক্রসের সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভায় ।
৬৮ ) ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় ? ➫ জার্মানি ।
৬৯ ) বিশ্ব রোটারি ক্লাবের হেড অফিস কোথায় ? ➫ ইভানস্টন , ইলিনয় , যুক্তরাষ্ট্র ।
৭০ ) ব্লাক ওয়াটার কী ? ➫ গোয়েন্দা সংস্থা ।
৭১ ) ‘ মোসাদ ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা ? ➫ ইসরাইল ।
৭২ ) ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ? ➫ লিঁও ।
৭৩ ) ‘ ফেয়ার ফ্যাক্স ’ কী ? ➫ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ।
৭৪ ) ‘ এফবিআই ’ কি ? ➫ একটি গোয়েন্দা সংস্থা ।
৭৫ ) BRIC Countries বলতে কী বুঝায় ? ➫ ব্রাজিল , রাশিয়া , চীন ও ভারত ।
৭৬ ) আল শাবাব কোন দেশের সংগঠন ? ➫ সোমালিয়া ।
৭৭ ) ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন ? ➫ ইরাক ও সিরিয়া ।
৭৮ ) বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায় ? ➫ বার্ণ ।
৭৯ ) হামাস কোন দেশের সংগঠন ? ➫ ফিলিস্তিন ।
৮০ ) রেড আর্মি কোন দেশের গেলিলা সংগঠন ? ➫ জাপান ।