০১ ) মেসোপটেমিয়া কোন দেশের পূর্বনাম ? ➫ ইরাক ।
০২ ) পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ? ➫ মেসোপটেমিয়া ।
০৩ ) সুমেরীয় সভ্যতা কেথায় গড়ে উঠেছিল ? ➫ মেসোপটেমিয়ায় ।
০৪ ) ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত ? ➫ ইরাক ।
০৫ ) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে কোথায় ? ➫ ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে ।
০৬ ) কারা সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন ? ➫ ক্যালডীয়রা ।
০৭ ) কারা ববর্ণমালার উদ্ভব করেন ? ➫ ফিনিশিয়রা ।
০৮ ) পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি ? ➫ জেরিকো ।
০৯ ) কোন দেশে গনতন্তের সূচনা হয়েছিল ? ➫ গ্রিস ।
১০ ) ‘ এলাম , দেখলাম , জয় করলাম ’ - ➫ জুয়িয়াস সিজার ।
১১ ) ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল ? ➫ নেবুচাঁদ নেজার ।
১২ ) মিশরীয় লিপির নাম কি ? ➫ হায়ারোগ্লিফিক ।
১৩ ) আরবের নাইটেঙ্গেল বলা হয় কাকে ? ➫ উম্মে কুলসুমকে ।
১৪ ) কোন খলিফার আমলে হিজরি সাল গণনা শুরু হয় ? ➫ হযরত ওমর ( রাঃ )
১৫ ) যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায় ? ➫ জেরুজালেম ।
১৬ ) জাপান পাল হারবার আক্রমণ করে কবে ? ➫ ৭ ডিসেম্বর , ১৯৪১ ।
১৭ ) কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় ? ➫ জাপান ।
১৮ ) হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি ? ➫ লিটল বয় ।
১৯ ) জুলিয়াস সিজার কেন বিখ্যাত ? ➫ রোমান সম্রাট হিসেবে ।
২০ ) আদিম যুগের মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি ? ➫ আগুন ।
২১ ) ‘ স্ফিংস ’ কোথায় অবস্থিত ? ➫ মিশরে ।
২২ ) আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ? ➫ জেরুজালেম ।
২৩ ) ইমরুল কায়েস কোন ভাষার কবি ছিলেন ? ➫ আরবি ।
২৪ ) শিখদের ধর্মগ্রন্থের নাম কি ? ➫ গ্রন্থসাহিব ।
২৫ ) মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কখন ? ➫ ১৯৮২ সালে ।
২৬ ) জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ? ➫ কুরিল দ্বীপপুন্জ ।
২৭ ) পূর্ব তিমুর এর বর্তমান মর্যাদা কি ? ➫ একটি স্বাধীন দেশ ।
২৮ ) বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত ? ➫ টোকিওতে ।
২৯ ) কোন দেশটি অতীতে অন্য দেশের উপনিবেশ ছিল না ? ➫ থাইল্যান্ড ।
৩০ ) উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি ? ➫ কেসি এন এন ।
৩১ ) সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ? ➫ ইন্দোনেশিয়া ।
৩২ ) ‘ স্টাচু অব পিচ ’ কোন শহরে অবস্থিত ? ➫ নাগাসাকি ।
৩৩ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিল ? ➫ জাপান ।
৩৪ ) হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন ? ➫ ভিয়েতনাম ।
৩৫ ) ‘ নাসাকা ’ কোন দেশের বর্ডার ফোর্স ? ➫ মায়ানমার ।
৩৬ ) কম্বোডিয়ার রাজধানীর নাম কি ? ➫ নমপেন ।
৩৭ ) ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি ? ➫ গারুদা ।
৩৮ ) মালয়েশিয়ার মুদ্রার নাম কি ? ➫ রিংগিট ।
৩৯ ) মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের ? ➫ সিঙ্গাপুর ।
৪০ ) জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ? ➫ ইন্দোনেনশিয়া ।
৪১ ) ‘ বান্দা আছেহ ’ কোথায় অবস্থিত ? ➫ ইন্দোনেশিয়া ।
৪২ ) স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ? ➫ ইন্দোনেশিয়া ।
৪৩ ) কম্বোডিয়ার রাজতন্ত্রের বিলোপ করেন কে ? ➫ প্রিন্স নারাধম সিহানুক ।
৪৪ ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয় ? ➫ ১৯৪৫ সালে ।
৪৫ ) পিং পং অর্থ কি ? ➫ টেবিল টেনিস ।
৪৬ ) বর্তমান বিশ্বে ‘ নিউ সিল্ক রোড ’ এর প্রবক্তা কোন দেশ ? ➫ চীন ।
৪৭ ) ' The Art of War ' -গ্রন্থের লেখক কে ? ➫ সুন জু ।
৪৮ ) প্রথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ? ➫ মান্দারিন ।
৪৯ ) কনফুসিয়াস কে ? ➫ দার্শনিক ।
৫০ ) ‘ তিয়েন আনমেন স্কোয়ার ’ কোথায় অবস্থিত ? ➫ বেইজিং ।
৫১ ) হংকং চীনের সাথে একীভূত হয় কখন ? ➫ ১ জুলাই , ১৯৯৭ ।
৫২ ) কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৪৮ সালে ।
৫৩ ) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ? ➫ আলজেরিয়া ।
৫৪ ) পিএলও এর সদর দপ্তর কোথায় ? ➫ প্যালেস্টাইনের রামাল্লায় ।
৫৫ ) ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ? ➫ মিশর ।
৫৬ ) ‘ গোলান মালভূমি ’ কোন দুই দেশের মধ্যে সংঘর্ষের কারণ ? ➫ ইসরাইল ও সিরিয়া ।
৫৭ ) বর্তমান ইসরাইলয়ের অধিবাসীরা কাদের বংশধর ? ➫ হিব্রুদের ।
৫৮ ) খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভাষা কি ? ➫ ইবরাণী ।
৫৯ ) ‘ বেলফোর ঘোষণা ’ কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পকিত ? ➫ ইসরায়েল ।
৬০ ) Walling Wall কোথায় অবস্থিত ? ➫ জেরুজালেম ।
৬১ ) আরব বসন্ত বলতে কী বুঝায় ? ➫ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ ।
৬২ ) আবু গারিব কি ? ➫ একটি কারাগার ।
৬৩ ) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ? ➫ তুরস্কে ।
৬৪ ) ‘ আলেপ্পো ’ শহরটি কোথায় অবস্থিত ? ➫ ইরাক ।
৬৫ ) ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ? ➫ ইরাক ।
৬৬ ) কারবালা কোথায় অবস্থিত ? ➫ ইরাক ।
৬৭ ) কতসালে ইরানে বিপ্লবব সংগঠিত হয় ? ➫ ১৯৭৯ সালে ।
৬৮ ) দুই ইউমেন একত্রিত হয় কতসালে ? ➫ ১৯৯০ সালে ।
৬৯ ) গ্রে উলফ নামে কে পরিচিত ? ➫ কামাল আর্তাতুক ।
৭০ ) নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন ? ➫ রাজা জ্ঞানেন্দ্র ।
৭১ ) কোথায় সেনাবহিনী নেই ? ➫ মালদ্বীপ ।
৭২ ) দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি ? ➫ ভুপেন হাজারিকা সেতু ।
৭৩ ) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ? ➫ মার্গারেট থ্যাচার ।
৭৪ ) আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ? ➫ মালদ্বীপ ।
৭৫ ) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ? ➫ খান আবদুল গাফফার খান ।
৭৬ ) ভারতের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি ? ➫ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ।
৭৭ ) কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? ➫ ভারত ও নেপাল ।
৭৮ ) ভারতের কোন শহরকে Wifi শহর বলা হয় ? ➫ বেঙ্গালুর ।
৭৯ ) ' Wings of Fire ' গ্রন্থের লেখক কে ? ➫ এপিজে আব্দুল কালাম ।
৮০ ) ‘ ব্লাককেট ’ কোন দেশের কমান্ডো বাহিনী ? ➫ ভারত ।
৮১ ) ‘ কুতুব মিনার ’ কোথায় অবস্থিত ? ➫ ভারতে ।
৮২ ) মহাত্বা গান্ধীর হত্যাকারী কে ? ➫ নাথুরাম গর্ডসে ।
৮৩ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ➫ ইন্দিরা গান্ধী ।
৮৪ ) ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন ? ➫ দাদাভাই নওরোজি ।
৮৫ ) বার্সালোনা নগরী কোথায় অবস্থিত ? ➫ স্পেনে ।
৮৬ ) পাবলো পিকাসো কে ছিলেন ? ➫ চিত্রশিল্পী ।
৮৭ ) বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত ? ➫ বেলজিয়াম ।
৮৮ ) মাইকেল অ্যান্জেলো কোন দেশের শিল্পী ছিলেন ? ➫ ইতালি ।
৮৯ ) ইউরোপে রেঁনেসা শুরু হয় কোন শতাব্দীতে ? ➫ চতুর্দশ শতাব্দীতে ।
৯০ ) লৌহ মানবী নামে খ্যাত কে ? ➫ মার্গারেট থ্যাচার ।
৯১ ) ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ? ➫ লন্ডন ।
৯২ ) মৃত্যু হচ্ছে নিছক ‘ A short Sleep ’ - এই উক্তিটি কার ? ➫ বায়রনের ।
৯৩ ) গীনিচ মানমন্দির কোথায় অবস্থিত ? ➫ যুক্তরাজ্যে ।
৯৪ ) জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ? ➫ ব্রিটেন ।
৯৫ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্তী কে ছিলেন ? ➫ চার্চিল ।
৯৬ ) ১০ নং ড্রাইনিং স্ট্রীট কি ? ➫ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ।
৯৭ ) ‘ লেডি উইথ দ্যা ল্যাম্প ’ - কার উপাধি ? ➫ ফ্লোরেনন্স নাইটেঙ্গেল ।
৯৮ ) পলমল কী ? ➫ লন্ডনের একটি রাজপথ ।
৯৯ ) ' War and Peace ' - গ্রন্থের রচয়িতা কে ? ➫ লিও টলস্টয় ।
১০০ ) রাশিয়ার পার্লামেনেন্টর নিম্নকক্ষের নাম কি ? ➫ ডুমা ।
১০১) ‘ গ্লাসনস্ত ’ অর্থ কি ? ➫ খোলামেলা আলোচনা ।
১০২) রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কবে ? ➫ ১৯১৭ সালে ।
১০৩) সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র করা হয় ? ➫ ১৫ টি ।
১০৪) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ? ➫ প্যারিস ।
১০৫) কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ? ➫ ১৭৮৯ সালে ।
১০৬) বাস্তিল দূর্গের পতন ঘটেছিল কবে ? ➫ ১৪ জুলাই , ১৭৮৯ ।
১০৭) এলিসি প্রাসাদ কোথায় অবস্থিত ? ➫ প্যারিস ।
১০৮) ভার্সাই নগরী কোথায় অবস্থিত ? ➫ ফ্রান্সে ।
১০৯) কোথায় ‘ বিগ ব্যাং ’ এর পরীক্ষা করা হয় ? ➫ ফ্রান্স - সুইজারল্যান্ড সীমান্তে ।
১১০) ‘ ল্যুভর মিউজিয়াম ’ কোন দেশে অবস্থিত ? ➫ ফ্রান্সে ।
১১১) বার্লিন দেয়াল কতসালে নির্মিত হয় ? ➫ ১৯৬১ সালে ।
১১২) ‘ যুদ্ধই জীবন , যুদ্ধই সার্বজনীন ’ - উক্তিটি কার ? ➫ হিটলার ।
১১৩) দুই জার্মানি একত্রিত হয় কতসালে ? ➫ ১৯৯০ সালে ।
১১৪) কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় ? ➫ সেন্ট হেলেনা ।
১১৫) বার্লিন প্রাচীরের ধর্বংস করা হয় কখন ? ➫ ১৯৮৯ সালের ৯ নভেম্বর ।
১১৬) বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে ? ➫ অ্যান্জেলো মার্কেল ।
১১৭) তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত ? ➫ কায়রো ।
১১৮) নক্রুমা কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ ঘানা ।
১১৯) সুয়েজ খাল কোন বৎসর চালু করা হয় ? ➫ ১৮৬৯ সালে ।
১২০) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ? ➫ মরক্কোর ।
১২১) কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে ? ➫ সিয়েরা লিওন ।
১২৩) মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে ? ➫ ১৯৫২ সালে ।
১২৪) ‘ বেনগাজি শহর কোথায় অবস্থিত ? ’ ➫ লিবিয়া ।
১২৫) ‘ দারফুন ’ কি ? ➫ সুদানের একটি অঞ্চলের নাম ।
১২৬) আরব বসন্তের সূচনা হয় কোন দেশে ? ➫ তিউনিশিয়া ।
১২৭) লুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধলিপ্ত দুটি জাতির নাম কি ? ➫ হুটু ও টুটসি ।
১২৮) দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি ? ➫ জুবা ।
১২৯) দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৪ জুলাই , ২০১১ ।
১৩০) দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ? ➫ এফ ডব্লিউ ক্লার্ক ।
১৩১) নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি ? ➫ মাদিবা ।
১৩২) নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ? ➫ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ।
১৩৩) ' Long Walk to freedom ' - বইটি কার ? ➫ নেলসন ম্যান্ডেলা ।
১৩৪) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রথম প্রেসিডেন্ট কে ? ➫ জর্জ ওয়াশিংটন ।
১৩৫) ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন দল থেকে অংশগ্রহণ করেন ? ➫ রিপাবলিকান ।
১৩৬) ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট ? ➫ ৪৫ তম ।
১৩৭) গুয়াম এর গর্ভনরের নাম কি ? ➫ এ্যাডি ক্যালভো ।
১৩৮) প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় ? ➫ ইউকোসুক ।
১৩৯) যুক্তরাস্ট্রের কোন স্টেট এ Electoral vote এর সংখ্যা বেশি ? ➫ ক্যালিফোর্নিয়া ।
১৪০) চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী ব্যাক্তির নাম কি ? ➫ যুক্তরাষ্ট্রের নেল আর্মস্ট্রং ।
১৪১) নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ? ➫ যুক্তরাষ্ট্র ।
১৪২) ‘ ওয়াল সস্ট্রীট ’ কোথায় অবস্থিত ? ➫ নিউইর্য়ক ।
১৪৩) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ? ➫ ফ্রাংকলিন রুজভেল্ট ।
১৪৪) রেড ইন্ডিয়ান কারা ? ➫ আমেরিকার আদি আদিবাসী ।
১৪৫) ' I have a dream ' - শীর্ষক ভাষণটি কার ? ➫ মার্টিন লুথার কিং ।
১৪৬) গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত ? ➫ কিউবা ।
১৪৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা কততম প্রেসিডেন্ট ছিলেন ? ➫ ৪৪ তম ।
১৪৮) মার্কিন প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর ? ➫ ৪ বছর ।
১৪৯) জাপান পার্ল হারবার আক্রমণ করে কতসালে ? ➫ ১৯৪১ সালে ।
১৫০) হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত ? ➫ ওয়াশিংটনে ।
১৫১) বারাক হোসাইন ওবামা কোন দেশের অধিবাসী ছিলেন ? ➫ কেনিয়ার ।
১৫২) টাইটানিক জাহাজ কতসালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় ? ➫ ১৯১২ সসালে ।
১৫৩) জিমি কাটার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন ? ➫ ৩৯ তম ।
১৫৪) কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কতসালে মারা যান ? ➫ ২৫ নভেম্বর , ২০১৬ ।
১৫৫) বিপ্লবী চে গুয়েভারার জন্মস্থান কোথায় ? ➫ আর্জেন্টিনা ।
১৫৬) স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল ? ➫ অস্টেলিয়া ।
১৫৭) গ্রেট বেরিয়ার রীপ কোথায় অবস্থিত ? ➫ প্রশান্ত মহাসাগরে ।
১৫৮) কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় ? ➫ নিউজিল্যান্ড ।
১৫৯) ফিজি কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ? ➫ ব্রিটেনের ।
১৬০) মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কখন ভোটাধিকার পায় ? ➫ ১৯২০ সালে ।