Idioms & Phrase


০১) ABC ➫ প্রাথমিক জ্ঞান ।

০২) A fools paradise ➫বোকার স্বর্গ ।

০৩) All in all ➫ সর্বেসর্বা ।

০৪) Apple of discord ➫ বিবাদের বিষয় ।

০৫) A bolt from the blue ➫ বিনা মেঘে বজ্রপাত ।

০৬) A foregone conclusion ➫ চুড়ান্ত ফল ।

০৭) Add fuel to the flame ➫ অগ্নিতে গৃহাহুতি দেওয়া ।

০৮) Apple of one's eye ➫ নয়নের মনি ।

০৯) At daggers down ➫ সাপে নেউলে ।

১০) Achilles hill ➫ দুর্বলতা ।

১১) All at once ➫ হঠাৎ ।

১২) At a low ebb ➫ হ্রাসমান ।

১৩) At a stretch ➫ একটানা ।

১৪) At shake ➫ বিপদাপন্ন ।

১৫) A fantasy ➫ কল্পিত কাহিনী ।

১৬) At first sight ➫ প্রথম দেখায় ।

১৭) At large ➫ স্বাধীনভাবে ।

১৮) Acid test ➫ অগ্নি পরীক্ষা ।

১৯) A hot potato ➫ খারাপ অবস্থা ।

২০) A best seller ➫ অধিক পরিমাণ বিক্রি ।

B

২১) Black and blue ➫ নির্দয়ভাবে পিটানো ।

২৩) Blue blood ➫ আভিজাত্য ।

২৪) Bad blood ➫ শত্রতা ।

২৫) Bag and baggag ➫ সবকিছুসহ ।

২৬) Black Sheep ➫ কুলাঙ্গার

২৭) Brown study ➫ দিবাস্বপ্ন ।

২৮) Beggar Description ➫ বর্ণনাতীত ।

২৯) By the by ➫ প্রসঙ্গ ক্রমে ।

৩০) Big guns ➫ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ।

৩১) By turns ➫ পালাক্রমে ।

৩২) By means of ➫ উপায়ে ।

৩৩) Burning question ➫ আলোচনার বিষয় ।

৩৪) By dint of ➫ গুণে ।

৩৫) By hook or by crook ➫ যেকোন উপায়ে ।

৩৬) Build castle in the air ➫ আকাশ - কুসুম কল্পনা ।

৩৭) Bone of contention ➫ বিবাদের বিষয় ।

৩৮) Bring to book ➫ শাস্তি দেওয়া ।

৩৯) By fits and starts ➫ অনিয়মিতভাবে ।

৪০) Bear out ➫ সমর্থন করা ।

C

৪১) Castle in the air ➫ আকাশ কুসুম চিন্তা ।

৪২) Cock and bull story ➫ আসাঢ়ে গল্প / বানানো গল্প ।

৪৩) Cut and thrust ➫ হাতাহাতি করা ।

৪৪) Capital punishment ➫ মৃত্যুদন্ড দেওয়া ।

৪৫) Close - fisted man ➫ কৃপণ ব্যক্তি ।

৪৬) Cold war ➫ স্নায়ুযুদ্ধ ।

৪৭) Come to light ➫ প্রকাশ পাওয়া ।

৪৮) Cry wolf ➫ মিথ্যা শোরগোল করা ।

৪৯) Crying need ➫ অতীব জরুরি ।

৫০) Crocodile tears ➫ মায়াকান্না ।

৫১) Cats and dogs ➫ মুষলধারে ।

৫২) Chip of the old block ➫ বাপকা বেটা ।

৫৩) Caught sight of ➫ দেখতে পাওয়া ।

৫৪) Come into force ➫ কার্যকর হওয়া

D

৫৫) Dilly-dally ➫ সময় নষ্ট করা ।

৫৬) Dead letter ➫ অচল ।

৫৭) Dog change ➫ ক্ষীণ আশা ।

৫৮) Dark horse ➫ অজ্ঞাত ব্যক্তি ।

৫৯) Dog days ➫ গরম আবহাওয়া ।

৬০) Dead of Night ➫ মধ্যরাত্রি ।

৬১) Dead beat ➫ ক্লান্ত ।

E

৬২) End in smoke ➫ ব্যর্থ হওয়া ।

৬৩) Ever and anon ➫ প্রায়ই ।

৬৪) Elbow - room ➫ কাজ করার পর্যাপ্ত জায়গা ।

F

৬৫) Fish out of water ➫ অস্বস্তিকর ।

৬৬) Far cry ➫ বহুদুর ।

৬৭) Far and away ➫ খুব বেশি ।

৬৮) Fare and fury ➫ উত্তেজনা ।

৬৯) Fair weather friend ➫ সুসময়ের বন্ধু ।

৭০) Fair play ➫ ন্যায় বিচার ।

৭১) Fresh and blood ➫ রক্ত মাংসের ।

৭২) For good ➫ চিরদিনের জন্য ।

৭৩) Fight shy of ➫ এড়িয়ে চলা ।

৭৪) From time to time ➫ মাঝে মাঝে ।

৭৫) Forgone conclusion ➫ পূর্বানুমিত ফল ।

৭৬) First language ➫ মাতৃভায়া ।

৭৭) Fag End ➫ সর্বশেষ ।

৭৮) Fall into line ➫ সম্মত হওয়া / রাজি হওয়া ।

৭৯) Friends and foe ➫ শত্রু - মিত্র ।

G

৮০) Go to the dogs ➫ গোল্লায় যাওয়া / নষ্ট হয়ে যাওয়া ।

৮১) Gala day ➫ উৎসবের দিন ।

৮২) Get rid of ➫ মুক্তি পাওয়া ।

৮৩) Get by heart ➫ মুখস্ত করা ।

৮৪) Greek and Latin ➫ কঠিন ।

৮৫) Green eye ➫ হিংসুটে ।

৮৬) Give a hand ➫ সাহায্য করা ।

H

৮৭) Hard and fast ➫ ধরাবাধা ।

৮৮) Heart and soul ➫ মনেপ্রাণে ।

৮৯) Hair breath escape ➫ অল্পের জন্য বেঁচে যাওয়া ।

৯০) Hard nut to crack ➫ জটিল সসমস্যা ।

৯১) Heart and Heart ➫ মনখোলা ।

৯২) Hold water ➫ গ্রহণযোগ্য ।

৯৩) Hue and cry ➫ শোরগোল ।

৯৪) House of cards ➫ তাসের ঘর ।

৯৫) Host in oneself ➫ একাই একশ ।

৯৬) Hole and corner ➫ লুকোচুরি ।

৯৭) Hand to mouth ➫ দিনে আনে দিনে খায় ।

I

৯৮) In vain ➫ বৃথা ।

৯৯) Irony of fate ➫ ভাগ্যের নির্মম পরিহাস ।

১০০) In a fix ➫ সমস্যায় পড়া ।

১০১) In a hurry ➫ তাড়াহুডোর মধ্যে ।

১০২) In a nutshell ➫ সংক্ষেপে ।

১০৩) In any case ➫ যেকোনভাবেই ।

১০৪) In hot water ➫ বিষণ বিপদ ।

১০৫) In lieu of ➫ পরিবর্তে ।

১০৬) In the guise of ➫ ছদ্মবেশে ।

১০৭) In the long run ➫ পরিণামে ।

১০৮) In order to ➫ অনুসারে ।

১০৯) Ins and outs ➫ খুটিনাটি ।

J

১১০) Jac of all tears ➫ সর্বজান্তা ।

১১১) Jaundiced eye ➫ কুসংস্কার ।

১১২) Joy trot ➫ ধীর গতি ।

K

১১৩) Key stone ➫ মূলনীতি ।

১১৪) Kith and kin ➫ আত্বীয় - স্বজন ।

১১৫) Kiss the dust ➫ আত্মসর্মপণ করা ।

১১৬) Kick the bucket ➫ মারা যাওয়া ।

L

১১৭) Laughing stock ➫ হাসির পাত্র ।

১১৮) Lay down ➫ আত্মহুতি ।

১১৯) Lame excuse ➫ বাজে ওঝর ।

১২০) Laugh in one's sleeves ➫ গোপনে হাঁসা ।

১২১) Learn by heart ➫ মুখস্ত করা ।

১২৩) Level best ➫ সাধ্যমত ।

১২৪) Lion's share ➫ সিংহভাগ ।

১২৫) Life and soul ➫ প্রাণ ।

১২৬) Lot of ➫ প্রচুর ।

১২৭) Look after ➫ দেখাশুনা করা ।

M

১২৮) Make good ➫ ক্ষতিপূরণ ।

১২৯) Man of straw ➫ অপর্দাথ ।

১৩০) Man of Mark ➫ বিখ্যাত ।

১৩১) Man of letters ➫ বিদ্বান ।

১৩২) Maiden speech ➫ প্রথম বক্তব্য ।

১৩৩) Man of word ➫ এক কথার লোক ।

১৩৪) Milk and water ➫ ভীরু ।

১৩৫) Milk and honey ➫ প্রাচুর্যতা ।

N

১৩৬) Narrow escape ➫ অল্পের জন্য বেঁচে যাওয়া ।

১৩৭) Neck and crop ➫ আপাদমস্তক ।

১৩৮) Nip in the bud ➫ অঙ্কুরে বিনাশ ।

১৩৯) Nul and void ➫ বাতিল করা ।

১৪০) Nick of Time ➫ ঠিক সময়ে ।

O

১৪১) Offand on ➫ মাঝে মাঝে ।

১৪২) On the whole ➫ মোটের উপর ।

১৪৩) On the other hand ➫ অন্যথায় ।

১৪৪) Oil the wheel ➫ ভদ্র হওয়া ।

১৪৫) Out and out ➫ হাড়ে হাড়ে ।

১৪৬) On the eve of ➫ প্রাক্কালে ।

১৪৭) Out of date ➫ অপ্রচলিত ।

১৪৮) Open secreat ➫ গোপন হলে ও সবার জানা ।

P

১৪৯) Part and parcel ➫ অবিচ্ছেদ্য অংশ ।

১৫০) Pick one's pocket ➫ পকেট মারা ।

১৫১) Put up with ➫ সহ্য করা ।

১৫২) Pandora's box ➫ বিড়ম্বনাপূর্ণ উপহার ।

R

১৫৩) Read between the line ➫ অর্থ খোঁজা ।

১৫৪) Root and branch ➫ সম্পূর্ণরুপে ।

১৫৫) Red letter day ➫ স্মরণীয় দিন ।

১৫৬) Red - handed ➫ হাতে - নাতে ।

১৫৭) Rack and ruin ➫ ধ্বংস ।

S

১৫৮) Swan song ➫ শেষ কাজ ।

১৫৯) Soft soap ➫ উদ্দেশ্য সাধনের জন্য তোষামোদ ।

১৬০) Slow coach ➫ খুব অলস ।

১৬১) Speed money ➫ ঘুষ ।

১৬২) Silver lining ➫ দূভাগ্য সান্ত্রনা ।

১৬৩) Stumbling block ➫ বাধা ।

১৬৪) Shifts and changes ➫ উত্থান - পতন ।

১৬৫) Short temper ➫ রগচটা ।

১৬৬) Sharp practice ➫ ঠগবাজি করা ।

১৬৭) Strom in a cup of tea ➫ ‍তুচ্ছ বিষয়ে বিবাদ ।

১৬৮) Sixs and seven ➫ এলোমেলো ।

T

১৬৯) Thick and thin ➫ বাধা বিপত্তির মধ্যে ।

১৭০) To the point ➫ সুসঙ্গত ।

১৭১) Three score ➫ বিশ ।

১৭২) Take one to task ➫ তিরস্কার করা ।

১৭৩) Tittle - tattle ➫ বাজে গল্প ।

১৭৪) Tooth and nail ➫ সর্বশক্তি দিয়ে ।

U

১৭৫) Ups and down ➫ উত্থান পতন ।

১৭৬) Up and doing ➫ তৎপর ।

১৭৭) Utopian scheme ➫ আকাশ - কুসুম ।

১৭৮) Upper hand ➫ কতৃত্ব ।

W

১৭৯) Weal and woe ➫ সুখ - দুঃখ ।

১৮০) Well to - do ➫ স্বচ্ছল ।

১৮১) White elephant ➫ ব্যয়সাধ্য ।

১৮২) White lie ➫ ডাহা মিথ্যা ।

১৮৩) Widow's mite ➫ দারিদ্রের ক্ষুদ্র দান ।

১৮৪) Wild goose chase ➫ পন্ডশ্রম ।

১৮৫) With flying colours ➫ বিজয়ী হওয়া ।