Translation


বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
অ - বর্ণ
1
বাংলা:অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়।
English:Even death is preferable than bondage.
2
বাংলা:অভাবে স্বভাব নষ্ট।
English:Necessity knows no law.
3
বাংলা:অতি চালাকের গলায় দড়ি।
English:Too much cunning overreaches itself.
4
বাংলা:অতি লোভে তাতি নষ্ট।
English:To kill the goos ethat lays golden eggs.
5
বাংলা:অতি লোভে তাতি নষ্ট।
English:All covet, all lost.
6
বাংলা:অতি ভক্তি চোরের লক্ষন।
English:Too much courtesy, full of craft.
7
বাংলা:অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
English:Too many cooks spoil the broth.
8
বাংলা:অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
English:A friend in need is a friend indeed.
9
বাংলা:অল্প বিদ্যা ভয়ংকরী।
English:A little learning is a dangerous thing.
10
বাংলা:অপচয়ে অভাব ঘটে।
English:Waste not, want not.
11
বাংলা:অন্ধকারে ঢিল মারা।
English:Beat about the bush.
12
বাংলা:অন্ধের কিবা রাত্রি কিবা দিন।
English:Day and night are alike to a blind man.
13
বাংলা:অপ্রিয় সত্য কথা বলতে নেই।
English:Do not speak an unpleasant truth.
14
বাংলা:অরণ্যে রোদন/বৃথা চেষ্টা।
English:Crying in the wilderness.
15
বাংলা:অর্থই অন অনর্থের মূল।
English:Money is the root cause of all unhappiness.
16
বাংলা:অহংকার পতনের মূল।
English:Pride geoth before destruction.
17
বাংলা:অহিংসা পরম ধর্ম।
English:Love is the best virtue.
18
বাংলা:অসারের গর্জন তর্জন সার।
English:An empty vessel sounds much.
19
বাংলা:খালি কলসি বাজে বেশি।
English:An empty vessel sounds much.
20
বাংলা:অভিজ্ঞতাই সর্বোত্তম শিক্ষক।
English:Experience is the best teacher.
21
বাংলা:অসৎ সঙ্গে সর্বনাশ।
English:A rotten sheep infects the flock.
22
বাংলা:অল্পবিদ্যা ভয়ংকরী।
English:A little learning is a dangerous thing.
23
বাংলা:অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
English:An idle brain is the devil’s workshop.
24
বাংলা:আয়ের অধিক ব্যয় করো না।
English:Do not live above your means.
25
বাংলা:অতি দর্পে হত লংকা।
English:Pride goes before its fall.
26
বাংলা:অহিংসা পরম ধর্ম।
English:Non-violence is a supreme virtue.
27
বাংলা:অপচয় করো না, অভাবও হবে না।
English:Waste not, want not.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
আ - বর্ণ
28
বাংলা:আপন গায়ে কুকুর রাজা।
English:Every dog is a lion at home.
29
বাংলা:আয়ের অধিক ব্যয় করো না।
English:Do not live above your means.
30
বাংলা:আকাশ কুশুম কল্পনা।
English:Build castles in the air.
31
বাংলা:আগাছার বাড় বেশি।
English:All weeds grow apace.
32
বাংলা:আগে ঘর, তবে তো পর।
English:Charity begins at home.
33
বাংলা:আঠারোমাসে বছর।
English:Tardiness.
34
বাংলা:আপনার গায়ে আপনি কুড়াল মারা।
English:To dig one’s own grave.
35
বাংলা:আপনার ভাল পাগলেও বোঝে।
English:Even a fool knows his business.
36
বাংলা:আপনি বাঁচলে বাপের নাম।
English:Self-preservation is the first law of nature.
37
বাংলা:চাচা আপন প্রাণ বাচা।
English:Self-preservation is the first law of nature.
38
বাংলা:আগুন নিয়ে খেলা।
English:To play with fire.
39
বাংলা:আদার ব্যাপারীর জাহাজের খবর।
English:The cobbler must stick to his last.
40
বাংলা:আয় বুঝে ব্যয় কর।
English:Cut your coat according to yor cloth.
41
বাংলা:আল্লাহ তাদেরই সাহায্য করেন যে নিজেদের সাহায্য করে
English:Allah helps those who helps help themselves.
42
বাংলা:আপনি ভাল তো সব ভাল।
English:To the good the world appears to be good.
43
বাংলা:আমার বড় ক্ষুধা পেয়েছে।
English:I feel very hungry.
44
বাংলা:আমার ঠান্ডা লেগেছে।
English:I have caught a cold.
45
বাংলা:আপনার চরকায় তেল দাও।
English:Mind your own business.
46
বাংলা:আপন চরকায় তেল দাও।
English:Oil your own machine.
47
বাংলা:আসলের চেয়ে সুদ মিষ্টি
English:Interest is sweeter than principal.
48
বাংলা:আপন ভাল তো জগত ভালো।
English:To the pure all things are pure.
49
বাংলা:আকাশের সীমা নাই।
English:Sky is limitless.
50
বাংলা:আকাশের সীমা নাই।
English:Sky is without boundaries.
51
বাংলা:আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলাম।
English:I have attended the convocation ceremony of dhaka university.
52
বাংলা:আমি এখন অসুস্থ অনুভব করছি।
English:I am feeling out of sorts now
53
বাংলা:আমি এখন শূন্যহস্থ।
English:I am out of money now.
54
বাংলা:আমার ব্যাক্তিগত বিষয়ে নাক গলিও না।
English:Do not involbe your nose to my personal matter.
55
বাংলা:আমি মনের সুখে গান গাচ্ছি।
English:I am singing merrily.
56
বাংলা:আমি চেষ্টার কিছু বাকি রাখিনি।
English:I have left no stone unturned.
57
বাংলা:আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো?
English:How do I get to the airport from here?
58
বাংলা:আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো?
English:How do i will go airport from here?
59
বাংলা:আমি একটি সুপারমার্কেট খুঁজছি।
English:I'm looking for a supermarket.
60
বাংলা:আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়?
English:Do you know where the closest one is?
61
বাংলা:আমি একটি সুপারমার্কেট খুঁজছি।
English:I am searching a super market.
62
বাংলা:আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়?
English:Do you know where is the nearest one?
63
বাংলা:আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান।
English:My father died when I was a child five years old.
64
বাংলা:আমাদের কেউ উপস্থিত ছিল না।
English:Neither of us was present.
65
বাংলা:আপনার পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে।
English:Your passport is expired.
66
বাংলা:আপনার পোষাকটি সে কালের।
English:Your dress is out of date.
67
বাংলা:আপনার কক্ষ নাম্বার হচ্ছে ৩বি।
English:Your seat number is 3b.
68
বাংলা:আপনার লাইসেন্স মেয়াদ অতিক্রান্ত হয়েছে।
English:Your license is expired.
69
বাংলা:আপনার টিকেটের মেয়াদ অতিক্রান্ত হয়ে গিয়েছে।
English:Your ticket is expired.
70
বাংলা:আপনার চাকুরিটা নিশ্চিত হয়েছে।
English:Your job have been confirmed.
71
বাংলা:আপনার টিকেট নিশ্চিত হয়েছে।
English:Your tickets have been confirmed.
72
বাংলা:আপনার প্রতিপাল্য আমাদের বিদ্যালয়ের ছাত্র।
English:Your ward is the student of our school.
73
বাংলা:আপনার ভাই এই বিদ্যালয়ের ছাত্র।
English:Your brother is the student of our school.
74
বাংলা:আপনি একবারে ঠিক বলেছেন।
English:You’re absolutely right.
75
বাংলা:আপনি সঠিক কথাটি বলেছেন।
English:You talk right speech.
76
বাংলা:আপনার সব কাজ সম্পূর্ণ হয়েছে আপনি এবার যেতে পারেন।
English:Your all jobs finished now you may go.
77
বাংলা:আপনার সব ঠিক আছে। এখন যেতে পারেন।
English:You’re cleared to go.
78
বাংলা:আপনাকে আরো ভাল করতে হবে।
English:You’ve to keep bettering.
79
বাংলা:আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
English:You’ve to lend your hand.
80
বাংলা:আমি তোমাকে উচিৎ শিক্ষা দিব।
English:I will teach you a lesson.
81
বাংলা:আমি ২০১৫ সালে এইচএসসি পাশ করেছি।
English:I have passed HSC in 2015.
82
বাংলা:আমি ভাত খেয়েছি।
English:I have eaten rice.
83
বাংলা:আমি তিন বছর ধরে এই কলেজে পড়ছি।
English:I have been reading in this college for three years.
84
বাংলা:আমার বোন গতকাল একটি চিঠি লিখেছে।
English:My sister wrote a letter yesterday.
85
বাংলা:আমরা স্টেশনে পোঁছার আগেই ট্রেন ছেড়ে গেল।
English:The train had left before we reached the station.
86
বাংলা:আমরা স্টেশনে পোঁছার পড় ট্রেন ছাড়িল।
English:The train left after we had reached the station
87
বাংলা:আমরা কলেজে পোঁছার আগেই ঘন্টা বাজিল।
English:The bell had rung before we reached the college.
88
বাংলা:আমরা কলেজে যাওয়ার পর ঘন্টা বাজিল।
English:The bell rang after we had reached the college.
89
বাংলা:আমরা শ্রেনীকক্ষে ঢুকার আগে শিক্ষক প্রবেশ করিল।
English:The teacher had entered the class room before we entered the class.
90
বাংলা:আমি আসিবার আগেই সে চলে গেল।
English:He had gone before i came.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ই - বর্ণ
91
বাংলা:ইচ্ছা থাকলে উপায় হয়।
English:Where there is a will, there is a way.
92
বাংলা:ইট মারলে পাটকেল খেতে হয়।
English:Tit for tat.
93
বাংলা:ইদুরটির পিছনে বিড়ালটি দোরাচ্ছে।
English:The cat run behind the rat.
94
বাংলা:ইহা মাঝে মাঝে তাকে কাদায়।
English:It sometimes hurts her.
95
বাংলা:ইশ্বর যা করেণ মঙ্গলের জন্যই করেণ।
English:It is all for the Best.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
উ - বর্ণ
96
বাংলা:উলু বনে মুক্তা ছড়ানো।
English:To cast pearls before swine.
97
বাংলা:উত্তম মাধ্যম দেওয়া (মারপিট করা)।
English:To beat black and blue.
98
বাংলা:উচুগাছেই বেশি ঝড় লাগে।
English:High winds blow on high hills.
99
বাংলা:উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।
English:The child is father to the man.
100
বাংলা:উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে।
English:One doth the scath and another hathhh the scorn.
101
বাংলা:উড়ে এসে জুড়ে বসা।
English:To be quick to occupy.
102
বাংলা:উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।
English:The child is father to the man.
103
বাংলা:উৎপাতের কড়ি চিৎপাতে যায়।
English:Ill got, ill spent.
104
বাংলা:উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।
English:Example is better than precept.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
এ‌ - বর্ণ
105
বাংলা:এক ক্ষুরে মাথা মোড়ান।
English:To be tarred with the same brush.
106
বাংলা:এক ঢিলে দুই পাখি মারা।
English:To kill two birds with one stone.
107
বাংলা:এই তো কলির সন্ধ্যা।
English:It is just the beginning of the trouble.
108
বাংলা:এক হাতে তালি বাজে না।
English:I takes two to make a quarrel.
109
বাংলা:এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয় নিতে হয়।
English:One lie leads to another.
110
বাংলা:একাই একশ।
English:A host in himself.
111
বাংলা:একূল অকূল দুকূল গেল।
English:To fallen between two stools.
112
বাংলা:এক মাঘে শীত যায় না।
English:One swallow does not make a summer.
113
বাংলা:এক মুখে দূরকম কথা।
English:To blow hot and cold in the same braeth.
114
বাংলা:এক মুখে দুই কথা বা দুরকম কথা।
English:To blow hot and cold in the same breath.
115
বাংলা:এ বিষয়ে মতভেদ আছে।
English:Opinions differ on this subject.
116
বাংলা:এ বাড়ীটি ভাড়া দেয়া হবে।
English:The house is to let.
117
বাংলা:একবার না পারিলে দেখো শতবার।
English:If at first you don’t succeed, try, try again.
118
বাংলা:একই গোয়ালের গরু।
English:Birds of the same feather.
119
বাংলা:একতাই বল।
English:Unity is strength.
120
বাংলা:একতায় উত্থান, বিভেদে পতন।
English:United we stand, divided we fail.
121
বাংলা:এখানে কেউ ধুমপান করতে পারবে না।
English:Nobody can not smoke here.
122
বাংলা:এক কথা বারে বারে শুনতে ভাল লাগে না।
English:One does not like to hear the word repeatedly.
123
বাংলা:এতে কোন সন্দেহ নাই।
English:It has no doubts.
124
বাংলা:এতে কোন সন্দেহ নাই।
English:It admits of no doubt.
125
বাংলা:এসো তুমি আর আমি কাজটা করি।
English:Let you and me do it.lem do it you and me.
126
বাংলা:একজনে একজনে (দুইপক্ষ থেকে একজন করে থাকবে)।
English:121 or One-to-one.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ও - বর্ণ
127
বাংলা:ওস্তাদের মার শেষ রাতে।
English:All’s well that ends well.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ক - বর্ণ
128
বাংলা:কই মাছের প্রাণ বড় শক্ত।
English:A cat has nine lives.
129
বাংলা:কষ্ট না করলে কেষ্ট মেলে না।
English:No pains no gains.
130
বাংলা:কয়লা ধুলেও ময়লা যায় না।
English:Black will take no other hue.
131
বাংলা:কর্তর ইচ্ছায় কর্ম।
English:Master’s will is law.
132
বাংলা:কত হাতি গেল তল, মশা বলে কত জল।
English:Fools rush in where angels fear to tread.
133
বাংলা:কম পানির মাছ বেশি পানিতে উঠলে বেশ লাফালাফি করে।
English:Being unnecessarily flashy is pointless.
134
বাংলা:কাঁটা দিয়ে কাঁটা তোলা।
English:Using a thorn to remove a thorn.
135
বাংলা:কাটা ঘায়ে নুনের ছিটা।
English:To add insult to injury
136
বাংলা:কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
English:One's harvest month, is another's complete devastation.
137
বাংলা:কিনতে পাগল বেচতে ছাগল।
English:Necessity never makes a bargain.
138
বাংলা:কুকুরের পেটে ঘি মজে না।
English:Habit is the second nature.
139
বাংলা:কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস।
English:It is hard to sit at Rome and strike with the pope.
140
বাংলা:কর্জ নাই, কষ্ট নাই।
English:Out of debt, out of danger.
141
বাংলা:কত ধানে কত চাল বুঝবে।
English:You will know now what’s what.
142
বাংলা:কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাশ ট্যাশ।
English:To strike the iron while it is hot.
143
বাংলা:কারো পৌষ মাস কারো সর্বনাশ।
English:One's harvest month, is another's complete devastation.
144
বাংলা:কান টানলে মাথা আসে।
English:Give the one, the other will follow.
145
বাংলা:কবুতর বাগবাগুম ডাকে
English:Pigeon calling bakbakum.
146
বাংলা:কষ্টি পাথরে সোনা পরীক্ষা করা হয়।
English:Gold is tested on hard stones.
147
বাংলা:কর অথবা মর একটি প্রচলিত প্রবাদ।
English:Do or die is a common proverb
148
বাংলা:করিম গতকাল রাতে একটি ছবি একেছিল।
English:Karim was drawing a picture yesterday night.
149
বাংলা:কাচা বাশে ঘুণে ধরা।
English:To be spoiled in early youth.
150
বাংলা:কাকে কান নিয়েছে শুনে কাকের পিছনে ছোটা।
English:To swallow the bait.
151
বাংলা:কাকের মাংস কাকে খায় না।
English:No raven will not pluck another’s eye.
152
বাংলা:কানা ছেলের নাম পদ্ম লোচন।
English:Appearances are deceptive.
153
বাংলা:কানা গরুর ভিন্ন পথ
English:The fool strays from the safe path.
154
বাংলা:কিল খেয়ে কিল চুরি করা।
English:To pocket an insult.
155
বাংলা:কুকুরের পেটে ঘি সহ্য হয়না
English:Habit is the second nature.
156
বাংলা:কেচো খুরতে সাপ।
English:From the frying pan to the fire.
157
বাংলা:কোথাকার জল কোথায় গড়ায়।
English:Let us wait to see the conclusion.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
খ - বর্ণ
158
বাংলা:খাল কেটে কুমির আনা।
English:To bring on calamity by one’s own imprudence.
159
বাংলা:খালি কলসি বাজে বেশি।
English:Empty pitcher sounds much.
160
বাংলা:খালি খালি কিছুই হয় না।
English:Nothing hapen without reason.
161
বাংলা:খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়।
English:Hunger is the best sauce.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
গ - বর্ণ
162
বাংলা:গরু মেরে জুতা দান
English:To rob Peter, to pay paul.
163
বাংলা:গাছে তুলে মই কেড়ে নেওয়া।
English:To leave one in the lurch.
164
বাংলা:গামে মানে না আপনি মোড়ল।
English:A fool to others to himself a sage.
165
বাংলা:গাইতে গাইতে গায়েন।
English:Practice makes a man perfect.
166
বাংলা:গাছে কাঁঠাল গোফে তেল।
English:To count one's chicken before they are hatched.
167
বাংলা:গাছ তার ফলে পরিচয়।
English:A tree is known by its fruits.
167
/A
বাংলা:গেঁয়ো যোগী ভিখ পায় না।
English:A prophet is not honored in his own country.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ঘ - বর্ণ
168
বাংলা:ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়
English:A burnt child dreads the fire.
169
বাংলা:ঘরের শত্রু বিভীষন।
English:Fifth columnist.
170
বাংলা:ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
English:To make a fruitless effort.
171
বাংলা:ঘোড়া দেখে খোড়া খোড়া হওয়া
English:To be unwilling to work when there is somebody to help.
172
বাংলা:ঘোমটার ভেতর খেমটার নাচ।
English:Coquetry under the guise of modesty.
173
বাংলা:ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয় ।
English:Constant dripping wears out the stone.
174
বাংলা:ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।
English:A burnt child dreads the fire.
175
বাংলা:ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট।
English:The room is much too small for us.
176
বাংলা:ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি।
English:You must not see things with half an eye.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
চ - বর্ণ
177
বাংলা:চকচক করলেই সোনা হয়় না।
English:All the glitters is not gold.
178
বাংলা:চোরে চোরে মাসতুতো ভাই।
English:All thieves are cousins.
179
বাংলা:চাদেও কলঙ্ক আছে।
English:There is no unmixed goods.
180
বাংলা:চাচা আপন জান বাচা।
English:Ever y man is for himself.
181
বাংলা:চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।
English:Out of sight, out of mind,
182
বাংলা:চোর পালালে বুদ্ধি বাড়ে।
English:To lock he stable when the mare is stolen.
183
বাংলা:চোরে না শোনে ধর্মের কাহিনী।
English:The devil would not listen to the scriptures.
184
বাংলা:চেনা বামুনের পৈতা লাগে না।
English:Good value for ready money.
185
বাংলা:চেনা বামনের পৈতার দরকার হয় না।
English:Good wine needs no bush.
186
বাংলা:চেষ্টা না করলে সফল হবে না।
English:Unless you try, you will never succeed.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
জ - বর্ণ
187
বাংলা:জহুরীরাই জহর চেনে।
English:Diamond cut diamond.
188
বাংলা:জলে কুমির ডাঙায় বাঘ।
English:Between the devil and the deep sea.
189
বাংলা:জল পড়ে পাতা নড়ে।
English:Tears drop leaf moves.
190
বাংলা:জোর যার মুল্লুক তার।
English:Might is right.
191
বাংলা:জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।
English:He prayeth best who loveth best.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ঝ - বর্ণ
192
বাংলা:ঝিকে মেরে বৌকে শেখান।
English:To whip the cat of the mistress who doesn’t spin.
193
বাংলা:ঝোপ বুঝে কোপ মারা।
English:Make hay while the sun shines.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ট - বর্ণ
194
বাংলা:টাকায় কি না হয়।
English:Money makes everything.
195
বাংলা:টাকায় টাকা আনে।
English:Money begets money.
196
বাংলা:টিয়া কথা বলতে পারে।
English:Parrot can speak.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ঠ - বর্ণ
197
বাংলা:ঠাকুর ঘর কে রে, আমি কলা খাইনা
English:A guilty mind is always suspicious
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ড - বর্ণ
198
বাংলা:ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল।
English:The patience had died before the doctor came.
199
বাংলা:ডাক্তার আসিবার পর রোগী মারা গেল।
English:The patient died after the doctor had come
200
বাংলা:ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।
English:Extravagant hopes lead to complete disappointment.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ঢ - বর্ণ
201
বাংলা:ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।
English:Tit for tat.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ত - বর্ণ
202
বাংলা:তুমি কি বইখানা পড়ে শেষ করেছ?
English:Have you finished reading the book?
203
বাংলা:তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব।
English:I will wait until you come.
204
বাংলা:তুমি কোথায় থাক?
English:Where do you put up?
205
বাংলা:তুমি পড়াশুনায় অবহেলা কর কেন?
English:Why do you neglect your studies?
206
বাংলা:তুমি মনে হয় আমার সাথে মজা করছো!
English:You’ve got to be kidding me!
207
বাংলা:তুমি আমার সাথে মজা করছো।
English:You are kidding me.
208
বাংলা:তোমার উপদেশে আমার উপকার হলো।
English:I profited by your advice.
209
বাংলা:তেল মাথায় তেল দেওয়া।
English:To carry coal to new castle.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
দ - বর্ণ
210
বাংলা:দশের লাঠি একের বোঝা।
English:Many a little makes a mickle.
211
বাংলা:দয়া করে তোমার বক্তব্য সংক্ষিপ্ত কর।
English:Please cut your speech sort.
212
বাংলা:দুধ কলা দিয়ে কালসাপ পোষা।
English:To cherish a serpent in one's bosom.
213
বাংলা:দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভাল।
English:Better an empty house than a bad tenant.
214
বাংলা:দেয়ালে সাদা রং কর।
English:Make white on the wall.
215
বাংলা:দেখতে নারী তার চলন বাকা।
English:Faults are thick where love is thin.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ধ - বর্ণ
216
বাংলা:ধরমের কল বাতাসে নড়ে।
English:Virtue proclaims itself.
217
বাংলা:ধরি মাছ না ছুয়ে পানি।
English:To make sure of something without risking anything.
218
বাংলা:ধান বানতে শীবের গীত।
English:A rigmarole.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ন - বর্ণ
219
বাংলা:নুন আন পানতা ফুরায়।
English:After meal comes mustard.
220
বাংলা:নানা মুনির না পথ।
English:Many men, many minds.
221
বাংলা:নাকে তেল ঘুমান।
English:To be careless about what happens.
222
বাংলা:নাই মামার চেয়ে কানা মামা ভাল।
English:Something is better than nothing.
223
বাংলা:নাচতে না জানলে উঠান বাঁকা।
English:A bad workman quarrels with his tools.
224
বাংলা:নিজের গায়ে নিজেই কুড়াল মারা
English:To dig one’s own grave.
225
বাংলা:নিজের ভাল পাগলেও বোঝে।
English:Even a fool knows his business.
226
বাংলা:নিজে বাঁচলে বাপের নাম।
English:Self preservation is the first law of nature.
227
বাংলা:নিজের বলই শ্রেষ্ঠ বল।
English:Self-help is the best help.
228
বাংলা:নিজের চরকায় তেল দাও
English:Oil your own machine.
229
বাংলা:নিজের পায়ে কুড়াল মারা।
English:To dig one's own grave.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
প - বর্ণ
230
বাংলা:পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়।
English:Harm watch, warm catch.
231
বাংলা:পরিষ্কার পরিচ্ছন্ন ঈশ্বরভক্তির একটি ধাপ।
English:Cleanliness is next of godliness.
232
বাংলা:পরিশ্রমই সৌভাগ্যের মূল।
English:Diligence is the mother of good luck.
233
বাংলা:পরিশ্রমই উন্নতির চাবিকাঠি।
English:Labor is the key to success.
234
বাংলা:পাকা ধানে মই দেওয়া।
English:To do a great injury.
235
বাংলা:পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।
English:A mad man and an animal have no difference.
236
বাংলা:পাপের ধন প্রায়শিত্তে যায়।
English:Ill got, ill spent.
237
বাংলা:পানির কোন রং নাই।
English:Water has no color.
238
বাংলা:পুরনো চাল ভাতে বাড়ে।
English:All that is old is not bad.
239
বাংলা:পুলিশ যাওয়ার আগেই চোর পালালো।
English:The thief had gone before the police came.
240
বাংলা:পেটে খেলে পিঠে সয়।
English:Pain is forgotten where gain follows.
241
বাংলা:পোশাকটি এখন অচল।
English:This dress is out of date now.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ফ - বর্ণ
242
বাংলা:ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।
English:Whether the flowers bloom or not, it's spring.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ব - বর্ণ
243
বাংলা:বসতে পেলে শুতে চায়।
English:Give him an inch and he will take an all.
244
বাংলা:ব্যননা বনে খাটাস রাজা।
English:A dog is a lion in his lane.
245
বাংলা:বিধাতার লিখন না যায় খণ্ডন।
English:Inevitable are the decrees of God.
246
বাংলা:বিয়ে করতে কড়ি, ঘর বাধতে দড়ি
English:Be sure before you marry of a house, where in tarry.
247
বাংলা:বিপদ কখনো একলা আসে না।
English:Misfortune never comes alone.
248
বাংলা:বিনা মেঘে বজ্রপাত।
English:A bolt from the blue.
249
বাংলা:বার মাসে তের পার্বন।
English:A succession of festivities the all year round.
250
বাংলা:বাপ কা বেট।
English:Like father, like son.
251
বাংলা:বানরটি উচু গাছ থেকে লাফিয়ে পড়ল।
English:The monkey jump from a large tree.
252
বাংলা:বানরটি হাত দিয়ে কলা খায়।
English:The monkey eat banana by hand
253
বাংলা:বানরটি খুব দ্রুত গাছে উঠে গেল।
English:The monkey got up very quickly in the tree.
254
বাংলা:বাবা গতকাল দুটি মুরগী কিনেছিল।
English:Father bought two hens yesterday.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ভ - বর্ণ
255
বাংলা:ভাই ভাই ঠাই ঠাই।
English:Brothers will part.
256
বাংলা:ভাগ্যর লেখা খণ্ডায় কে।
English:Fate cannot be resisted.
257
বাংলা:ভাজ্ঞা মন জোড়া লাগে না।
English:Lost credit is like broken glass.
258
বাংলা:ভাবিয়া করিও কাজ।
English:Look before you leap.
259
বাংলা:ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
English:A full purse never lacks friends.
260
বাংলা:ভিক্ষার চাল কাড়া আর আকাড়া।
English:Beggars must not be chosen.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
ম - বর্ণ
261
বাংলা:মশা মারতে কামান দাগা।
English:To take a hammer to spread a pastor.
262
বাংলা:মরা হাতি লাখ টাকা।
English:The very ruins of greatness are great.
263
বাংলা:মন্ত্রের সাধন কিংব শরীর পতন।
English:Do or die.
264
বাংলা:মা রক্ষ্ণী চঞ্চলা।
English:Riches have wings.
265
বাংলা:মাছের তেলে মাছ ভাজা।
English:To gain without spending.
266
বাংলা:মাথা নেই তার মাথাব্যথা।
English:A beggar cannot be a bankrupt.
267
বাংলা:মানুষ মাত্রই ভুল করে।
English:To err is human.
268
বাংলা:মাগুর মাছ দেখতে কালো
English:Magur fish looks black.
269
বাংলা:মাইরের ওপরে ওষুধ নাই।
English:There is no medicine on the top of the beating.
270
বাংলা:মানিকে মানিক চিনে।
English:Diamond cuts diamond.
271
বাংলা:মিষ্টি কথায় চিড়ে ভিজেনা।
English:Fine words butter no parsnips.
272
বাংলা:মৌনতা(নীরবতা) সম্মতির লক্ষণ।
English:Silence gives consent.
273
বাংলা:মৌনতা(নীরবতা) সম্মতির লক্ষণ।
English:Silence is half consent.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
য - বর্ণ
274
বাংলা:যতক্ষন শ্বাস, ততক্ষণ আশ
English:While there is life there is hope.
275
বাংলা:যত গর্জে তত বর্ষে না।
English:Barking dogs seldom bite.
276
বাংলা:যার জ্বালা সেই জানে।
English:The wearer best knows where the show pinches.
277
বাংলা:যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।
English:Though he is careless to make his mark, others are moving mountains for him.
278
বাংলা:যারে দেখতে নারি তার চলন বাকা।
English:Faults are thick where love is thin.
279
বাংলা:যার কোন গুণ নাই তার কপালে আগুন।
English:It is a pity, he is good for nothing.
280
বাংলা:যে রক্ষক সেই ভক্ষক।
English:Law makers are law breakers.
281
বাংলা:যেমনি বাপ তেমনি ব্যাটা।
English:Like father like son.
282
বাংলা:যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়।
English:Dangers often comes where danger is feared.
283
বাংলা:যেম্ন কুকুর তেম্ন মুগুর।
English:As is the evil, so is the remedy.
284
বাংলা:যেমন কর্ম তেমন ফল।
English:As you sow so you reap.
285
বাংলা:যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
English:As is the evil, so is the remedy.
286
বাংলা:যেমন কুকুর তেমন মুগুর।
English:Like dog like hammer.
বার বার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Translation
র - বর্ণ
287
বাংলা:রতনে রতন চেনে মানিকে মানিক।
English:Diamonds cuts diamond.
288
বাংলা:রক্তের টান বড় টান।
English:Blood is thicker than.
289
বাংলা:রাখে আল্লাহ মারে কে?
English:What Allah wills no frost can kill.