Number
Kinds of Sentence | Discussion & MCQ
Exercise
Definition: যে শব্দ সমষ্টি (a group of words) একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Sentence বলে। অর্থাৎ যে সুবিন্যস্ত শবসমষ্টির
দ্বারা বক্তার মনের সম্পূর্ণরূপে প্রকাশ পা তাকেই Sentence বলে ।
Example:
(i)
He is a good man.
(ii)
I did it.
(iii)
Does he have much money?
Sentence কে প্রধানত দুটি দৃষ্টিকোণ হতে ভাগ করা
হয় যথা-
(ক) অর্থানুসারে
(According
to meaning)
(খ) গঠন
অনুসারে (According
to Structure)
Table
of Content:
*Types
of sentences according to Meaning
*Types
of sentences according to Structure
Types
of sentences according to Meaning
অর্থানুসারে ( According to
meaning ) sentence পাঁচ প্রকার যথা-
Assertive
sentence
Interrogative
sentence
Imperative
sentence
Optative
sentence
Exclamatory
sentence
1.
Assertive Sentence (সাধারণ বর্ণনাত্মক): এই ধরনের Sentence কর্তার সাধারণ বক্তব্য বা বিবৃতি তুলে ধরে অথবা কর্তা এক্ষেত্রে সাধারণভাবে তার মনের ভাব প্রকাশ করে থাকে।
☞ Structure: Subject + Verb + Object +
Extension.
Example:
1.
I know him.
2.
The Tajmahal is a symbol of love.
2.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): এই ধরনের বাক্য গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
☞ Structure: Auxiliary verb + Subject +
Main Verb + Extension?
Example:
1.
Do you know the girl?
2.
What does the man want?
3.
Imperative Sentence (আদেশমূলক, অনুরোধমূলক, উপদেশমূলক বাক্য): এ ধরনের বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, পরামর্শ, নির্দেশ দেয়া হয়।
☞ Structure: Main Verb + Object + Extension
অথবা Let + Object +
Verb + Extension
Example:
1.
Sit down.
2.
Shut the door.
3.
Let him do the work.
1.
Which sentence is in imperative mood? [ অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯ ]
A. We live in a village
B. Stop writing
C. May you be happy
D. When will he arrive
Hide Answer
উত্তর: B. Stop writing
4.
Optative Sentence (ইচ্ছাবোধক বাক্য): ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence
ব্যবহার হয়।
☞ Structure: May/Wish +Subject + Verb +
Extension
Example:
1.
May Allah bless you.
2.
Wish you a great success.
1.
May Allah help you: What kind of sentence is this? [ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষা- ২০০৪ ]
A. Assertive
B. Optative
C. Imperative
D. Exclamatory
Hide Answer
উত্তর: B. Optative
5.
Exclamatory Sentence (আবেগসূচক বাক্য): হর্ষ, বিষাদ, আনন্দ বা অত্যাধিক আবেগের বহিঃপ্রকাশে এই ধরনের Sentence ব্যবহৃত হয়।
☞ Structure: What /How + Adjective + Noun +
Subject + Verb + Is + !
Example:
1.
What a nice girl she is!
2.How
beautiful the picture is!
1.
"What a piece of work is a man!" is a/an- [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯ ]
A. Imperative sentence
B. Optative sentence
C. Affirmative sentence
D. Exclamatory sentence
Hide Answer
উত্তর: D. Exclamatory
sentence
❖ এই পাঁচ রকম Sentence এর প্রত্যেকটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
1.
Affirmative Sentence: হ্যাঁ বোধক ইতিবাচক বাক্যকেই ইংরেজিতে Affirmative
Sentence বলে। এইসব বাক্যে কোন Negative word ব্যবহৃত হয় না।
Example:
He went there.
2.
Negative Sentence: নেতিবাচক বা না বোধক বাক্যকেই ইংরেজিতে Negative Sentence
বলে।
Example:
He did not go there.