ধ্বনি পরিবর্তন
1. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
Sonali Bank -2016 (IT Officer)
(A) ৩৯টি####
(B) ৩৭ টি
(C) ৪০ টি
(D) ৪১ টি
(E) ৪৩ টি
2. ভাষার মূল উপাদান হচ্ছে:
Bangladesh Bank AD 2015
(A) বর্ণ
(B) শব্দ
(C) ধ্বনি####
(D) বাক্য
3. কোনোটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরন?
Bangladesh Krishi Bank 2015 (Officer)
(A) ঝম-ঝম####
(B) ভাল-ভাল
(C) রাশি-রাশি
(D) ঘন-ঘন
(E) কোনটিই নয়
4. শব্দ মধ্যস্ত দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
Bangladesh Krishi Bank 2015 (Officer)
(A) সমীভবন###
(B) বিষমীভবন
(C) সম্প্রকর্ষ
(D) স্বরসঙ্গতি
(E) কোনটিই নয়
5. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি গুলোকে বলা হয়-
Bangladesh Krishi Bank 2015 (Officer)
(A) ঘোষ ধ্বনি
(B) অঘোষ ধ্বনি
(C) শিশ ধ্বনি
(D) তাড়নজাত ধ্বনি###
(E) কোনটিই নয়
6. নিচের কোনোটি অঘোষ ধ্বনি?
Bangladesh Krishi Bank 2015 (Officer)
(A) ক###
(B) গ
(C) ঘ
(D) জ
(E) কোনটিই নয়
7. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?
Bangladesh Krishi Bank 2015 (Senior Officer)
(A) পরাগত
(B) সম্প্রকর্ষ
(C) স্বরসঙ্গতি
(D) অসমীকরণ####
(E) কোনটিই নয়
8. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
(A) স্বরসঙ্গতি
(B) অভিশ্রুতি
(C) সম্প্রকর্ষ
(D) বিপ্রকর্ষ####
(E) কোনটিই নয়
9. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধনি লোপ পেলে তাকে কি বলে?
(A) সমীভবন
(B) সম্প্রকর্ষ##
(C) স্বরাগম
(D) স্বরসঙ্গতি
10. উচ্চারনের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?
(A) হ্রস্বধ্বনি
(B) বিবৃতি স্বরধ্বনি###
(C) সম্মুখ স্বরধ্বনি
(D) পশ্চাৎ স্বরধ্বনি
(E) কোনটিই নয়
11. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
(A) আগুন
(B) আরমারিও
(C) পিচাশ####
(D) ইচ্ছে
(E) কোনটিই নয়
12. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরন নয়?
(A) প্রাতিপদিক#####
(B) অপিনিহিত
(C) অভিশ্রিত
(D) ধ্বনি-বিপর্যয়
13. এক প্রয়াসে উচ্চারিতধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে-
(A) শব্দ
(B) বর্ণ
(C) বাক্য
(D) অক্ষর ####
14. ‘আহবায়ক’ শব্দের প্রমিত উচ্চারণ—
(A) আওভায়োক####
(B) আওভায়েক
(C) আহব বায়োক
(D) আহোববায়োক
15. কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-
(A) ক####
(B) ঙ
(C) হ
(D) ঝ
16. বর্ন হচ্ছে--
(A) শব্দের ক্ষুদ্রতম অংশ
(B) একসঙ্গে উচ্চারিত হত্তয়া শব্দগুচ্ছ
(C) ধ্বনি নির্দেশক প্রতিক###
(D) ধ্বনির রুপ
17. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
(A) শব্দ
(B) ধ্বনি###
(C) বর্ণ
(D) ভাষা
18. কোনটি যুক্ত বর্ণ নয়, চিহ্নিত করুন।
(A) হ্ম
(B) ঞ্ছ
(C) স্ট
(D) এ###
19. পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
(A) বিপ্রকর্ষ
(B) স্বরাগম
(C) অভিশ্রুতি
(D) অপিনিহিতি####
20. ‘হ্ম’ যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ সংযুক্ত আছে?
(A) স+হ
(B) ম+ম
(C) হ+ম####
(D) ক+খ
21. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
(A) ১৩টি
(B) ১০টি
(C) ১২টি
(D) ১১টি###
22. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?
(A) ভ
(B) ঠ
(C) ফ
(D) চ####
23. ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ?
(A) ডেকে ডেকে হয়রান হয়েছি
(B) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
(C) বৃষ্টি পড়ে টাপুর টুপুর####
(D) ছমছম করছে
24. বিষমী ভবনের উদাহরন কোনটি ?
(A) গ্রাম > গেরাম
(B) ধোবা > ধোপা
(C) লাল > নীল####
(D) বিলাতি > বিলিতি
25. কোনটি কম্পনজাত ধ্বনি ?
(A) য
(B) র####
(C) ড়
(D) ব
26. ঋ ধ্বনির উচ্চারন স্থান কোনটি ?
(A) ওষ্ঠ
(B) কন্ঠ
(C) মূর্ধা
(D) তালু ####
27. দ্রুত উচ্চারনের সময় শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে ?
(A) বিষমীভবন
(B) সমীভবন
(C) স্বরসঙ্গতি
(D) সম্প্রকর্ষ####
28. ধ্বনি বিপর্যয়ের উহাহরন কোনটি ?
(A) বাসক####
(B) ফিলিম
(C) সক্কাল
(D) ফলার
29. যে ছন্দের মুল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
(A) স্বরবৃত্ত####
(B) পিয়ার
(C) মাত্রাবৃত্ত
(D) অক্ষরবৃত্ত
30. ধ্বনিবিদ মুহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মুল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
(A) অ্যা ধ্বনি####
(B) ও ধ্বনি
(C) য় ধ্বনি
(D) উ ধ্বনি
31. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন শ্রেনির শব্দে অনুসৃত হয় ?
(A) দেশি
(B) বিদেশি
(C) খাঁটি বাংলা
(D) তৎসম ##$#
32. যে ধ্বনি উচ্চারনের সময় স্বরতন্ত্রি অনুরনিত হয় না তাকে কি বলে ?
(A) ঘোষ ধ্বনি
(B) অঘোষ ধ্বনি####
(C) উষ্ম ধ্বনি
(D) পার্শ্ব ধ্বনি
33. ধ্বনি বিপর্যয়- এর উদাহরন কোনটি ?
(A) মুড়া > মুড়ে
(B) বাকস > বাসক####
(C) মোজা > মুজো
(D) দেশি > দিশি
34. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়-
(A) হ্রস্ব হয়
(B) দীর্ঘ হয়####
(C) হ্রস্ব হয় না
(D) দীর্ঘ হয় না
35. যে ধ্বনির উচ্চারনের সময় স্বরতন্ত্রী অনুরনিত হয় তাকে কি বলে ?
(A) উষ্ম ধ্বনি
(B) পার্শ্বিক ধ্বনি
(C) যৌগিক ধ্বনি
(D) ঘোষ ধ্বনি ####
36. পদের মধ্যে কোনো ব্যঞ্জন বর্ণ লোপ পেলে তাকে কি বলে ?
(A) অভিশ্রুতি
(B) বিষমীভবন
(C) স্বরলোপ
(D) অন্তর্হতি ####
37. শ, স, ষ, হ- এ চারটি বর্ণকে কি বলে ?
(A) স্পর্শ বর্ণ
(B) উষ্ম বর্ণ###
(C) দন্ত্য বর্ণ
(D) ওষ্ঠ বর্ণ
38. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে ?
(A) সমীভবন
(B) ব্যঞ্জন বিকৃতি
(C) ব্যঞ্জনদ্বিত্বতা
(D) বিষমীভবন #####
39. বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ?
(A) ৭ টি
(B) ৮ টি
(C) ৯ টি
(D) ১০ টি ####
40. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে ?
(A) বিপ্রকর্ষ
(B) ধ্বনি বিপর্যয়
(C) অভিশ্রুতি
(D) অপিনিহিতি ###
41. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে ?
(A) স্বরলোপ
(B) সমীকরন
(C) অন্ত্যস্বরলোপ
(D) স্বরসঙ্গতি ###
42. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপকে কি বলা হয় ?
(A) ফল
(B) ফলা###
(C) ফলাই
(D) ফলের
43. স্বরবর্ণ সংখিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে ?
(A) ফলা
(B) কার###
(C) রেখা
(D) যুক্ত বর্ণ
44. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
Bangladesh Bank 2015 Officer (General Side)
(A) চরণের প্রথম মিল থাকে
(B) বিশ মাত্রার পর্ব থাকে
(C) অন্তমিল থাকে
(D) অন্তমিল থাকে না####
45. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
Meghna Bank Ltd. (MTO) 2014
(A) ক বর্গ
(B) চ বর্গ
(C) ট বর্গ
(D) প বর্গ####
46. দ্রুত উচ্চারনের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
(A) সমীভবন
(B) সম্প্রকর্ষ####
(C) স্বরাগম
(D) স্বরসঙ্গতি
(E) কোনটিই নয়
47. স্বভাবতই মূর্ধন্য ষ হয়- এমন উদাহরণ কোনটি?
(A) কৃষক
(B) বর্ষা
(C) ঔষধ###
(D) কাষ্ট
(E) কোনটিই নয়
48. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
Bangladesh Bank 2009 (AD)
(A) অ
(B) আ
(C) ঐ####
(D) ঈ
(E) কোনোটিই নয়
49. স্বরসংগতির উদাহরন কোনটি?
Bangladesh Bank 2009 (AD)
(A) হইবে>হবে
(B) রাত্রি>রাইত
(C) দেশী>দিশী###
(D) জালিয়া>জাইল্যা>জেলে
(E) কোনোটিই নয়
50. ফাল্গুন > ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?
Probashi Kallyan Bank Exam. 2014
(A) ধ্বনিবিকার
(B) শ্রুতিধবনি
(C) অন্তর্হতি###
(D) ধ্বনিবিপর্যয়
51. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
Pubali Bank Jr. Officer 2012
(A) হইবে>হবে
(B) রাত্রি>রাইত
(C) দেশী>দিশী###
(D) জালিয়া>জাইল্যা>জেলে
(E) কোনটিই নয়
52. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
Pubali Bank Jr. Officer 2012
(A) অ
(B) আ
(C) ঐ###
(D) ই
(E) কোনটি নয়
53. বাংলা বর্নমালায় কতটি স্বরবর্ন আছে ?
(A) ১০ টি
(B) ১১ টি###
(C) ৭ টি
(D) ৮ টি
(E) কোনটি নয়