বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়


ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়:
প্রশ্ন : ব্যাকরণের সঠিক অর্থ কী?
উত্তর : বিশেষভাবে বিশ্লেষণ।
.
প্রশ্ন : ব্যাকরণকে ভাষার কী বলা হয়?
উত্তর : সংবিধান।
.
প্রশ্ন : ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কী কী? 
উত্তর : ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি: a.ধ্বনিতত্ত্ব, b.শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, c.বাক্যতত্ত্ব বা পদক্রম এবং d.অর্থতত্ত্ব।
.
প্রশ্ন : ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী?
উত্তর : ধ্বনি, এর উচ্চারণ-রীতি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি।
.
প্রশ্ন : রূপতত্ত্বের আলোচ্য বিষয় কী?
উত্তর : শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, ক্রিয়া, প্রকরণ ইত্যাদি।
.
প্রশ্ন : বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কী?
উত্তর : বাক্যের সঠিক গঠন, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন ইত্যাদি।
.
প্রশ্ন : অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কী?
উত্তর : শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন- মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি।
.
 ভাষা
 ➖➖
প্রশ্ন : ভাষা কাকে বলে?
উত্তর : বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা।
.
প্রশ্ন : বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে?
উত্তর : বর্তমানে পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের ওপর ভাষা প্রচলিত আছে।
.
প্রশ্ন : ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান কত?
উত্তর : ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা।
.
প্রশ্ন : সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়?
উত্তর : ক্রিয়া ও সর্বনাম পদের গঠন রীতিতে।
.
প্রশ্ন : বাংলা মৌখিক ভাষা কত প্রকার ও কী কী?
উত্তর : দুই প্রকার। যথা : ১. মান বাংলা, ২. আঞ্চলিক ভাষা।
.
প্রশ্ন : উপভাষা কী?
উত্তর : আঞ্চলিক ভাষার অপর নাম।
.
প্রশ্ন : লৈখিক ভাষা কত প্রকার ও কী কী?
উত্তর : দুই প্রকার। যথা : ১. সাধু ভাষা ও ২. চলিত ভাষা।
.
প্রশ্ন : ভাষার মূল উপাদান কোনটি?
উত্তর : ধ্বনি/বর্ণ।
.
প্রশ্ন : ভাষার মূল উপকরণ কোনটি?
উত্তর : বাক্য।
.
প্রশ্ন : চলিত ভাষার প্রবর্তক কাকে বলা হয়?
উত্তর : প্রমথ চৌধুরীকে।
.
প্রশ্ন : সাধু এবং চলিত ভাষার মিশ্রণের ফলে কোন দোষের সৃষ্টি হয়?
উত্তর : গুরুচণ্ডালী।