সময়ঃ ৬০ মিনিট; পূর্ণমানঃ ৪০
১। শব্দার্থ লিখুনঃ
(ক) কুজন
উত্তরঃ কুজন- খারাপ লোক বা মন্দ লোক।
(খ) করী
উত্তরঃ করী-হাতি।
(গ) কড়ি
উত্তরঃ কড়ি- শামুক জাতীয় প্রাণীর কঠিন দেহাবরণ; অর্থ।
২। বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করুনঃ
(ক) তাসের ঘর
উত্তরঃ তাসের ঘর (ক্ষণস্থায়ী বস্তু): সংসারের মায়ায় জড়িয়ে লাভ কী? এ জীবনতো তাসের ঘর।
(খ) হাতের পাঁচ
উত্তরঃ হাতের পাঁচ (শেষ সম্বল): পিতার চিকিৎসা করাতে গিয়ে হাতের পাঁচ যা ছিল সব শেষ।
(গ) ভূষণ্ডির কাক
উত্তরঃ ভূষণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি): একশ বিশ বছরের বৃদ্ধটি ভুখণ্ডীর কাকের ন্যায় বেঁচে আছে।
(৩) এক কথায় প্রকাশ করুন :
(ক) আকাশে বেড়ায় যে
উত্তরঃ আকাশে বেড়ায় যে- খেচর
(খ) একই মায়ের পুত্র
উত্তরঃ একই মায়ের পুত্র- সহোদর
(গ) একই কালে বৰ্তমান
উত্তরঃ একই কালে বর্তমান- সমকালীন
৪। সন্ধি বিচ্ছেদ করুনঃ
(ক) জনৈক
উত্তরঃ জনৈক - জন+এক
(খ) শয়ন
উত্তরঃ শয়ন = শে+অন
(গ) পুনরায়
উত্তরঃ পুনরায় = পুনঃ-আয়
৫। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন:
(ক) তীব্র
উত্তরঃ তীব্র- মৃদু
(খ) ঐচ্ছিক
উত্তরঃ ঐচ্ছিক- আবশ্যিক
(গ) বিচ্ছেদ
উত্তরঃ বিচ্ছেদ- সন্ধি
৬। Translate into English:
(ক) সে সাঁতার জানে না।
উত্তরঃ He does not know how to swim.
(খ) সে কি স্কুলে যাচ্ছে না?
উত্তরঃ Is he not going to school?
(গ) আমি চা অপেক্ষা দুধ পছন্দ করি।
উত্তরঃ I prefer milk to tea.
৭। Write the meaning and make sentence with the following phrase & idioms:
(ক) Make out
Meaning: Make out = বুঝতে পারা;
Sentence: I can not make out this lesson.
(খ) Rainy day
Meaning: Rainy day = দুর্দিন
Sentence: I am saving for rainy day.
(গ) In the long run
Meaning: In the long run = অবশেষে
Sentence: You will find it beneficial in the long run.
৮। Write down the appropriate preposition:
(ক) He was accused______negligence.
উত্তরঃ He was accused of negligence.
(খ) The authorities took him____task.
উত্তরঃ The authorities took him to task.
(গ) The ball is_____my head.
উত্তরঃ The ball is on my head.
৯। Give the plural number of the following words:
(ক) Knife
উত্তরঃ Knife - Knives
(খ) Story
উত্তরঃ Story- Stories
(গ) Salesman
উত্তরঃ Salesman - Salesmen
১০। Write the appropriate feminine gender.
(ক) Priest
উত্তরঃ Priest - Priestess
(খ) Horse
উত্তরঃ Horse - Mare
(গ) Fisherman
উত্তরঃ Fisherman - Fisherwoman
১১। ২৫০ টাকার ০.৫% = কত?
সমাধানঃ ২৫০ টাকার ০.৫% =
১২। ১০০০ টাকায় একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
সমাধানঃ ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২৪ = ৭৬ টাকা
এখন,
উত্তরঃ ৭৬০ টাকা।
১৩। a-[a-a (a-1)] = ?
সমাধানঃ a[aa (a-1)]
= a - ( - a + 1)
= a + a - 1
= 2a - 1
উত্তরঃ 2a - 1
১৪। হলে এর মান কত?
সমাধানঃ