বাংলা
১. সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক. রবীন্দ্র = রবি + ইন্দ্র
খ. উচ্ছেদ = উৎ + ছেদ
গ. মহোদয় = মহা + উদয়
২. এক কথায় প্রকাশ করুনঃ
ক. অন্য গতি নেই যার = অনন্যগতি।
খ. ইতিহাস জানেন যিনি = ইতিহাসবেত্তা।
গ. উঁচু নিচু যে স্থান = বন্ধুর।
৩. সমাস বিন্যাস করুনঃ
ক. দা-কুমড়া = দা ও কুমড়া (বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস)
খ. বইপড়া = বইকে পড়া (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)
গ. মধুমাখা = মধু দিয়ে মাখা (তৃতীয়া তৎপুরুষ সমাস)
ইরেজি
৪. শব্দার্থ লিখুন (Word Meaning):
ক. Hire = ভাড়া/মজুরি।
খ. Coral = প্রবাল।
গ. Recite = আবৃত্তি করা।
৫. পুনর্বিন্যাস করুন(Re-arrange):
ক. aalmnu = Manual
খ. rwhteae = Weather
গ. rthmoe = Mother
৬. বহুবচনে পরিবর্তন করুন(Number):
ক. Man = Men
খ. Ox = Oxen
গ. Mango = Mangoes
সাধারণ জ্ঞান
৭. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া মহাদেশ।
৮. বাংলাদেশের বিজয় দিবস কবে?
উত্তরঃ বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর।
৯. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।
১০. জাতিসংঘের সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্টে অবস্থিত।
১১. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
১২. 'শেষের কবিতা' উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ 'শেষের কবিতা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা।
১৩. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী?
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি।