বাংলা
১। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক. ষোড়শ = ষট + দশ
খ. স্বপ্ন = সু + অল্প
গ. নিশ্চয় = নিঃ + চয়।
ঘ. শতেক = শত+এক
ঙ. একত্রিত = একত্র + ইত
২। বিপরীত শব্দ লিখুনঃ
৩। এক কথায় প্রকাশ করুনঃ
ক. জয় করার ইচ্ছা - জিগীষা
খ. ময়ুরের ডাক - কেকা
গ. সমুদ্রের ঢেউ - ঊর্মি।
ঘ. দমন করা যায় না যাকে - অদম্য।
ঙ. যে জমিতে ফসল জন্মায় না - ঊষর
৪। বাগধারার অর্থ লিখুনঃ
ক. মগের মুল্লুক = অরাজক দেশ।
খ. ডুব মারা = আত্ম গোপন করা।
গ. হাত টান = চুরির অভ্যাস।
ঘ. তামার বিষ = অর্থের কুপ্রভাব।
ঙ. অক্কা পাওয়া = মারা যাওয়া।
৫। ভাবসম্প্রসারণ করুন: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
ভাবসম্প্রসারণ: মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তার এ শ্রেষ্ঠত্ব জন্মের মাধ্যমে অর্জন করেনি বরং কর্মের মাধ্যমে অর্জন করেছে। জন্মের ব্যাপারে মানুষের নিজের কোন হাত নেই। ধনী-দরিদ্র, উঁচু-নীচু যে কোন পরিবারে তার জন্ম হতে পারে। অনেক নিচু সমাজে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে মানুষ অনেক বড় কৃতিত্ব অর্জন করতে পারে। মানব সমাজের ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, ভারতের এ পি জে আবুল কালাম, ফ্রান্সের নেপোলিয়ান বোনাপোর্ট অতি সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেছেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তাঁরা অসাধারণ ব্যক্তিত্ব হয়েছেন। পদ্মফুলের সৌন্দর্যই বড়। পঙ্কে জনো বলে তাকে অবহেলা করা যাবে না। নিচু কুলে জন্ম গ্রহণ করলে নিচু হতে হবে এমন কোন নিয়ম নেই। মানুষের কর্মই মানুষকে উঁচু-নিচু করে দেয়। মানুষের জন্ম কোথায় হল সেটা বিবেচ্য নয় মানুষের কাজই মানুষকে পরিচয় করিয়ে দেয়। তাই জন্ম কোথায় হল এ বিষয়টা একেবারে অযৌক্তিক। মানুষের কর্মপরিচয়ই তার আসল পরিচয়।
English
৬। Write the plural form of the following word: Basis, Hero
a) Basis = Bases
b) Hero = Heroes
৭। Write the feminine gender of the following word: Signor, Testator, Add
a) Signor = Signora
b) Testator = Testatrix
৮। Write the adjective form of the following word: Add, Distribution
a) Add = Added
b) Distribution = Distributive
৯। Write appropriate Preposition:
a) He is callous to my sufferings.
b) Don't brood over his fate.
১০। Write the meaning in English:
a) Eat humble pie = ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া।
b) A stone's throw = অতি নিকটে/নিকটবর্তী
১১। Change the Narration:
a) My father said to me, "we are going there tomorrow."
= My father told me that, they were goinf to there the next day.
b) He said to me, "let us go home together."
= He Proposed me that we should go home together.
১২। Write the Comparative and Superlative degree of the following word:
১৩। Write the past participle form of the following word:
১৪। Write a paragraph on The 'Rooppur Nuclear Power Plant'.
'Rooppur Nuclear Power Plant'.
Rooppur nuclear power plant is not only a gift to the people of Pabna but also a gift to the nation. It will be the country's first nuclear power plant. With the establishment of this nuclear power plant Bangladesh is about to enter the nuclear power world.
Considering the growing power demand in the country, there is no alternative to ensuring electricity supply in order to improve the socio- economic life of the country. At present, the country's energy and power sectors are mainly dependent on gas. Natural gas and coal reserves are very limited in our country. As a result, Bangladesh has to rely heavily on import-dependent liquid petroleum for power generation. The use of natural gas as fuel is disrupting the production of petrochemicals, disrupting fertilizer production for agriculture and importing LP gas. There is a lot of foreign currency spending on oil and coal imports. Electricity generation is increasing, but the problem remains. Farming and the establishment of new industrial plants, above all, we need more and more electricity to improve the living conditions of the country. In view of these issues, the present government has taken effective steps for the development of energy and power sectors through the establishment of a suitable fuel-mix. By 2021, the country plans to produce 6 percent of the total power generation by setting up a nuclear power plant and work is underway to implement it. This is certainly one of the best efforts of the present government.
Rooppur Nuclear Power Plant is an under-construction 2.4 GWe nuclear power plant in Bangladesh. The nuclear power plant is being constructed at Rooppur (Rupppur), adjoining Paksey, in the Ishwardi Upazila of Pabna District, on the bank of the river Padma, 87 miles (140 km) west of Dhaka, in the northwest of the country. It will be the country's first nuclear power plant, and the first of two units are expected to go into operation in 2023. It is being built by the Russian Rosatom State Atomic Energy Corporation.
The government took the time to implement the "Vision-2021" - the highest priority for the development of energy and power sectors - to ensure the production of 20.5 MW by 2021. In this connection, a consensus was signed between the Government of the People's Republic of Bangladesh and the Russian Federation on the 'peaceful use of nuclear power' on May 7, the signing of the Framework Agreement on May 28, and on November 12, each estimated power generation at Ruppur.
গণিত
১৫।10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1. পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
সমাধানঃ ধরি, 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x বছর
এবং পুত্রের বয়স ছিল x বছর।
∴ বর্তমানে পিতার বয়স = (4x + 10) বছর
এবং বর্তমানে পুত্রের বয়স = (x + 10) বছর
প্রশ্নমতে,
⇒ 4x + 20 = (x+20) × 2
⇒ 4x + 20 = 2x + 40
⇒ 2x = 20
⇒ x = 10
অর্থাৎ পিতার বর্তমান বয়স = 4x + 10
= (4 × 10) + 10 = 50 বছর।
এবং বর্তমানে পুত্রের বয়স = 10 + 10
= 20 বছর।
উত্তরঃ পিতার বর্তমান বয়স 50 বছর, এবং বর্তমানে পুত্রের বয়স 20 বছর।
১৬। কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন।
সমাধানঃ ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y
∴ ভগ্নাংশটি =
প্রশ্নমতে,
⇒ 5x + 5 = 4y + 4
⇒ 5x – 4y = 4 – 5
⇒ 5x – 4y = – 1--------(1)
আবার,
⇒ 2x – 10 = y – 5
⇒ 2x – y = 10 – 5
⇒ 2x – y = 5--------(2)
এখন, সমীকরণ (1) কে 2 দ্বারা, এবং সমীকরণ (2) কে 5 দ্বারা গুন করে তারপর বিয়োগ করে পাই,
∴y = 9
y এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
5x – 4y = – 1
⇒ 5x – 4 × 9 = – 1
⇒ 5x – 36 = – 1
⇒ 5x = – 1+ 36
⇒ 5x = 35
⇒ x =
⇒ x = 7
∴ ভগ্নাংশটি = [Answer]
১৭। 4% হারে মুনাফায় কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
সমাধানঃ দেওয়া আছে,
সুদের হার, = 4%
সময়, n = 2
ধরি, মূলধন = P টাকা
আমরা জানি, সরল মুনাফা I = pnr
= P × 2 × 4%
=
=
=
আবার, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল C
= P (1+r%)n
= P (1+)2
=
=
=
=
=
=
∴ চক্রবৃদ্ধি মুনাফা = (সবৃদ্ধিমূল – মূলধন) টাকা
= টাকা
= টাকা
= টাকা
প্রশ্নমতে,
⇒
⇒
⇒
⇒ P = 625
∴ নির্ণেয় মূলধন = 625 টাকা।
উত্তরঃ 625 টাকা।
১৮। একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন।
সমাধানঃ ধরি,
গাছের উচ্চতা, BD = h মিটার
ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, AD = AC = x মিটার
তাহলে দন্ডায়মান অংশের দৈর্ঘ্য, AB = (h - x) মিটার
এখন,
⇒
⇒
আবার,
⇒
⇒
⇒
⇒
⇒h = 37.32
সুতরাং, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 37.32 মিটার।
উত্তরঃ 37.32 মিটার।
১৯। সরল করুনঃ
সমাধানঃ
[Answer]
তথ্য প্রযুক্তি
২০। amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ আমাজন হলো বিশ্বের সর্ববৃহৎ ই - কমার্স প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক বিভিন্ন সামগ্রী ক্রয় - বিক্রয়ে প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। amazon.com এর সদর দপ্তর ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।
২১। এক মেগাবাইটে কত কিলোবাইট?
উত্তরঃ 1 MB, হল 1024 কিলোবাইটের সমান।
এক বিট = 0 বা 1 (বাইনারী মান)
8 বিট = এক বাইট
এক KB বা কিলোবাইট = 1024 বাইট।
এক MB বা মেগাবাইট = 1024 কেবি বা কিলোবাইট।
এক GB বা গিগাবাইট = 1024 এমবি বা মেগাবাইট।
এক TB বা টেরাবাইট = 1024 জিবি বা গিগাবাইট।
এক PB বা পেটাবাইট = 1024 টিবি বা টেরাবাইট।
২২। MICR এর পূর্ণরূপ কী?
উত্তরঃ MICR = Magnetic Ink Character Recognition
২৩। বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল কত সালে বাজারে আসে?
উত্তরঃ বাংলাদেশের তৈরি লল্যাপটপ দোয়েল বাজারে আসে ১১ অক্টোবর ২০১১ সালে
২৪। কম্পিউটারের ফাইল পুনর্বিন্যাস করার প্রক্রিয়ার নাম কী?
উত্তরঃ Defragmentation.
২৫। কম্পিউটার ভাইরাস এর নামকরণ করেন কে?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস এর নামকরণ করেন ফ্রেড কোহেন
২৬। আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ আইবিএম এর সদরদপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
২৭। কাকে ইন্টারনেটের জনক বলা হয়?
উত্তরঃ ইন্টারনেটের জনক ভিন্টন গ্রে ভিল্ট ভিল্ট সার্ফ।
২৮। ইমেইল এর আবিষ্কারক কে?
উত্তরঃ ইমেইল এর আবিষ্কারক রোমান্ড স্যামুয়েল টমলিসন।
২৯। ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করার পদ্ধতিকে কী বলে?
উত্তরঃ ভয়েস ওভার আইপি (VoIP) ইন্টারনেটের মাধ্যমে কথা বলার একটি মাধ্যম। এটি একটি ডেটা নেটওয়ার্ক যা ইন্টারনেটের মাধ্যমে কল আদান প্রদান করার বিশেষ পদ্ধতি।
সাধারণ জ্ঞান
৩০। World Trade Organisation (WTO) এর সর্বশেষ সদস্য কোন দেশ?
উত্তরঃ সর্বশেষ ১৬৪ তম সদস্য দেশ হিসেবে আফগানিস্থান যুক্ত হয়েছে।
৩১। আরব বসন্তের সূচনা কোন দেশে হয়েছিল?
উত্তরঃ আরব বসন্তের সূতিকাগার বা উৎপত্তিস্থল হচ্ছে- তিউনিসিয়া । আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ই ডিসেম্বর প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ নিহত হয়। আরব বিশ্বে সর্বপ্রথম গণবিক্ষোভের শুরু হয়েছিল- মিশরে। তিউনেশিয়ায় স্বৈরাচারী শাসক বেন আলীর পতনের পর ক্ষমতায় আসে ইসলামিক দল 'ইনাহদাহ” ।
৩২। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
উত্তরঃ ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক ১৯৯৮ সালে আমস্টারডামের চুক্তি ব্যাংকটি প্রতিষ্ঠিত করে এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দফতর।
৩৩। ২০২৪ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ প্যারিস ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতাটি এর আগে শহরটিতে ১৯২৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অলিম্পিকের ঠিক একশত বছর পরে আয়োজন করা হবে।
৩৫। হোয়াইট রাশিয়া কোন দেশকে বলা হয়?
উত্তরঃ হোয়াইট রাশিয়া বেলারুশকে বলা হয়।
৩৬। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ পানামা খাল, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করা পানামা খাল হল পানামা যোজক জুড়ে বিস্তৃত একটি জলপথ, যেটি ২০ শতকে বিশ্বব্যাপী বাণিজ্যপথ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে প্রমাণিত হয়েছে।
৩৭। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ হামবুর্গের বন্দর (জার্মান: হ্যামবার্গার হাফেন) জার্মানির হামবুর্গ শহরে এলবে নদীর তীরবর্তী একটি সমুদ্র বন্দর।
৩৮। বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা (২ মে – ১৯৭২)।
৩৯। ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
উত্তরঃ জাতীয় পরিষদের ১৬৯ টি আসনের মধ্যে ১৬২ টি সাধারণ আসন এবং ৭ টি মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। আওয়ামী লীগ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পূর্ব পাকিস্তানের ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টিতে জয়লাভ করে, সেইসাথে এটি ছিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ জয়।
৪০। বঙ্গবন্ধু কত তারিখে 'জুলিও কুরি শান্তি পদক'- এ ভূষিত হন?
উত্তরঃ ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও ক্যুরি শান্তি পদকে ভূষিত করা হয়েছিল।
৪১। আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ ভিক্টোরিয়া হ্রদ (ইংরেজি: Lake victoria) আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ।
৪২। নীল নদ কোন সাগরে পতিত হয়েছে?
উত্তরঃ মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নীলনদের উপত্যকায়। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীরেই অবস্থিত। বিশাল ব-দ্বীপ সৃষ্টি করে নীলনদ ভূমধ্যসাগর গিয়ে মিশেছে।
৪৩। OPEC এর পূর্ণ শব্দরূপ লিখুন।
উত্তরঃ OPEC এর পূর্ণরূপ Organization of the petroleum exporting countries.
৪৪। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তরঃ নিউজিল্যান্ডের রাজধানীর নাম হলো "ওয়েলিংটন" (Wellington)।
৪৫। ভিয়েতনাম এর মুদ্রার নাম কী?
উত্তরঃ ভিয়েতনামের মুদ্রার নাম হল ভিয়েতনামী ডং।