বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০২৩

  • ২২-০৭-২০২৩২২-০৭-২০২৩
  • অফিস সহায়কঅফিস সহায়ক

সময়: ৬০ মিনিট  

পূর্ণমান: ৭০

১। নীচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:

ক) ‘কিশোর কবি’ কাকে বলা হয়?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য।

খ) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমাধি কোথায়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।

গ) ‘বিলাসী' এর রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

ঘ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর: ৯ ডিসেম্বর ১৮৮০

ঙ) ‘আমি বিজয় দেখেছি' এর রচয়িতা কে?

উত্তর: এম আর আখতার মুকুল।

২। গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কত প্রকার ও কি কি?

উত্তর: গঠনমূলক ভাবে শব্দ ২ প্রকার। যথা: ক) মৌলিক শব্দ খ) সাধিত শব্দ

৩। অর্থ লিখুন:

ক) নয় ছয় = অপচয়

খ) শাপে বর= অনিষ্টে ইষ্ট লাভ

গ) টইটুম্বুর = ভরপুর

৪ । শুদ্ধ বানান লিখুন(অশুদ্ধ = শুদ্ধ)

ক) মুহুর্মুহূ = মুহুর্মুহু

খ) সমিচিন = সমীচীন

গ) প্রতীদ্বন্দীতা = প্রতিদ্বন্দ্বিতা

৫। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) সঞ্চয় = সম্ + চয়

খ) উদ্যোগ = উৎ + যোগ

গ) বনস্পতি = বন্ + পতি

৬। বিপরীত শব্দ লিখুন: (পদত্ত শব্দ = বিপরীত শব্দ)

ক) অধমর্ণ = উত্তমর্ণ

খ) অস্তগামী = উদীয়মান

গ) অন্বয়ী = অনন্বয়ী

৭। Fill in the blank with appropriate words:

a) He has no desire....... fame. (Answer: for)

b) He made a comment..... my lecture. (Answer: on)

c) I am sorry...... you last night.  (Answer: to disturb)

d) I shall ....... a cup of tea. (Answer: have)

e) Bread and butter......... my favorite breakfast. (Answer : is)

৮। Write correct spelling:  (Incorrect = Correct)

a) Acomodation = Accommodation

b) Autanm = Autumn

c) Honarium = Honorarium

d) Waranty = Warranty

e) Posesion = Possession

৯। Translate into English:

ক) মানুষ মানুষের জন্য।

Answer: Man is for man.

খ) আমি, তুমি ও সে দৌড়াচ্ছে।

Answer: You, he and I are running.

গ) তুমি কি সাঁতার কাটতে জানো?

Answer: Do you know how to swim?

ঘ) সময় চলে যায় ।

Answer: Time fleets/flies.

ঙ) রহিম কি স্কুলে যায়?

Answer: Does Rahim go to school?

১০। Write the meaning in Bengali:

a) Get up = বিছানা থেকে ওঠা

b) In a body = সবাই মিলে

c) Come round = আরোগ্য লাভ

d) Break out = প্রাদুর্ভাব

e) Null and Void = বাতিল

১১। a + b = 5, a - b = 3 হলে ab এর মান কত?

সমাধান:

আমরা জানি,

ab ={(a + b)/2}2-{(a-b)/2}2

= (5/2)2-(3/2)2

= (25/4)-(9/4)

=(25-9)/4

=16/4 =  4 (Answer)

১২। তিনটি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান,

তিনটি সংখ্যার গড় ৩৩

তিনটি সংখ্যার যোগফল = ৩৩ × ৩ = ৯৯

দুইটি সংখ্যার যোগফল = ২৪ + ৪২ = ৬৬

সুতরাং অপর সংখ্যাটি = ৯৯ - ৬৬=৩৩

 উত্তর: ৩৩

১৩। ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান,

দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল= ৪০ × ১.৫ বর্গমিটার = ৬০ বর্গমিটার

প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০–১.৫)× ১.৫ বর্গমি.

= ২৮.৫ × ১.৫ বর্গমিটার = ৪২.৭৫ বর্গমিটার

অতএব, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = (৬০+৪২.৭৫) বর্গমিটার

= ১০২.৭৫ বর্গমিটার

উত্তর : ১০২.৭৫ বর্গমিটার ।

১৪। টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় শতকরা কত লাভ হবে?

সমাধান, 

১০টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা

১টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা

আবার,

৮টি লেবুর বিক্রয় মূল্য ১ টাকা

১টি লেবুর ক্রয়মূল্য ১/৮ টাকা

সুতরাং লাভ হয়= (১/৮)-(১/১০)= ১/৪০


১/১০ টাকায় লাভ হয় ১/৪০ টাকা

১ টাকায় লাভ হয় ১০/৪০ টাকা

১০০ টাকায় লাভ হয় (১০×১০০)/৪০ টাকা 

 =২৫ টাকা

উত্তর: ২৫%

সাধারণ জ্ঞান

১৫।  বাংলাদেশ নামকরণ করেন কে?

উত্তর: শেখ মুজিবুর রহমান।

১৬। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৫৭ 

১৭। হিমছড়ি কোন জেলায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

১৮। হোয়াইট গোল্ড (White Gold) কি?

উত্তর: চিংড়ি।

১৯। PGCB এর পূর্ণরূপ কি?

উত্তর: Power Grid Company of Bangladesh

২০। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?

উত্তর: আগারগাঁও, ঢাকা।

২১। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪

২২। জাতীয় শিশু দিবস কবে?

উত্তর:  ১৭ মার্চ।

২৩। নিশীথ সূর্যের দেশ কোনটি?

উত্তর: নরওয়ে।

২৪। ওআইসি (OIC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: জেদ্দা, সৌদি আরব।