বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট বিভাগ)-2024

  • 30-03-202430-03-2024
  • অফিস সহকারীঅফিস সহকারী

১। (ভাব সম্প্রসারণ করুন)

ক) কর্মে যাদের নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক 

পুণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক।

উত্তরঃ




খ) কর্মে যাদের নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক 

পুণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক।



২. বাংলায় অনুবাদ করুন:

Social media has become an essential part of modern society, offering us an easy way to communicate with others, connect with new people and share information. However, it has also been observed that social media has many negative effects on society. Spread of misinformation is one of the negative sides of social media. Social media has become a breeding ground for spreading false information. With fake news and rumors easily shared across various social media platforms, people are often misguided, leading to confusion, distrust, and chaos.

অনুবাদ: সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যদের সাথে যোগাযোগ, নতুন নতুন লোকজনের সাথে সম্পর্ক স্থাপন এবং তথ্য আদান-প্রদান করার একটি সহজ পদ্ধতি/ মাধ্যম সরবরাহের মধ্য দিয়ে আধুনিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে সমাজে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। ভুল/মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়ার একটি অন্যতম নেতিবাচক দিক। এটি মিথ্যা তথ্য ছড়ানোর আঁতুরঘরে পরিণত হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজেই শেয়ারকৃত ভুয়া সংবাদ এবং গুজবের দ্বারা জনগণ প্রায়ই বিভ্রান্ত হয়, যা তাদেরকে অনিশ্চিয়তা, অবিশ্বাস এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়।


৩. বাক্য শুদ্ধ করে লিখুন: (যেকোনো ৫টি): 

ক. তিনি আসামীর বিরুদ্ধে সাক্ষী দিলেন। 

উত্তরঃ- তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। 

খ. আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত। 

উত্তরঃ- আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

গ. ছেলেটি অহর্নিশি তার মাকে জালাতন করে । 

উত্তরঃ- ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে।

ঘ. তার দারিদ্র্যতার কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি 

উত্তরঃ- তার দারিদ্র্যে কষ্ট পেয়েছি আর সৌজন্যে মুগ্ধ হয়েছি।

ঙ. ষষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে। 

উত্তরঃ- ষোড়শ প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে। 

চ. আপনি স্বপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত। 

উত্তরঃ- আপনি সপরিবার ও সবান্ধব আমন্ত্রিত।

৪. অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):

ক. সুলুক সন্ধানঃ (খোঁজ-খবর): জনগণের নিয়মিত সুলুক-সন্ধান রাখা একজন জনপ্রতিনিধির কর্তব্য।

খ. তামার বিষঃ (অর্থের কুপ্রভাব) : তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তিই ধরাকে সরা জ্ঞান করে ।

গ. ডাকাবুকোঃ (দুরন্ত / নির্ভীক): গ্রামের ডাকাবুকো ছেলেদের সকল প্রকার ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ঘ. শরতের শিশিরঃ (সুসময়ের বন্ধু): টাকা-পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না ।

ঙ. লেফাফা দুরস্তঃ (বাইরে পরিপাটি): লোকটি দরিদ্র হলেও আচার-আচরণে লেফাফা দুরস্ত।

চ. চোখের চামড়া(চক্ষুলজ্জা): সুদখোর লোকদের চোখে চামড়া থাকে না, আপন ভাইয়ের কাছ থেকে তারা সুদ নিতেও কুণ্ঠাবোধ করেন না ।


৫. Translate to English:

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। অন্য কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাথে মানুষের একটি আত্মিক সম্পর্ক থাকে। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণ এটি বাঙালির মাতৃভাষা। বাঙালিরা পরভাষা চর্চা করে বটে, কিন্তু বাংলাতেই তার যত স্বাচ্ছন্দ্য।

Translate: Mother tongue/ language is the most favorite to people and it is the most suitable to express thoughts of mind. It is impossible to find intense happiness by expressing the thoughts of mind in no other language. The mother language of every nation has its own characteristics and man has a spiritual connection with his mother language. For Bengalees, Bengali language is the best medium to express their feelings. Because, it is their mother tongue. Though bengalees practice others language too, they are more at ease in speaking Bengali.


৬। Write a letter to your younger brother expressing concern regarding the lack of fire safety measures in building and restaurants of Dhaka City.


৭। Fill in the blanks with appropriate preposition (any five):

a. I do not care... you.

Answer: about

b. Can you think... a better solution?

Answer: of

c. They live... catching fish.

Answer: by

d. I ran ... my friend at the airport.

Answer: into

e. Shut the windows and keep the cold----- 

Answer: out

f. He agreed-------my leaving early on Friday.

Answer: to


8. Correct the following sentences (any five): ‍

a. Rahim will return back tomorrow.

Answer: Rahim will return tomorrow.

b. She was used to get up early.

Answer: She was used to getting up early.

c. If my daughter is here, I would be very happy.

Answer: If my daughter was here, I would be happy. 

d. I like the music.

Answer: I like music/I like listening to music.

e. One should do his duties.

Answer: One should do one's duty.

f. He is a famous thief.

Answer: He is a notorious thief.


৯। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী? অভিযানের পরিকল্পনাকারী কে ছিলেন? 

উত্তরঃ- ৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিলো অপারেশন সার্চলাইট। অভিযানের পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।


খ. বাংলাদেশের সংবিধানে উল্লিখিত ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন।

উত্তরঃ- সরকারী কর্ম কমিশন ও নির্বাচন কমিশন।


গ. নীলদর্পণ নাটকের পটভূমি ও এর রচয়িতার নাম কী?

উত্তরঃ- নীলদর্পণ (১৮৬০) নাটকের পটভূমি হলো বাংলার কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতন। এর রচয়িতা দীনবন্ধু মিত্র।

ঘ. 'ECNEC এর পূর্ণরূপ কী? 'ECNEC (একনেক) সভায় কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ- ECNEC - Executive Committee of National Economic Council. ECNEC (একনেক) সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।


ঙ. 'হুথি' কোন দেশের স্বাধীনচেতা গোষ্ঠি? 

উত্তরঃ- 'হুথি' ইয়েমেনের স্বাধীনচেতা গোষ্ঠী।


চ. মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টি ও কী কী?

উত্তরঃ- মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ ২টি। যথা: তুরস্ক, ইরান।


ছ. কাজী নজরুল ইসলাম রচিত ২টি গল্পগ্রন্থের নাম লিখুন। 

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম রচিত ২টি গল্পগ্রন্থ হলো: ব্যথার দান ও রিক্তের বেদন ।


জ. টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? এতে কয়টি দেশ অংশগ্রহণ করবে?

উত্তরঃ- টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৪ অনুষ্ঠিত হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এতে ২০টি দেশ অংশগ্রহণ করবে।


ঝ. কম্পিউটারের র‍্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ- RAM হলো অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ গেলে এর সকল তথ্য মুছে যায়। অন্যদিকে, ROM হলো স্থায়ী মেমোরি। বিদ্যুৎ গেলেও এর তথ্য মুছে যায় না।


ঞ. মানবদেহে রক্তের কাজ কী?

উত্তরঃ- মানব দেহে রক্তের কাজ নিম্নরূপ: 

ক. অক্সিজেন পরিবহন করা 

খ. খাদ্যসার পরিবহন করা 

গ. তাপের সমতা রক্ষা করা 

ঘ. বর্জ্য পদার্থ নিষ্কাশন করা 

ঙ. হরমোন পরিবহন করা।


১০। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. যদি মাংসের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে মাংসের ব্যবহার কী হারে কমালে মাংসের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?

সমাধানঃ- ব্যবহার হ্রাস = [( মূল্য বৃদ্ধি ×১০০)/ (১০০+মূল্য বৃদ্ধি)]%

= [ (২৫×১০০)/ (১০০+২৫)] %

= ২০%


খ. উৎপাদক বিশ্লেষণ করুন: 12x2 – 3x + 4

সমাধানঃ- 



গ. 2x - 2x হলে দেখান যে, 8(x3-1x3) = 63 

সমাধানঃ- 



ঘ. প্রমাণ করুন যে, কোনো ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে।

সমাধানঃ- 

অর্থাৎ কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। (প্রমাণিত)