ভূমি মন্ত্রণালয়-2018

  • 20-07-201820-07-2018
  • চতুর্থ শ্রেণির কর্মচারী (মিশ্র পদ)চতুর্থ শ্রেণির কর্মচারী (মিশ্র পদ)

সময়ঃ ১ ঘণ্টা/পূর্ণমানঃ ৭০

১. বাংলা স্বরবর্ণের সংখ্যা কতটি ও কী কী?

উত্তর: স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন- অ, আ, ই, ঈ, উ, ঊ ইত্যাদি। বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশ (৫০) টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ এগারো (১১) টি। স্বরবর্ণ: অআইঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ।


২. বাংলায় পদ কত প্রকার ও কী কী?

উত্তর: বাংলায় পদ পাঁচ প্রকার। যথা- ১. বিশেষ্য, ২. বিশেষণ, ৩. সর্বনাম, ৪. অব্যয় ও ৫. ক্রিয়া।


৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।


৪. বাংলাদেশের জাতীয় কবি কে? তিনি কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ১৮৯৯ সালের ২৪ মে জন্মগ্রহণ করেন।


৫. 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' বঙ্গবন্ধু এ উক্তিটি কবে কোথায় করেছেন?

উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ, ঢাকার রেসকোর্স ময়দানে।


৬. সঠিক বানান লিখুন: মুমুর্ষ, বাঙালী, শিহরন। 

ক. মুমুর্ষ = মুমূর্ষু

খ. বাঙালী = বাঙালি

গ. শিহরন= শিহরণ


৭. 'স্বাধীনতা দিবস' সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন।

উত্তর: বাংলাদেশের স্বাধীনতা দিবস একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। পাক হানাদার গোষ্ঠীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম শুরু করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় 'অর্জিত হয়। বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীন বাংলাদেশ ২৬ মার্চকেই স্বাধীনতা দিবস হিসেবে গ্রহণ করে এবং প্রতিবছর এই দিনটি অত্যন্ত সম্মানের সাথে উদ্যাপিত হয়।


৮. শব্দ দুটি দিয়ে বাক্য রচনা করুন: ক. ঝরনা খ. ভাষা

ক. ঝরনা- পাহাড় থেকে পতনশীল জলধারাকে ঝরনা বলে।"

খ. ভাষা- মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।


৯. শব্দার্থ লিখুন: Shut, Beef, Meaningless

*Shut = বন্ধ করা, রুদ্ধ করা

*Beef = গরুর মাংস

*Meaningless = অর্থহীন


১০. Verb-গুলোর Past form লিখুন: Write, Find, Swim

*Write = wrote

*Find = found

*Swim = swam


১১. Translate into English:

ক. ফুলটি লাল এবং খুব সুন্দর।

Ans: The flower is red and very beautiful.

খ. সে গান গায়।

Ans: He sings a song.

গ. আমার দেশ বাংলাদেশ।

Ans: My country is Bangladesh.

ঘ. সে আমার চাচাত ভাই।

Ans: He is my cousin.

ঙ. আমি তাকে চিনতাম।

Ans: I knew him.


১২. Write five sentences about 'Your Village'.

Ans: My village home is Shibpur. Our village is very big. Upazilla town is five kilometres away from our village. Communication system is very well. Our village is developing day by day.


১৩. Parts of Speech কত প্রকার ও কী কী?

Ans: Parts of Speech ৮ প্রকার। যথা- 1. Noun; 2. Pronoun; 3. Verb; 4. Adjective; 5. Adverb; 6. Preposition; 7. Conjunction and 8. Interjection.


১৪. অঙ্কে লিখুন: ক. তেষট্টি লক্ষ দশ, খ. এক কোটি এক 

ক. তেষট্টি লক্ষ দশ = ৬৩০০০১০

খ. এক কোটি এক = ১০০০০০০১


১৫. একটি ঘরের দৈর্ঘ্য গ্রন্থের ৩ গুণ। প্রতিবর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটি কারপেট দ্বারা ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

সমাধানঃ মনে করি, ঘরটির প্রন্থ = ক মিটার

ঘরটির দৈর্ঘ্য = ৩ক মিটার

ঘরটির ক্ষেত্রফল = (ক× ৩ক) বর্গমিটার = ৩ক± বর্গমিটার

ঘরের মেঝের ক্ষেত্রফল = ১১০২.৫০.৫০ বর্গমিটার = ১৪৭ বর্গমিটার

প্রশ্নমতে, ৩ক± = ১৪৭

বা, ক± = ৪৯

বা, ক = ৭

ঘরের প্রন্থ = ৭ মিটার

ঘরের দৈর্ঘ্য = (৭×৩) মিটার = ২১ মিটার


১৬. কোনো আসল ৩ বছরের মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, ৩ আসলের এর অংশ হলে, আসল ও। মুনাফার হার নির্ণয় করুন।



১৭. গুণফল বের করুন:

ক. ১.১ × ১.১১

সমাধানঃ ১.১ × ১.১১


= ১.২২১

খ. ০.০০৫ × ১২

সমাধানঃ ০.০০৫ × ১২


= ০.০৬


১৮. ক. কত গ্রামে ১ কেজি?

উত্তর: ১০০০ গ্রামে।

খ. তরল পদার্থের একক কী?

উত্তর: মোল (Mol)


১৯. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. বিশ্বকাপ ফুটবল ২০১৮-এ রানার্সআপ হয়েছে কোন দেশ?

উত্তর: বিশ্বকাপ ফুটবল ২০১৮-এ রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া (চ্যাম্পিয়ন দেশ ফ্রান্স)।

খ. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?

উত্তর: বাংলাদেশের প্রশাসনিক বিভাগ ৮টি।

গ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?

উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২১ ফেব্রুয়ারি।

ঘ. বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি?

উত্তর: বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৫০টি।

ঙ  কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?

উত্তর: ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়।

চ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কত জন?

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ৭ জন।

ছ. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় (১১ জুলাই ১৯৭১) ।

জ. মুজিবনগর দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তর: মুজিবনগর দিবস ১৭ এপ্রিল পালিত হয়।

ঝ. বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে?

উত্তর: বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রূপপুর, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে ৪ নভেম্বর ২০১৭ সালে বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবে ৩২তম দেশ হিসেবে যুক্ত হয়।