বাংলা
পূর্ণমানঃ ৭০; সময়ঃ ৬০ মিনিট
১. সন্ধি বিচ্ছেদ করুণঃ
ক. দুর্নীতি = দুঃ + নীতি
খ. পরীক্ষা = পরি + ঈক্ষা
গ. পিত্রালয় = পিতৃ + আলয়
ঘ. গায়ক = গৈ + অক
২. শুদ্ধ বানান লিখুনঃ
৩. এক কথায় প্রকাশ করুনঃ
ক. নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর
খ. যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
গ. যার কোনো তিথি নেই = অতিথি
ঘ. সেবা করার ইচ্ছা = শুশ্রূষা
৪. অর্থসহ বাক্য রচনা করুনঃ
ক. এলাহি কাণ্ড = (বিরাট আয়োজন)- সামান্য বিষয়টাকে নিয়ে তোমরা একেবারে এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলেছ।
খ. মগের মুল্লুক = (অরাজক দেশ)- সন্ত্রাসীদের দাপটে মনে হয়, আজ আমরা মগের মুল্লুকে বাস করছি।
গ. আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)- ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস।
ঘ. আঠারো মাসে বছর = (দীর্ঘসূত্রিতা)- সাত দিনের মধ্যে সে কিছতেই একাজ সম্পন্ন কতে পারবে না- তার তো আঠার মাসে বছর।
৫. বিপরীত শব্দ লিখুনঃ
ENGLISH
৬. Fill in the blank with preposition:
ক. Books are a great source of happiness.
খ. My younger sister is good at Mathematics.
গ. The dog is grateful to its owner.
ঘ. He suddenly jumped on a bus.
ঙ. I will have completed my assignment by Friday.
৭. Translate into English: রংপুর বিভাগের একটি জেলা গাইবান্ধা। জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৮ সালে। এ জেলার পূর্বনাম ভবানীগঞ্জ। দিনাজপুর, বগুড়া ও রংপুরের সাথে এ জেলার সীমানা রয়েছে। এ জেলার ব্র্যান্ড স্লোগান হচ্ছে 'স্বাদে ভরা রসমঞ্জরীর ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ'।
উত্তরঃ "Gaibandha is a district in the Rangpur division. The district was established in 1858. The former name of this district was Bhavaniganj. It shares its borders with Dinajpur, Bogura, and Rangpur. The brand slogan of this district is 'Filled with the aroma of Rasmanjari, the corn and chili of the char region are the essence of Gaibandha.'"
৮. Spelling Correction
৯. Write five meaningful sentences on 'My village'
My Village:
Village is a place where the identity of a person is based upon. The name of my village is Munshiganj, is a district in central Bangladesh. It is a part of the Dhaka Division. Total land area is 954 km. The famous river Meghna flows down at a near distance.Our village is densely populated. Most of the
সাধারণ গণিত
১০. সাধারণ গণিত
ক) একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রয় করেন, জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ ১২% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা
উত্তরঃ ৫০ টাকা।
খ) দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
সমাধানঃ মনে করি, বড় সংখ্যা ক এবং ছোট সংখ্যাটি খ
১ম শর্তে, ক + খ = ১৫ ……………….. (১)
২য় শর্তে, ক - খ = ১৩ ……………….. (২)
(১) নং সমীকরণের সাথে (২) নং সমীকরণ যোগ করে পাই,
২ক = ২৮,
বা, ক = ২৮÷২
∴ ক = ১৪
ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
১৪ + খ = ১৫ ∴ খ = ১
সুতরাং ছোট সংখ্যাটি ১
উত্তর: ১
গ) x - 1x2 = 5 হলে x2 - 1x2 এর মান কত?
সমাধানঃ আমরা জানি,
উত্তরঃ 27
সাধারণ জ্ঞান
১১. সাধারণ জ্ঞান
ক. ক) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছেন?
উত্তর: ১৫৮১ জন
খ) "Banker to the Poor" বইটির লেখক কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস
গ) গাইবান্ধা জেলায় মোট কতটি সংসদীয় আসন রয়েছে?
উত্তর: ৫ টি
ঘ) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর
ঙ) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীল নদ
চ) শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল?
উত্তর: ইংল্যান্ড
ছ) "আবদুল্লাহ” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: কাজী ইমদাদুল হক
জ) সূর্য উদয়ের দেশ কোনটি?
উত্তর: জাপান
ঝ) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ?
উত্তর: ৫ জুন
ঞ) বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নাম লিখুন?
উত্তর: অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ