ভূমি মন্ত্রনালয়(অফিস সহায়ক)।।2023।।

  • 20-10-202320-10-2023
  • অফিস সহায়কঅফিস সহায়ক

সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ৪০

১. সন্ধি বিচ্ছেদ লিখুন:

ক. মহোৎসব = মহা + উৎসব

খ. সংঘাত = সম্ + ঘাত


২. এককথায় প্রকাশ করুন:

ক. যিনি বিদ্যা লাভ করেছেন = কৃতবিদ্যা 

খ. পরে জন্মেছে যে = অনুজ


৩. নিচের প্রশ্নের উত্তর দিন:

ক. 'চাচা-কাহিনী' গ্রন্থের লেখক কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী।


খ. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?

 উত্তর: গীতাঞ্জলি।


১৬. অনুচ্ছেদ লিখুন: 'মেট্রোরেল'।

উত্তর: মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ হলো মেট্রোরেল। মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্পর্শ করে গণপরিবহণের জন্য প্রতিষ্ঠিত রেলব্যবস্থাই মেট্রোরেল। এটি একটি বিদ্যুৎচালিত পরিবহণ।। মেট্রোরেলের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু (শুভ উদ্বোধন)-২৮ ডিসেম্বর ২০২২।। ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম: ম্যাস র‌্যাপিড ট্রানজিট।। বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প সংযুক্ত করেছে: মতিঝিল-উত্তরা। ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ্য: উত্তরা থেকে কমলাপুর ২১.২৬ কি.মি.(পূর্বে ছিল উত্তরা থেকে মতিঝিল ২০.১০ কি.মি.)।। স্টেশনে সংখ্যা: ১৭টি।। মেট্রোরেল এর অর্থায়নের উৎস: বাংলাদেশ ও জাপান।। বাংলাদেশের প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয় ২৯ আগস্ট ২০২১ সালে।। মেট্রোরেল এর প্রতি ঘণ্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে- ৬০,০০০ যাত্রী।। মেট্রোরেলের প্রথম চালক- মরিয়ম আফিজা।


১৭. Write five sentences on duties of an 'Office Assistant'.

Ans: Duties of an 'Office Assistant'

Office assistants play a crucial role in maintaining the smooth functioning of office by performing various administrative and cleric duties.Their responsibilities often include managing and organizing office files, documents, and records to ensure easy access and retrieval. Office assistant also handle. incoming and outgoing communications, such as phone calls, emails, and faxes, and working for scheduling appointments or meetings for their superiors. They may assist with basic book keeping tasks, like recording expenses and managing office supplies to help maintain the office's budget and resources. Office assistants are often the first point of contact for visitors, clients and employees, and they should provide a welcoming and professional atmosphere, that making a positive impression on behalf of the office. 


১৮. Write the Bengali meaning of the following words:

Obedient = বাধ্য, আজ্ঞানুবর্তী

Negligence = অবহেলা, অযত্ন


১৯. Translate into English:

(a) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

Ans: Honesty is the best policy.

(b) মানুষ মরণশীল।

Ans: Man is mortal.


২০. Translate into Bengali:

(a) Bangladesh is a developing country.

Ans: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।


২১. কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন?

২২. x2-3xy - 40y2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধানঃ x2-3xy-40y2 

= x2-8xy+5xy-40y2 

= x(x-8y) +5y(x-8y) 

=(x-8y) (x+5y) Ans.


২৩. a = 2 হলে 27a3 + 54a2-36a + 3 এর মান নির্ণয় করুন।

সমাধানঃ 27a3 + 54a2-36a + 3

= (3a)3 + 3. (3a)2.2+3.3a.22+23-5

= (3a+2)3-5

= (3×2+2)3-5

= (6+2)3-5

= (8)3-5

= 512-5

= 507

Ans: 507


২৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:

ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনির নাম লিখুন?

উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (জন্ম: ১৭ মার্চ ১৯২০ ও মৃত্যু: ১৫ আগস্ট ১৯৭৫) রচিত ভ্রমণ কাহিনীর নাম। 'আমার দেখা নয়াচীন'। এটি বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই যা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি প্রথম প্রকাশ পায়।


খ. ছয় দফা আন্দোলন শুরু হয় কত সালে?

উত্তর: ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন।


গ. দেশের পথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?

উত্তর: দেশের প্রথম হাইটেক পার্ক 'বঙ্গবন্ধু হাইটেক সিটি' গাজীপুর জেলার কালিয়াকৈর শহরে অবস্থিত। এর পূর্ব নাম ছিল 'কালিয়াকৈর হাইটেক পার্ক' (২০১৬ সালে নাম পরিবর্তন করা হয়)।


ঘ. LD Tax-এর পূর্ণরূপ কী?

উত্তর: LD Tax -এর পূর্ণরূপ হলো- Land Development Tax বা ভূমি উন্নয়ন কর।


ঙ. বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি?

উত্তর: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং সর্ব- দক্ষিণে ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।


চ. জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখ?

উত্তর: ৭ মার্চ বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।


ছ. বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কী?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়।


জ. ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?

উত্তর: ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিংকি (Helsinki)


ঝ. বিমসটেক এর সদর দপ্তর কোথায়?

উত্তর: বিসমটেক (BIMTEC Bag of Bangla Initiative for Malti-Sectoral Technical and Economic Co-operation) এক ধরনের অর্থনৈতিক সংগঠন। এর সদর দপ্তর রাজধানী ঢাকায় অবস্থিত।


ঞ. বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি? 

উত্তর: বর্তমান বিশ্বের ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।