সময়ঃ ৬০ মিনিট/পূর্ণমানঃ৭০
১. সন্ধি বিচ্ছেদ করুন:
ক) শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
খ) শয়ন = শে+ অন।
গ) ষষ্ঠ = ষষ্ + থ।
ঘ) সংস্কার = সম্ + কার।
২. বিপরীত শব্দ লিখুন:
ক) অসীম সসীম।
খ) সংশ্লেষণ বিশ্লেষণ।
গ) স্থির চঞ্চল।
ঘ) বিশ্রী সুশ্রী।
৩. এক কথায় প্রকাশ করুন:
ক) জয়সূচক উৎসব - জয়ন্তী।
খ) একই সময়ে বর্তমান সমসাময়িক।
গ) যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার।
ঘ) মৃতের মত অবস্থা যার- মুমুর্ষু।
৪. অর্থসহ বাগধারা লিখুন:
ক) আট কপালেঃ (হতভাগ্য): আমার মত আট কপালের ভাগে কি ওই চাকরি জুটবে?
খ) হাতির পাঁচ পা দেখাঃ (অহংকার বোধ করা): আজকাল হাতির পাঁচ পা দেখা লোকের অভাব নেই।
গ) কান পাতলাঃ (সহজেই বিশ্বাসপ্রবণ): করিম এত কান-পাতল লোক যে, অপরের কথা শুনেই বিনা কারণে উত্তেজিত হয়ে ওঠে।
ঘ) ভিজে বিড়ালঃ (কপটচারী): মনে করেছিলাম, শাহিন ভিজে বিড়াল, এখন দেখি তা না।
৫. শুদ্ধ বানান লিখুন: (প্রদত্ত বানান = শুদ্ধ বানান)
ক) সমিচিন = সমীচীন
খ) চাকরিজিবি = চাকরিজীবী
গ) পুনরমিলনি = পুনর্মিলনী
ঘ) শ্ররদ্ধানজলী = শ্রদ্ধাঞ্জলি
৬. Correct the sentence:
a) Quran is a holy book
Ans. The Quran is a holy book.
b) One should do his duty.
Ans. One should do one's duty.
c) He gave me wrong informations.
Ans. He gave me wrong information.
d) He learns the poem by memory.
Ans. He learns the poem by heart.
e) Does he has a house?
Ans. Does he have a house?
৭. Fill in the gaps:
a) ____I didn't understand everything, I enjoyed the lecture. ()
b) Hurry up_____you will be late. ()
c) Rahim is afraid____dogs. ()
d) His house is adjacent_______mine. ()
e) He was absorbed____deep thought. (in)
৮. Correct spellings:
a) Miscelaneous = Miscellaneous
b) Grivance = Grievance
c) Exagarate = Exaggerate
d) Secretariet = Secretariat
e) Pediatric = Pediatric
৯. Write five sentence on the 'Padma Bridge'
The Padma Bridge
The Padma Bridge stands as an engineering marvel spanning the Padma River in Bangladesh, connecting the country's southwest region with the capital, Dhaka. With a length of about 6.15 kilometers, it ranks among the longest bridges in the world. Its construction commenced in 2007 and was completed in 2022, overcoming numerous challenges, including funding issues and environmental concerns. The bridge not only facilitates transportation but also enhances economic activities and social connectivity, serving as a symbol of national pride for Bangladesh. Its elegant design and strategic importance make it a landmark of modern infrastructure and a testament to human ingenuity.
১০. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
সমাধানঃ ৫% হারে,
৫ টাকা কর দিতে হয় ১০০ টাকায়
১ টাকা কর দিতে হয় ১০০ ÷ ৫ টাকায়
৬০০ টাকা কর দিতে হয় (১০০×৬০০)÷৫ টাকায় = ১২০০০ টাকা
উত্তরঃ ১২০০০ টাকা।
১১. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩,১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধানঃ ত্রিভুজটির পরিসীমা, s = (১৩+১৪+১৫)÷২ = = ২১ মিটার
১২. একটি আয়তাকার বাড়ির পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত?
সমাধানঃ আয়তাকার ঘরটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রন্থ)
অর্থাৎ ২ (৩৬+ প্রস্থ) = ৪৪ × ৩ [১ গজ = ৩ ফুট]
বা, ২(৩৬+ প্রস্থ) = ১৩২
বা, ৩৬+ প্রন্থ = ৬৬ :
বা, প্রন্থ = (৬৬ - ৩৬) ফুট = ৩০ ফুট
উত্তরঃ ৩০ ফুট।
১৩. a) x³- ৪ এর উৎপাদক কোনটি?
সমাধানঃ দেওয়া আছে, x³- 8
= x3 – 23
= (x - 2) (x²+x.2+ 22)
= (x-2) (x²+2.x+4) (answer).
b) একটি স্কুলে ড্রিল করার সময় ৮, ১০ এবং ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
সমাধানঃ ৮, ১০, ১৫ এর ল.সা.গু. ই হবে নির্ণেয় ছাত্র সংখ্যা।
∴নির্ণেয় ল.সা.গু. = ২×৫×৪×৩ = ১২০।
উত্তরঃ ছাত্রের সংখ্যাঃ ১২০ জন।
১৪. 'একাত্তরের ডায়েরী' কে লিখেছেন?
উত্তর: সুফিয়া কামাল।
১৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Road Transport and Bridges.
১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩.৩২ কিলোমিটার।
১৭. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়?
উত্তর: ২০০০ সাল থেকে।
১৮. পূর্ণরূপ লিখুনঃ
IDA - International Development Association.
ASEAN - Association of Southeast Asian Nations
OPEC - Organization of the Petroleum Exporting Countries.
১৯. বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখন?
উত্তর: পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। পুরোনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে, জীর্ণ ক্লান্ত অবসাদের অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করে বাংলা নববর্ষ। কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা যা, বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।