১। নগর জরিপ বলতে কী বুঝায়?
উত্তরঃ বড় শহর, নগর বা পৌর এলাকার সীমানার মধ্যে বসবাসরত নগরবাসী বা পৌরবাসীর সুযোগ সুবিধাসমূহ বাস্তবায়ন ও পৌরকর নির্ধারণের নিমিত্তে যে ব্যাপক সমন্বিত জরিপ করা হয় তাকে নগর জরিপ বলে।
২। নগর জরিপে কী কী মানচিত্র তৈরি করা হয়?
উত্তর:
(ক) ভূসংস্থানিক মানচিত্র।
(খ) সম্পত্তি মানচিত্র।
(গ) দেওয়াল মানচিত্র।
(ঘ) ভূনিম্নস্থ মানচিত্র।
৩। এলিডেড এর কাজ কী?
উত্তরঃ এলিডেড তার দৃষ্টিপাত, বস্তুপাত ও টার্গেট স্টেশন বিন্দুর সংযোজিত সুনির্দিষ্ট দৃষ্টিরেখা নির্ধারণ করে এবং দৃষ্টি রেখার সমান্তরালে স্টেশন বিন্দুতে রশ্মি রেখা টানতে সুযোগ দেয়।
৪। গান্টার্স শিকল ও প্রকৌশল শিকলের এক লিংকে পার্থক্য কত ইঞ্চি?
উত্তর: প্রকৌশল শিকলের ১ লিংকের দৈর্ঘ্য ১ ফুট বা ১২ ইঞ্চি।
গান্টার্স শিকলের ১ লিংকের দের্ঘ্য ৭.৯২ ইঞ্চি
... গান্টার্স শিকলের ও প্রকৌশল শিকলে ১ লিংকের পার্থক্য
= ১২-৭.৯২ = ৪.০৮ ইঞ্চি
৫। গান্টার্স শিকল ও প্রকৌশল শিকলের এক লিংক এর দৈর্ঘ্য কত?
গান্টার্স শিকলের এক লিংক এর দৈর্ঘ্য ০.৬৬ ফুট বা ৭.৯২ ইঞ্চি এবং প্রকৌশল শিকলের এক লিংক এর দৈর্ঘ্য ১ ফুট বা ১২ ইঞ্চি।
৬। নগর জরিপে কত স্কেলে কোনো মানচিত্র তৈরি করা হয়?
উত্তর:
(ক) ভূ - সংস্থানিক মানচিত্র সাধারণত ১: ২০০০ বা ২৫০০০ স্কেল অঙ্কন করা হয়।
(খ) সম্পত্তি মানচিত্র সাধারণত ১:৫০০ স্কেলে অংকন করা হয়।
(গ) দেওয়াল মানচিত্র সাধারণত ১: ২০০০০ বা ২৫০০০ স্কেলে অংকন করা হয়
(ঘ) ভূনিম্নস্থ মানচিত্র সাধারণত ১:৫০০ স্কেলে অংকন করা হয়।
৭। নগর জরিপের উদ্দেশ্যগুলো লেখ।
উত্তর: নগর জরিপের উদ্দেশ্যগুলোঃ
(i) মানচিত্র প্রণয়ন।
(ii) প্লট করণ ও নতুন রাস্তা স্থাপন।
(iii) রাস্তা, গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন, ইমারত, পয়ঃপ্রনালি ইত্যাদি নির্বাচন।
(iv) স্মারক চিহ্ন ও বেঞ্চমার্ক স্থাপন।
(v) বিভিন্ন মালিকের সম্পত্তির সীমানা চিহ্নিত করণ।
(vi) ভূ-সংস্থানিক অবস্থা নির্ধারণ।
(ivv) পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি।
৮। সংস্থানিক মানচিত্র বলতে কী বুঝায়?
উত্তরঃ যে মানচিত্র কোনো এলাকার ভূ-পৃষ্ঠের বিভিন্ন কৃত্রিম ও প্রাকৃতিক ফিচার্স এলিভেশনের ভিন্নতা ও অনুভূমিক অবস্থিতি প্রদর্শিত হয়, তাকে ঐ এলাকার ভূ-সংস্থানিক মানচিত্র বলা হয়।
৯। নগর সম্পত্তি জরিপের প্রধান উদ্দেশ্যগুলো লেখ?
উত্তর: নগর সম্পত্তি জরিপের প্রধান উদ্দেশ্যগুলো:-
i) সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র ও তথ্যাদি সংগ্রহ করা
ii) জনগণের সম্পত্তির সীমানা নির্দেশক রাস্তাগুলোর অবস্থান চিহ্নিত করা।
iii) নগরের রাস্তার বাঁক বিন্দু, ছেদ বিন্দু ও কোনো বিন্দু চিহ্নিত করে এগুলোতে জরিপ স্মৃতিফলক তৈরি করণ।
iv) প্রত্যেকটি স্মৃতিফলকের স্থানাঙ্ক নির্ধারণ।
v) নগরীর উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণে বিশদ তথ্যাদির (সম্পত্তি সংক্রান্ত) যোগান দেওয়া।
১০। টোটাল স্টেশন বলতে কী বুঝায়?
উত্তরঃ টোটাল স্টেশন হলো একটি অত্যাধুনিক জরিপ যন্ত্র যার সাহায্যে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো স্টেশনের যাবতীয় তথ্যাদি গ্রহণ করা যায়। এটা একটি স্বয়ংক্রিয় ডিজিটাল থিওডোলাইট।
১১। ট্রানজিটিং কি?
উত্তরঃ থিওডোলাইটের দুরবিনকে ট্রানিয়ন অক্ষে ১৮০° ঘুরিয়ে উপরের অংশ নিচে বা নিচের অংশ উপরে নিয়ে সঠিকভাবে বিপরীত করনকে ট্রানজিটিং বলা হয়।
১২। সেন্টারিং কী?
উত্তর: থিওডোলাইটের উলম্ব অক্ষ মাঠের স্টেশনের উপর রেখে থিওডোলাইট স্থাপন করাকে সেন্টারিং বলা হয়।
১৩। ডিসপ্লে প্যানেল কী?
উত্তর: এটি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে নামে পরিচিত। অপারেশন প্যানেলের বাটন ব্যবহার করলে সকল তথ্যাদি ডিসপ্লেতে প্রদর্শিত হয়।
১৪। টোটাল স্টেশনের দশটি উপাংশের নাম লিখ?
উত্তর: টোটাল স্টেশনে দশটি উপাংশের নাম:-
i. অপারেশন প্যানেল (Operation Panel)
ii. ডিসপ্লে প্যানেল (Display Panel)
iii. বৃত্তাকার লেভেল (Ciruclar Level)
iv. প্লেট লেভেল (Plate level)
v. বস্তুলেন্স (Objet Lens)
vi. টেলিস্কোপ আইপিস (Telescope eyepiece)
vii. লেভেলিং ফুট স্ক্রু (Leveling foot screw)
viii. অনুভূমিক ক্যাম্প (Horzantal Clamp)
ix. উলম্ব ক্ল্যাম্প (vertical clamp)
x. পিপ সাইট (Peep sight)
১৫। ডায়াফ্রামের গঠন চিত্রসমূহ সংক্ষেপে বর্ণনা কর?
উত্তর: ডায়াফ্রাম লেভেল যন্ত্র, থিওডোলাইট ইত্যাদির একটি প্রধান অঙ্গ। এটিই দুরবিনের অভিনেত্রের সামান্য সামনে থাকে। কৌনিক মান নির্ণয় এবং স্টাফ গ্রহনে এটিই প্রধান ভূমিকা পালন করে। এটি ব্রাস বা গান মেটালের তৈরি রিং এর সাথে ক্রস হেয়ার আটকিয়ে গঠন করা হয়। সূক্ষ্ম প্লাটিনামের তার, মাকড়সার আঁশ বা গ্লাসের উপর খুবই সরু দাগ কেটে ক্রস হেয়ার তৈরি করা হয় এবং ক্যাপস্টেন হেডেড স্কুর সাহায্যে ক্রস হেয়ার সঠিক স্থানে স্থাপন করা হয়। ডায়াফ্রাম জুর সাহায্যে একে উপরে, নিচে, ডানে ও বামে সরানো যায়। যন্ত্রের ধরন ও নির্মাতার মডেল অনুযায়ী বিভিন্ন ধরনের ডায়াফ্রাম দেখা যায়।
১৬। ডায়াফ্রাম কি দিয়ে তৈরি করা হয়?
উত্তর : ডায়াফ্রাম ব্রাস বা গান মেটাল এর রিং এ ক্রস হেয়ার (সরু প্লাটিনামের তার মাকড়সার আঁশ) আটকিয়ে বা কাঁচের উপর সরু দাগ কেটে তৈরি করা হয়।
১৭। টোটাল স্টেশনের সেটিং বলতে কী বুঝায়?
উত্তরঃ টোটাল স্টেশন যন্ত্র দ্বারা পাঠ গ্রহন করার পূর্বে নির্দিষ্ট স্টেশনে যন্ত্র বসিয়ে পাঠ গ্রহনের উপযোগী করার জন্য যে সম্বনয়ন করা হয়, তাকে টোটাল স্টেশনের সেটিং বা স্থাপন বলে। সেন্টারিং ও লেভেলিং এ দু'ধাপে স্থাপন করা হয়।
১৮। অপারেশন প্যানেল কী?
উত্তর: অপারেশন প্যানেল টোটাল স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এতে স্থাপিত key গুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কমান্ড ও পাঠ গ্রহণ করা যায়।
১৯। ত্রিমাত্রিক স্থানাংক বলতে কী বুঝায়?
উত্তর: কোন একটি বিন্দু বা স্টেশনের অবস্থান তিন পরিমাপের সাহায্যে প্রকাশ করা হলে তাকে ত্রিমাত্রিক স্থানাংক বলে। জরিপ কাজে স্টেশনে বিন্দুর স্থানাংক নির্ণয়ের জন্য তিনটি স্থানাংক যথাক্রমে (North), (East) (Zenith) দ্বারা প্রকাশ করা হয়।
২০। আজিমাথ অ্যাঙ্গেল কীভাবে সেট করা যায়?
উত্তরঃ যন্ত্র স্টেশন স্থানাংক এবং ব্যাক সাইট স্টেশন স্থানাংক সেট করে ব্যাক সাইট স্টেশনের আজিমুখ অ্যাঙ্গেল হিসাব করে বের করা যায় এবং তা যন্ত্রে সেট করা যায়।
২১। টোটাল স্টেশনের সমন্বয়ন বলতে কী বুঝায়?
উত্তরঃ সকল জরিপ যন্ত্রই ব্যবহার কালে প্রত্যেক স্টেশন কার্ড গ্রহনের নিমিত্তে যন্ত্র যথাযথভাবে স্টেশনে সেটিং বা সংস্থাপন করতে হয়। এ সময় যে সকল সমন্বয়ন করতে হয় সেগুলো কে অস্থায়ী সমন্বয়ন (Temporary Adjustment) বকা হয়।
২২। টোটাল স্টেশনের মৌলিক রেখাগুলোর নাম লেখ?
উত্তর: টোটাল স্টেশনের মৌলিক রেখাগুলোর নাম:-
i.উল্লম্ব অক্ষ
ii. প্লেট বাবল অক্ষ
iii. টিল্ট সেন্সর অক্ষ
iv. অপটিক্যাল প্লান্টে অক্ষ
v. রেটিকেল অক্ষ
vi. কলিমেশন রেখা
২৩। টোটাল স্টেশনের মৌলিক রেখাগুলোর মাঝে সম্পর্ক লেখ?
উত্তরঃ
i. কলিমেশন রেখা ও প্লেট বাবল অক্ষ পরস্পর সমান্তরাল হবে।
ii. কলিমেশন রেখা ও উল্লম্ব অক্ষ পরস্পরের উপর লম্ব হবে।
iii. প্লেট বাবল অক্ষ ও উল্লম্ব অক্ষ পরস্পরের উপর লম্ব হবে।
iv. অপটিক্যাল প্লামেট অক্ষ উল্লম্ব অক্ষ পরস্পর সমান্তরাল হবে।
v. টিল্ট সেন্সর অক্ষ ও অনুভূমিক অক্ষ পরস্পর সমান্তরাল হবে।
২৪। কী কী মোডে সেটিং আউট ডাটা ইনপুট করা যায়?
i. ঢালু দুরত্ব (Slope Distance)
ii. অনুভূমিক দূরত্ব (Horzental Distance)
iii. উচ্চতার পার্থক্য (Heght diffrence)
iv. স্থানাংক (Coordiantes)
v. দূরবর্তী উচ্চতা পরিমাপ (Remeasurment)
২৫। বেসলাইন বলতে কী বুঝায়?
উত্তরঃ বেসলাইন হলো একটি নির্দেশক রেখা, যার সাহায্যে অন্যান্য বিন্দু বা রেখার দূরত্ব পরিমাপ করা হয়। বেসলাইনকে টোটাল স্টেশন যন্ত্রে ব্যবহার করার জন্য একে Define করার প্রয়োজন হয়।
২৬। সেটিং আউট লাইন বলতে কী বুঝায়?
উত্তরঃ কোন একটি নির্দেশিত বেসলাইন হতে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত যে লাইনের সাহায্যে কোন বিন্দুর অবস্থান পরিমাপ করা হয় তাকে সেটিং আউট লাইন বলে।
২৭। EDM সেটিং এ কী কী আইটেম পরিবর্তন করা যায়?
উত্তরঃ
1. Mode
ii. Refleetor
iii. PC (Prism Constant)
iv. Aire Pressure
v. PPM (Atmoshpheric Correction fector)
vi. Temperature
২৮। কী কী মোডে সেটিং আউট ডাটা ইনপুট করা যায়?
1. ঢালু দূরত্ব (Slope Distance)
ii. অনুভূমিক দুরত্ব (Horzental Distance)
iii. উচ্চতার পার্থক্য (Heght diffrence)
iv. স্থানাংক (Coordiantes)
v. দূরবর্তী উচ্চতা পরিমাপ (Remeasurment)
২৯। Job Selection কী?
উত্তর: পরিমাপকৃত সকল ডাটার পরিবর্তন, সংরক্ষন, রেজিস্টার রেকর্ড ইত্যাদি কারণে কোন Job Selection এর অন্তর্গত সকল ডাটা নির্দিষ্ট করার জন্য Job Selection অপশন ব্যবহৃত হয়।
৩০। Job Delection কী?
উত্তরঃ মেমোরি মোডের অন্তর্গত কোন সংরক্ষিত জবকে যন্ত্র থেকে মুছে ফেলানোই Job Delection। তবে অন্য কোন সহযোগী ডিভাইস থেকে আগত জব মুছে ফেলা যায় না।
৩১। কী কী তথ্যাদি আউটপুট হিসাবে বের করা যায়?
উত্তরঃ পরিমাপকৃত ফলাফল যন্ত্র স্টেশন ডাটা, জানা বিন্দুর ডাটা (knwon Point Data), নোট এবং স্থানাংক ডাটার আউটপুট বেরা করা যায়।
৩২। উপস্টেশন বলতে কী বুঝায়?
উত্তর : মূল স্টেশনের খুব কাছাকাছি স্থানে একটি অতিরিক্ত স্টেশন নির্বাচন করে কোনের কার্ড গ্রহন করা হয় এরুল। স্টেশনসমূহকেই উপস্টেশন বলা হয়।
৩৩ EDM ব্যবহারের সুবিধা উল্লেখ কর?
অত্যাধুনিক ইলেকট্রনিক দূরত্ব পরিমাণ যন্ত্র। এর সাহায্যে দুইটি স্টেশন বা বিন্দুর মধ্যবর্তী দুরত্ব সহজেই নির্ণয় করা যায়। বন্ধুর এলাকা বা পাহাড়ি এলাকায় সহজেই দূরত্ব নির্ণয় করা যায়। নদী বা বড় জলাশয়ের মধ্যবর্তী দূরত্ব অতি সহজেই নির্ণয় করা যায়। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দূরবর্তী বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং পজিশন ফিক্স করা যায়।
৩৪। টোটাল স্টেশন দিয়ে জরিপ করার সাথে সম্পৃক্ত ছয়টি ঘর জমিনের বা সার্ভের কাজের নাম লেখ?
উত্তর: টোটাল স্টেশন দিয়ে জরিপ করার সাথে সম্পৃক্ত ছয়টি ঘর জমিনের বা সার্ভের কাজের নামঃ-
1. অনুভূমিক কোণ (Horzontal Angle)
ii. উল্লম্ব কোণ (Vertical Angle)
iii. তীর্যক কোণ (Sloping Distance)
iv. এলিভেশন (Elevation)
v. অফসেট (offset)
vi. দুবিন্দুর মধ্যবর্তী দূরত্ব (Distance between Two Point)
৩৫। ত্রিভুজায়ন জরিপের মূলনীতি লেখ?
উত্তরঃ ত্রিভুজায়ন জরিপ ত্রিকোনমিতিক নীতির উপর প্রতিষ্ঠিত। এতে জরিপযোগ্য এলাকাকে কতগুলো সুঠাম ত্রিভূজে বিভক্ত করে একটি বাহুর দৈর্ঘ্য খুব সতর্কতার সাথে পরিমাপ করা হয়, উক্ত বাহুকে ভিত্তিরেখা বলে। এ ভিত্তিরেখার সাহয্যে ও অন্যান্য কোণের সাহায্যে সাইন রুল প্রয়োগ করে অন্যান্য বাহুর দৈর্ঘ্য হিসাব করে বের করা হয়। সাইন রুলটি হলোঃ
asin A = bsin B = csin C
যেখানে a,b ও,c, ত্রিভুজের বাহু এবং A,B,C যথাক্রমে বাহুগুলোর বিপরীতে কোণ সমূহ।
৩৬। EDM এর মূলনীতি বা কার্যনীতি লেখ?
উত্তরঃ EDM এর মূলনীতি বা কার্যনীতিঃ-
1. EDM যন্ত্র A স্টেশনে বসিয়ে যথাযথভাবে অস্থায়ী সমন্বয়ন (সেন্টারিং লেভেলিং এবং ফোকাসিং) করতে হবে।
ii. দূরবর্তী স্টেশন B তে প্রিজম বা টার্গেট পয়েন্ট উল্লম্ব তলে বসিয়ে (নল বুদবুদের সাহায্যে) রাখতে হবে এবং দুইট স্টেশনের মধ্যে আন্তঃদৃষ্টিগোচরতা বহাল রাখতে হবে।
iii. যন্ত্রের পাওয়ার on করে B স্টেশনের উপর রাখা প্রিজমকে সঠিকভাবে ছেদ করতে হবে।
iv. এমতাবস্থায় Meas mode screen এর Page-02এর ভিতর ঢুকে EDM সিলেক্ট করে প্রেস করতে হবে।
V. তখন EDM Mode diagram প্রদর্শিত হবে।
vi. সফট কী চেপে প্রয়োজনীয় আইটেম সেট করতে হবে।
vii. ইন্টার কী চাপলে দূরত্ব স্কিনে দেখতে পাওয়া যাবে।
৩৭। EDM এর প্যারোমিটারগুলো বা অংশগুলো লেখ?
উত্তর: EDM এর প্যারোমিটারগুলোঃ-
i. Mode / Distance measurment mode)
ii. Reflector (Prism/Sheet)
iii. PC 30 (Prism / Constant)
iv. Tem (Temperature)
V. Press (Pressure / Air Pressure)
vi. PPM
৩৮। জিপিএস বলতে কী বুঝায়?
উত্তরঃ জি পি এস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র, যার সাহায্যে যে কোনো আবহাওয়ায় দিন বা রাত্রির যে কোনো সময়ে ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে অবস্থিত ব্যক্তি বা বস্তুর অবস্থান তাৎক্ষনিকভাবে নির্ণয় করতে সক্ষম।
৩৯। জি পি এস রিসিভারের বিভিন্ন অংশগুলোর নাম লেখ?
উত্তরঃ জি পি এস রিসিভারের বিভিন্ন অংশের নাম দেওয়া হলোঃ
i. GPS antenna
ii. Enter Key
iii. Nav Key
iv. Mark Key
V. Light Key
vi. Go to Key
vii. Menu Key
viii. Pwr Key
৪০। জিপিএস রিসিভার দ্বারা কী নির্ণয় করা যায়?
উত্তরঃ জিপিএস রিসিভার এর কাজ:-
i. কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়।
ii. কোনো স্থানের উচ্চতা নির্ণয়।
iii. ভ্রমনের দূরত্ব ও গতি নির্ণয়।
iv. ভ্রমনের দিক ও নির্দেশনা ও বিয়ারিং নির্ণয়।
v. কোন স্থানের সময় ও তারিখ নির্ণয়।
৪১। জিপিএস রিসিভার কী কী অংশের সম্বনয়ে পরিচালিত হয়?
উত্তরঃ জিপিএস রিসিভারের সম্বনয়ে পরিচালিত অংশসমূহঃ-
1. স্পেস সেগমেন্ট (Space Segment)
ii. ইউজার সেগমেন্ট (User Segment)
iii. কন্ট্রোল সেগমেন্ট (Control Segment)
৪২। জিপি এস এর সাহায্যে কী কী তথ্য পাওয়া যায়?
উত্তর: জি পি এস ব্যবহার করে যে সকল তথ্য পাওয়া যায় তা হলোঃ কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, ভ্রমনের দূরত্ব, গতি, উত্তর দিক নির্দেশনা, সময় তারিখ ইত্যাদি।
৪৩। জি পি এস এ ব্যবহৃত বিভিন্ন প্রকার সফটওয়্যারের এর নাম লেখ?
উত্তর: জি পি এস এর সফটওয়ারের নাম:-
1. G.P.S Tracking Sofware
ii. GPS Navigation Software
iii. Source Navigation Software
iv. Marine Navigation Software
v. Aeronautical Navigation Software
vi. Land-based Navigation Softwre
৪৪। ইলেকট্রনিক ফিল্ড বুক বলতে কী বুঝায়?
উত্তরঃ আমরা জানি সরেজমিনে বা ফিল্ডের কাজ জরিপ করার সময় বিভিন্ন ডাটা বা তথ্য বিভিন্ন ছক বা নিয়মের মাধ্যমে তা সরেজমিনে বা ফিল্ডে সংরক্ষন করা হয়। কিন্তু আধুনিক TS বা GPS দ্বারা সার্ভে কাজ করার সময় রেকর্ড মেনুতে বিভিন্ন রকম পরিমাপকৃত ডাটা সংরক্ষন (Store) করা হয়। আবার এই ডাটা বা তথ্যগুলো স্ক্রিনে বা LCD প্যানেলে দেখানো
যায়। এই স্টোরকৃত ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে রাখার প্রক্রিয়াকে ইলেকট্রনিক ফিল্ড বুক বলে।
৪৫। জি.আই.এস (G.I.S) কী?
উত্তরঃ জি আই এস হলো একটি তথ্য ব্যবস্থাপনার পদ্ধতি যার সাহায্যে মৌলিক ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার, বিশ্লেষণ করে ও সংরক্ষনের মাধ্যমে ভূমি ব্যবহার প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, যোগাযোগ, নগরায়ন, এবং প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহন করা যায়।
৪৬। জি. আই. এস (G.I.S) এর ব্যবহার:-
উত্তরঃ জি. আই. এস (G.I.S) এর ব্যবহার নিম্নরুপঃ-
1. ফ্যামিলিটিস ম্যানেজমেন্ট।
ii. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা।
iii. রাস্তার নেটওয়ার্ক।
iv. প্লানিং ইঞ্জিনিয়ারিং।
v. ভূমি তথ্য ও ব্যবস্থাপনা।
৪৭। Arc G.I.S সফটওয়্যারের মাধ্যমে মানচিত্র প্রস্তুত করতে কী কী উপাদান প্রয়োজন?
উত্তর: Arc G.I.S সফটওয়্যারের মাধ্যমে মানচিত্র প্রস্তুত করার প্রয়োজনীয় উপাদানসমূহঃ-
i. Title
ii. Grid/Co-ordinate System
iii. Legend
iv. Sclae
V. Data Source, Author Name, and Date.
৪৮। আর্কম্যাপ সফটওয়্যার কাকে বলে?
উত্তরঃ আর্ক জি আই এস একটি শক্তিশালী পূর্ণাঙ্গ সফটওয়্যার প্যাকেজ। এ প্যাকেজে আর্ক ম্যাপ (Arc Map), আর্ক ক্যাটালগ, আর্ক টুলবক্স (Tool Box), আর্ক গ্লোব (Arc Globe), এবং আর্ক মিন নামের ৫ টি ভিন্ন ভিন্ন সফটওয়্যার আছে। অনেকটা মাইক্রোসফট অফিস প্যাকেজের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মতো।
৪৯। জি আই এস এর (G.I.S) এর Hardware এর তালিকা লেখ?
উত্তর: জি আই এস (G.I.S) এর Hardware এর তালিকা:-
i. Unix Worstation (Server)
ii. PC: Pentium 32 Bits Micro Processor.
iii. 64 MB Memory
iv. 1 GB Harddisk
v. CD-Rom Driver
vi. Color Grafic Monitor (17")
vil. Laser Printer
viii. Color Inject Dlotter
ix. UPS (Power Stabilzer)
৫০। আর্ক ম্যাপের টুলস বারগুলোর নাম লেখ?
উত্তর: আর্ক ম্যাপের টুলস বারের নাম হলো:-
i. Zoom In
ii. Zoom Out
iii. Fixed Zoom in
iv. Pan
v. Full Extent
vi. Back
vii. Forward
viii. Select Features
ix. Clear Selected Features
x. Select Elements
xi. Identity
xii. Find
xiii. Go To XY
xiv. Measure
xv. Hype