সময়ঃ ৬০ মিনিট/পূর্ণমানঃ৭০
১। এককথায় প্রকাশ করুন:
ক. অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে = অবিমৃশ্যকারী
খ. যে যন্ত্রের সাহায্যে ওজন করা হয় = তুলাদণ্ড
গ. উপকারীর ক্ষতি করে যে = কৃতঘ্ন
২। শুদ্ধরূপ লিখুন: (প্রদত্ত শব্দ = শুদ্ধ শব্দ)
ক. ব্যাতিত = ব্যতীত
খ. লজ্জাস্কর = লজ্জাকর
গ. ফটোষ্ট্যাট = ফটোস্ট্যাট
৩। সন্ধি বিচ্ছেদ করুন:
ক. তন্মধ্যে = তৎ + মধ্যে
খ. মহর্ষি = মহা + ঋষি
গ. শয়ন = শে + অন
৪। কারক নির্ণয় করুন:
ক. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় = করণ কারক
খ. শিক্ষককে জানাও = কর্ম কারক
গ. বিকেল পাঁচটায় অফিস ছুটি হবে = অধিকরণ কারক
৫। বাগ্ধারাসহ বাক্য রচনা করুন:
ক. আক্কেল সেলামিঃ (বোকামির শাস্তি) নান্নু টিকিট না কেটে ট্রেনে উঠে ১০ টাকা আক্কেল সেলামি দিয়েছে।
খ. পই পই করে বলাঃ (বার বার স্মরণ করিয়ে দেওয়া): পই পই করে বলার পরও তুমি তার বইটি আনতে পারলে না।
গ. ব্যাঙের আধুলিঃ (অত্যল্প অর্থের অহংকার): হাবিব ব্যাঙের আধুলি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।
৬। ক. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম ও মৃত্যু তারিখ লিখুন।
উত্তর: জন্ম: ২৪ মে ১৮৯৯- মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬।
খ. 'সঞ্চিতা' ও সঞ্চয়িতা' কার লেখা?
উত্তর: সঞ্চিতা- কাজী নজরুল ইসলাম; সঞ্চয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
৭. ভাব-সম্প্রসারণ করুন "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"
উত্তর: "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"
মূলভাব: প্রত্যেক জাতির জন্য স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে অধিক কঠিন স্বাধীনতা সুষ্ঠুভাবে রক্ষা করা।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে কোনো জাতি পরাধীন হয়ে থাকতে চায় না। যুগে যুগে স্বার্থলোভী বেনিয়া শাসকগোষ্ঠী দ্বারা বিভিন্ন জাতি পীড়নের স্বীকার হয়ে এসেছে। তারা নানাভাবে অত্যাচার অবিচার দ্বারা নিরীহ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তখনই মানুষ এ অত্যাচার হতে রক্ষা পাবার জন্য স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছে। কিন্তু শাসকগোষ্ঠী সহজে তাদের ক্ষমতা ছাড়তে চায় না। এজন্য নিরীহ মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে সচেষ্ট হয়। এক্ষেত্রে বহুপ্রাণ বিসর্জন দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারাই মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু স্বাধীনতা অর্জন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং অর্জিত এ স্বাধীনতা রক্ষা করাই কঠিন হয়ে দাঁড়ায়। স্বাধীনতা অর্জন প্রতিটি জাতির জন্য গৌরবের বিষয়। কিন্তু দেশের অভ্যন্তরে বিভিন্ন স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা নিমিষেই অর্জিত এ স্বাধীনতা বিনষ্ট হতে পারে। এজন্য স্বাধীনতা রক্ষা করা স্বাধীন জাতির কাছে আরো কঠিন হয়ে দাঁড়ায়। তাই স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। সর্বদা তৎপর থাকতে হবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর প্রতি। অন্যথা অর্জিত এ স্বাধীনতা চিরস্থায়ী হবে না।
মন্তব্য: স্বাধীনতা অর্জনের জন্য প্রত্যেকটি পরাধীন জাতিকে অপরিসীম ত্যাগ স্বীকার করতে হয়। তাই অর্জিত এ স্বাধীনতা রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এজন্য দেশের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সর্বদা সচেতন থাকতে হবে। তাহলেই অর্জিত এ স্বাধীনতা স্থায়ী হবে।
৮। Translate into English:
ক. আমি কাউকে ভয় করি না।
Ans: I am afraid of none.
খ. গল্পটি পড়তে মজার।
Ans: The story is pleasant to read.
৯. Fill in the blank with appropriate preposition:
(i) I have no prejudice---- any food.
(ii) Who were you talking----?
(iii) My father insisted-----my going to Sylhet.
Ans: (i) against; (ii) about; (iii) on.
১০. Write the correct word: Quarentin, Fmelier, Cholerea, Burocracy
Ans: (Given Word = Correct Word)
Quarentin = Quarantine
Fmelier = Familiar
Cholerea = Cholera
Burocracy = Bureaucracy
১১. Make Sentence with the Idioms & Phrases:
At a loose end, Crying Shame, End in smoke, In short.
Ans:
At a loose end (বেকার): Many Young people of our country are at a loose end.
Crying Shame (দুর্ভাগ্য): It's a crying shame that we never met again in later life.
End in smoke (শূন্যতায় পর্যবসিত হওয়া): His promise ended in smoke.
In short (সংক্ষেপে): Tell the story in short.
১২. Change the voices:
i. Please do the work.
Ans: You are requested to do the work.
ii. Who ate the apple?
Ans: By whom was the apple eaten?
iii. His performance surprised me.
Ans: I was surprised at his performance.
১৩. Write a Paragraph on "Padma Bridge" on the Economy of Bangladesh.
Or,
Traffic Congestion in Dhaka city.
Ans: “Padma Bridge”
The Padma Multipurpose Bridge is a multipurpose road-rail bridge across the Padma River, the main distributary of Ganges. The Padma Multipurpose Bridge' is considered to be the most challenging construction project in the history of Bangladesh. The two- level steel truss bridge carries a four- lane highway on the upper level and single track railway on the lower level. The length of the Padma Bridge is 6.15 kilometers and its width is 18.10 meters. It has 42 pillars and 41 Spans. The Bangladesh Bridge Authority invited the pre-qualification tender for the project in April 2010. Then it was expected that the construction of the bridge will be completed by late 2015. But after the allegation of corruption by some people associated with project preparation the World Bank withdrew its commitment and other donors followed. The government of Bangladesh then decided to fund the project from its own fund. The bridge connects Louhajong, Munshiganj to Shariatpur and Madaripur, linking the south-west part of the country to northern and eastern regions. It is expected that the bridge will contribute to nearly two percent of GDP in our economy ease of transportation will create new business opportunities for the agricultural and industrial sectors. This will generate a new investment hub for both local and foreign investors, which in turn will lead to the establishment of new industrial units resulting in numerous employment opportunities. As demand for labor increases, there will be more recruitment, reskilling or up-skilling of the labor force according to industrial needs and a possible rise in wages. The wider economic opportunities will eventually alleviate poverty, raise living standards and produce intergenerational gains through greater affordability of education and healthcare. As it is the longest bridge of Bangladesh and 122nd longest bridge in the world, it will enhance the prestige and dignify of the country.
১৪. যদি ২ জন টাইপিস্ট ২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?
সমাধানঃ
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে ২ জন টাইপিস্ট
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে ২২২ জন টাইপিস্ট
৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করে ২২১৮২৬ জন টাইপিস্ট = ৬ জন
উত্তর: ৬ জন।
১৫. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হবে। ট্রেনটির দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধানঃ
৭২ কি.মি. = ৭২০০০ মিটার
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় ৭২০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় মিটার
∴ট্রেনটি ১ মিনিট বা ৬০ সেকেন্ডে যায় মিটার
= ১২০০ মিটার
∴সেতুটির দৈর্ঘ্য = অতিক্রান্ত দূরত্ব - ট্রেনের দৈর্ঘ্য
= (১২০০-৭০০) মিটার
= ৫০০ মিটার
উত্তর: সেতুর দৈর্ঘ্য ৫০০ মিটার।
১৬. a + b =এবং ab = হলে, প্রমাণ করুন যে, 8ab (a2+ b2) = 24
সমাধানঃ
প্রমাণ করতে হবে যে, 8ab (a2+ b2) = 24
বামপক্ষ = 8ab (a2+ b2)
= 4ab × 2 (a2+ b2
={(a+b)2-(ab)2) ((a+b)2 + (a+b)2)}
= (7-5) (7+5)
= 2 × 12
= 24 ডানপক্ষ
∴8ab (a2+ b2) = 24 (প্রমাণিত)
১৭. উৎপাদকে বিশ্লেষণ করুন:
i. a3+8
ii. x2 + 7x-120
i. a² + 8
সমাধানঃ i.
a3 +8
= a3+23
= (a+2) (a2-2a + 4) (Ans.)
সমাধানঃ ii. x2 + 7x-120
=x2+15x-8x-120
= x(x+15)-8 (x+15)
=(x+15) (x-8) (Ans.)
১৮. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
১৯. বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলার নাম কী?
উত্তর: টেকনাফ।
২০. ঘূর্ণিঝড় 'সিত্রাং' এর নামকরণ করে কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড।
২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
২২. মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় এবং কোথায় গঠিত হয়?
উত্তর: মুজিবনগর সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয়।
২৩. পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।
২৪. OPEC এবং NATO-এর পূর্ণরূপ লিখুন।
OPEC: Organization of the Petroleum Exporting Countries.
NATO: North Atlantic Treaty Organization.
২৫. কম্পিউটারের ২টি ইনপুট এবং ২টি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তর: ইনপুট ডিভাইস কী-বোর্ড, মাউস; আউটপুট ডিভাইস: মনিটর, প্রিন্টার।
২৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে "বঙ্গবন্ধু" উপাধি লাভ করেন?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
২৭. রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভুটান এবং মালয়েশিয়ার মুদ্রার নাম লিখুন।
অস্ট্রেলিয়া = অস্ট্রেলিয়ান ডলার
রাশিয়া = রুবল
চীন = ইউয়ান
জাপান = ইয়েন
ভুটান = গুলট্রাম
মালয়েশিয়া = রিংগিত