সময়ঃ ২ ঘন্টা, পূর্ণমানঃ ৯০
বাংলা
১। ভাব সম্প্রসারণ করুনঃ
ক. জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
অথবা
খ.স্বদেশের উপকারে নেই যার মনকে বলে মানুষ তারে? পশু সেই জন
ভাব সম্প্রসারণ:- স্বদেশ প্রেম মানুষের একটি উত্তম আদর্শ। যার মধ্যে স্বদেশ প্রীতি নেই সে মানুষ হয়েও পশতুল্য।
মানুষ যেমন জন্ম থেকে মায়ের উপর নির্ভরশীল থাকে তেমনি সে দেশের উপর নির্ভরশীল থাকে। মা যেমন সন্তানের সকল চাহিদা মেটায়, দেশ ও তেমনি মানুষের মৌলিক চাহিদা মেটায়। দেশের আলো, বাতাস, হাওয়া, খাবার, পানি ইত্যাদি পেয়ে মানুষ বড় হয়ে ওঠে। তাই মায়ের সঙ্গে দেশের সরাসরি তুলনা করা যায়। একজন সন্তানের মাঝে মাকে ভালোবাসা যেমন একটি সহজাত প্রবৃত্তি তেমনি ভালোবাসা ও জন্মগত প্রবৃত্তি। সেই থেকেই মানুষের মধ্যে গড়ে ওঠে স্বদেশপ্রেম। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশের জন্য নিজের জীবন বাজি রাখে এবং জীবন দিতেও প্রস্তুত থাকে। মানুষ দেশকে অবজ্ঞা করে সে কখনো দেশের উপযুুক্ত নাগরিক হয়ে উঠতে পারেনা। মানুষের মাঝে মনুষত্ববোধ থাকে না। কেননা দেশকে ভালো না বাসার মানে হলো দেশের অবদানকে অস্বীকার করা। যারা স্বদেশপ্রেমী নয় তারা নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতেও কুণ্ঠিত হবে না। তাদের মাঝে মনুষত্ববোধ বলতে কিছু নেই। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। পৃথিবীর শ্রেষ্ঠ মানবেরা সকলেই দেশপ্রেমিক ছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কা থেকে হিজরত করার সময় বারবার ফিরে তাকাচ্ছিলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, “আমাকে যদি আমার লোকেরা বিতাড়িত না করতো তাহলে আমি কোনদিন তোমাকে ছেড়ে যেতাম না।” ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই মানুষ নিজের জীবন অকাতরে বিসর্জন দিয়েছে। তাই তারা চিরস্মরণীয় হয়ে থাকবে।
যারা বাংলাদেশের অকল্যাণ করে নিজের স্বার্থের জন্য তারা পশুর চেয়েও অধম। পশু এবং তাদের মাঝে পার্থক্য শুধুমাত্র আকৃতিতে। কান ধরে যারা দেশ প্রেমিক তা তাদের কর্মের মাধ্যমে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকে।
২।
ক. ফেইসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করুন।
অথবা
খ. কোন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন করুন।
ক. ফেইসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করুন।
উত্তরঃ
**বন্ধু ১**:
তুমি জানো তো, ফেইসবুকের ব্যাপারে অনেক বিতর্ক চলছে। কেউ বলছে এটা সময় নষ্ট করার মাধ্যম, আবার কেউ বলছে, এটি যোগাযোগের একটা অসাধারণ প্ল্যাটফর্ম।
**বন্ধু ২**:
হ্যাঁ, আমি জানি। আমি মনে করি ফেইসবুকের অনেক সুফলও আছে। একদিকে, এটা আমাদের বন্ধু-বান্ধব, পরিবার ও সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে সাহায্য করে। যেগুলো দূরে থাকে, তাদের সঙ্গে মুহূর্তে যোগাযোগ করা যায়।
**বন্ধু ১**:
ঠিক বলেছো। ফেইসবুক আমাদের সামাজিক জীবনকে আরও জোরালো করতে পারে। কিন্তু, কিছু কিছু কুফলও আছে। অনেক সময় দেখা যায়, মানুষ অতিরিক্ত সময় ফেইসবুকে কাটায়, যার ফলে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষত, স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীরা বেশি সময় ফেইসবুকে কাটিয়ে দেয়, যার ফলে তাদের পড়াশোনায় প্রভাব পড়ে।
**বন্ধু ২**:
হ্যাঁ, আমি একদম একমত। অনেক সময় ফেইসবুকের মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, যা মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করে। এর ফলে সামাজিক সমস্যাও তৈরি হয়। যেমন, নেগেটিভ বা বিভাজনমূলক পোস্টের কারণে মানুষ একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।
**বন্ধু ১**:
ঠিক, আর একটা বড় সমস্যা হলো ফেইসবুকের মাধ্যমে অনেকসময় ব্যক্তিগত জীবনও পক্ষে বিপক্ষে চলে আসে। অনেকেই তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেয়, যা পরে বিপদ ডেকে আনতে পারে। কেউ যদি তাদের প্রাইভেসি লঙ্ঘন করে, তাহলে সেটি তাদের জন্য অস্বস্তিকর হতে পারে।
**বন্ধু ২**:
তবে, ফেইসবুকের মাধ্যমে ব্যবসায়িক প্রচার-প্রচারণা বা মার্কেটিংও অনেক সহজ হয়েছে। এখন অনেক কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রচার করতে ফেইসবুক ব্যবহার করে। ফলে, ফেইসবুক একটা বড় ধরনের ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।
**বন্ধু ১**:
হ্যাঁ, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও ফেইসবুক অনেক উপকারী। কিন্তু, সব মিলিয়ে বলতে গেলে, ফেইসবুক ব্যবহার করার সময় আমাদের সচেতন থাকতে হবে। সময়ের অপচয় না হয়, মিথ্যা তথ্য না ছড়ায় এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
**বন্ধু ২**:
ঠিক, ফেইসবুকের সুফল ও কুফল দুটোই আছে। তবে, এটি যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে সুফলই বেশি পাওয়া যাবে।
খ. কোন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন করুন।
তারিখ- ১২/১২/২০২৩
বরাবর
মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা।
বিষয়- মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ০৩ নভেম্বর ২০২৩ তারিখে 'দৈনিক সমকাল' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম।
নাম:
পিতার নাম:
মাতার নাম:
স্থায়ী ঠিকানা:
গ্রাম:
পোস্ট অফিস:
উপজেলা:
জেলা:
বর্তমান ঠিকানা:
জন্মতারিখ: ১০ জানুয়ারি ১৯৯৩ খ্রি।
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
ই-মেইল: abcdefghij@gmail.com
বয়স: ২৭ বছর ১১ মাস ১ দিন।
বৈবাহিক অবস্থা: বিবাহিত
মোবাইল নম্বর: ০১১৯১০০০০০০
শিক্ষাগত যোগ্যতা:
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা পুর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষকতার মহান দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব।
বিনীত নিবেদক
(নাম)
(স্বাক্ষর দিতে হবে)
সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি-১ সেট।
২. চারিত্রিক সনদপত্র, প্রশংসাপত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি- ১ সেট।
৩. অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি।
৫. ব্যাংক ড্রাফট।
English
৩।
ক. Write an e-mail to your friend asking him to return the book he borrowed.
or
খ. Write an e-mail to the Manager of a bank about opening a bank account.
ক. Write an e-mail to your friend asking him to return the book he borrowed.
To: gyankunja@gmail.com
Subject: To return the book you borrowed
Dear Imran
I hope, you are well. I am also fine. I haven’t heard from you for a long time. However, our final exam is knocking at the door. So, I am revising all the subjects as per the syllabus. You borrowed my English grammar book last week and still haven’t returned it. So, I need the book urgently. Please, return the book as soon as possible. Otherwise, I will not be able to do well in the exam.
No more today. Convey my compliments to your parents. Best of luck.
Your Friend
Khairul Ahmed.
খ. Write an e-mail to the Manager of a bank about opening a bank account.
To: gyankunjamanager@gmail.com
Subject: Inquiry About Opening a Bank Account
Dear [Manager's Name],
I hope this message finds you well.
I am writing to inquire about the process of opening a bank account with [Bank's Name]. I am interested in learning more about the various types of accounts available, including personal and savings accounts, as well as the specific requirements and documentation needed to proceed with the account opening.
Could you please provide me with the following information:
The types of accounts offered and their associated benefits.
The necessary documentation and identification required.
Any fees or charges related to account maintenance.
The steps involved in opening the account.
Any promotional offers or special terms for new account holders.
I would appreciate any additional details that may be relevant to my inquiry.
Thank you for your time and assistance. I look forward to your response and hope to proceed with opening an account at your branch.
Best regards,
[Your Full Name]
[Your Contact Information]
[Your Address, if applicable]
৪। Translate into English any five of the following sentences:
ক. সে কি যেতে চায়?
= Does he want to go?
খ. মেট্রোরেল চড়ে উত্তরা থেকে মতিঝিল এসেছি।
= I came to Motijheel from Uttara by Metro Rail.
গ. ৩ ঘন্টা ধরে পরীক্ষা হলে বসে আছি।
= I've been sitting in the exam hall for 3 hours.
ঘ. চলো আমরা বইটা খুঁজে বের করি।
= Let us find the book.
ঙ. ইংরেজি বলতে ভয় পেয়োনা।
= Don’t be afraid to speak English.
চ. বইটিতে ২টি গল্প ও ৩টি কবিতা আছে।
= There are two stories and three poems in the book.
ছ. সে আমাকে হাসাতে পারলোনা।
= He couldn’t make me laugh.
জ. আমি তাকে মাঠে খেলতে দেখেছি। =
ঝ. তুমি আসলে অনেক মজা হতো।
= It would be pleasure if you came.
গণিত
৫। সরল করুণ i) অথবা ii), iii) অথবা iv), v) অথবা vi)
i)
সমাধানঃ
ii)
সমাধানঃ
iii) 21 মিটার দীর্ঘ ও 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 50 টাকা দরে রাস্তাটিতে টাইলস লাগাতে মোট কত খরচ হবে?
সমাধানঃ
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 21+(2×2) = 21+4 = 25 মিটার।
রাস্তাসহ বাগানের প্রস্থ = 15+(2×2) = 15+4 = 19 মিটার।
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 25×19 = 475 বর্গমিটার।
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = 21×15 = 315 বর্গমিটার।
∴ রাস্তার ক্ষেত্রফল = 475 - 315 = 160 বর্গমিটার।
অতএব, টাইলস লাগাতে মোট খরচ হবে = 160 × 50 = 8000 টাকা।
উত্তরঃ 8000 টাকা।
iv) কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 55000 টাকা হয়। মুনাফা আসলের অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
সমাধানঃ ধরি, আসল = 8x, মুনাফা = 3x
প্রশ্নমতে, 8x+3x = 55000
বা, 11x = 55000
বা, x =
বা, x = 5000
∴ আসল = 8×5000 = 40000 টাকা ও সুদ = 3×5000 = 15000 টাকা
মুনাফার হার = = 12.50%
উত্তরঃ আসল = 40000 টাকা ও হার = 12.50%
v) ABC একটি সমবাহু ত্রিভুজ। AD, BC এর উপর লম্ব। প্রমাণ কর যে, AB2 + BC2 + CA2 = 4AD2
সমাধানঃ দেওয়া আছে, ABC একটি সমবাহু ত্রিভুজ।
∴ AB = BC = CA
AD, BC বাহুর উপর লম্ব।
তাহলে,
BD = DC বা BD = DC = BC
শর্তমতে,
⃤ ABC ও ⃤ ADC দুইটি সমকোনী ত্রিভুজ।
পীথাগোরাসে উপপাদ্য অনুসারে ⃤ ABC হতে পাই,
AB2 = AD2 + BD2
বা, AB2 – BD2 = AD2
বা, AB2 – ( BC)2 = AD2
বা, , AB2 – BC2 = AD2
বা, BC2 – BC2 = AD2
বা,
বা, 4BC2 – BC2 = 4AD2
বা, 3BC2 = 4AD2
বা, AB2 + BC2 + CA2 = 4AD2
∴ AB2 + BC2 + CA2 = 4AD2 [প্রমাণিত]
vi) কোন বৃত্তের AB ও AC জ্যা দুইটি A বিন্দু গামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করুন যে, AB = AC
সমাধানঃ মনেকরি, O কেন্দ্র বিশিষ্ট AB ও AC, A বিন্দুগামী এবং AB ও AC ব্যাসার্ধের সমানকোণ উৎপন্ন করে।
প্রমান করতে হবে, AB = AC
⃤ AOB ও ⃤ AOC এর BO = OC
∠ABO = ∠ACO এবং OA = OA
⃤ AOB ≌ ⃤ AOC
∴ AB = AC
কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান
৬। নিম্নের যে কোন ১০টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন:
ক) কম্পিউটার BIOS কী?
উত্তরঃ BIOS হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত । একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। একটি চীপ আকারে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে।
খ) MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কী?
উত্তরঃ MS word-এ Select All এর শর্টকাট কমান্ড হলো Ctrl + A
গ) MS Access কি ধরণের প্যাকেজ প্রোগ্রাম?
উত্তরঃ Ms Access একটি ডেটাবেস প্যাকেজ প্রোগ্রাম।
ঘ) কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তরঃ লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম।
ঙ) কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কী?
উত্তরঃ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বলে।
চ) GPS এর পূর্ণরূপ কী?
উত্তরঃ GPS এর পূর্ণরূপ = Global Positioning System
ছ) অফিস অটোমেশন কী?
উত্তরঃ অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে (যেমন- কম্পিউটার, টেলিযোগাযোগ, ই- মেইল ইত্যাদি) এর কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।
জ) Virtual reality কী?
উত্তরঃ কম্পিউটার যন্ত্রের সহায়তা নিয়ে প্রকৃতপক্ষে অবাস্তব, অথচ বাস্তবের আবহ সৃষ্টি করে ব্যবহারকারীকে কল্পনানির্ভর এক ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপন করার প্রক্রিয়াকে virtual reality বলে।
ঝ) Cyber crime কী?
উত্তরঃ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
ঞ) ই-কমার্স (E-Commerce) কী?
উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুবিধা ব্যবহার করাকে ই-কমার্স ( E-commerce) বলে।
ট) কম্পিউটার গণনার একক কোনটি?
উত্তরঃ কম্পিউটার গননার একক হচ্ছে বাইট।
ঠ) ChatGPT কী?
উত্তরঃ চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি AI-চালিত চ্যাটবট যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে, যা মানুষের মতো কথোপকথন ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।
ড) SSD কী?
উত্তরঃ (SSD বা Solid Storage Drivers) হলো আধুনিক যুগের স্টোরেজ ডিভাইস যা সাধারণত কম্পিউটারে ব্যবহৃত হয়। এসএসডিগুলি ফ্ল্যাশ-ভিত্তিক মেমরি ব্যবহার করে, যা প্রচলিত যান্ত্রিক হার্ড ডিস্কের তুলনায় অনেক দ্রুতগতিতে কাজ করে।
ঢ়) IP address কী?
উত্তরঃ
৭। সংক্ষিপ্ত উত্তর লিখুন, যে কোন দুইটি
ক. Function Key কী এবং এর অন্যূন ৭টি ব্যবহার লিখুন
উত্তরঃ কীবোর্ড এর একেবারে উপরের অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত মোট বারটি কী-কে একত্রে ফাংশন কী বলে।
ফাংশন কি এর ৭ টি ব্যবহার:-
F1
সাহায্যকারী (help) কী হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘help’ চলে আসে। এছাড়াও F1 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার আছে যেমন,
F1 দিয়ে আমরা কম্পিউটার রানিং করতে পারি।
এক্সেল এবং ওয়ার্ডে রিবন মেনু লুকিয়ে/প্রদর্শন করে।
F2
কোনো ফাইল বা ফোল্ডারের (file or folder ) নাম বদলের জন্য (Rename) করতে এই কী ব্যবহার করা হয়। F2 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা।
Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ (print preview) দেখা।
মাইক্রোসফ্ট এক্সেলে সক্রিয় সেল সম্পাদনা করে।
F3
মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। F3 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Shift+F3 চেপে ওয়ার্ডের ক্যাপিটাল ওয়ার্ড থেকে স্মল ওয়ার্ডে লেখা।
প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ করা যায়।
MS-DOS এ ব্যবহার করে লাস্ট কম্যান্ড লাইন রিপিট করা যায়।
ফায়ারফক্স এবং গুগল ক্রোমে অনুসন্ধান করার অপশন খোলে।
F4
ওয়ার্ডের last action পুনরায় Repeat করে। F4 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম (program window) বন্ধ করা হয়।
F5
মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামকে Refresh করা হয়।F5 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়।
মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়।
Ctrl + F5 একটি ওয়েব পৃষ্ঠা সম্পূর্ণরূপে রিফ্রেশ করবে, ক্যাশে ক্লিন করবে এবং পুনরায় ডাউনলোড করবে।
F6
এই ফাংশন কী দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস (Address bar) বারে বা সার্চ বারে নিয়ে যাওয়া যায়। এছাড়া F6 ফাংশন কী এর ব্যবহার যেমন,
Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7
সাধারণত মাইক্রোসফট্ ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ভুল সংশোধন করা যায়।F7 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
মজিলা ফায়ার ফক্সের Caret browsing চালু করা যায়।
Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান (Dictionary) চালু করা যায়।
খ. Virus Firewall বলতে কী বুঝেন? Task Manager এর কাজ কী?
উত্তরঃ
গ.একাধিক ফাইল একসাথে মেইল করার এবং প্রাপ্তির পর উক্ত ফাইল পাঠ করার পদ্ধতি কী? Google ছাড়া দুইটি সার্চ ইঞ্জিন-এর নাম লিখুন।
উত্তরঃ একাধিক ফাইল একসাথে মেইল করার এবং প্রাপ্তির পর উক্ত ফাইল পাঠ করার পদ্ধতি
একাধিক ফাইল একসাথে মেইল করার পদ্ধতি:
Gmail, Outlook, Yahoo Mail, এবং অন্যান্য জনপ্রিয় ইমেইলে আপনি সরাসরি একাধিক ফাইল অ্যাট্যাচ করে মেইল করতে পারেন।
ফাইলগুলো সিলেক্ট করার পর, "Attach file" বা "Add attachment" অপশনটি ব্যবহার করে আপনার ইমেইলে যোগ করুন।
ক্লাউড স্টোরেজ ব্যবহার:
Google Drive, Dropbox, OneDrive ইত্যাদি ক্লাউড স্টোরেজে আপনার ফাইলগুলো আপলোড করুন।
তারপর শেয়ার করার লিঙ্ক জেনারেট করে সেই লিঙ্কটি আপনার ইমেইলে পেস্ট করুন। প্রাপক সেই লিঙ্ক থেকে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন।
প্রাপ্তির পর উক্ত ফাইল পাঠ করার পদ্ধতি:
ফরওয়ার্ড:
আপনি যদি কোনো ইমেইল ফরওয়ার্ড করেন, তাহলে সেই ইমেইলে অ্যাট্যাচ করা ফাইলগুলোও সঙ্গে চলে যাবে।
ডাউনলোড করে আবার আপলোড:
প্রাপ্ত ফাইলগুলো আপনার ডিভাইসে ডাউনলোড করে অন্য কোনো ইমেইলে অ্যাট্যাচ করে পাঠাতে পারেন।
ক্লাউড স্টোরেজ ব্যবহার:
প্রাপ্ত ফাইলগুলো আপনার ক্লাউড স্টোরেজে আপলোড করে শেয়ার করার লিঙ্ক জেনারেট করে পাঠাতে পারেন।
কোন পদ্ধতিটি ব্যবহার করবেন, তা নির্ভর করবে আপনার ফাইলের আকার, প্রাপকের ইন্টারনেট সংযোগ এবং আপনার নিজের পছন্দের উপর।
Google ছাড়া দুইটি সার্চ ইঞ্জিন:
Bing: মাইক্রোসফটের একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
DuckDuckGo: গোপনীয়তা নিশ্চিত করে এমন একটি সার্চ ইঞ্জিন।