সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়)।।25-10-2024

  • 25-10-202425-10-2024
  • কম্পিউটার মুদ্রাক্ষরিককম্পিউটার মুদ্রাক্ষরিক

পূর্ণমানঃ ৯০; সময়ঃ ৭০ মিনিট

১. সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক. পুরস্কার = পুরঃ + কার

খ. সংস্কৃতি = সম্ + কৃতি

গ. উপর্যুপরি = উপরি + উপরি

ঘ. ষষ্ঠ = ষষ্‌ + থ

ঙ. কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা


২.  এক কথায় প্রকাশ করুনঃ

ক. হনন করার ইচ্ছা = জিঘাংসা

খ. যে পুরুষ স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ

গ. সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন

ঘ. যে নারীর হিংসা নেই = অনুসূয়া

ঙ. পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব = সুবর্ণ জয়ন্তী


৩. শুদ্ধ করে লিখুনঃ

ক্রমিক নং

ভুল বানান

শুদ্ধ বানান

ক.

ক্ষীণজিবি

ক্ষীণজীবী

খ.

দূর্ভিক্ষ

দুর্ভিক্ষ

গ.

স্বাশ্বত

শাশ্বত

ঘ.

সুশ্রুসা

শুশ্রূষা

ঙ.

জিগিশা

জিগীষা


৪. কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ

ক. নিজের চেষ্ঠায় বড় হও। = করণে ৭মী


খ. ছাদ থেকে পানি পড়ে। = অপাদানে ৫মী


গ. শাক দিয়ে মাছ ঢাকা যায় না। = করণে ৩য়া


ঘ. তিলে তেল থাকে। = অধিকরণে ৭মী


ঙ. কি করি আজ ভেবে না পাই। = অধিকরণে শূন্য


৫. Write a paragraph on computer.

Computer

A computer is an electronic device that processes data and performs various tasks according to a set of instructions known as programs. It consists of hardware components, such as the central processing unit (CPU), memory, storage devices, and input/output peripherals, which work together to execute operations efficiently. Computers are capable of performing a wide range of functions, from simple calculations to complex simulations and data analysis. They have revolutionized nearly every aspect of modern life, impacting fields such as education, business, healthcare, and entertainment. With the advent of the internet, computers have become essential tools for communication and information sharing, enabling people to connect globally and access vast amounts of knowledge at their fingertips. As technology continues to evolve, computers are becoming increasingly powerful and versatile, paving the way for innovations in artificial intelligence, machine learning, and beyond.


৬. Translate into English:

ক. মশা স্থির জলে ডিম পাড়ে। 

= Mosquitoes lay their eggs in stagnant water.


খ. আয় বুঝে ব্যয় কর।

= Cut your coat according to your cloth


গ. ট্রেন আসার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম।

= We had reached the station before the train came


ঘ. সে খেলাধুলা ছাড়া কিছুই করত না।

= He did nothing but playing


ঙ. এখন সোয়া চারটা বাজে।

= Now, it is quarter past four.


৭. Use right form of verb:

. They look forward to (receive)

=They look forward to receiving.


.  I wish I (meet) you.

=I wish I met you.


. They came home while I (study)

=They came home while I was studying.


. Would that I (go) there.

=Would that I could go there.


. Shanto played as though he (see) the ball clearly.

=Shanto played as though he had seen the ball clearly.


. Fill in the blank with preposition:

. He insisted on my going there.


. He is callous to my suffering.


. You action is not consistent with the rules.


. He deals in rice.


. I shall comply with your request.


৯. কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৮৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫৪০ টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় কর।


সমাধানঃ ধরি, আসল = P  এবং বার্ষিক সুদের হার = R%

৩ বছরে সুদে-আসলে টাকা হয়েছে ৪৮৪ টাকা, এবং ৫ বছরে সুদে-আসলে ৫৪০ টাকা।তাই ৫ বছরের সুদ থেকে ৩ বছরের সুদ বাদ দিলে, আমরা ২ বছরের সুদ পেয়ে যাব।


ধাপ ১: দুই বছরের সুদ নির্ণয়

সুতরাং, ২ বছরের সুদ = = (৫৪০ – ৪৮৪) = ৫৬ টাকা।


ধাপ ২: এক বছরের সুদ নির্ণয়

এক বছরের সুদ= ৫৬ ÷ ২ =২৮ টাকা।


ধাপ ৩: ৩ বছরের সুদ নির্ণয়

৩ বছরে সুদ = ৩×২৮ = ৮৪  টাকা।


 ধাপ ৪: আসল নির্ণয়

তাহলে আসল হবে: (৪৮৪ ৮৪) = ৪০০ টাকা


ধাপ ৫: সুদের হার নির্ণয়

আমরা জানি, এক বছরে আসলের উপরে সুদ হয় ২৮ টাকা।

সুতরাং, বার্ষিক সুদের হার হবে: R = (২৮ ÷ ৪০০) × ১০০ = ৭%


উত্তর: আসল = ৪০০ টাকা এবং বার্ষিক সুদের হার = ৭%।


১০. একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

সমাধানঃ ধরি, আয়াতাকার মেঝের দৈর্ঘ্য ‘ক’ মিটার ও প্রস্থ ‘খ’ মিটার।

আয়াতাকার  মেঝের ক্ষেত্রফল = (ক×খ) বর্গ মিটার।

প্রশ্নমতে,

ক×খ = ১৯২

খ = ১৯২÷ক --------- (১)

এখন, 

মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে নতুন  দৈর্ঘ্য (ক – ৪) মিটার ও প্রস্থ ৪ মিটার বাড়ালে নতুন প্রস্থ ( খ + ৪) মিটার।

মেঝের নতুন ক্ষেত্রফল = (ক – ৪) × ( খ + ৪) বর্গ মিটার।


শর্তমতে,

(ক – ৪) × ( খ + ৪)

=

১৯২

বা,

কখ+৪ক–৪খ–১৬ 

=

১৯২

বা,

১৯২ + ৪ক +

১৯২

– ১৬

=

১৯২ মান বসিয়ে

বা,

৪ক2–৭৬৮

=

১৬

বা,

৪ক2 – ৭৬৮ = ১৬ক

বা,

৪ক2 – ১৬ক – ৭৬৮ = ০

বা,

৪ (ক2 – ৪ক – ১৯২) = ০

বা,

2 – ৪ক – ১৯২ = ০

বা,

2 – ১৬ক + ১২ক – ১৯২ = ০

বা,

ক (ক – ১৬ ) + ১২ ( ক – ১৬ ) = ০

বা,

(ক – ১৬ ) ( ক + ১২ ) = ০

হয়,



অথবা, 

ক – ১৬ = ০



ক + ১২ = ০

ক = ১৬



ক = - ১২


[গহণযোগ্য নয়]

ক এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই,

খ = ১৯২ ÷ ক

বা, খ = ১৯২ ÷ ১৬

খ = ১২

উত্তর: দৈর্ঘ্য = ১৬ মিটার এবং প্রস্থ = ১২ মিটার।




১২. সাধারণ জ্ঞানঃ

ক. পূর্ণরূপ লিখুন: GPA

উত্তরঃ GPA এর পূর্ণরূপ  Grade Point Average.


খ. রাজধানীর নাম লিখুন: নেদারল্যান্ডস

উত্তরঃ নেদারল্যান্ডস এর রাজধানীর নাম  আমস্টারডাম।


গ. ১ মাইলে কত কিলোমিটার?

উত্তরঃ ১ মাইলে ১.৬১ কি.মি


ঘ. 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির লেখক কে?

উত্তরঃ 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির লেখক মুনীর চৌধুরী।


ঙ. বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ?

উত্তরঃ বাংলাদেশ দশম টেস্ট খেলুড়ে দেশ।


চ. ভূটানের মুদ্রার নাম কী?

উত্তরঃ ভূটানের মুদ্রার নাম গুলট্রাম।


ছ. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে অবস্থিত?

উত্তরঃ সুন্দরবনের ৬২ শতাংশ বাংলাদেশে অবস্থিত।


জ. ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ ঘুমধুম সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত।


ঝ. ২য় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

উত্তরঃ ২য় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয়।


ঞ. পদ্মা নদীর মাঝি' উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের রচয়িতা মানিক বন্দোপাধ্যায়


ট. কোন তারিখে 'সশস্ত্র বাহিনী দিবস' পালিত হয়?

উত্তরঃ ২১ নভেম্বর।


ঠ. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

উত্তরঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।


ড. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?

উত্তরঃ সেন্টমার্টিন।


ঢ. মানুষের দেহে ক্রোমোজমের সংখ্যা কত?

উত্তরঃ ২৩ জোড়া (মোট ৪৬টি)।


ণ. 'নারী দিবস' কত তারিখ?

উত্তরঃ ৮ই মার্চ।