খাদ্য মন্ত্রণালয়(অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-2024

  • 27-04-202427-04-2024
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকঅফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

সময়: ৯০ মিনিট; পূর্ণমান: ৯০

বাংলা

১। অর্থসহ বাক্য তৈরি করুন:

ক) লেফাফা দূরত্ব = বাইরে পরিপাটি

খ) তুলসি বনের বাঘ = ভণ্ড

গ) ঢাকের কাঠি = তোষামদে

ঘ) ঝাঁকের কৈ = একই দলভুক্ত

ঙ) তাল পাতার সেপাই ক্ষীণজীবী


২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) উপশহর = শহরের সদৃশ -অব্যয়ীভাব

খ) শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত - উপমান কর্মধারয়

গ) গায়েহলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে - মধ্যপদলোপী বহুব্রীহি

ঘ) সোনামুখ = সোনার ন্যায় মুখ - কর্মধারয়

ঙ) লজ্জাসরম = লজ্জা ও সরম -দ্বন্দ্ব


৩। এক কথায় প্রকাশ করুন:

ক) যা ভেদ করা দুঃসাধ্য = দুর্ভেদ্য

খ) যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব

গ) যার দু'হাত সমান চলে = সব্যসাচী

ঘ) যা অধ্যয়ন করা হয়েছে = অধীত

ঙ) রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ = প্রত্যুষ


৪। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) উল্লাস = উৎ + লাস

খ) শঙ্কা = শম্ + কা

গ) তিরোধান = তিরঃ + ধান

ঘ) নীরস = নিঃ+ রস

ঙ) তপোবন = তপঃ + বন


৫। 'বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা-২০২১' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।


ইংরেজি

৬। Make sentences:

a) Fish out of water = অস্বস্থিকর পরিবেশে পরা - I felt like a fish out of water when I went to Sweden.

b) Come to light = প্রকাশ হওয়া - Their private talk has come to light at last

c) Double game = দুমুখো নীতি/ কপটাচারণ - Don't play double game with the poor.

d) Eat humble pie অপমান হজম করে ক্ষমা চাওয়া - He had to eat humble pie before his employees

e) Hold good = প্রযোজ্য - This policy will not hold good here.


৭। ইংরেজিতে অনুবাদ করুন:

ক) কতইনা সুন্দর আমাদের দেশটি।

*How beautiful our country is!

খ) যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে।

*Which book you wanted here it is.

গ) উপদেশ দেয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকরতর ভালো।

*Example is better than precept

ঘ) সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল।

*He achieved success by his own intelligence

ঙ) বাংলাদেশীরা পরিশ্রমী ও অতিথিপরায়ণ।

*Bangladeshis are industrious and hospitable


৮। Fill in the blanks with preposition:

a) I can't cope...... the situation.

Answer: with

b) He has to desire.....fame.

Answer. for

c) Beware…. pickpockets

Answer: of

d) He is blind…. his own faults.

Answer: to

e) He commented favorably...... the point.

Answer: on


৯। Transform the sentences as directed:

a) Give me some water that I may drink. (Simple)

*Give me some water to drink

b) An industrious boy will shine in life. (Complex)

*A boy who is industrious will shine in life.

c) You must give up smoking to avoid suffering (Compound)

*You must give up smoking or you will suffer.

d) The children would not do the sum. (Passive)

*The sum would not be done by the children.

e) When did you write the letter? (Passive)

*When was the letter written by you?


১০ Write a paragraph on "Leisure time"

Answer: Leisure time is the precious interval in our lives when we are free from the demands of work or other obligations, allowing us to indulge in activities that bring joy, relaxation, and fulfillment. It's the sanctuary where we rejuvenate our spirits, explore our passions, and connect with ourselves and others on a deeper level. Whether it's delving into a captivating book, embarking on an outdoor adventure, creating art, or simply savoring quiet moments of reflection, leisure time provides the vital nourishment for our well-being. In this fast-paced world, cherishing and wisely utilizing our leisure time becomes essential for maintaining balance and finding meaning amidst the hustle and bustle of daily life.


গণিত

১৩। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার । এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে?

সমাধানঃ দেওয়া আছে,

চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার = ৩০০ সে.মি.

চৌবাচ্চাটির প্রস্থ ২ মিটার = ২০০ সে.মি.

চৌবাচ্চাটির উচ্চতা ৪ মিটার = ৪০০ সে.মি.

চৌবাচ্চাটির আয়তন = (৩০০ × ২০০ × ৪০০) ঘন সে.মি. = ঘন সে.মি.

আমরা জানি,

১০০০ ঘন সে.মি. = ১ লিটার

১ ঘন সে.মি. = ১ ÷ ১০০০ লিটার

২৪০০০,০০০ ঘন সে.মি. = (২৪০০০০০০ ÷ ১০০০)

= ২৪০০০ লিটার।

আবার,

১ লিটার পানির ওজন ১ কিলোগ্রাম

২৪০০০ লিটার পানির ওজন = (১ ×২৪০০০) কিলোগ্রাম

= ২৪০০০ কিলোগ্রাম।

উত্তরঃ ২৪০০০ লিটার ও ২৪০০০ কিলোগ্রাম।


১৪। কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বন্ধির হার প্রতি হাজারে ৩০ হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

সমাধানঃ 

শহরটির বর্তমান জনসংখ্যা, P = ৮০,০০,০০০

জনসংখ্যা বন্ধির হার 

সময়, n = ৩ বছর।

এখানে, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চত্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য।

= ৮০,০০,০০০×১০৩×১০৩×১০৩

= ৮৭.৪১,৮১৬

উত্তর: ৮৭,৪১,৮১৬ জন।


১৫। সাধারণ জ্ঞান

ক) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত ২ জন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন।

উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি


খ) 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা'র মেয়াদকাল লিখুন এবং এর লক্ষ্যমাত্রা কয়টি?

উত্তরঃ ২০১৬-২০৩০, ১৭টি


গ) সব ক'টা জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?

উত্তরঃ নজরুল ইসলাম বাবু


) বাংলাদেশের সংবিধান এ পর্যন্তকবার সংশোধন করা হয়েছে? সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কী ছিল?

উত্তরঃ ১৭ বার, সংসদে নারী সদস্যদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি


ঙ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ 'জুলিও কুরি' পদক কবে প্রদান করেছিল?

উত্তরঃ ১৯৭৩ সালে ২৩ মে


চ) ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখুন।

উত্তরঃ দ্রৌপদী মুর্মু


ছ) রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে?

উত্তরঃ গাম্বিয়া


জ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচীর কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন?

উত্তরঃ ১৯৬৬ সালে


ঝ)বাংলাদেশের প্রথম কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?

উত্তরঃ যশোর


ঞ) সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট (পুরুষ) এর 'গোল্ডেন বল' ও 'গোল্ডেন বুট' জয়ী ফুটবলারদের নাম লিখুন।

উত্তরঃ গোল্ডেন বল- লিওনেল মেসি, গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপ্পে