বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

  • 27-07-202327-07-2023
  • অফিস সহকারী কাম কম্পিউার মুদ্রাক্ষরিক/হিসাব সহকারীঅফিস সহকারী কাম কম্পিউার মুদ্রাক্ষরিক/হিসাব সহকারী

১। 'নবায়নযোগ্য জ্বালানি' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। অধিকাংশ দেশ তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। নবায়নযোগ্য শক্তি সমূহ পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ মুক্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি টেকশই জ্বালানি ব্যবস্থায় পৌঁছানোর জন্য জাতিসংঘ ও বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলনসমূহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহ অব্যহত রেখেছে।

বিশ্বে জীবাশ্ম জ্বালানির অধিকাংশ ব্যয় হয় বিদ্যুৎ উৎপাদনে, মোটরযান চলাচলে এবং বাসা বাড়ির তাপ-উৎপাদনে। এইজন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা, টেকসই যানবাহন ব্যবস্থা এবং গ্রিন টেকনোলজি সমৃদ্ধ শক্তি সাশ্রয়ী গৃহস্থালি পণ্য প্রবর্তনে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গবেষণা প্রক্রিয়াধীন আছে।

২। অর্থ লিখুন:

ক) সোনার চাঁদ = অতি আদরের

খ) শনির দশা = দুঃসময়

গ) রক্তের টান = স্বজনপ্রীতি

ঘ) মাটি করা = নষ্ট করা

ঙ) ভালুক জ্বর = অনিয়মিত/ক্ষণস্থায়ী

৩। নীচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক) সব ঝিনুকে মুক্তা থাকে না। - (অপাদানে ৭মী)

খ) বড় হও নিজের চেষ্ঠায়। - (করণে ৭মী)

গ) টাকার লোভ ভাল নয়। (অপাদানে ৬ষ্ঠী)

ঘ) গৃহহীনে গৃহ দাও। - (কর্মে শূন্য)

ঙ) সকলকে মরতে হবে। - (কর্তায় ২য়া)

৪। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) হিমাদ্রি = হিম + অদ্রি

খ) সংবাদ = সম্+ বাদ

গ) মহার্ঘ = মহা + অর্ঘ

ঘ) প্রত্যাশা = প্রতি + আশা

ঙ) নায়ক = নৈ + অক

৫। Fill in the blank with appropriate words:

a) He succeeded----------passing the examination. (Answer: in)

b) Happy smile spread--------her smile. (Answer: over)

c) Mita is sensitive-------weather changes. (Answer: to)

d) Hard labour has broken---------him. (Answer: down)

e) The man died. overeating. (Answer: from)

৬। Transform the sentence as directed:

a) Man is mortal. (Negative)

Answer: Man is not immortal.

b) She speaks very silently. (Exclamatory)

Answer: How silently she speaks!

c) Who taught you grammar? (Passive)

Answer: By whom were you taught grammar?

d) Open the window. (Passive)

Answer: Let the window be opened.

e) I saw him reading. (Complex)

Answer: I saw him when he was reading.

৭। Write the meaning in Bengali:

a) Habeas Corpus = বন্দিপ্রদর্শন

b) Get by heart = মুখস্থ করা

c) For good = চিরতরে

d) Gala day = আনন্দের দিন

e) Hand in glove = অন্তরঙ্গ

৮। Write short note on ‘Padma Bridge’.

“The Padma Bridge”

The Padma Bridge is a multipurpose road-rail bridge across the Padma River to be constructed in Bangladesh. When completed it will be the largest bridge in Bangladesh and the first fixed river grossing for road traffic. It will connect Louhajong, Munshigonj to Shariatpur and Madaripur linking the south-west of the country, to northern and eastern regions. The total area of land to be acquired and required for its components is 918 hectares. The requisition of land for the construction yard will be for six years on a rental basis. As per the new design, an additional 144.04 hectares has been identified for acquisition bringing the total to 1062.14 hectares. The two-level steel truss bridge will carry a four lane highway on the upper level and a single track railway on a lower level. The project will include 6.15km long and 18.10 meter wide bridge, 15.1km of approach roads, toll plazas and service areas, We can say in fine, that the government step to construct the Padma Bridge despite turning down of World Bank in financing is a brave decision which carried praise from home and abroad. But the government needs to maintain transparency and efficiency in each and every process of building the bridge as the bridge is being built with the people's hard-carried money.

৯। উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 - 7x+6

সমাধান: x2-7x+6

= x2-6x-x+6

= x (x-6)-1(x-6)

=(x-6) (x-1) (Answer)

১০। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2 টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

20% কমে, 

100 টাকায় কমে 20 টাকা 

12 টাকায় কমে 20×12100 টাকা = 125 টাকা

2 টি কলার বর্তমান দাম টাকা

 অতএব 1 টি কলার বর্তমান দাম = 125×2 = 1.2 টাকা

১১। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধানঃ

দেওয়া আছে, দৈর্ঘ্য ৫০ মিটার ও প্রস্থ ৩০ মিটার 

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {৫০ + (২ × ২)} মিটার = ৫৪ মিটার

রাস্তাসহ বাগানের প্রস্থ = {৩০ + (২ × ২)} মিটার = ৩৪ মিটার

এখন রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৫৪ × ৩৪) বর্গমিটার = ১৮৩৬ বর্গমিটার

রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৫০ × ৩০) বর্গমিটার = ১৫০০ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১৮৩৬ – ১৫০০) বর্গমিটার = ৩৩৬ বর্গমিটার

উত্তর: ৩৩৬ বর্গমিটার।

সারণ জ্ঞান

ক) স্মার্ট বাংলাদেশের পিলার কয়টি ও কি কি?

উত্তরঃ ৪টি; স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মাট সরকার এবং স্মার্ট সমাজ

খ) বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

উত্তরঃ ১৯১১

গ) ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের কোন মাসে ঘোষণা করা হয়?

উত্তরঃ ফেব্রুয়ারি মাসে

ঘ) ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত টাকা?

উত্তরঃ ৭,৬১,৭৮৫ কোটি টাকা

ঙ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাব সেক্টর কয়টি ছিল?

উত্তরঃ ৬৪টি

চ) বেঙ্গল ফ্যান কি?

উত্তরঃ বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান বেঙ্গল ফ্যান যা বঙ্গোপসাগরে অবস্থিত

ছ) ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়?

উত্তরঃ আহসান মঞ্জিলে

জ) কোন মাছ ইলেকট্রিক শক্ দেয়?

উত্তরঃ ইল মাছ

ঝ) জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে?

উত্তরঃ সানফ্রান্সিসকো

ঞ) বিশ্ব জনসংখ্যা দিবস কবে?

উত্তরঃ ১১ জুলাই

ট) BRICS এর পূর্ণরূপ কি?

উত্তরঃ BRICS -Brazil, Russia, India, China, and South Africa