সময়৬০ মিনিট
পূর্নমানঃ ৭০
০১.কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
ক) দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা =অধিকরনে ৭মী বিভক্তি
খ) তুমি কাকাকে বারণ করে দাও = কর্মে শূন্য বিভক্তি
গ) ছাএরা ক্রিকেট খেলে = কর্মে শূন্য বিভক্তি
ঘ) ফুলে ফুলে ঘর ভরেছে = করণ কারকে ৭ম বিভক্তি
ঙ) পুলিশে খবর দাও = কর্মে ৭মী বিভক্তি
০২. সদ্ধি বিচ্ছেদ করুন :
ক) তপোবন = তপঃ + বন
খ) রাজ্ঞী = রাজ + নী
গ) মনোরম = মনঃ + রম
ঘ) স্বল্প = সু + অল্প
ঙ) ভ্রাতুষ্পুএ = ভ্রাতুঃ + পুএ
০৩.ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক) পুরুষ সিংহ = পুরুষ সিংহের ন্যায় (উপমিত কর্মধারয় সমাস)
খ) ষড়ঝতু = ছয় ঝতুর সমাহার(দ্বিগু সমাস)
গ) রক্তাক্ত = রক্ত দ্বারা অক্ত(তৃতীয়া তৎপুরুষ সমাস)
ঘ) হাসিমুখ = হাসিমাখা মুখ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
ঙ) ন্যায়সঙ্গত = ন্যায় দ্বারা সঙ্গত(তৃতীয়া তৎপুরুষ সমাস)
০৪.Translate into English:
a) পুষ্টিকর খাদ্য স্বাস্হের জন্য ভাল ।
b) দশে মিলে করি কাজ ,হারি জিতি নাজি লাজ।
c) সে আস্তে আস্তে কথা বলে।
d) আমার জন্ম ১৯৯০ সালে।
e) সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে।
Ans:
a) Nutritions food is good for health.
b) Two heads are better than one.
c) He speaks slowly .
d) I was bron in 1990.
e) He is going to start a business.
০৫.Make sentences with meaning :
a)At bottom (প্রকৃতপক্ষে ,মূলত):Manik is a good man at bottom .
b)Hard times (অকাল):Don,t spend much ,it is hard times.
c)Blue blood (অভিজাত):Shahidul Islam is proud of her blue blood.
d)Up and doing (উঠে পড়ে লাগা):Be up and doing then you will succeed in life.
e)At daggers drawn (ভীষণ শএুতা):The two young man have been at daggers drawn for months .
০৬.প্রকৃত গতিবেগ ঘন্টায় ৭ কি:মি এরুপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি:মি পথ যেতে ৩ ঘন্টা লেগেছে । ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে?
সমাধান: স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ৩৩৩ = ১১ কিমি /ঘন্টা
∴স্রোতের বেগ = ১১ – ৭ =৪ কিমি/ঘন্টা
∴স্রোতের প্রতিকূল নৌকার গতিবেগ = ৭-৪ =৩ কিমি/ঘন্টা
∴স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে ৩৩৩=১১ কিমি/ঘন্টা
০৭.৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭:৩ ।মিশ্রণে আর কি পরিমান পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩:৭ হবে?
সমাধান :সিরাপের পরিমান =৬০ এর ৭১০=৪২ লিটার
∴পানির পরিমান =৬০ এর ৩১০=১৮ লিটার
মনে করি ,পানি মিশাতে হবে = x লিটার
প্রশ্নমতে, ৪২:১৮+x=৩:৭
বা, ৪২১৮+X=৩৭
বা, ৫৪ + ৩x=২৯৪
বা, ৩x = ২৯৪ – ৫৪
বা, x = ২৪০৩
∴ x =৮০
সুতরাং মিশ্রণে ৮০ লিটার পানি মেশাতে হবে।
০৮. এক কথায় উওর দিন:
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কী? --- ভানুসিংহ ।
খ) বাংলাদেশের বৃহওম ব-দ্বীপ কোনটি?---সুন্দরবন ।
গ)‘একাওরের ডায়েরি ’কার রচনা?----সুফিয়া কামাল।
ঘ) ‘মুক্তির গান ’ চলচ্চিএর নির্মাতা কে?---তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ।
ঙ) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?---চন্দ্রাবতী ।
চ) ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?---রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ছ) এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?---ইয়াংসিকিয়াং।
জ) বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি?---জাপান ।
ঝ) ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?---জার্মানিতে ।
ঞ) জাপানের আইনসভার নাম কী?---ডায়েট ।
৯.সংক্ষেপে উওর দিন:
ক) ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে ?---যুক্তরাষ্ট্র।
খ) চন্দ্রাবতী কী?---কার্জ
গ) LAN এর পূর্ণরুপ কী ?----Local
Area Network ।
ঘ) CPU এর অংশ ( Components) কয়টি?---ALU,Registers,CU
।
ঙ) মেনু বারে কয়টি মেনু থাকে ?---৯টি।
চ) প্রথম মাইক্রোপ্রসেসর এর নাম কী ? --- ইন্টেল ৪০০৪।
ছ) MS Excel এ কতটি রো আছে?--- ১০,৪৮৫৭৬টি।
জ) কম্পিউটার মেমোরিকে কী বলা হয়?---হার্ডডিস্ক।
ঝ) Save এর শর্টকাট কমান্ড লিখুন ।---Ctrl + S ।
ঞ) কিবোর্ডে কয়টি Alt Key থাকে?--- ২টি ।