বাংলা-২০
১। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক. শীতার্ত = শীত + ঋত
খ. কথোপকথন = কথা + উপকথন
গ. পদ্ধতি = পদ্ + হতি
ঘ. হিংসা = হিন + সা
ঙ. স্বাধীন = স্ব + অধীন
২। বিপরীত শব্দ লিখুনঃ
ক. আবিল = অনাবিল
খ. উক্ত = অনুক্ত
গ. খাতক = মহাজন
ঘ. দ্যুলোক = ভূলোক
ঙ. সন্ধি =
৩। অর্থসহ বাক্য রচনা করুনঃ
ক. অজগর বৃত্তি = আলসেমি
খ. আড়ংঘাটা = খেয়াঘাট
গ. ইন্দ্রপতন = বিখ্যাত ব্যক্তির মৃত্যু
ঘ. উকর ধারুর = এলোপাথাড়ি
ঙ. চিনে জোঁক = নাছোড়বান্দা
৪। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক. বেকার = কর্ম নাই যার -বহুব্রীহি সমাস
খ. কুম্ভকার = কুম্ভ করে যে -তৎপুরুষ
গ. একবিংশর্তি = এক অধিক বিংশতি -কর্মধারয় সমাস
ঘ. সজল = জলের সঙ্গে বর্তমান -বহুব্রীহি সমাস
ঙ. দ্বীপ = দু দিকে অপ যার -বহুব্রীহি
ইংরেজী-৫০
5. Write a paragraph of ten sentences on the 'Independence Day of Bangladesh."
'Independence Day of Bangladesh."
The Independence Day of Bangladesh is observed on the 26th March every year. War for independence started on the 26th March in 1971 and lasted till our victory on the 16th of December It took place as a result of the discrimination, oppression and suppression of the west Pakistan rulers. The war continued for long nine months. It was a bloody struggle. More than 30 lacks of people sacrificed their valuable lives for the sake of freedom. This blood-shed of our heroic people did not go in vain. A proverb also goes, 'there is a silver lining even in the darkest of clouds'. Justice triumphed in the long run. The Pakistani occupation forces surrendered unconditionally to the allied forces on December 16, 1971. This victory confirmed the birth of Bangladesh on the world map However, March 26 is our Independence Day because on this day in 1971, the Independence Day was declared. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with 31 gunshots. Early in the morning the President and the Prime Minister on behalf of the nation place floral wreaths at the National Mausoleum at Saver Then diplomats, political parties, social and cultural organizations and freedom fighters pay homage to the martyrs. We celebrate this day every year with great honor and solemnity.
6.Write the meaning of the following phrases and make one sentence with each:
a) Black and white = (লিখিতভাবে): The rules of the game were black and white, leaving no room for confusion or debate.
b) At a loss = (বিভ্রান্ত): I was at a loss for what to do next
c) Crying need = (অতি প্রয়োজন): The orphanage had a crying need for donations to support the children's basic needs.
d) All in all = (সর্বেসর্বা): All in all, it was a successful project despite a few setbacks along the way.
e) Crocodile tears = (মায়াকান্না): She pretended to cry crocodile tears to gain sympathy from her parents, but they saw through her act.
7. Fill in the blanks with the most appropriate prepositions/articles:
a) I saw ____ one-eyed man in the shopping mall. (a)
b)____higher you climb, the colder you feel. (The)
c) Let us go out____a walk. (for)
d) Two countries entered an_______agreement. (into)
e) During the rain, we took shelter________a big banyan tree. (under)
8. Write the Bangla meaning of the following words:
a) Horizontal = অনুভূমিক
b) Bankrupt = দেউলিয়া
c) Obligatory = বাধ্যতামূলক
d) Miscellaneous = বিবিধ
e) Copyright = গ্রন্থস্বত্ব
9. Write the words correctly:
a) Investiget = Investigate
b) Manascript = Manuscript
c) Neumonia = Pneumonia
d) Celescial = Celestial
e) Inagural = Inaugural
10. Translate into English:
a. সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়
= Friendship to all, malice towards none.
b. সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে
= It has been drizzling since morning
c. চোরে চোরে মাসতুতো ভাই
= Birds of the same feather flock together.
d. শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো
= The child came to me crying.
e. সে সাঁতার কাটতে জানে না
= He does not know how to swim.
11. Translate into Bangla:
Water is an important element of the environment. It is essential for the lives of human, animal and plant. Although pure water is safe for us, contaminated water is harmful for our health. Water can be contaminated in various ways. We can get sick by drinking contaminated water.
উত্তরঃ জল পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জীবনের জন্য অপরিহার্য। বিশুদ্ধ পানি আমাদের জন্য নিরাপদ হলেও দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পানি বিভিন্ন উপায়ে দূষিত হতে পারে। দূষিত পানি পান করে আমরা অসুস্থ হতে পারি।
গণিত-১৫
12. ABC সমকোণী ত্রিভুজে ABC = ৯০°, ACB = ৩০°। AC বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে, AB বাহুর দৈর্ঘ্য কত?
14. এক বিক্রেতা একটি ঘড়ি ২৮০০ টাকায় বিক্রি করায় তার ২০% ক্ষতি হলো। ২০% লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে?
সমাধানঃ-
-
সাধারণ জ্ঞান - ১৫
১৫। পূর্ণরূপ লিখুন:
IMCTC = Islamic Military Counter Terrorism Coalition.
BIMSTEC = The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
BIDA = Bangladesh Investment Development Authority.
UNCLOS = United Nations Convention on the Law of the Sea.
OAS = Organization of American States.
১৬। টীকা লিখুন:
a. MERCOSUR
The Southern Common Market, commonly known by Spanish abbreviation Mercosur, and Portuguese Mercosul, is a South American trade bloc established by the Treaty of Asunción in 1991 and Protocol of Ouro Preto in 1994. Its full members are Argentina, Brazil, Paraguay and Uruguay.
b. COP
A conference of the parties is the supreme governing body of an international convention. It is composed of representatives of the member states of the convention and accredited observers.
১৭। এক কথায় উত্তর দিন:
ক) ওআইসিভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি?
উত্তরঃ-
খ) এসডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা আছে??
উত্তরঃ- ১৭ টি।
গ) জি-২০ এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ- সদর দপ্তর নেই।
ঘ) মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
উত্তরঃ- ১০ এপ্রিল ১৯৭১ সালে।