বাংলাদেশ শিপিং কর্পোরেশন-চট্টগ্রাম

  • ২১-০৭-২০২৩২১-০৭-২০২৩
  • অফিস সহকারী কাম কম্পিউার মুদ্রাক্ষরিকঅফিস সহকারী কাম কম্পিউার মুদ্রাক্ষরিক

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) রাজ্ঞী= রাজ্ + নী

খ) বৃহস্পতি= বৃহৎ + পতি

গ) পর্যালোচনা = পরি + আলোচনা

ঘ) প্রতীক্ষা= প্রতি + ঈক্ষা

ঙ) গীতি= গৈ + তি

২। এক কথায় প্রকাশ করুন :

ক) কুলের সমীপে= উপকূল

খ) এক থেকে আরম্ভ করে= একাদিক্রমে

গ) ফুল হতে তৈরি= ফুলেল

গ) ফুল হতে তৈরি= ফুলেল

ঙ) যে স্ত্রীর বশীভূত=স্ত্রৈণ

৩। নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন:

ক) ‘মহারাজ' শব্দের ব্যাসবাক্য কী?

উত্তর: মহান যে রাজা

খ) ‘স্মৃতিসৌধ' কোন কর্মধারয় সমাস?

উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়

গ) 'কাজল-কালো' এর সঠিক ব্যাসবাক্য কী?

উত্তর: কাজলের ন্যায় কালো

ঘ) ‘কমলাক্ষ' শব্দের ব্যাসবাক্য কি?

উত্তর: কমলের ন্যায় অক্ষি যার

ঙ) ‘মনগড়া’ কোন সমাস?

উত্তর: মন দিয়ে গড়া = তৎপুরুষ সমাস

৪। নিচের শব্দগুলোর অর্থসহ বাক্য রচনা করুন :

ক) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)-গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না ।

খ) তামার বিষ= (অর্থের কুপ্রভাব)-তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।

গ) ঝড়ো কাক= (বিপর্যস্ত)-তার অবস্থা এখন ঝড়ো কাকের মতো।

ঘ) হাড়হদ্দ = (নাড়ি নক্ষত্র /সবকিছু)-তোমার হাড়হন্দ সবই আমার জানা আছে।

ঙ) তুলশী বনের বাঘ = (ভণ্ড)-মি. রাসেল সাহেব কথায় ভালো হলেও সে একটা তুলসী বনের বাঘ।

৫। উৎপাদকে বিশ্লেষণ করুন: a3 – 6a2 + 12a – 9

সমাধান: a3 – 6a2 + 12a – 9

= a3 – 3a2.2 + 3a. (2)2 – (2)3 – 1

= (a – 2)3 – 1

= (a-2 – 1) {(a-2)2 + (a-2).1 + (1)2

= (a - 3) {(a)2 – 2.2a+ (2)2+a-2 + 1}

= (a – 3) (a2 – 4a + 4 + a – 1)

= (a − 3) (a2 – 3a + 3) (Answer)

৬। একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো । খাতাটির ক্রয়মূল্য কত?

সমাধান মনে করি, খাতাটির ক্রয়মূল্য ক টাকা

৩৬ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়= (ক - ৩৬) টাকা আবার, ৭২ টাকায় বিক্রয় করলে লাভ হয়= (৭২- ক) টাকা

প্রশ্নমতে, ৭২-ক = ২×(ক - ৩৬)

বা, ৭২- ক =২ক-৭২

বা, - ক-২ক= -৭২-৭২

বা,-৩ক = -১৪৪

বা,ক = -১৪৪/-৩

বা, ক= ৪৮

খাতাটির ক্রয়মূল্য ৪৮ টাকা

উত্তর: ৪৮

৭। সমাধান করুন : 22x+1128

সমাধান 22x + 1 = 128

বা, 22x+1 = 27

বা, 2x+1 = 7

বা, 2x = 7-1

বা, 2x = 6

বা, x = 3

নির্ণেয় সমাধান, x = 3

৮। ৭ সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান

মনে করি, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য =

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

প্রশ্নমতে, √2a= 14

বা, √2a = 7×√2×√2

বা, a =7√2

 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (7√2)2 বর্গ সে.মি=98 বর্গ সে.মি

উত্তর: 98 বর্গ সে.মি.

৯। tanA= 3/4 হলে sinA.cosA = ?

সমাধান: tanA=3/4

অর্থাৎ লম্ব=3 এবং ভূমি = 4

অতিভুজ = 42+32 = 5

sinA.cosA = (লম্ব/অতিভুজ) × (লম্ব/অতিভুজ)

= (3/5)×(4/5)

= 12/25 (Answer)

১০। Write the correct Antonym:( Friendly, Kind, Transparent, Joy)

Given Word

Antonym

Friendly

Unfriendly

Kind

Unkind

Transparent

Obscure

Joy

Sorrow

১১। Fill in the gaps:

a) He abides....... me. (Answer: with)

b) Nepoleon was ambitious....... fame. (Answer: of)

c) His action is contrast....... his profession. (Answer: to)

d) He insisted....... my going to cinema. (Answer: on)

১২। Correct the sentences:

a) I recommended for him.

Answer = I recommended to him.

b) He resigned from his post.

Answer = He resigned his post.

c) We reached at the station in time.

Answer = We reached at the station on time.

d) He discussed on this issue.

Answer = He discussed this issue.

১৩ | Use right form of verbs:

a) If I were a bird, I (fly) in the sky. (Answer: would fly)

b) I wish I (know) the address of his house. (Answer: knew)

c) If I (try), I migh have succeeded. (Answer: had tried)

d) I (suffer) from fever for a long time. (Answer: have been suffering)

১৪। Translate into English of the following:

ক) সে কভু বুদ্ধিমান নয় মেধাবী বটে।

He is not only talent but also intelligent.

খ) যদিও সে বৃদ্ধ, তথাপি সে কর্মক্ষম।

Though he is old, he is active.

গ) সভা আরম্ভ হওয়ার পূর্বে আমি উপস্থিত হয়েছিলাম।

I had attended before the meeting began.

ঘ) আমি সাঁতার কাটতে জানি ।

I know how to swim.

১৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক) 'Poet of Politics' বলা হয় কাকে?

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

খ) 'বাঙ্গালি জাতির ম্যাগনাকার্টা' বলা হয় কোনটিকে?

উত্তরঃ ৬ দফাকে

গ) IMO এর পূর্ণরূপ কী?

উত্তরঃ IMO= International Maritime Organization

ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি প্রদান করেন কে?

উত্তরঃ আ স এম আব্দুর রব

ঙ) আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তরঃ বিল মোগারিজ

চ) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

উত্তরঃ রম বলে

ছ) ই-মেইল অ্যাড্রেসে @ দ্বারা কী বোঝানো হয় ?

উত্তরঃ at sign/ at the rate

জ) ওয়েবসাইটের মূলপাতাকে কী বলা হয়?

উত্তরঃ হোম পেইজ

ঝ) কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে?

উত্তরঃ মডেম

ঞ) SDG এর জলবায়ু সংক্রান্ত গোল নম্বর কত?

উত্তরঃ ১৩ 

ট) CBD এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Common Bile Duc

ঠ) চীনের মুদ্রার নাম কী ?

উত্তরঃ ইউয়ান

ড) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নাম কী?

উত্তরঃ টেড্রস অধানোম

ঢ) বিএসসি কবে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৭২, শেখ মুজিবুর রহমান

ণ) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ ক্রিস হিপকিনস