১। সন্ধি বিচ্ছেদ করুন: | |||||
ক) রাজ্ঞী= রাজ্ + নী | |||||
খ) বৃহস্পতি= বৃহৎ + পতি | |||||
গ) পর্যালোচনা = পরি + আলোচনা | |||||
ঘ) প্রতীক্ষা= প্রতি + ঈক্ষা | |||||
ঙ) গীতি= গৈ + তি | |||||
২। এক কথায় প্রকাশ করুন : | |||||
ক) কুলের সমীপে= উপকূল | |||||
খ) এক থেকে আরম্ভ করে= একাদিক্রমে | |||||
গ) ফুল হতে তৈরি= ফুলেল | |||||
গ) ফুল হতে তৈরি= ফুলেল | |||||
ঙ) যে স্ত্রীর বশীভূত=স্ত্রৈণ | |||||
৩। নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন: | |||||
ক) ‘মহারাজ' শব্দের ব্যাসবাক্য কী? | |||||
উত্তর: মহান যে রাজা | |||||
খ) ‘স্মৃতিসৌধ' কোন কর্মধারয় সমাস? | |||||
উত্তর: মধ্যপদলোপী কর্মধারয় | |||||
গ) 'কাজল-কালো' এর সঠিক ব্যাসবাক্য কী? | |||||
উত্তর: কাজলের ন্যায় কালো | |||||
ঘ) ‘কমলাক্ষ' শব্দের ব্যাসবাক্য কি? | |||||
উত্তর: কমলের ন্যায় অক্ষি যার | |||||
ঙ) ‘মনগড়া’ কোন সমাস? | |||||
উত্তর: মন দিয়ে গড়া = তৎপুরুষ সমাস | |||||
৪। নিচের শব্দগুলোর অর্থসহ বাক্য রচনা করুন : | |||||
ক) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)-গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না । | |||||
খ) তামার বিষ= (অর্থের কুপ্রভাব)-তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে। | |||||
গ) ঝড়ো কাক= (বিপর্যস্ত)-তার অবস্থা এখন ঝড়ো কাকের মতো। | |||||
ঘ) হাড়হদ্দ = (নাড়ি নক্ষত্র /সবকিছু)-তোমার হাড়হন্দ সবই আমার জানা আছে। | |||||
ঙ) তুলশী বনের বাঘ = (ভণ্ড)-মি. রাসেল সাহেব কথায় ভালো হলেও সে একটা তুলসী বনের বাঘ। | |||||
৫। উৎপাদকে বিশ্লেষণ করুন: a3 – 6a2 + 12a – 9 | |||||
সমাধান: a3 – 6a2 + 12a – 9 = a3 – 3a2.2 + 3a. (2)2 – (2)3 – 1 = (a – 2)3 – 1 = (a-2 – 1) {(a-2)2 + (a-2).1 + (1)2} = (a - 3) {(a)2 – 2.2a+ (2)2+a-2 + 1} = (a – 3) (a2 – 4a + 4 + a – 1) = (a − 3) (a2 – 3a + 3) (Answer) | |||||
৬। একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো । খাতাটির ক্রয়মূল্য কত? | |||||
সমাধান মনে করি, খাতাটির ক্রয়মূল্য ক টাকা ৩৬ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়= (ক - ৩৬) টাকা আবার, ৭২ টাকায় বিক্রয় করলে লাভ হয়= (৭২- ক) টাকা প্রশ্নমতে, ৭২-ক = ২×(ক - ৩৬) বা, ৭২- ক =২ক-৭২ বা, - ক-২ক= -৭২-৭২ বা,-৩ক = -১৪৪ বা,ক = -১৪৪/-৩ বা, ক= ৪৮ ∴খাতাটির ক্রয়মূল্য ৪৮ টাকা উত্তর: ৪৮ | |||||
৭। সমাধান করুন : 22x+1128 | |||||
সমাধান 22x + 1 = 128 বা, 22x+1 = 27 বা, 2x+1 = 7 বা, 2x = 7-1 বা, 2x = 6 বা, x = 3 নির্ণেয় সমাধান, x = 3 | |||||
৮। ৭ সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? | |||||
সমাধান মনে করি, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = a বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a প্রশ্নমতে, √2a= 14 বা, √2a = 7×√2×√2 বা, a =7√2 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (7√2)2 বর্গ সে.মি=98 বর্গ সে.মি উত্তর: 98 বর্গ সে.মি. | |||||
৯। tanA= 3/4 হলে sinA.cosA = ? | |||||
সমাধান: tanA=3/4 অর্থাৎ লম্ব=3 এবং ভূমি = 4 অতিভুজ = 42+32 = 5 sinA.cosA = (লম্ব/অতিভুজ) × (লম্ব/অতিভুজ) = (3/5)×(4/5) = 12/25 (Answer) | |||||
১০। Write the correct Antonym:( Friendly, Kind, Transparent, Joy) | |||||
Given Word | Antonym | ||||
Friendly | Unfriendly | ||||
Kind | Unkind | ||||
Transparent | Obscure | ||||
Joy | Sorrow | ||||
১১। Fill in the gaps: | |||||
a) He abides....... me. (Answer: with) | |||||
b) Nepoleon was ambitious....... fame. (Answer: of) | |||||
c) His action is contrast....... his profession. (Answer: to) | |||||
d) He insisted....... my going to cinema. (Answer: on) | |||||
১২। Correct the sentences: | |||||
a) I recommended for him. | |||||
Answer = I recommended to him. | |||||
b) He resigned from his post. | |||||
Answer = He resigned his post. | |||||
c) We reached at the station in time. | |||||
Answer = We reached at the station on time. | |||||
d) He discussed on this issue. | |||||
Answer = He discussed this issue. | |||||
১৩ | Use right form of verbs: | |||||
a) If I were a bird, I (fly) in the sky. (Answer: would fly) | |||||
b) I wish I (know) the address of his house. (Answer: knew) | |||||
c) If I (try), I migh have succeeded. (Answer: had tried) | |||||
d) I (suffer) from fever for a long time. (Answer: have been suffering) | |||||
১৪। Translate into English of the following: | |||||
ক) সে কভু বুদ্ধিমান নয় মেধাবী বটে। | |||||
He is not only talent but also intelligent. | |||||
খ) যদিও সে বৃদ্ধ, তথাপি সে কর্মক্ষম। | |||||
Though he is old, he is active. | |||||
গ) সভা আরম্ভ হওয়ার পূর্বে আমি উপস্থিত হয়েছিলাম। | |||||
I had attended before the meeting began. | |||||
ঘ) আমি সাঁতার কাটতে জানি । | |||||
I know how to swim. | |||||
১৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: | |||||
ক) 'Poet of Politics' বলা হয় কাকে? | |||||
উত্তরঃ শেখ মুজিবুর রহমান | |||||
খ) 'বাঙ্গালি জাতির ম্যাগনাকার্টা' বলা হয় কোনটিকে? | |||||
উত্তরঃ ৬ দফাকে | |||||
গ) IMO এর পূর্ণরূপ কী? | |||||
উত্তরঃ IMO= International Maritime Organization | |||||
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি প্রদান করেন কে? | |||||
উত্তরঃ আ স এম আব্দুর রব | |||||
ঙ) আধুনিক ল্যাপটপের জনক কে? | |||||
উত্তরঃ বিল মোগারিজ | |||||
চ) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? | |||||
উত্তরঃ রম বলে | |||||
ছ) ই-মেইল অ্যাড্রেসে @ দ্বারা কী বোঝানো হয় ? | |||||
উত্তরঃ at sign/ at the rate | |||||
জ) ওয়েবসাইটের মূলপাতাকে কী বলা হয়? | |||||
উত্তরঃ হোম পেইজ | |||||
ঝ) কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে? | |||||
উত্তরঃ মডেম | |||||
ঞ) SDG এর জলবায়ু সংক্রান্ত গোল নম্বর কত? | |||||
উত্তরঃ ১৩ | |||||
ট) CBD এর পূর্ণরূপ কী? | |||||
উত্তরঃ Common Bile Duc | |||||
ঠ) চীনের মুদ্রার নাম কী ? | |||||
উত্তরঃ ইউয়ান | |||||
ড) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নাম কী? | |||||
উত্তরঃ টেড্রস অধানোম | |||||
ঢ) বিএসসি কবে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং কে প্রতিষ্ঠা করেছিলেন? | |||||
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৭২, শেখ মুজিবুর রহমান | |||||
ণ) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী? | |||||
উত্তরঃ ক্রিস হিপকিনস |
বাংলাদেশ শিপিং কর্পোরেশন-চট্টগ্রাম
- ২১-০৭-২০২৩
- অফিস সহকারী কাম কম্পিউার মুদ্রাক্ষরিক
Recent Posts
-
1 . বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
১৬-০৯-২০২২
-
2 . বিভাগীয় কমিশনার এর কার্যালয় - রংপুর
০৭-০৭-২০২৩
-
3 . বাংলাদেশ শিপিং কর্পোরেশন-চট্টগ্রাম
২১-০৭-২০২৩
-
5 . ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 16-03-2024
16-03-2024
-
7 . পররাষ্ট্র মন্ত্রণালয়-2024
29-03-2024
-
8 . ভূমি মন্ত্রণালয় ২০১৭
০৩-০৩-২০১৭
-
12 . সিভিল সার্জনের কার্যালয়, সুনামগঞ্জ-2024
১৯-০৪-২০২৪
-
14 . মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
04-05-2024
-
15 . কর অঞ্চল-১৬, ঢাকা-2024
28-06-2024