বিভাগীয় কমিশনার এর কার্যালয় - রংপুর

  • ০৭-০৭-২০২৩০৭-০৭-২০২৩
  • অফিস সহকারী কাম কম্পিউার অপারেটরঅফিস সহকারী কাম কম্পিউার অপারেটর



১। নিচের শব্দগুলো শুদ্ধ করে লিখুন:


c) He left____________heir

:

an

অশুদ্ধ 

শুদ্ধ

d) He is_________MBBS.

:

an

সমীচীন

সমীচীন

e) This is______unique opportunity.

:

a

মুমুর্সু

মুমুর্ষু

৭। Fill in the gaps with preposition:

বিভিসিকা

বিভীষিকা

a) We should abide____the law.

:

by

প্রত্যুপন্যমতি

প্রত্যুৎপন্নমতি

b) It's 6 O'clock_____my watch.

:

by

শান্তনা

সান্ত্বনা

c) Please call_______a doctor.

:

in

২। কারক ও ভিক্তি নির্ণয় করুন:

d) Always guard______anger.

:

against

ক) কান্নায় শোখ মন্ত্রীভূত হয়। (অধিকরণে ৭মী)

e) He died_______accident.

:

by

খ) কালির দাগ সহজে মুছে না। (করণে ৬ষ্ঠী)

৮। Write Bangla meaning and make sentence:

গ) ভাইয়ে ভাইয়ে বেশ মিল। (কর্তৃকারণে ৭মী)

a) On the sly = গোপনে

ঘ) অন্ধজনে দেহ আলো। (সম্প্রদানে ৭মী)

He takes bribes on the sly. 

ঙ) তিলে তৈল হয়। (অপাদানে ৭মী)

b) Blue blood = অভিজাত বংশীয়

৩। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন: 

He is proud of his blue blood.

ক) বৈজ্ঞানিক = বিজ্ঞান + ষ্ণিক

c) Catch sight of = হঠাৎ দেখা

খ) সাপুড়ে = সাপ + উড়িয়া

I caught sight of him in the school.

গ) পাঠক = পট্ + অক

d) Nip in the bud = অঙ্কুরে বিনাশ

ঘ) শোক = শুচ্ + ঘঞ

All his hopes were nipped in the bud

ঙ) কারক = কৃ+ ণক


e) Leaps and bounds = অতিদ্রুত

৪। বিপরীত শব্দ লিখুন।

The price of rice is increasing by leaps and bounds

মূল শব্দ

বিপরীত শব্দ

৯। Convert into compound sentence:

পারত্রিক

ঐহিক

a) As he was ill, he did not go to school.

আবাহন

বিসর্জন

He was ill and he did not go to school.

নিরাকার

সাকার

b) Working hard, he passed the examination.

প্রতীচী

প্রাচী

He worked hard and passed the examination.

জ্ঞেয়

অজ্ঞেয়

১০। ইংরেজিতে অনুবাদ করুন:


৫। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) সে কি স্কুলে যায় না?

ক) পলান্ন = পল মিশ্রিত অন্ন - মধ্যপদলোপী কর্মধারয়

Doesn't he go to school?

খ) দোলনচাপা = দোলনের জন্য চাপা- ৪র্থ তৎপুরুষ

খ) কুকথা বাতাসে ছড়ায়।

গ) শশব্যস্ত = শশকের মত ব্যস্ত উপমান কর্মধারয়

Ill news runs fast.

ঘ) শান্তশিষ্ট = শান্ত অথচ শিষ্ট কর্মধারয়

গ) সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

ঙ) গরুরগাড়ী = গরুর গাড়ী -অলুক তৎপুরষ

A stitch in time saves nine.


৬। Fill in the gap with appropriate article:

ঘ) কলেজ যাইবার পূর্বে সে ভাত খাইয়া থাকবে।

a) He is not on___committee.

:

the

He will have eaten rice before he will go to college.

b) He reads____Itefaq daily.

:

the

১১। Convert into simple sentence:


a) Although he is rich, he is honest.


চক্রবন্ধি মুনাফা = সবৃদ্ধিমূলধন মূলধন = 676P625 – P

প্রশ্নমতে, 51P625 - 2P25 = 1

বা, 51P-50P625 = 1

বা, P625 = 1

বা, P = 625       মূলধন = 625 টাকা।


ঙ) ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৪ গুণ। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে ৯০ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধানঃ মনে করি,

১০ বছর পূর্বে পুত্রের বয়স ক

১০ বছর পূর্বে পুত্রের বয়স ৪ক

পুত্রের বর্তমান বয়স = ১০ +ক

পিতার বর্তমান বয়স = ১০ + ৪ক

প্রশ্নমতে, ১০ + ক + ১০ + ১০ + ৪ক + ১০ = ৯০

বা, ৪০ + ৫ক = ৯০

বা, ৫ক = ৫০ 

ক = ১০

সুতরাং পিতার বর্তমান বয়স = ১০ + ৪ × ১০ = ৫০ বছর উত্তর: ৫০ বছর।

>Inspite of his being rich, he is honest.

b) He ate rich and went to school.

>Eating rich he went to school.


১২। Identify the parts of speech of the following underlined words:

A brown horse was running in the green field in very fast.

brown

:

Adjective

was

:

Verb

very

:

Adverb

fast

:

Adverb

১৩। নিচের গাণিতিক সমস্যাগুলির সমাধান করুন:

ক) 12×1418 = কত?

= 164 (উত্তর)

খ) a + b = 7 এবং ab = 12 হলে a³+b³ = কত?

সমাধান প্রদত্ত রাশি= a3 + b3

= (a+b)³-3ab (a+b) = 73-3 × 12 ×7

= 343-252 = 91 (Answer)

চ) শাহিক 240 টাকায় কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?

সমাধান মনে করি,

শাহিক 240 টাকায় মোট x টি কলম কিনল।

প্রশ্নমতে, 240x+1 = 240x -1

বা, 240x+1 = 240-xx 

বা, 240x = 240x + 240 - x² - x

বা, x² + x - 240 = 0

বা, x² + 16x15x240 = 0

বা, x(x + 16) – 15(x + 16) = 0

বা, (x + 16) (x - 15) = 0 

x + 16 = 0, অথবা x - 15 = 0

বা, x = - 16 বা, x = 15

কিন্তু কলমের সংখ্যা x ঋণাত্মক হতে পারে না।

শহিক ১৫ টি কলম কিনল।

গ) একটি বাড়িতে ২০ জনের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পরে ঐ বাড়িতে আরো ১০ জন লোক এলো ঐ খাবার কতদিন চলবে?

সমাধানঃ দিন বাকি (৩৫ – ৫) = ৩০ দিন

এবং লোক সংখ্যা বৃদ্ধি = (২০ + ১০) জন = ৩০ জন

২০ জন লোকের খাবার আছে ৩০ দিনের

১ জন লোকের খাবার আছে (২০ × ৩০) দিনের

 ৩০ জন লোকের খাবার আছে ২০৩০৩০ দিনের = ২০ দিন। (উত্তর)

ঘ) 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরলমুনাফা ও চক্রবন্ধি মুনাফার পার্থক্য । টাকা হলে, মূলধন কত?

সমাধানঃ সমাধান দেওয়া আছে,

মুনাফার হার, = 4% = 4100 = 125

সময়, n = 2 বছর।

মনে করি , মূলধন p টাকা

সরল মুনাফা, I = Pnr = (P×2×125) টাকা = 2P25

আবার, চক্রবন্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলধন, C = P(1+r)n

= 676P-625P625 = 51P625

= P(1 + 125)= P(25+125)2 = P(2625)2 = 676P625 টাকা

ছ) একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং ২৭ সে.মি. এবং পরিসীমা ৮৪ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান মনে করি, ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য x সে.মি প্রশ্নমতে, 84 = (x + 25 +27)

x = 32

সুতরাং ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য ৩২ সে.মি বর্গ সে.মি

ত্রিভুজের অর্ধপরিসীমা s =(25+27+32)/2 = 42 বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল

= 42(42-25) (42-27) (42-32)

=327.26 বর্গ সে.মি

উত্তর: 327.26 বর্গ সে.মি

ঘ) রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত তারিখে?

উত্তর: ২৪ ফেব্রুয়ারি ২০২২

ঙ) রংপুর বিভাগ কোন তারিখে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ২০১০ সালের ২৫ জানুয়ারি


চ) রংপুর বিভাগে জাতীয় সংসদের আসন কয়টি?

উত্তর: ৩৩টি



১৬। বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং


ক) HTML, AI, IOT, USB এর পূর্ণরূপ কী?


HTML = Hypertext Markup Language


AI = Artificial intelligence

১৪।

ক) অষ্টভুজের আটকোণের পরিমাণ কত?

উত্তরঃ ১০৮০° বা ১২ সমকোণ।

খ) ১ নটিক্যাল মাইল = কত কিলোমিটা

উত্তরঃ ১.৮৫২ কি.মি

গ) সূক্ষ্মকোণী ত্রিভুজেৃর কয়টি কোণ সূক্ষ্মকোণ?

উত্তরঃ ৩টি

ঘ) ১ হেক্টর = কত একর?

উত্তরঃ ২.৪৭ একর

ঙ) ০.০১ × ০.০০১ = কত? 

উত্তরঃ ০.০০০০১

চ) ২০০ টাকার % = কত?

উত্তরঃ ১


IOT = Internet of Things


USB = Universal Serial Bu


) SEA-WE-ME কী?


SEA = South East Asia

WE = Western Europe

ME = Middle East




গ) কম্পিউটার কে আবিষ্কার করেন?

উত্তর: হাওয়ার্ড এইকেন/আইকেন



) UNIX কি?

উত্তর: কম্পিউটার অপারেটিং সিস্টেম



ঙ) বিশ্বে প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম কি?

উত্তর: ENIAC


১৫।


চ) ১ গিগাবাইট = কত মেগাবাইট?

উত্তর: ১০২৪ মেগাবাইট

ক) নিম্নলিখিত স্থানগুলি কোন জেলায় অবস্থিত?


স্থান

জেলা



বরকল

রাঙামাটি



মদন

নেত্রকোণা



কমলগঞ্জ

মৌলভিবাজার



মতলব

চাঁদপুর



খ) মুক্তিযুদ্ধে রংপুর বিভাগ কোন সেক্টরে ছিল? সদর দপ্তর কোথায় ছিল এবং সেক্টর কমান্ডার কে ছিলেন?

উত্তর: ৬ নং সেক্টর, সদরদপ্তর-বুড়িমারী, কমান্ডার-খাদেমুল বাশার







গ) পূর্ণরূপ লিখুন: BRICS, NATO, SCO, CIS, 



BRICS = Brazil, Russia, India, China, and South Africa



NATO = North Atlantic Treaty Organization



SCO = Shanghai Cooperation Organisation


CIS = Commonwealth of Independent States


OPEC = Organization of the Petroleum Exporting Countries.